• Bengali Word shot 1 English definition [শট্] (noun) ১ [countable noun] গুলি; গুলিবর্ষণ; গুলির শব্দ: hear shots in the distance.
    (do something) like a shot তৎক্ষণাৎ/ঝটপট/নির্দ্বিধায় করা। off like a shot বিদ্যুদ্গতিতে/তীরবেগে ধাবিত। (২) [countable noun] কোনোকিছুতে আঘাত হানার চেষ্টা; কিছু করার; প্রশ্নের উত্তর দেওয়ার প্রচেষ্টা; কোনো কোনো খেলায় নিক্ষেপ, আঘাত, মার ইত্যাদি: Was that remark a shot at my colleague? তিনিই মন্তব্যটির লক্ষ্যস্থল। a shot in the dark অন্ধকারে ঢিল ছোড়া; নিছক অনুমান। have a shot (at something) কিছু করার চেষ্টা করা: He had a shot at solving the problem. a long shot যৎকিঞ্চিৎ সাক্ষ্যপ্রমাণ ও তথ্যের ভিত্তিতে কোনো সমস্যা সমাধানের প্রয়াস; দূরপাতী অনুমান; It’s long shot but I think he s in the know. not by a long shot পরিস্থিতি সর্বাধিক অনুকূল হলেও নয়। (৩) [countable noun] গোলাগুলি, দ্রষ্টব্য shell (৩); ক্রীড়াপ্রতিযোগিতায় নিক্ষিপ্ত লোহার ভারী বল (shot-put নামে অভিহিত); লৌহবর্তুল: putting the shot. (৪) lead shot [uncountable noun] (কারতুজের) ছররা; ছটকা। shot-gun (noun) মসৃণ ছিদ্রযুক্ত শিকারের বন্দুকবিশেষ, যাতে ছররাপূর্ণ কারতুজ ব্যবহৃত হয়; ছটকা-বন্দুক। shot-tower (noun) যে কূটাগারে চালনের মধ্য দিয়ে গলিত সিসা উপর থেকে নিচে জলে ফেলে ছটকা তৈরি করা হয়; ছটকাকূট। (৫) [countable noun] যে ব্যক্তি গুলি ছোড়ে (তার দক্ষতার উল্লেখসহ) গুলিচালক: a first-class/good/poor shot. (৬) [countable noun] সিনে-ক্যামেরায় গৃহীত আলোকচিত্র; ছবি। long shot (close-up-এর বিপরীত) বহুদূর থেকে গৃহীত ছবি। (৭) (বিশেষত America(n)) ইনজেকশন; অন্তঃক্ষেপ। have/give somebody/something a shot in the arm (ক) ইনজেকশন/সুচ নেওয়া বা দেওয়া। (খ) এমন কিছু দেওয়া বা পাওয়া, যা পুনরুজ্জীবিত বা চাঙ্গা করে তোলে। (৮) a big shot (অপশব্দ) (বিশেষত দাম্ভিক) হোমরাচোমরা লোক; কেষ্টুবিষ্টু: He is a big shot.