• Bengali Word leash English definition [লীশ্‌] (noun) [countable noun] কোনো জীবজন্তু বিশেষত বাজপাখি বা শিকারি কুকুর বেঁধে রাখার চর্মনির্মিত রজ্জু।
     (verb transitive) উক্ত রজ্জু দিয়ে বেঁধে বা ধরে রাখা; (লাক্ষণিক) নিয়ন্ত্রণ বা সংযত করা। strain at the leash (লাক্ষণিক) বন্ধন থেকে মুক্ত হওয়ার অসীম আগ্রহ; কোনো কাজ করার সুযোগ লাভ করার জন্য আগ্রহ।