L পৃষ্ঠা ৪
- English Word lark 2 Bengali definition [লা:ক্] (noun) [countable noun] মজা; দুষ্টামি; কৌতুক: The children are having a Iark. (verb intransitive) মজা করা; দুষ্টামিতে যোগ দেওয়া: He is always Iarking about with girls.
- English Word larkspur Bengali definition [লা:ক্স্পা(র্)] (noun) বাগানে জন্মে এমন লম্বা গাছবিশেষ।
- English Word larva Bengali definition [লা:ভা] (noun) শুঁয়া পোকা; শূককীট; পতঙ্গের জীবনচক্রের প্রথম ধাপ (ডিম থেকে বেরোনোর পর)। larval (adjective) শূককীটসংক্রান্ত
- English Word larynx Bengali definition [ল্যারিঙ্ক্স্] (noun) (শারীরবিদ্যা) বাগ্যন্ত্র; স্বরযন্ত্র। laryngitis (noun) স্বরযন্ত্রের প্রদাহ।
- English Word lascar Bengali definition [ল্যাস্কা(র্)] (noun) পূর্বভারতীয় দ্বীপপুঞ্জের নাবিক; ভারতীয় সৈনিকদল; লস্কর।
- English Word lascivious Bengali definition [লাসিভিআস্] (adjective) কামুক; কামোদ্দীপক। lasciviously (adverb) lasciviousness (noun)
- English Word laser Bengali definition [লেইজা(র্)] (noun) আলোকরশ্মিকে ঘনীভূত ও তীব্র করে একদিকে চালনার কৌশল বা যন্ত্রবিশেষ; laser beams, লেসাররশ্মি। laser printer (কম্পিউটারে ব্যবহৃত) লেসার বিম দ্বারা উন্নতমানের মুদ্রণ বা ছাপার যন্ত্র।
- English Word lash 1 Bengali definition [ল্যাশ্] (noun) (১) চাবুক; চাবুকের আঘাত। the lash কশাঘাতের দণ্ড: the lash of criticism, (লাক্ষণিক) সমালোচনার কশাঘাত। (২) চোখের পাতা: She has beautiful eyes with fine lashes.
- English Word lash 2 Bengali definition [ল্যাশ্] (verb transitive), (verb intransitive) (১) জোরে আঘাত করা: High winds lashed the branches of the elm. (২) বেত্রাঘাত করা। (৩) lash somebody into (a state) বাক্যবাণ বর্ষণ করে কাউকে উত্তেজিত করে তোলা: The leader lashed his followers into a fury by his fiery speech. lash out (against/at) তীব্রভাবে (কথা দ্বারা বা শারীরিকভাবে) আক্রমণ করা: The leader lashed out at the government. (৩) lash things together দড়ি ইত্যাদি দিয়ে একত্রে শক্ত করে বাঁধা।
- English Word lashing Bengali definition [ল্যাশিঙ্] (noun) (১) কোনো কিছু রাখার জন্য ব্যবহৃত দড়ি। (২) বেত্রাঘাত বা প্রহার।
- English Word lass Bengali definition [ল্যাস্] (noun) বালিকা; প্রেমিকা।
- English Word lassie Bengali definition [ল্যাসি]= lass.
- English Word lassitude Bengali definition [ল্যাসিটিঊড্ America(n) ল্যাসিটূড্] (noun) [uncountable noun] অবসন্নতা; ক্লান্তভাব; নিস্পৃহতা।
- English Word lasso Bengali definition [ল্যাসূ] (noun) ফাঁস লাগানো লম্বা দড়ি যা দিয়ে (আমেরিকায়) ঘোড়া ও গবাদিপশু ধরা হয়; ল্যাস্যে। (verb transitive) ল্যাসোর সাহায্যে ঘোড়া ধরা।
- English Word last 1 Bengali definition [লা:স্ট্ America(n) ল্যাস্ট্] (adjective) (১) শেষ; চূড়ান্ত: December is the last month of the year. last but not the least ক্রমানুসারে শেষ, কিন্তু তাৎপর্যে হীন বা খাটো নয়। the Last Day কেয়ামতের দিন। the last straw শেষ অবলম্বন। (২) বর্তমানের অব্যবহিত পূর্বের: last night; last month; last year. (৩) সর্বশেষ; শেষতম; অন্তিম: He is the last hope of his family. I am the last man to agree to such a proposal. (৪) চূড়ান্ত: This is my last word on the matter. □ (adjective) সবার শেষে: I spoke last in the meeting. □ (noun) যা সবার শেষে আসে: Bahadur Shah was the last of the Mughal emperors. at last শেষে: At last he reached the shore. till the last শেষ পর্যন্ত: We will try till the last. breath one’s last শেষ নিশ্বাস ত্যাগ করা। lastly (adverb) সবশেষে: Lastly, I should say that...
- English Word last 2 Bengali definition [লা:স্ট্ America(n) ল্যাস্ট্] (verb intransitive) (১) টেকা; টেকসই হওয়া; স্থায়ী হওয়া: The winter season does not last long. (২) টিকিয়ে রাখা: Would this coolness last forever?
- English Word last 3 Bengali definition [ল্যাস্ট্ America(n) ল্যাস্ট্] (noun) মুচি কর্তৃক ব্যবহৃত পায়ের ছাঁচ; মুচির ফর্মা (যার উপর রেখে জুতা তৈরি হয়)। to stick to one’s last নিজের ক্ষমতায় কুলোবে না এমন কাজ করতে চেষ্টা না-করা।
- English Word latch Bengali definition [ল্যাচ্] (noun) (১) হুড়কা; খিল; অর্গল (যা বাইরের দিক থেকে চাবি বা হাতল ঘুরিয়ে বা দড়ির সাহায্যে খোলা যায়)। (২) দরজার সঙ্গে সংযুক্ত স্প্রিংয়ের তালা (যা চাবি দিয়ে বাইরের দিক থেকে খোলা যায়)। on the latch হুড়কা দিয়ে আটকানো কিন্তু তালাবদ্ধ নয়। latchkey হুড়কা সরানোর বা খোলার চাবি। latch string (noun) হুড়কা খোলার দড়ি। latchkey child যে শিশুর মাতাপিতা উভয়েই বাইরে যায় এবং সে নিজেই হুড়কা খুলে যাতায়াত করতে পার। □(verb transitive), (verb intransitive) খিল দেওয়া; হুড়কা লাগানো। latch on (to) (কথ্য) লেগে থাকা; যেতে না-দেওয়া; বুঝতে পারা, উপলব্ধি করা।
- English Word latchet Bengali definition [ল্যাচিট্] (noun) (জুতা প্রভৃতির) দড়ি বা ফিতা।
- English Word late 1 Bengali definition [লেইট্] (adjective) (later, latest দ্রষ্টব্য 'last 1, latter) (১) যথাসময়ের পর বা দেরিতে আগত; বিলম্বিত: He was half an hour late for his appointment. The harvest was rather late this year. (২) কোনো নির্ধারিত সময়ের শেষভাগ: in the late afternoon; at a late hour; in the late eighties (১৯৯০ সালের অব্যবহিত পূর্ব বছরগুলোতে) keep late hours স্বাভাবিক সময়ের চেয়ে বেশিক্ষণ থাকা। (৩) সম্প্রতি ঘটেছে এমন: The latest news. (৪) ভূতপূর্ব; কর্ম থেকে অবসরপ্রাপ্ত: the late President. (৫) গত; মৃত: her late husband. at (the) latest (সময়) সর্বশেষ; Come here by nine at the latest.
- English Word late 2 Bengali definition [লেইট্] (adverb) (১) যথাসময়ের পর; দেরিতে; বিলম্বে: get up/go to bed late; stay up late; কোনো নির্ধারিত সময়ের শেষভাগে: Paddy was planted late this season. later on পরবর্তী সময়ে। early and late সব সময়ে। sooner or later কোনো-না-কোনো সময়ে। late in the day আকাঙ্ক্ষিত বা প্রত্যাশিত সময়ের পর। (২) of late সম্প্রতি; ইদানীং: I have not seen him of late. latish [লেইটিশ্] (adjective), (adverb) বেশ দেরিতে বা বিলম্বে।
- English Word lately Bengali definition [লেইট্লি] (adverb) (সাধারণত না-সূচক রা প্রশ্নবোধক বাক্যে) সম্প্রতি; অধুনা: Have you seen him lately?
- English Word latent Bengali definition [লেইট্ন্ট্] (adjective) লুক্কায়িত; গুপ্ত; সুপ্ত; অদৃশ্য; নিহিত: latent abilities; latent energy; latent heat. latent period উদ্দীপনা (stimulus) প্রদান ও সাড়া (response) প্রকাশের মধ্যে সময়ের ব্যবধান, দেহে রোগজীবাণু প্রবেশের পর থেকে রোগের লক্ষণসমূহ প্রকাশের মধ্যবর্তী কাল। latency (noun) সুপ্তাবস্থা; গুপ্তাবস্থা; অদৃশ্যতা।
- English Word lateral Bengali definition [ল্যাটারাল্] (adjective) পার্শ্বিক; পার্শ্বীয়; পার্শ্বগত; পার্শ্বাভিমুখী। □ (noun) (tech) পার্শ্বিক বা পার্শ্বদেশস্থ বস্তু। lateral thinking (noun) যে চিন্তাধারা কোনো সমস্যার প্রতি একটি অভিনব দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে সাহায্য করে। laterally (adverb)
- English Word latex Bengali definition [লেইটেক্স্] (noun) [uncountable noun] রাবারজাতীয় উদ্ভিদের পাত্র থেকে নিঃসৃত দুধের মতো সাদা ঘন তরল নির্যাস।
- English Word lath Bengali definition [লাথ্ America (n) ল্যাথ্] (noun) (plural laths [লাদ্জ্ America(n) ল্যাদ্জ্]) কাঠের লম্বা ও পাতলা ফালি বা এ ধরনের কোনো বস্তু যা দিয়ে ঘরের দেওয়াল বা ছাদ আচ্ছাদিত করা যায়; ভেনিসীয় জানালার খড়খড়িতে ব্যবহৃত পাতলা সরু কাঠ বা ঐ জাতীয় বস্তু; মাচায় ব্যবহৃত পাতলা সরু কাঠ বা বাতা; লম্বা বা পাতলা কোনো কিছু। as thin as a lath অতিশয় কৃশ। □ (verb transitive) কাঠের পাতলা ফালি দিয়ে আবৃত করা। lathing (noun) এভাবে আবৃত করার কাজ; এ ধরনের বস্তুর আচ্ছাদন। lathy (adjective) পাতলা কাঠের টুকরার ন্যায়।
- English Word lathe Bengali definition [লেইদ্] (noun) যে যন্ত্রে কাঠ বা ধাতব খণ্ড ধরে রেখে ধারালো অস্ত্রের মুখে ঘুরিয়ে বিভিন্ন আকার দেওয়া হয়; কুঁদকলবিশেষ; লেদমেশিন।
- English Word lather Bengali definition [লাদা(র্) America(n) ল্যাদা(র্)] (noun) (১) [uncountable noun] পানি ও সাবানের মিশ্রণে তৈরি ফেনা;২ ঘর্মজনিত ফেনা। (বিশেষত ঘোড়ার)। □ (verb transitive), (verb intransitive) (১) সাবানের ফেনা মাখানো: lather one’s chin before shaving. (২) ফেনিল হওয়া; ফেনা তৈরি করা। (৩) (কথ্য) চটকানো বা ফেটানো। latherery (adjective) (সাবান) সহজে ফেলা হয় এমন; ফেনিল।
- English Word lathi Bengali definition [লাটি] (noun) লাঠি; বাঁশের শক্ত দণ্ড যা পুলিশ বা কোনো ব্যক্তি অস্ত্র হিসেবে ব্যবহার করে (বিশেষত ভারতীয় উপমহাদেশে)। lathicharge (noun) দাঙ্গাকারী জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠির সাহায্যে পুলিশের আক্রমণ। □ (verb transitive) এ ধরনের আক্রমণ করা।
- English Word Latin Bengali definition [ল্যাটিন্ America(n) ল্যাট্ন্] (noun) প্রাচীন রোমান জাতির ভাষা; রোমান ভাষা। (adjective) ল্যাটিন ভাষা বা রোমান জাতিসংক্রান্ত; ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত ভাষাভাষী জনগোষ্ঠী (যেমন- ফরাসি, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ ইত্যাদি) সম্পর্কে। Latin America মধ্য ও দক্ষিণ আমেরিকার স্পেনীয় ও পর্তুগিজ ভাষাভাষী দেশসমূহ। the Latin Church রোমান ক্যাথলিক গির্জা। the Latin Quarter প্যারিস শহরে সিন নদীর তীরে সরবোন বিশ্ববিদ্যালয় ঘিরে ছাত্র ও শিল্পীদের আবাসগৃহ, যেখানে মধ্যযুগে ল্যাটিন ভাষায় কথা বলা হতো। Latinism (noun) ল্যাটিন ভাষার বাগ্ধারা বা প্রয়োগের ঝোঁক। Latinist (noun) ল্যাটিন ভাষাবিশারদ। Latinity (noun) ল্যাটিন ভাষায় প্রকাশভঙ্গির ব্যবহার। Latinize, Latinise [ল্যাটিন্আইজ্] (verb transitive) ল্যাটিন ভাষায় অনুবাদ করা; কোনো শব্দকে ল্যাটিন ভাষাসম্মত রূপদান করা।