Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word lubricant Bengali definition [লূব্‌রিকান্ট্‌] (noun) [uncountable noun, countable noun] যন্ত্রে ব্যবহারোপযোগী তেল; পিচ্ছিলকারক; লুব্রিক্যান্টlubrication [লূব্‌রিকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] যন্ত্রে তেল দেওয়া।
  • English Word lubricate Bengali definition [লূব্‌রিকেইট্‌] (verb transitive) (যন্ত্রাংশে) তেল দেওয়া
  • English Word lucerne Bengali definition [লূসান্‌] (noun) [uncountable noun] (British/Britain) পশুর খাদ্যবিশেষ। (America(n)= alfalfa).
  • English Word lucid Bengali definition [লূসিড্‌] (adjective) (১) স্পষ্ট; সহজবোধ্য: lucid style. (২) মানসিকভাবে সুস্থlucid intervals/moments (noun) উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা। lucidly (adverb) স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে। lucidity [লূসিডাটি] (noun) [uncountable noun] স্বচ্ছতা; সহজবোধ্যতা।
  • English Word luck Bengali definition [লাক্] (noun) [uncountable noun] ভাগ্য; নিয়তি; সুযোগBad luck! দুর্ভাগ্য (সহানুভূতি সূচক)। Good luck! শুভ হোক; শুভ কামনা। Just my luck! আমি যথারীতি হতভাগা। be in/out of luck সৌভাগ্যবান/হতভাগ্য হওয়া। for luck সৌভাগ্যের আশায়। worse luck (used parenthetically ব্যবহৃত) দুর্ভাগ্যক্রমে। luckless (adjective) হতভাগা; ভাগ্যহীন।
  • English Word lucky Bengali definition [লাকি] (adjective) (luckier, luckiest) শুভ; ভাগ্যবানluckydip (noun) সৌভাগ্যথলি (টাকার বিনিময়ে এ ধরনের থলি থেকে একটি জিনিস ওঠানো যায়, ভাগ্য সুপ্রসন্ন হলে মূল্যবান জিনিস উঠতে পারে)। luckily [লাকিলি] (adverb) সৌভাগ্যক্রমে।
  • English Word lucrative Bengali definition [লূক্রাটিভ্‌] (adjective) লাভজনক, আর্থিকভাবে লোভনীয়
  • English Word lucre Bengali definition [লূকা(র্‌)] (noun) টাকা বানানো (অসৎভাবে টাকা আয়)।
  • English Word Luddite Bengali definition [লাডাইট্] (noun) ইংল্যান্ডের শ্রমিকসংঘ- ১৮১১-১৬ সালে বেকারত্বের সম্ভাবনায় নতুন যন্ত্র ধ্বংস করতে তারা উদ্যোগী হয়েছিল
  • English Word ludicrous Bengali definition [লূডিক্রাস্‌] (adjective) হাস্যকর; উপহাসযোগ্যludicrously (adverb)
  • English Word ludo Bengali definition [লূডোউ] (noun) [uncountable noun] লুডু খেলা
  • English Word luff Bengali definition [লাফ্‌] (verb transitive), (verb intransitive) (নৌচালনবিদ্যা) বায়ুর প্রতিকূলে জাহাজ ফেরানো
  • English Word lug Bengali definition [লাগ্‌] (verb transitive) টেনে-হিঁচড়ে নেওয়া/তোলা।  (noun) প্রচণ্ড টান।
  • English Word luggage Bengali definition [লাগিজ্‌] (noun) [uncountable noun] মালপত্র; লাগেজluggage-carrier (noun) সাইকেলের কেরিয়ার। luggage-rack (noun) ট্রেনের আসনের উপরে বা মোটরের ছাদে মাল রাখার তাক। luggage-van (noun) মালগাড়ি।
  • English Word lugger Bengali definition [লাগা(র্‌)] (noun) চতুষ্কোণ পালবিশিষ্ট ছোট জাহাজ
  • English Word lugsail Bengali definition [লাগ্‌সেইল] (noun) (নৌচালনবিদ্যা) চতুষ্কোণ পাল
  • English Word lugubrious Bengali definition [লাগব্রিআস্‌] (adjective) (আনুষ্ঠানিক) বিষণ্ণ; শোকার্তlugubriously (adverb) বিষণ্ণভাবে। lugubriousness (noun) বিষণ্ণতা।
  • English Word lukewarm Bengali definition [লূক্‌ওয়োম্] (adjective) (১) (তরল) কুসুম গরম(২) (লাক্ষণিক) সমর্থন অথবা বিরোধিতায় কম আগ্রহী: lukewarm friendship. lukewarmly (adverb) lukewarmness (noun)
  • English Word lull Bengali definition [লাল্‌] (verb transitive), (verb intransitive) শান্ত করা বা হওয়া; ঘুম পাড়ানো: The sea was lulled. □ (noun) [countable noun] স্থিরতার কাল; স্থবিরতার কাল।
  • English Word lullaby Bengali definition [লালাবাই] (noun) (plural lullabies) ঘুমপাড়ানি গান; ঝিরঝির ধ্বনি; কুলুকুলু শব্দ
  • English Word lumbago Bengali definition [লাম্‌বেইগোউ] (noun) [uncountable noun] কটিবাত
  • English Word lumbar Bengali definition [লাম্‌বা(র্‌)] (adjective) পিঠের নিম্নাংশসংক্রান্ত
  • English Word lumber 1 Bengali definition [লাম্‌বা(র্‌)] (noun) [uncountable noun] (১) কাঠ চেরাই করা তক্তাlumberman [লাম্‌মান্‌], lumberjack (noun(s)) করাতি। lumber-mill (noun) করাতকল। lumberyard (noun) কাঠ, তক্তা ইত্যাদি রাখার স্থান। (২) (British/Britain) বাতিল আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীlumber room (noun) বাতিল আসবাবপত্রের ঘর। □(verb transitive) lumber something (up) (with) বাজে আসবাবপত্র জড়ো করা; (লাক্ষণিক) দুশ্চিন্তা ভর করা।
  • English Word lumber 2 Bengali definition [লাম্‌বা(র্‌)] (verb transitive) কর্কশ শব্দ করে গড়িয়ে চলা
  • English Word luminary Bengali definition [লূমিনারি America(n) লূমিনেরি] (noun) (plural luminaries) (১) তারা; সূর্য অথবা চন্দ্র; জ্যোতিষ্ক(২) (লাক্ষণিক) উজ্জ্বল জ্যোতিষ্ক; মহান নেতা; প্রতিভাবান ব্যক্তিত্ব (যেকোনো ক্ষেত্রে)।
  • English Word luminous Bengali definition [লূমিনাস্‌] (adjective) (১) আলোকোজ্জ্বল; উজ্জ্বল: luminous paint. (২) (লাক্ষণিক) স্পষ্ট; সহজবোধ্যluminosity [লূমিনসাটি] (noun) [uncountable noun] স্পষ্টতা; সহজবোধ্যতা।
  • English Word lump 1 Bengali definition [লাম্‌প্‌] (noun) [countable noun] (১) দলা; খণ্ড; পিণ্ড: lump of rocks. in the lump টুকরা টুকরা। lump sum এককালীন প্রদত্ত টাকা। (২) ফোলা; ফোড়াhave a lump in one’s/the throat মানসিক চাপ। (৩) (কথ্য) মাথামোটা ব্যক্তি।  (verb transitive) lump (together) এক জায়গায় জড়ো করা। (২) টুকরা টুকরা করাlumpish (লাম্‌প্‌ইশ্‌) (adjective) (ব্যক্তি) বোকা। lumpy (adjective) (lumpier, lumpiest) দলপূর্ণ; (পানির উপরিভাগ) তরঙ্গিত।
  • English Word lump 2 Bengali definition [লাম্‌প্‌] (verb transitive) lump it (কথ্য) সয়ে যাওয়া
  • English Word lunacy Bengali definition [লুনাসি] (noun) (plural lunacies) (১) [uncountable noun] পাগলামি; বোকা আচরণ(২) (plural) পাগল অথবা বোকার কাণ্ডকারখানা
  • English Word lunar Bengali definition [লূনা(র্‌)] (adjective) চান্দ্র; চন্দ্রসংক্রান্তlunar module মহাকাশযানের অংশবিশেষ- যা চাঁদে অবতরণ করতে পারে। lunar year চান্দ্রবছর।