L পৃষ্ঠা ৫
- English Word latitude Bengali definition [ল্যাটিটিউড্ America(n) ল্যাটিটূড্] (noun) (১) [uncountable noun] অক্ষাংশ; বিষুব রেখা থেকে উত্তর বা দক্ষিণে কৌণিক দূরত্ব। (২) (plural latitudes) এলাকা বা অঞ্চল: high/low latitudes, বিষুবরেখা থেকে দূরবর্তী বা নিকটবর্তী স্থানসমূহ। warm latitudes উষ্ণ অঞ্চলসমূহ। (৩) [uncountable noun] কর্ম, মত ইত্যাদির স্বাধীনতা: She was given considerable latitude in how she spent the money. latitudinal [ল্যাটিটিউডিন্ল্ America(n) ল্যাটিটূডান্ল্] (adjective) latitudinarian [ল্যাটিটিউডিনেআরিআন্ America(n) ল্যাটি টূডনএআরিআন্] (adjective), (noun) সহনশীল ও উদারপন্থি ব্যক্তি (বিশেষত ধর্মবিশ্বাস সম্বন্ধে)।
- English Word latrine Bengali definition [লাট্রন্] (noun) মলমূত্র ত্যাগের স্থান বা পায়খানা (পয়ঃপ্রণালি নেই এমন স্থানে এই উদ্দেশ্যে নির্মিত গর্ত)।
- English Word latter Bengali definition [ল্যাটা(র্)] (adjective) (১) সাম্প্রতিক; কোনো সময়ের শেষের দিকের: the latter half of this century. latter-day (adjective) সাম্প্রতিক; আধুনিক; হালের: latter-day critics. (২) (as pronoun) the latter দুইয়ের মধ্যে পরে উল্লেখিত: I want the latter not the former. latterly (adverb) অধুনা; বর্তমানে।
- English Word lattice Bengali definition [ল্যাটিস্] (noun) জাফরি: lattice work, জাফরির কাজ; লতানো গাছ বেড়ে ওঠার জন্য এ ধরনের সজ্জা। latticed (adjective) জাফরি-কাটা: a lattice window.
- English Word laud Bengali definition [লোড্] (verb transitive) (আনুষ্ঠানিক) প্রশংসা করা; গুণকীর্তন করা। (noun) প্রশংসা; স্তুতিগান। laudable (adjective) প্রশংসার যোগ্য; প্রশংসাজনক। laudably (adverb) প্রশংসাজনকভাবে।
- English Word laudatory Bengali definition [লোডাটারি America(n) লোডাটোরি] (adjective) প্রশংসাসূচক: laudatory verse.
- English Word laugh Bengali definition [লা:ফ্ America(n) ল্যাফ্] (verb intransitive), (verb transitive) (১) শব্দ করে হাসা; (তুলনীয় smile). laugh at (ক) আমোদ পাওয়া: laugh at a joke. (খ) কৌতুক করা; বিদ্রূপ বা উপহাস করা: Do not laugh at a lame man. (গ) উপেক্ষা করা; উদাসীন হওয়া: laugh at dangers. laugh in somebody’s face প্রকাশ্যে অগ্রাহ্য করা বা অবজ্ঞা করা। laugh one’s head off প্রাণভরে হাসা। laugh on the other side of the face গর্ব করার পর হতাশ বা দুঃখিত হতে হওয়া। He laughs best who laughs last (প্রবাদ) পূর্বেই অতিরিক্ত আনন্দ প্রকাশ করা সম্পর্কে সাবধানবাণী। (২) laugh away (কোনো বিষয়) হেসে বা ঠাট্টাতামাশা করে উড়িয়ে দেওয়া। laugh down বিদ্রূপের হাসি হেসে কাউকে নিশ্চুপ করে দেওয়া। laugh off হেসে এড়ানো: laugh off an embarrassing situation. (৩) হাসতে হাসতে কোনো অবস্থাপ্রাপ্ত হওয়া বা ফল লাভ করা: laugh oneself to convulsions. laugh somebody/something out of court বিদ্রূপ করে কাউকে বা কোনো কিছু বাতিল করা বা খারিজ করা। (৪) হাসির মাধ্যমে প্রকাশ করা। □ (noun) [countable noun] হাসার শব্দ; হাস্যধ্বনি; হাসা: They joined in the laughing. have/get the laugh of somebody যে উপহাস করে তাকেই উপহাসের পাত্রে পরিণত করা। have the last laugh সন্তুষ্টি লাভ করা। belly (noun) laugh অট্টহাস্য। laughable (adjective) হাস্যকর; কৌতুকজনক। laughably (adverb) হাস্যকরভাবে। laughing (adjective) হাস্যময়, হাস্যোদ্রেককর ইত্যাদি: a laugh face. laughing gas (noun) নাইট্রাস অক্সাইড (N 2O); যে গ্যাস বিশ্বাসের সঙ্গে গ্রহণ করলে হাসির উদ্রেক হতে পারে; ছোটখাটো অস্ত্রোপচার (যেমন দাঁতের) কাজে রোগীকে অচেতন করতে এই গ্যাস ব্যবহৃত হয়। laughing-stock (noun) হাস্যাস্পদ ব্যক্তি। laughingly (adverb) সহাস্যবদনে।
- English Word laughter Bengali definition [লাফ্টা(র্) America(n) ল্যাফ্টা(র্)] (noun) [uncountable noun] হাস্য; সশব্দ হাসি: burst into laughter, উচ্চহাসিতে ফেটে পড়া।
- English Word launch 1 Bengali definition [লোন্চ্] (verb transitive), (verb intransitive) (১) বিশেষত (নতুন) জাহাজ ইত্যাদি পানিতে ভাসানো: launch a new ship. (২) launch something (against/at) চালু করা; পাঠানো; সবেগে নিক্ষেপ করা; উৎক্ষেপণ করা: launch an attack; launch a missile; launch a spacecraft. launcher (noun) সবেগে নিক্ষেপ বা উৎক্ষেপণ করার কল বা যন্ত্র: a rocket launcher. launching-pad (noun) যে মঞ্চ থেকে ক্ষেপণাস্ত্র বা রকেট উৎক্ষেপণ করা হয়। (৩) launching-site (noun) যে স্থানে উৎক্ষেপণমঞ্চ বসানো হয়। (৩) আরম্ভ করানো; শুরু করা: launch a new programme/business. (৪) launch out, launch (out) into নতুন কোনো কাজে প্রবৃত্ত হওয়া।
- English Word launch 2 Bengali definition [লোন্চ্] (noun) নদী, হ্রদ বা বন্দরে ব্যবহৃত যাত্রীবাহী বড় নৌকা; লঞ্চ।
- English Word launder Bengali definition [লোন্ডা(র্)] (verb transitive), (verb intransitive) (বস্ত্র) কাচা ও ইস্ত্রি করা; ধৌত ও ইস্ত্রি হওয়া। laundered (adjective) ধৌত ও ইস্ত্রি করা: launder clothes. launderer [লোন্ডর(র্)] (noun) ধোপা, কাপড় ধোলাই ও ইস্ত্রি করা যাদের পেশা। laundress [লোন্ড্রিস্] (noun) (feminine) ধোপানি।
- English Word launderette Bengali definition [লোন্ড্রেট্] (noun) যে ধোপাখানায় লোকজন পয়সাচালিত স্বয়ংক্রিয় যন্ত্রে কাপড় ধুতে ও শুকাতে পারে।
- English Word laundry Bengali definition [লোন্ড্রি] (noun) (plural laundries) (১) লন্ড্রি, কাপড়চোপড় ধোয়া ও ইস্ত্রি করতে যে দোকানে পাঠানো হয়। (২) the laundry ধুতে দেওয়ার কাপড়চোপড়। laundryman (noun) (plural laundrymen) লন্ড্রির পুরুষ কর্মচারী; ধুতে দেওয়ার কাপড়চোপড় যে সংগ্রহ করে ও ধৌত বস্ত্রাদি যে পৌঁছে দেয়। laundrymaid (noun) ঐ (feminine)। laundry basket (noun) ঢাকনাওয়ালা বড় ঝুড়ি যার মধ্যে চাদর, তোয়ালে, ময়লা কাপড় ইত্যাদি ধোয়ার জন্য রাখা হয়।
- English Word laureate Bengali definition [লরিএট্ America(n) লোরিএট্] (adjective) লরেল মুকুটভূষিত। the (Poet) Laureate (noun) (ব্রিটেনের) রাজকবি।
- English Word laurel Bengali definition [লরাল্ America(n) লোরাল্] (noun) জলপাইজাতীয় বৃক্ষের চিরসবুজ পাতা; এ পাতায় তৈরি মাথায় পরার জয়মাল্য যা প্রাচীন গ্রিস ও রোমে সম্মানের প্রতীকরূপে ব্যবহৃত হতো: (often plural) laurels অর্জিত জয় বা সম্মান। look at one’s laurel যাতে অর্জিত সুনাম অক্ষুণ্ণ থাকে সেদিকে নজর রাখা। rest on one’s laurels অর্জিত জয় বা সাফল্যে তৃপ্ত থাকা (সাধারণত সমালোচনামূলক অভিব্যক্তি)। win/gain one’s laurels জয় বা সম্মান অর্জন করা। laurelled (adjective) লরেল মুকুটশোভিত; সম্মানভূষিত।
- English Word lav Bengali definition [ল্যাভ্] (noun) lavatory শব্দের কথ্য ও সংক্ষিপ্ত রূপ।
- English Word lava Bengali definition [লা:ভা] (noun) [uncountable noun] লাভা; আগ্নেয়গিরি থেকে উত্থিত উত্তপ্ত গলিত পদার্থ; এই পদার্থের ঠাণ্ডা ও শক্ত রূপ।
- English Word lavatory Bengali definition [ল্যাভাট্রি America(n) ল্যাভাটোরি] (noun) (plural lavatories) (১) হাতমুখ ধোয়ার পাত্র বা কক্ষ। (২) স্নানপাত্র বা স্নানাগার। (৩) শৌচাগার, মলমূত্র ত্যাগে ব্যবহৃত পাত্র, মেঝের সঙ্গে আবদ্ধ গামলাজাতীয় পাত্র, যার উপর বসে মলমূত্র ত্যাগ করা যায় এবং সঞ্চিত জলাধার থেকে নিঃসৃত পানির সাহায্যে মলমূত্র পাইপ দিয়ে নির্গমন করানো যায় (দ্রষ্টব্য commode, water-closet)।
- English Word lavender Bengali definition [ল্যাভান্ডা(র্)] (noun) [uncountable noun] ফ্যাকাসে বেগুনি রঙের সুগন্ধি ফুল ও ডাঁটাওয়ালা এক প্রকার উদ্ভিদ; এর শুকনা ডাঁটা ও ফুল, যা কাপড়ের মধ্যে রেখে কাপড়কে সুবাসিত করা যায়; ফ্যাকাসে বেগুনি রং। lavender water (noun) [uncountable noun] ঐ উদ্ভিদের ফুল থেকে আহরিত সুগন্ধি।
- English Word lavish Bengali definition [ল্যাভিশ্] (adjective) (১) lavish (of something/in doing something) অমিতব্যয়ী; অপব্যয়ী। (২) অতি পর্যাপ্ত। □ (verb transitive) lavish on মুক্তহস্তে খরচ করা বা অপরিমিত ব্যয় করা।
- English Word law Bengali definition [লো] (noun) (১) [countable noun] বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন। law-giver (noun) যে ব্যক্তি আইন প্রণয়ন বা আরোপ করে। lawmaker (noun) বিধিবিধান প্রণয়নকারী। law-officer (noun) সরকার বা কোনো প্রতিষ্ঠানের আইনবিষয়ক উপদেষ্টা; বিশেষত অ্যাটর্নি বা সলিসিটর জেনারেল। (২) [uncountable noun] একটি দেশে প্রচলিত আইনসমূহ বা নিয়মকানুন; (কথ্য) পুলিশ; পুলিশবাহিনী; আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ। break the law আইন ভঙ্গ করা। lay down the law (ব্যক্তি) নিজে যা বলছে সেটাই ঠিক এমন কর্তৃত্বভরে কিছু বলা। the long arm of the law (হাস্য) পুলিশবাহিনী। law-abiding (adjective) আইন মান্যকারী; শান্তিপ্রিয়। law-breaker (noun) আইন ভঙ্গকারী; অপরাধী। law of the land কোনো দেশে প্রচলিত আইনকানুন। law of the jungle প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যা কিছু করা হয়। common law (noun) [uncountable noun] ইংল্যান্ডের জমিসংক্রান্ত আইন। martial law (noun) [uncountable noun] সামরিক আইন। (৩) [uncountable noun] আইনের অনুশাসন। law and order situation আইনশৃঙ্খলা পরিস্থিতি। (৪) [uncountable noun] আইনশাস্ত্র; পেশার দিক থেকে আইন ও আদালতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগণ; আইনজীবী ও বিচারক সম্প্রদায়: a law student; study law. (৫) [uncountable noun] আইনশাস্ত্রের কোনো একটি শাখা: criminal law. (৬) [uncountable noun] আইনের ব্যবহার বা প্রয়োগ। go to law (against somebody); have the law (on somebody) (কারো বিরুদ্ধে) মামলা রুজু করা; আইনের আশ্রয় নেওয়া; আদালতের শরণাপন্ন হওয়া। take the law into one’s own hands নিজের হাতে আইন তুলে নেওয়া; আইনের সাহায্য না নিয়ে নিজেই অপরাধীকে শাস্তি দেওয়া। law court (noun) আদালত; বিচারালয়। lawsuit (noun) মামলা; মোকদ্দমা। (৭) [countable noun] কর্মপ্রণালি; রীতিনীতি; আইনকানুন (শিল্প, ক্রীড়া ইত্যাদি বিষয়ে): the laws of harmony; the laws of the game. be a law to oneself প্রচলিত নিয়মকানুন উপেক্ষা করে নিজের কাছে যা ভালো মনে হয় তাই করা। (৮) [uncountable noun, countable noun] সূত্র বা প্রণালি; বিশেষ ক্ষেত্রে কোনো বস্তু বা অবস্থার কী ঘটে তার বর্ণনা: the laws of gravity; Newton’s third law; the laws of demand and supply. the law of nature/natural law প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক নিয়ম, যেমন, ঋতুর অনুযায়িতা। lawful (adjective) (১) বিধিসম্মত; আইনানুগ; ন্যায্য; উপযুক্ত। (১) (সন্তানসন্ততি) বৈধ: lawful heir. lawfully (adverb) আইনসম্মতভাবে; আইনানুগভাবে; বিধিসম্মত উপায়ে। lawless (adjective) আইনবর্জিত; অরাজক; যথেচ্ছাচারী; আইন অমান্যকারী। lawlessly (adverb) lawlessness (noun) [uncountable noun]
- English Word lawn 1 Bengali definition [লোন্] (noun) [countable noun] লন; বাগান ইত্যাদি জায়গায় ছোট করে কাটা/ছাঁটা ঘাসে ঢাকা জমি; খেলাধুলায় ব্যবহৃত এ ধরনের তৃণাবৃত ভূমি: a tennis lawn. lawn-mower (noun) ঘাস কাটা বা ছাঁটার যন্ত্র।
- English Word lawn 2 Bengali definition [লোন্] (noun) [uncountable noun] সূক্ষ্ম বস্ত্রবিশেষ।
- English Word lawyer Bengali definition [লোইআ(র্)] (noun) উকিল; আইনজীবী।
- English Word lax Bengali definition [ল্যাক্স্] (adjective) (১) আলগা; ঢিলা; কোমল; অসতর্ক; শিথিল: lax in moral. (২) পেট খারাপ করেছে এমন। laxity [ল্যাকসাটি] (noun) [uncountable noun] শৈথিল্য; [countable noun] (plural laxities) অসাবধানতা। laxly (adverb)
- English Word laxative Bengali definition [ল্যাক্সাটিভ্] (noun) (adjective) (ওষুধ) জোলাপ; রেচক; পায়খানা নরম করে এমন।
- English Word lay 1 Bengali definition [লেই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle Iaid [লেইড্]) (১) শোয়ানো; শায়িত করা; রাখা; স্থাপন করা; বিছানো: Lay it down, Lay it on the table, lay bricks. lay a snare/trap for somebody/something কারো জন্য ফাঁদ পাতা; কাউকে বিপদে ফেলা। (২) (লাক্ষণিক) lay one’s hand on something/somebody (ক) দখল করা; বলপূর্বক অধিকার করা (খ) কাউকে আঘাত বা আক্রমণ করা: How dare you lay your hands on me! (গ) খুঁজে পাওয়া: I have it somewhere but can’t lay my hands on it right now. (ঘ) (গির্জা) পূর্ণ দীক্ষা দেওয়া; পুরোহিত পদে নিয়োগ করা; পবিত্র করা। lay the blame (for something) on somebody কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা/অপবাদ দেওয়া। lay a (heavy) burden on somebody কারো উপর কঠিন বোঝা বা কাজ চাপানো। lay one’s hopes on (= pin one’s hopes on) কারো উপর ভরসা করা। great/little store by/on something কোনো কিছুর উপর বেশি বা কম মূল্য দেওয়া। lay stress/ emphasis/weight on জোর দেওয়া। lay a tax on something কোনো কিছুর উপর কর ধার্য বা আরোপ করা। (৩) কোনো বিশেষ অবস্থা বা পরিস্থিতির কারণ ঘটানো। lay somebody to rest কাউকে সমাধিস্থ করা; দাফন করা। lay somebody under contribution কাউকে চাঁদা বা অর্থ দিতে বাধ্য করা। lay something to somebody’s charge কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা। lay claim to something নিজের বলে দাবি করা। lay something at somebody’s door কারো উপর দোষ চাপানো। lay one’s finger on সমস্যা কোথায় তা সঠিকভাবে চিহ্নিত করা। lay seize to অবরোধ করা। (৪) (lay + noun, adjective or adverb phrases) lay something bare মনের কথা খুলে বলা। lay something flat ভূপাতিত করা; শায়িত করা: The storm has laid the crops flat. lay something open (ক) অনাবৃত করা; প্রকাশ করা। (খ) কেটে বা চিরে ফেলা। lay oneself open to something নিজেকে সমালোচনা, নিন্দা ইত্যাদির পাত্র করে তোলা। lay something waste ধ্বংস করা। (৫) নামানো; প্রশমিত করা; শান্ত করা; ভূতলশায়ী করা। lay somebody’s doubt কারো সন্দেহ দূর করা। দ্রষ্টব্য allay. lay a ghost/spirit ভূত বা প্রেত ঝাড়া; দূর করা; নামানো। (৬) (পাখি বা কীটপতঙ্গ) ডিম দেওয়া: Does your hen lay eggs? (৭) (সাধারণত passive) কোনো গল্প বা কাহিনীর স্থান নির্দেশিত করা: The scene is laid in Rome, 4th century BC. (৮) বিছিয়ে প্রস্তুত করা ইত্যাদি অর্থে: lay the table টেবিল সাজানো; খাবারের জন্য চুরি; কাঁটাচামচ; প্লেট ইত্যাদি সঠিকভাবে রাখা। lay the cloth আহারের পূর্বে টেবিলের উপর কাপড় বিছানো। lay a fire কাঠ বা কয়লা ফেলে চুল্লি আগুন জ্বালানোর উপযুক্ত করা। (৯) বাজি রাখা: lay wages; lay a bet. (১০) বিছানো; আচ্ছাদিত করা; বিস্তৃত বা প্রসারিত করা: lay carpet on the floor. (১১) (অপশব্দ) যৌন সঙ্গম করা। (১২) (adverbial participle এবং preposition(al)-সহ) lay something aside (ক) সঞ্চয় করা; পৃথক করে রাখা; সরিয়ে রাখা; You must lay something aside for old age. (খ) নামিয়ে রাখা: Lay aside your things and listen to me. (গ) পরিত্যাগ করা; বাদ দেওয়া: Lay aside your bad habits. lay something by= lay aside (ক) lay somebody down কাউকে শায়িত বা অর্ধশায়িত করা (হেলানো)। lay something down (ক) বাজি ধরা; বাজির টাকা জমা দেওয়া। (খ) কোনো নির্মাণকাজ শুরু করা। (গ) কোনো জমিকে তৃণভূমিতে পরিণত করা। (ঘ) মাটির নিচের ঘরে মদ গুদামজাত করে রাখা। lay something down; lay it down that...বিধিনিয়ম রচনা করা: All rules have been laid down by the govt. lay down one’s arms অস্ত্র সমর্পণ করা। lay down the law, দ্রষ্টব্য law. lay down one’s life নিজের জীবন উৎসর্গ করা। lay down office পদত্যাগ করা। lay something in (ভবিষ্যৎ প্রয়োজনের জন্য) জমিয়ে রাখা। lay somebody off (ক) (কথ্য) কর্ম থেকে বিরত হওয়া; বিশ্রাম নেওয়া: The doctor has advised me to lay off for a few days. (খ) অপ্রীতিকর কোন কাজ থেকে ক্ষান্ত বা নিবৃত্ত হওয়া: Lay oil, will you? (গ) বিশেষত কলকারখানায় উৎপাদন বন্ধ রাখার উদ্দেশ্যে মালিক কর্তৃক কর্মচারী বা শ্রমিকদের কাজ থেকে সামরিক অব্যাহতি প্রদান করা। lay-off (noun) এ ধরনের কর্মবিরতি। lay something on (ক) সরবরাহ করা; জোগানো। (খ) (কথ্য) ব্যবস্থা করা। lay it on (thick/with a trowel) কাউকে অতিরিক্তভাবে প্রশংসা বা তোষামোদ করা। lay something out (ক) বিছানো; ছড়ানো: lay out a dress. (খ) সৎকারের জন্য প্রস্তুত করা: lay out a corpse. (গ) পরিকল্পনা করা; বিন্যাস করা; সাজানো: well laid-out streets and avenues. lay-out (noun) নকশা; পরিকল্পনা; বিন্যাস; (মুদ্রণ) মুদ্রাক্ষর ইত্যাদি ছাপানোর ধরন; ছাপার বিন্যাস। lay oneself out (to do something) কোনো কাজ সম্পাদনের জন্য অতিরিক্ত পরিশ্রম করা। lay over (America(n)) (British/Britain = stop over) ভ্রমণকালে কোনো স্থানে যাত্রাবিরতি করা। layover (noun) যাত্রাবিরতি। lay something up (ক) জমানো; সঞ্চয় করা। (খ) নিজের কাজের মাধ্যমে সমস্যা পুঞ্জীভূত করে রাখা। (গ) কোনো জাহাজকে কর্মোপযুক্ত নয় বলে ঘোষণা করা। lay somebody up (সাধারণত passive) কাউকে বিছানায় পড়ে থাকতে বাধ্য করা; He is laid up with flu/a broken leg.
- English Word lay 2 Bengali definition [লেই] (noun) (অপশব্দ নিষেধ) যৌনসঙ্গিনী, যৌনক্রিয়ায় যে সহচর শায়িত থাকে; দ্রষ্টব্য lay 1 (১১) যৌনক্রীড়া।
- English Word lay 3 Bengali definition [লেই] (noun) (সাহিত্যিক) চারণকবির গান, গাথা।
- English Word lay 4 Bengali definition [লেই] (adjective) (১) (কেবল attributive(ly)) (গির্জা) যে সন্ন্যাসী বা সন্ন্যাসিনী একটি ধর্মসম্প্রদায়ভুক্ত, কিন্তু তাদের সকল নিয়মকানুন মেনে চলতে হয় না। দ্রষ্টব্য laity. (২) অপেশাদার; অবিশেষজ্ঞ (বিশেষত আইন বা চিকিৎসা শাস্ত্রে) layman বিশেষজ্ঞ নয় এরূপ লোক; অপেশাদার ব্যক্তি।