• Bengali Word spring 3 English definition [স্প্রিঙ্] (verb intransitive), (verb transitive) ১ হঠাৎ লাফিয়ে ওঠা বা লাফিয়ে এগুনো: She sprang out of bed. He sprang forward to help me.
    He sprang forward to help me. (২) spring (up) হঠাৎ প্রবাহিত হওয়া বা সৃষ্ট হওয়া বা দেখা দেওয়া; মাটি থেকে বা বৃক্ষের কাণ্ড থেকে দ্রুত উদ্ভূত হওয়া: A strong northerly wind suddenly sprang up. Weeds are springing up everywhere. (লাক্ষণিক) A doubt sprang up in my mind. (৩) spring from জন্মলাভ করা; হঠাৎ এসে হাজির হওয়া: The feuding families sprang from a common stock, বিবদমান পরিবার দুটি একই উৎসজাত; Where did he spring from? হঠাৎ কোত্থেকে এসে হাজির হলো? (৪) spring something on somebody হঠাৎ জানানো; হঠাৎ উপস্থাপন করা; সহসা সৃষ্টি করা: spring a surprise on somebody, কাউকে অবাক করা বা চমকে দেওয়া; spring a new theory on somebody, হঠাৎ কারো সামনে নতুন তত্ত্ব হাজির (= উপস্থাপন) করা। (৫) যান্ত্রিক উপায়ে চালানো: spring a mine, (যান্ত্রিক উপায়ে) মাইন বিস্ফোরণ ঘটানো। spring a leak (জাহাজ) ফুটা হয়ে যাওয়া যাতে (জাহাজে) পানি প্রবেশ করে।