Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word leave 2 Bengali definition [লীভ্‌] (noun) (১) [uncountable noun] কাজে অনুপস্থিত থাকার অনুমতিleave of absence সাময়িক ছুটি। on leave ছুটিতে। by/with your leave আপনার অনুমতিক্রমে, আপনার অনুমতি পাব এই আশা/প্রার্থনা করে। (take) French leave অননুমোদিত ছুটি (নেওয়া)। (২) [countable noun] ছুটি, ছুটির কাল ইত্যাদিtake one’s leave of somebody বিদায় নেওয়া। leave-taking (noun) বিদায়। take leave of one’s senses বুদ্ধিভ্রষ্ট বা উন্মাদের মতো আচরণ করা।
  • English Word leaven Bengali definition [লেভ্‌ন্‌] (noun) খামির; খামি; ইস্ট (yeast) জাতীয় বস্তু যা মেশালে ময়দার তাল ফুলে ওঠে; (লাক্ষণিক) পরিবর্তনসাধক বস্তু।  (verb transitive) খামির মিশিয়ে ফোলানো; পরিবর্তন করা; প্রভাবিত করা।
  • English Word leaves Bengali definition [লীভ্‌জ্‌] = leaf শব্দের (plural)
  • English Word leavings Bengali definition [লীভিঙ্‌জ্‌] (noun), (plural) অবশিষ্টাংশ বিশেষত যা মূল্যহীন, অনাকাঙ্ক্ষিত বা পরিত্যাজ্য
  • English Word lech Bengali definition [লেচ্] (noun) (অপশব্দ) কামেচ্ছাপরায়ণতা বা কামকেলি  (verb intransitive) কামতাড়িত হওয়া
  • English Word lecher Bengali definition [লেচা(র্‌)] (noun) লম্পট বা কামুক ব্যক্তিlechery [লেচারি] (noun) [uncountable noun] ল্যাম্পট্য; কামুকতা; [countable noun] (plural lecherries) কামকেলি।
  • English Word lecherous Bengali definition [লেচারাস্‌] (adjective) কামাসক্ত; কামুকlecherously (adverb) কামাসক্তভাবে। lecherousness (noun) [uncountable noun] কামুকতা।
  • English Word lectern Bengali definition [লেক্‌টান] (noun) গির্জায় বাইবেল পাঠে ব্যবহৃত ঢালু ডেস্কবিশেষ
  • English Word lecture Bengali definition [লেকচা(র্‌)] (noun) [countable noun] (১) শিক্ষা দেওয়ার জন্য প্রদত্ত বক্তৃতা(২) তিরস্কার: give somebody a lecture.  (verb intransitive), (verb transitive) (১) lecture (on) বক্তৃতা করা: lecture on economic issues. (২) lecture somebody (for) তিরস্কার বা ভর্ৎসনা করাlecturer (noun) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের লেকচারার (অধ্যাপকের চেয়ে নিম্নপদমর্যাদাসম্পন্ন শিক্ষক); প্রভাষক। lectureship (noun) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদ। lecture theatre সোপানবিশিষ্ট ক্রমশ উন্নীত আসনশ্রেণি সমন্বিত হলঘর বা বক্তৃতাকক্ষ।
  • English Word led Bengali definition [লেড্‌] = lead 2 –এর past tense ও past participle
  • English Word LED 2 Bengali definition [এলইডি] (noun) Light Emitting Diode-এর সংক্ষেপ। এটা আলোক নিঃসরণকারী ডায়োড যা দৃশ্যমান এবং অদৃশ্যমান আলোকতরঙ্গ নিঃসরণ করতে পারে: LED lighting can be more efficient.
  • English Word ledge Bengali definition [লেজ্‌] (noun) (১) দেওয়াল থেকে প্রসারিত সংকীর্ণ পার্শ্বদেশ; খাড়াভাবে দ্রব্যাদি রাখার তাক: a window ledge. (২) বিশেষত পানির নিচে অবস্থিত সংকীর্ণ পর্বতশ্রেণি
  • English Word ledger Bengali definition [লেজা(র্‌)] (noun) জমাখরচের খাতা; খতিয়ান বই
  • English Word lee Bengali definition [লী] (noun) [uncountable noun] বায়ুপ্রবাহ থেকে রক্ষিত আচ্ছাদিত দিকlee side (noun) যে দিক বাতাস থেকে রক্ষিত (তুলনীয় weather side): The lee side of a ship. lee shore (noun) যে সমুদ্র তীরে সমুদ্রের দিক থেকে বায়ুপ্রবাহিত হয়। lee tide (noun) যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেদিক থেকে উত্থিত জোয়ার।
  • English Word leech Bengali definition [লীচ্] (noun) (১) জোঁক: cling/stick like a leech, (লাক্ষণিক) জোঁকের মতো লেগে থাকা। (২) (লাক্ষণিক) যে ব্যক্তি জোঁকের মতো শোষণ করে অপরের কাছ থেকে লাভ আদায়ে নিমজ্জিত(৩) (প্রাচীন প্রয়োগ) ডাক্তার; চিকিৎসক
  • English Word leek Bengali definition [লীক্] (noun) অপেক্ষাকৃত লম্বাটে সাদা কন্দবিশিষ্ট পেঁয়াজজাতীয় তরকারি
  • English Word leer Bengali definition [লিআ(র্‌)] (noun) [countable noun] আড় চোখে চাহনি; অপাঙ্গদৃষ্টি; নোংরা বা কদর্য হাসি; কামনালালসাপূর্ণ চাহনি। □ (verb transitive) leer (at somebody) এরূপ দৃষ্টিতে তাকানো: leer at somebody’s wife.
  • English Word lees Bengali definition [লীজ্‌] (noun), (plural) বিশেষত মদের পিপা বা বোতলের তলানি বা গাদdrink/drain to the leer (লাক্ষণিক) নিঃশেষে পান করা; চরমাবস্থা পর্যন্ত উপভোগ করা।
  • English Word leeward Bengali definition [লীওআড্‌] (নাবিক সম্প্রদায় [লূআড্‌]) (adjective), (adverb) বায়ুপ্রবাহ থেকে রক্ষিত বা নিরাপদদিকে (তুলনীয় windward). □ (noun) বায়ুপ্রবাহ থেকে রক্ষিত দিক; আচ্ছাদিত দিক
  • English Word leeway Bengali definition [লী ওয়েই] (noun) (১) [uncountable noun] যেদিকে বায়ু প্রবাহিত হয় সেদিকে বিমান বা জাহাজের পার্শ্বগমন(২) [countable noun] বায়ুপ্রবাহের ফলে নির্ধারিত গতিপথ থেকে বিমান বা জাহাজের গতিবিচ্যুতি(৩) [countable noun, uncountable noun] (British/Britain) সময় বা অগ্রগতির ক্ষতি(৪) make up leeway সময় অপচয় হওয়ার ফলে কার্যাদি সম্পাদনে যে বিলম্ব ঘটেছে তা পূরণ করা
  • English Word left 1 Bengali definition [লেফ্‌ট্] = leave 1 এর past tense ও past participle. (to) be/get (nicely) left প্রতারিত বা পরিত্যক্ত হওয়া। leftoff (adjective) সরিয়ে রাখা হয়েছে এমন; বাতিল। leftovers (noun) অভক্ষিত খাদ্যদ্রব্য যা পরে কোনো সময়ে খাওয়া হয়। left luggage office (America(n) baggage room) বিমানবন্দর বা রেলস্টেশনে অর্থের বিনিময়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মালপত্র গচ্ছিত রাখা যায় এমন কার্যালয়।
  • English Word left 2 Bengali definition [লেফ্‌ট্‌] (১) (adjective) বাঁয়ের; বামপার্শ্বস্থ; বামদিকেরthe Left Wing (adjective), (noun) কোনো রাজনৈতিক দলের সাম্যবাদী/প্রগতিশীল/বিপ্লবী আদর্শে বিশ্বাসী অংশ: left-winger, left-wing militants. (২) (adverb) বাঁ-দিকে; বাঁ-পাশে বামে(৩) (noun) বাঁ; বামপার্শ্বleft-hand (adjective) বামদিকস্থ, বাম হস্তে কৃত: a left hand blow: left-handed (adjective) (ব্যক্তি) ন্যাটা; বাঁ-হাতি: a left handed batsman. left-handed compliment (noun) এমন অভিব্যক্তি যা প্রশংসাসূচক হলেও নিন্দাজনক। a lefthander (noun) বাঁ হাতের আঘাত; ন্যাটা।
  • English Word leg Bengali definition [লেগ্‌] (noun) (১) পা; পদbe all legs (ব্যক্তি) রোগা কৃশকায় এবং সরু সরু পাওয়ালা হওয়া। be on one's legs (কৌতুকাত্মক… hind legs) (ক) বিশেষত বক্তৃতা দিতে দাঁড়ানো। (খ) বিশেষত রোগভোগের পর উঠে দাঁড়ানো ও হাঁটার মতো সবল হওয়া। be on one’s last legs (ক) অতিশয় ক্লান্ত, পরিশ্রান্ত বা অবসাদগ্রস্ত হওয়া। (খ) মৃত্যুর নিকটবর্তী হওয়া; শেষ দিন ঘনিয়ে আসা। feel/find one’s legs (সচরাচর feet) (ক) (শিশু) পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো বা হাঁটার শক্তি অর্জন। (খ) (লাক্ষণিক) নিজের শক্তি বা ক্ষমতা সম্পর্কে উপলব্ধি অর্জন করতে শুরু করা; আত্মপ্রত্যয়ী হওয়া। give somebody a leg up (আক্ষরিক অর্থ) কাউকে ঘোড়ায় চড়তে বা কোনো কিছুতে আরোহণ করতে সাহায্য করা; (লাক্ষণিক) কাউকে প্রয়োজনের সময়ে সাহায্য করা। stand on one’s legs (feet) নিজের পায়ে দাঁড়ানো; আত্মনির্ভরশীল বা স্বাবলম্বী হওয়া। pull somebody’s leg (feet) কারো দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে হাসিতামাশা করা; সত্য নয় এমন কোনো বিষয়ে কারো বিশ্বাস উৎপাদন করা। সেই সূত্রে leg-pulling (noun) [uncountable noun] run somebody off his legs কাউকে অনবরত ব্যস্ত রেখে পরিশ্রান্ত করা। shake a leg (কথ্য) নাচা; (আদেশ) শুরু করা। show a leg (কথ্য) শয্যা ত্যাগ করা; উঠে দাঁড়ানো; (আদেশ) অধিকতর প্রচেষ্টার সঙ্গে কিছু করা। not have a leg to stand on স্বীয় মতের পক্ষে কোনো জোরালো যুক্তি না থাকা। stretch one’s legs হাঁটা; পায়চারি করা (বিশেষত দীর্ঘসময় বসে থাকার পর)। take to one’s legs (সচরাচর heels) ছুটে পলায়ন করা। walk one’s legs off/walk somebody off his legs নিরন্তর হেঁটে বা কাউকে হাঁটিয়ে অবসন্ন করা। (২) পোশাকের যে অংশ দিয়ে পা ঢাকা থাকে: the legs of a pair of trousers. (৩) চেয়ার, টেবিল ইত্যাদির অবলম্বন বা পায়াbe on its last legs দুর্বল; ভেঙে পড়ার মতো অবস্থা। (৪) [uncountable noun] (ক্রিকেট) ডানহাতি ব্যাটসম্যানের বাঁ (বাঁহাতি ব্যাটসম্যানের ডান) দিকের মাঠের অংশleg break/spin (noun(s)) ব্যাটসম্যানের বাঁ-দিকে যে বল পড়ে ডান-দিকে চলে যায়; এই বিচ্যুতি ঘটানোর জন্য যেভাবে বল করা হয়; এই বিচ্যুতি ঘটানোর জন্য বলে যে ঘূর্ণন বা স্পিন দেওয়া হয়। leg-bye (noun) ব্যাটসম্যানের পায়ে বল লেগে বেরিয়ে যাওয়ার ফলে যে রান সংগৃহীত হয়। leg-guard (noun) পা রক্ষা করার জন্য ব্যাটসম্যান ও উইকেটরক্ষক পরিহিত বিশেষ প্যাড। legslip (noun) ডানহাতি ব্যাটসম্যানের বাঁ-দিকে, পিছনে ও কাছাকাছি যে ফিল্ডার থাকে অথবা ঐ অবস্থান। leg-stump (noun) ডানহাতি ব্যাটসম্যানের পেছনে উইকেটের বাঁদিকের খুঁটি। leg before wicket (lbw) যে বলটি উইকেটে লাগতে পারত তা ব্যাটসম্যানের পায়ে লাগার ফলে ঘোষিত আউট। leg umpire ব্যাটসম্যানের বাঁ-দিকে কাছাকাছি অবস্থানরত খেলার অন্যতম বিচারক। fine, long, short, square (noun(s)) leg ডানহাতি ব্যাটসম্যানের বাঁ-দিকে কোনাকুনি, দূরে, কাছে, সোজাসুজি যে ফিল্ডাররা থাকেন তাদের অবস্থান। (৫) ভ্রমণের একাংশ বা এক পর্ব বিশেষত বিমানে, কোনো প্রতিযোগিতামূলক খেলার একটি পর্ব বা অংশleg-ged (adjective) [লেগ্‌ড্‌] (adjective) (যৌগশব্দ) long-legged লম্বা পাওয়ালা। three-legged তিন পাওয়ালা। three-legged race [লেগিড্‌] তিন পায়ে দৌড়; একজনের ডান পায়ের সঙ্গে অন্যজনের বাঁ পা বাঁধা অবস্থায় দৌড়।
  • English Word legacy Bengali definition [লেগাসি] (noun) (plural legacies) [countable noun] (১) উইলবলে প্রাপ্ত সম্পত্তি(২) (লাক্ষণিক) উত্তরাধিকার; উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কোনো কিছু: a legacy of bloodshed. legacy hunter যে ব্যক্তিকেবল সম্পত্তির লোভে বিয়ে করে।
  • English Word legal Bengali definition [লীগ্‌ল্] (adjective) (১) আইনসংক্রান্ত; আইন সম্বন্ধীয়(২) আইনসম্মত; বৈধ; আইনানুমোদিত; আইনবলে সৃষ্ট: legal matters; legal adviser; take legal action (against somebody). legal tender বিনিময়মূল্য হিসেবে অবশ্যই গ্রহণযোগ্য মুদ্রা বা তার কোনো রূপ। legal offence আইনবিরুদ্ধ অপরাধ। legal aid আর্থিক দৈন্যের কারণে আইনের সহায়তা লাভ করতে অসমর্থ ব্যক্তিকে রাষ্ট্রপ্রদত্ত সুযোগসুবিধা যেমন আইনজীবীর ফিস। legally [লীগালি] (adverb) বৈধভাবে legalism (noun) [uncountable noun] আইনের বিধানের চুলচেরা অনুসরণ।
  • English Word legality Bengali definition [লীগ্যালাটি] (noun) [uncountable noun] আইনানুযায়িতা; বৈধতা
  • English Word legalize, legalise Bengali definition [লীগালাইজ্‌] (verb transitive) আইনসম্মত করা; বৈধ করাlegalization, legalisation [লীগালাইজেইশন্‌] (noun) [uncountable noun] আইনসম্মতকরণ; বৈধকরণ।
  • English Word legate Bengali definition [লেগিট্‌] (noun) রোমান ক্যাথলিক পোপের দূত বা প্রতিনিধি; কূটনৈতিক দূত। দ্রষ্টব্য legation.
  • English Word legatee Bengali definition [লেগাটী] (noun) (আইন সম্বন্ধীয়) যাকে উইল করে সম্পত্তি দেওয়া হয়; যে মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্ত হয়
  • English Word legation Bengali definition [লিগেইশন্‌] (noun) [countable noun] রাষ্ট্রদূতের নিম্ন পদমর্যাদাসম্পন্ন কূটনৈতিক কর্মচারী, তার অধীনস্থ কর্মচারীবৃন্দ, বাসগৃহ বা কার্যালয়