Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word lunatic Bengali definition [লূনাটিক্] (noun) (adjective) পাগলাটে; মানসিক রোগীlunatic asylum মানসিক হাসপাতাল। (২) (attributive(ly) পাগল; বোকার হদ্দlunar fringe রাজনীতি অথবা সাহিত্যে চরম মতবাদে বিশ্বাসী সংখ্যালঘু শ্রেণি।
  • English Word lunch Bengali definition [লান্‌চ্] (noun) দুপুরের খাবার; মধ্যাহ্নভোজ।  (verb intransitive), (verb transitive) দুপুরের খাবার খাওয়া; মধ্যাহ্নভোজন করা। luncheon [লানচান্‌] (noun) মধ্যাহ্নভোজের আনুষ্ঠানিকতা।
  • English Word lung Bengali definition [লাঙ্] (noun) ফুসফুসlung-power (noun) [uncountable noun] কণ্ঠের জোর।
  • English Word lunge Bengali definition [লান্‌জ্‌] (noun) তলোয়ার হাতে দ্রুত সামনের দিকে অগ্রসর হওয়া অথবা (তীর নিক্ষেপের সময়) শরীরকে সামনের দিকে বাঁকানো।  (verb intransitive) দ্রুত শরীর বাঁকিয়ে ঝুঁকে পড়া।
  • English Word lungi Bengali definition [লূঙ্‌গী] (noun) কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢেকে থাকে এমন এক ধরনের পোশাক, যা সাধারণত এক খণ্ড কাপড়কে সেলাই করে তৈরি করা হয়, লুঙ্গি
  • English Word lupin Bengali definition (America(n)= lupine) [লূপিন্‌] (noun) বিচিত্র রঙের ফুলবিশিষ্ট গোখাদ্য গাছবিশেষ
  • English Word lurch 1 Bengali definition [লাচ্] (noun) leave somebody in the lurch কারো বিপদের সময়ে পরিত্যাগ করা ( একমাত্র প্রয়োগ)।
  • English Word lurch 2 Bengali definition [লাচ্] (noun) হঠাৎ একপাশে ওজন কমবেশি হওয়া; একপাশে গড়িয়ে পড়া। (verb intransitive) একপাশে কাত হয়ে চলা।
  • English Word lure Bengali definition [লুআ(র্‌)] (noun) [countable noun] প্রশিক্ষিত বাজপাখিকে আকর্ষণের জন্য ব্যবহৃত উজ্জ্বল পালকগুচ্ছ; (লাক্ষণিক) প্রলোভন; মায়া; টান।  (verb transitive) আকর্ষণ করা; প্রলুব্ধ করা।
  • English Word lurid Bengali definition [লূআরিড্‌] (adjective) (১) গনগনে; ভীষণবর্ণ: a lurid sky (লাক্ষণিক) রোমাঞ্চকর; ভয়ংকর। luridly (adverb) luridness (noun)
  • English Word lurk Bengali definition [লাক্] (verb intransitive) ওত পেতে থাকা
  • English Word luscious Bengali definition [লাশাস্‌] (adjective) (১) স্বাদেগন্ধে তৃপ্তিকর; আকর্ষণীয়(২) (ললিতকলা) অলংকারসমৃদ্ধ; আনন্দদায়কluridly (adverb) lusciousness (noun)
  • English Word lush Bengali definition [লাশ্‌] (adjective) (ঘাস, লতাপাতা) প্রচুর গজিয়ে ওঠা; (লাক্ষণিক) বিলাসবহুল ও আরামদায়ক। (America(n) অপশব্দ) মদ্যপ।
  • English Word lust Bengali definition [লাস্‌ট্] (noun) [uncountable noun] প্রচণ্ড যৌনকামনা; লালসা; লিপ্সা: a lust for power. □ (verb intransitive) lust after/for কামনা করা; লিন্সা করা। lustful [লাস্‌ট্‌ফ্‌ল্‌] (adjective) কামুক; লোলুপ। lustfully [লাস্‌ট্‌ফলি] (adverb)
  • English Word luster Bengali definition (America(n)= luster) [লাস্‌টা(র্‌)] (noun) (১) [uncountable noun] ঔজ্জ্বল্য; দীপ্তি(২) [uncountable noun] (লাক্ষণিক) যশ; গৌরবদ্যুতি(৩) ঝাড়বাতি
  • English Word lustrous Bengali definition [লাস্‌ট্রাস্‌] (adjective) দ্যুতিময়; আলোকোজ্জ্বল
  • English Word lusty Bengali definition [লাস্‌টি] (adjective) বলবান; স্বাস্থ্যবান; স্বাস্থ্যবতী; স্থূল lustily [লাস্‌ট্ইলি] (adverb) প্রবলভাবে।
  • English Word lute Bengali definition [লূট্] (noun) বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ (চতুর্দশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত প্রচলিত)। lutanist [লূটানিসেট্] (noun) বীণাবাদক।
  • English Word lutecium Bengali definition [লূটীসিআম্‌] (noun) [uncountable noun] (রসায়ন) ধাতব উপাদান (প্রতীক Lu)
  • English Word Lutheran Bengali definition [লূথারান্‌] (adjective), (noun) লুথারসংক্রান্ত; মার্টিন লুথারের অনুসারী; লুথারের নামে প্রচলিত প্রটেস্টান্ট চার্চের সদস্য (এবং এ ধরনের চার্চসংক্রান্ত)।
  • English Word luxuriant Bengali definition [লাগ্‌জুআরিআন্ট্‌] (adjective) (১) ফলবান; ফলন্ত; প্রচুর; (লাক্ষণিক) a luxuriant imagination. (২) (সাহিত্য-শিল্পসংক্রান্ত) অলংকৃত; সুবিস্তৃতluxuriantly (adverb) luxuriance [লাগ্‌জুআরিআন্‌স্] (noun) [uncountable noun] ফলনপ্রাচুর্য; প্রাচুর্য।
  • English Word luxuriate Bengali definition [লাগ্‌জুআরিএইট্] (verb intransitive) luxuriate in প্রচুর আনন্দ উপভোগ করা
  • English Word luxurious Bengali definition [লাগ্‌জুআরিআস্] (adjective) (১) বিলাসপূর্ণ; বিলাসবহুল ও আরামদায়ক(২) দামি(৩) বিলাসী; বিলাসপ্রিয়luxuriously (adverb)
  • English Word luxury Bengali definition [লাক্‌শারি] (noun) (plural luxuries) (১) [uncountable noun] বিলাসিতা(২) (attributive(ly) ব্যবহার) বিলাসবহুল(৩) [countable noun] বিলাসসামগ্রী; আনন্দদায়ক কিন্তু অনাবশ্যক কোনো কিছু
  • English Word lycée Bengali definition [লীসেই America(n) লীসেই] (noun) ফ্রান্সের মাধ্যমিক বিদ্যালয়
  • English Word lyceum Bengali definition [লাইসীআম্] (noun) (America(n)) মিলনায়তন; বক্তৃতাকক্ষ
  • English Word lychee Bengali definition (অপিচ lichee, litchee, litchi) [লাইচী] (noun) লিচুগাছ; লিচুফলlychgate (noun) = lichgate.
  • English Word lye Bengali definition [লাই] (noun) ধোয়ামোছায় ব্যবহৃত তরল ক্ষারবিশেষ
  • English Word lying Bengali definition [লাইইং] = lie 1, lie 2 -এর present participle
  • English Word lymph Bengali definition [লিম্‌ফ্‌] (noun) [uncountable noun] জীবদেহে রক্তের মতো পদার্থ কিন্তু রংহীনlymphatic [লিম্‌ফ্যাটিক্‌] (adjective) (১) উপর্যুক্ত পদার্থ সংক্রান্ত অথবা সে পদার্থবাহী(২) (ব্যক্তি) অকর্মঠ; ধীরপ্রকৃতির