• Bengali Word light 3 English definition [লাইট্] (noun) (বিপরীত dark 1) ১ [uncountable noun] আলোক; আলো: a bright light, moon light; দিবস: The light appeared.in a good/bad light (ক) পরিচ্ছন্ন বা অপরিচ্ছন্ন আলোকে;(খ) (লাক্ষণিক) ভালো বা মন্দ দৃষ্টিতে।
    in a good/bad light (ক) পরিচ্ছন্ন বা অপরিচ্ছন্ন আলোকে;(খ) (লাক্ষণিক) ভালো বা মন্দ দৃষ্টিতে। see the light (ক) (সাহিত্যিক ও আলংকারিক অর্থ) জন্মগ্রহণ করা;(খ) প্রকাশিত হওয়া;(গ) সত্য উপলব্ধি করা;(ঘ) ধর্মান্তরিত হওয়া। be/stand in somebody’s light (ক) কারো দৃষ্টিপথ অন্ধকারময় বা অস্পষ্ট করা; রুদ্ধ করা। (খ) (লাক্ষণিক) কারো সাফল্য বা উন্নতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা বাধাদান করা। stand in one’s own light (ক) নিজের কাজকে অস্পষ্ট বা অন্ধকারময় করা; গোপন করা; ক্ষীণ বা ম্লান করা। (খ) (লাক্ষণিক) নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করা। light year (জ্যোতির্বিদ্যা) আলোকবর্ষ; এক বছরে আলো যতটুকু পথ অতিক্রম করতে পারে (প্রায় ৬ লাখ কোটি মাইল)। (২) [countable noun] আলোকের উৎস বা কারণ; আলোকদায়ী বস্তু (যেমন সূর্য, প্রদীপ)। Light out (সাম্য.) আলো নিভিয়ে দেওয়ার সময় বাজানো বিউগল ধ্বনি। northern/southern lights, দ্রষ্টব্য aurora. (৩) [countable noun] শিখা; স্ফুলিঙ্গ; শিখা বা স্ফুলিঙ্গ উৎপাদনে ব্যবহৃত বস্তু: strike a light. (৪) [uncountable noun] (খুশি বা আনন্দিত হওয়ার কারণে কারো চোখে মুখে প্রকাশিত) ঔজ্জ্বল্য বা দ্যুতি। (৫) [uncountable noun] জ্ঞানালোক; [countable noun] সত্য ঘটনা বা আবিষ্কার। come/bring something to light কোনো কিছু দৃশ্যমান বা প্রকাশিত হওয়া বা করা। shed/throw light স্পষ্টতর করা; নতুন তথ্য প্রদান করা। by the light of nature প্রাকৃতিক বা স্বাভাবিক উপায়ে। in the light of আলোকে। (৬) [countable noun] দৃষ্টিভঙ্গি; দৃষ্টিকোণ: in the light of new evidence. (৭) (plural) (প্রকৃতিগত বা অর্জিত) দক্ষতা; মানসিক বা আধ্যাত্মিক জ্ঞান। according to one’s lights যথাসাধ্য;কারো যোগ্যতা বা দক্ষতার সর্বোচ্চ সীমা পর্যন্ত। (৮) [countable noun] বিখ্যাত ব্যক্তি; আদর্শ বা অনুকরণযোগ্য ব্যক্তি: He will remain as a guiding light for all of us. (৯) [countable noun] ঘরে আলো ঢুকতে ছাদের কাছে দেওয়fলে বসানো জানালা: a sky-light.১o [countable noun] (চিত্রকলা) চিত্রের আলোকিত অংশ: light and shade. (১১) (যৌগশব্দ) light bulb (noun) দ্রষ্টব্য bulb (২). lighthouse (noun) আলোকস্তম্ভ; বাতিঘর; সমুদ্রে চলাচলকারী জাহাজসমূহকে বিপদ এড়িয়ে চলার জন্য সংকেত দানকারী আলোকবর্তিকা। lightship (noun) আলোকতরি, পূর্বানুরূপ কাজে ব্যবহৃত জাহাজ।