L পৃষ্ঠা ৩
- English Word land 2 Bengali definition [ল্যান্ড্] (verb transitive), (verb intransitive) (১) মাটি স্পর্শ করা: The plane landed at the airport. land on one’s feet (লাক্ষণিক) ভাগ্যক্রমে আঘাত থেকে রক্ষা পাওয়া। (২) land somebody/oneself in something বিপদগ্রস্ত করা বা বিপদে পড়া: The trip landed them both in trouble. land up (কথ্য) পৌঁছা; নিজেকে কোথাও আবিষ্কার করা: He landed up in prison. (৩) (কথ্য) ঘুষি মারা: He landed him on the cheek. landed (adjective) ভূসম্পত্তিশালী। landless (adjective) ভূমিহীন।
- English Word landing Bengali definition [ল্যান্ডিঙ্] (noun) (১) ভূমি স্পর্শকরণ; পৌঁছানো: The plane made a crash landing. landing-strip (noun) বিমান উঠানামার রানওয়ে। landing-gear (noun) বিমানের চাকা। landing-party শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য মাঠে নামানো সশস্ত্র লোকের দল। (২) landing-place নৌকা ইত্যাদি থেকে তীরে যাত্রী, মালামাল নামানোর স্থান; ঘাট। (৩) সিঁড়িতে শেষ দরজাসংলগ্ন ফাঁকা জায়গা।
- English Word landscape Bengali definition [ল্যান্ড্স্কেইপ্] (noun) [countable noun] প্রাকৃতিক ভূদৃশ্য; প্রাকৃতিক দৃশ্য অঙ্কনের চিত্রকলা। landscape gardening প্রাকৃতিক ভূদৃশ্যের অনুকরণে বাগান সৃষ্টির কলা।
- English Word lane Bengali definition [লেইন্] (noun) (১) সংকীর্ণ পথ; রাস্তা; গলি। (২) দুই সারি লোকের মধ্যকার ফাঁকা জায়গা। (৩) জাহাজ; বিমান কর্তৃক সচরাচর ব্যবহৃত পথ। (৪) রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট ভাগ (লাইন টানা)। (৫) দৌড় প্রতিযোগিতায় বা সাঁতারে প্রত্যেক প্রতিযোগীর চিহ্নিত গমনপথ।
- English Word langour Bengali definition [ল্যাঙ্গা(র্)] (noun) শারীরিক অসাড়তা; নিস্তেজ ভাব; অবসন্নতা; নির্জীবতা। (২) শান্ত, নিস্পন্দ বা অলস ভাব: The languish of a summer noon. langourous (adjective) langourously (adverb)
- English Word language Bengali definition [ল্যাঙ্গুইজ্] (noun) (১) ভাষা; মানুষের মনোভাব, অনুভূতি প্রকাশের ধ্বনিনির্ভর মাধ্যম। (২) কোনো বিশেষ অঞ্চল বা জাতিগোষ্ঠীর ভাষা: the languages of Europe; foreign languages. dead language মৃত, অপ্রচলিত ভাষা, যেমন সংস্কৃত, ল্যাটিন ইত্যাদি। language laboratory বিভিন্ন যান্ত্রিক উপায়ে, যেমন টেপরেকর্ডার ইত্যাদি দ্বারা ভাষা শিক্ষা দেওয়ার স্থান। (৩) কোনো বিশেষ পেশা বা শ্রেণির লোকদের দ্বারা ব্যবহৃত শব্দাবলি, বাক্যাংশ ইত্যাদি: technical language; the language of science ইত্যাদি। (৪) bad language গালাগালপূর্ণ ভাষা; রূঢ় ভাষা। (৫) ভাষা হিসেবে ব্যবহৃত প্রতীক- চিহ্নের সমষ্টি: computer language; finger language অন্ধ ও বধিরদের ব্যবহৃত ভাষা।
- English Word languid Bengali definition [ল্যাঙ্গুইড্] (adjective) জড়তাগ্রস্ত; অসাড়; ধীরগতিসম্পন্ন; নিস্তেজ।
- English Word languish Bengali definition [ল্যাঙ্গুইশ্] (verb intransitive) নিস্তেজ হওয়া; ঢিলেঢালা হওয়া; অবসন্ন হওয়া; জড়তাগ্রস্ত হওয়া; শোকের কারণে ক্রমেই নির্জীব ও ক্ষীণ হয়ে যাওয়া; আকাঙ্ক্ষিত জিনিস পেতে ব্যর্থ হয়ে মনমরা হয়ে পড়া: The girl languished for her lover. He is now languishing in jail.
- English Word lank Bengali definition [ল্যাঙ্ক্] (adjective) (১) (চুল) দীর্ঘ; সরল এবং মাথার চাঁদিতে ল্যাপটে থাকা। (২) লম্বা ও কৃশকায়।
- English Word lanky Bengali definition [ল্যাঙ্কি] (adjective) লম্বা ও কৃশ (বিশেষত হাত ও পা)।
- English Word lanolin Bengali definition [ল্যানালিন্] (noun) ভেড়ার লোম থেকে আহৃত চর্বি, যা গায়ের চামড়ার ব্যবহার্য মলম তৈরির মুখ্য উপাদান।
- English Word lantern Bengali definition [ল্যান্টান্] (noun) লণ্ঠন। lantern-jawed (adjective) তোবড়ানো গালযুক্ত।
- English Word lanyard Bengali definition [ল্যানিয়্যাড্] (noun) (নাবিক বা সৈনিক ব্যবহৃত) ছুরি বা হুইসেল ঝোলানো রশি।
- English Word lap 1 Bengali definition [ল্যাপ্] (noun) কোল: mother’s lap, মায়ের কোল। live in the lap of luxury বিলাসিতায় জীবন কাটানো। in the lap of gods অনিশ্চিত (ভবিষ্যৎ)। lapdog (noun) ছোট পোষা কুকুর।
- English Word lap 2 Bengali definition [ল্যাপ্] (verb transitive), (verb intransitive) (১) (কাপড় ইত্যাদি) ভাঁজ বা পাট করা। (২) অধিস্থাপন করা; এক বস্তু কিছুটা ঢেকে অন্য বস্তুকে স্থাপন করা: The tiles are put on the roof in such a way that they lap over.
- English Word lap 3 Bengali definition [ল্যাপ্] (verb transitive), (verb intransitive) (১) জিহ্বা দিয়ে তরল পদার্থ পান করা (যেমন বিড়াল করে থাকে)। (২) (মানুষ সম্পর্কে) খুব আগ্রহের সঙ্গে আত্মপ্রশংসা শোনা: lap up compliments. (৩) সমুদ্রসৈকতে ছোট ছোট ঢেউয়ের আছড়ে পড়া এবং মৃদু শব্দ তোলা: Small waves Were lapping on the shore. □ (noun) (১) জিহ্বা দ্বারা লেহন: The cat drank the milk with three laps. (২) মৃদু তরঙ্গভঙ্গের শব্দ: We heard the lap of the waves against the beach.
- English Word lapel Bengali definition [লাপেল্] (noun) কোটের কলারের ভাঁজ করা অংশ।
- English Word lapidary Bengali definition [ল্যাপিডারি] (adjective) পাথর খোদাই, পাথর কেটে বানানো; (লাক্ষণিক) অনুপুঙ্খ এবং যথাযথ: He delivered a lapidary speech. (noun) মণিকার; রত্নপাথর বিশেষজ্ঞ।
- English Word lapis lazuli Bengali definition [ল্যাপিস্ ল্যাজিউলি] (noun) সুন্দর নীলবর্ণ পাথরবিশেষ; নীলকান্তমণি।
- English Word lapse Bengali definition [ল্যাপ্স্] (noun) (১) সামান্য ত্রুটিবিচ্যুতি (কথা বা ব্যবহারে); স্মৃতিগত ভ্রান্তি। (২) lapse (from) (into) ভ্রষ্টতা: a lapse from virtue; a lapse into habits. (৩) (সময় সম্পর্কে) অতিক্রান্ত সময়: We met after a long lapse of time. (verb intransitive) (১) lapse (from) (into) নিজের অবস্থান থেকে চ্যুত হওয়া: He lapsed from his true belief into heresy. (২) তামাদি হওয়া।
- English Word laptop Bengali definition [ল্যাপ্টপ্] (plural laptops) ('lap' আর 'top' মিলে তৈরি, অপিচ 'laptop computer') কম্পিউটারের বহনযোগ্য সংস্করণ, যা কোলের উপর রেখে কাজ করা যায়: Laptops are valuable in many ways.
- English Word lapwing Bengali definition [ল্যাপ্উইঙ্] (noun) টিট্টিভজাতীয় পাখিবিশেষ।
- English Word larceny Bengali definition [লা:সানি] (noun) [uncountable noun] (আইন সম্বন্ধীয়) চুরি; [countable noun] চুরির ঘটনা।
- English Word larch Bengali definition [লা:চ্] (noun) [countable noun] চোঙাকৃতি গাছ; [uncountable noun] এই গাছের কাঠ।
- English Word lard Bengali definition [লা:ড্] (noun) [uncountable noun] রান্নার কাজে ব্যবহৃত শূকরচর্বি। (verb transitive) put lard on শূকরচর্বি (রুটি ইত্যাদিতে) মাখানো।
- English Word larder Bengali definition [লা:ডা(র্)] (noun) মাংস, খাদ্যদ্রব্য রাখার জন্য ব্যবহৃত তাক; ভাঁড়ারঘর।
- English Word large Bengali definition [লা:জ্] (adjective) (১) বড় আকারের; বিরাট; অধিক ধারণক্ষমতাসম্পন্ন: A large family is a big burden. He bought a large suitcase. large-scale (adjective) (ক) বড় মাপের; বিরাট পরিসরের: a - large scale project. (খ) বড় স্কেলের: a large-scale map of Bangladesh. (২) উদার, বিরাট হৃদয়সম্পন্ন: He is a large-hearted man. large-minded উদারচেতা। (৩) অসীম; অনিয়ন্ত্রিত: He was given large powers. (noun) (কেবল এই ক্ষেত্রে) at large (ক) স্বাধীন; মুক্ত: The dacoit is still at large. (খ) বিস্তারিত। (গ) সাধারণভাবে: The audience at large appreciated the performance. (adverb) (১) bulk/loom/writ large স্পষ্টভাবে; সর্বতোভাবে: Misery was writ large on his countenance. (২) talk large বড় বড় কথা বলা। largeish (adjective) মোটামুটি বড় ধরনের। largely (adverb) অনেকাংশে।
- English Word largesse Bengali definition [লা:জেস্] (noun) উদার দান।
- English Word largo Bengali definition [লা:গোউ] (noun) (সংগীত) ধীরলয়ে গীত সংগীত। (adjective) (সংগীত পরিবেশন) ধীরলয়ে।
- English Word lark 1 Bengali definition [লা:ক্] (noun) ছোট গানের পাখি, বিশেষত skylark; ভরতপাখি।