Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word legend Bengali definition [লেজান্‌ড্] (noun) (১) [countable noun] লৌকিক উপাখ্যান, লোককাহিনী (যার সত্যতা নিরূপণ দুরূহ): the legend of King Arthur. (২) [uncountable noun] এ ধরনের কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য(৩) [countable noun] মুদ্রা বা মেডেলে উৎকীর্ণ লিপি; ছবি; ম্যাপ বা ছকে ব্যাখ্যামূলক বর্ণনা(৪) কোনো বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত ব্যক্তি বা কাজ
  • English Word leger Bengali definition [লেজা(র্‌)] দ্রষ্টব্য ledger (২)
  • English Word legerdemain Bengali definition [লেজাডামেইন্‌] (noun) [uncountable noun] ভোজবাজি; ভেলকি; হাতসাফাই, হস্তকৌশল
  • English Word legging Bengali definition [লেগিঙ্] (noun) (সাধারণত plural) চামড়া বা মোটা কাপড়ে প্রস্তুত পায়ের উপরিভাগের আচ্ছাদন: a pair of leggings.
  • English Word leggy Bengali definition [লেগি] (adjective) লম্বা পাওয়ালা (বিশেষত শিশু, মহিলা, বাচ্চা, জীবজন্তু)।
  • English Word leghorn Bengali definition [লেগোন্‌ America(n) লেগান্‌] (noun) (১) এক ধরনের গৃহপালিত কুক্কুট; (মোরগ বা মুরগি)। (২) উত্তর-পশ্চিম ইতালির Leghorn (Livorno)-এ প্রাপ্ত এক প্রকার উৎকৃষ্ট সোলাবিশেষ; উক্ত সোলানির্মিত টুপি
  • English Word legible Bengali definition [লেজাব্‌ল] (adjective) (হস্তাক্ষর বা মুদ্রিত কোনো কিছু) স্পষ্ট; সহজে পাঠ করা যায় এমনভাবেlegibly [লেজাব্‌লি] (adverb) স্পষ্টভাবে; সহজপাঠ্য। legibility [লেজাবিলাটি] (noun) স্পষ্টতা; সহজপাঠ্যতা।
  • English Word legion Bengali definition [লীজান্‌] (noun) (১) তিন থেকে ছয় হাজার সৈন্যবিশিষ্ট প্রাচীন রোমের বাহিনী; (লাক্ষণিক) বিরাট সংখ্যা(২) British Legion ব্রিটেনের প্রাক্তন সৈন্যদের জাতীয় সংঘ। (French) Foreign Legion ফরাসি সেনাবাহিনীর প্রাক্তন বিদেশি সৈনিকদের সংঘ। Legion of Honour ফ্রান্সের সামরিক ও বেসামরিক সম্মানসূচক খেতাব। (৩) (সাহিত্যিক ও আলংকারিক অর্থ রচনাশৈলী) অসংখ্য, বিশাল সংখ্যকlegionary [লিজানারি America(n) লিজানেরি] (noun) (plural legionaries), (adjective) কোনো লিজিয়ন বা সংঘের অন্তর্ভুক্ত সৈনিক, বিশেষত ফরাসি লিজিয়নের সৈনিক। leginaire [লিজানেআ(র্‌)] (noun) ব্রিটিশ বৈদেশিক লিজিয়নের সৈনিক।
  • English Word legislate Bengali definition [লেজিস্‌লেইট্] (verb intransitive) আইন প্রণয়ন করাlegislation [লেজিস্‌লেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] আইন প্রণয়ন; প্রণীত আইনসমূহ।
  • English Word legislative Bengali definition [লেজিস্‌লাটিভ্‌ America(n) লেজিস্‌লেইটিভ্‌] (adjective) আইন প্রণয়ন সম্বন্ধীয়; আইন প্রণয়নের ক্ষমতাবিশিষ্ট; আইন প্রণয়নের অধিকারপ্রাপ্ত: legislative assembly, আইনসভা; legislative council, আইন পরিষদ।
  • English Word legislator Bengali definition [লেজিস্‌লেইটা(র্‌)] (noun) আইনসভা বা আইন প্রণয়নকারী সংস্থার সভ্য; বিধানমণ্ডলীর সদস্য
  • English Word legislature Bengali definition [লেজিস্‌লেইচা(র্‌)] (noun) আইন প্রণয়নকারী সংস্থা (যেমন সংসদ)।
  • English Word legitimate Bengali definition [লিজিটিমাট্‌] (adjective) (১) আইনসঙ্গত; নিয়মসম্মত; রীতিসিদ্ধ(২) যুক্তিসম্মত; ন্যায়সঙ্গত(৩) বৈধভাবে জাত (জারজ নয়): a legitimate child. the legitimate theatre প্রকৃত নাটক (গীতি বা নৃত্যনাট্য নয়)। legitimately (adverb) legitimacy [লিজিটিমাসি] (noun) [uncountable noun] বৈধতা। legitimatize, legitimise [লিজিটিমাটাইজ্‌] ut আইনি বা বৈধ করা।
  • English Word legsie Bengali definition [লেগ্‌সি](noun) [countable noun] (অনানুষ্ঠানিক) এক ধরনের সেলফি; সানবাথের সাহায্যে ট্যান বা বাদামি করা পায়ের সেলফি: The legsie is new selfi. দ্রষ্টব্য selfi.
  • English Word legume Bengali definition [লেগিউম্, লিগিউম] (noun) শিম বা মটরজাতীয় বীজ; এই ধরনের বীজের গাছ, খোলস, শিম্ব বা শুঁটি (pod).
  • English Word leguminous Bengali definition [লেগিউমিনাস্‌America(n) লিগিউমিনাস্‌] (adjective) শিম্বাকার; শিম্বোৎপাদী; শিম্বসংক্রান্ত; শিম্বগোত্রীয়
  • English Word lei Bengali definition [লেইঈ] (noun) হাওয়াই বা পলিনেসীয় দ্বীপপুঞ্জে অতিথির গলায় যে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়
  • English Word leisure Bengali definition [লেজা(র্‌) America(n) লিজা(র্‌)] (noun) [uncountable noun] (১) অবকাশ; অবসর: have no leisure. at leisure অবসর সময়ে। at one’s leisure যখন কারো অবসর আছে; নিজের সুবিধামতো সময়ে। (২) (attributive(ly)) leisure time/hours কর্মে নিযুক্ত নয় এমন সময়) leisureless (adjective) অবকাশহীন। leisurely (adjective) ব্যস্ততাহীন। □ (adverb) মন্থরগতিতে; ধীরে ধীরে; ব্যস্ততাহীনভাবে: walk leisurely. leisured [লেজাড্‌ America(n) লিজাড্‌] (adjective) প্রচুর অবকাশপূর্ণ।
  • English Word leitmotive, leitmotif Bengali definition [লাইট্‌মেটিফ্] (জার্মান) (noun) (১) অপেরা বা সংগীতপ্রধান নাটকে কোনো ব্যক্তি, অবস্থা বা ভাবের সঙ্গে সম্পৃক্ত রাগ বা রাগিণী যা ঐ ব্যক্তি মঞ্চে আবির্ভূত হলে অথবা ঐ ভাব বা অবস্থার সৃষ্টি হলে বাজানো হয়(২) (লাক্ষণিক) বারেবারে সংঘটিত হয় এমন ভাব
  • English Word lemon Bengali definition [লেমান্‌] (noun) (১) লেবুlemon curd (noun) লেবু, ডিম ও মাখনের সংমিশ্রণে প্রস্তুত নরম আঠালো দ্রব্য। lemondrop (noun) লেবু-সুবাসিত লজেনচুস। lemon squash লেবুর স্কোয়াশ; লেবুর রস ও চিনির মিশ্রণে তৈরি ঘন সিরাপ যা পানির সঙ্গে মিশিয়ে পান করা হয়। lemon squeezer (noun) লেবু থেকে রস টিপে বের করার যন্ত্র। lemon sole (noun) প্লেইসজাতীয় এক প্রকার চ্যাপটা মাছ। (২) (British/Britain অপশব্দ) দেখতে বোকাটে ও সাদাসিধে লোকto give somebody a lemon (অপশব্দ) কাউকে প্রতারণা করা। lemonade [লেমানেইড্] (British/Britain) (America(n) lemonsoda) (noun) [uncountable noun] লেবুর স্বাদযুক্ত ঈষৎ হলুদাভ গ্যাসীয় বুদ্বুদওয়ালা পানীয়; লেমোনেড। lemonlime (noun) (America(n)) গ্যাসীয় বুদ্বুদওয়ালা স্বচ্ছ অম্লমধুর পানীয়।
  • English Word lemur Bengali definition [লীমা(র্‌)] (noun) মাদাগাস্কারের বানরসদৃশ শৃগালের মতো মুখবিশিষ্ট নিশাচর প্রাণী; লেমুর
  • English Word lend Bengali definition [লেন্‌ড্‌] (verb transitive) (past tense, past participle lent [লেন্‌ট্]) (১) ধার দেওয়া; সাময়িকভাবে ব্যবহার করতে দেওয়া: lend something to somebody; somebody something. lend a hand সাহায্য করা। lend an ear to শোনা। lending-library যে পাঠাগার থেকে বাড়িতে পড়ার জন্য বই ধার নেওয়া যায়। (২) lend something to somebody দেওয়া। (৩) lend oneself to something সম্পৃক্ত হতে দেওয়া; ঘটতে দেওয়া: Don’t lend yourself to an evil schemes. The theory lends itself meanings. lend-lease, দ্রষ্টব্য lease. lender (noun) মহাজন; ঋণদাতা।
  • English Word length Bengali definition [লেঙ্‌থ্‌] (noun) (১) [uncountable noun] দৈর্ঘ্য: The length of a rope; ব্যাপ্তি: the length of story.at length (ক) অবশেষে। (খ) দীর্ঘ সময় ধরে: speak at length.(গ) বিস্তৃতভাবে; সবিস্তারে: deal with a matter at length. (at) full length সটান হয়ে; চিত হয়ে: to lie at full length. keep somebody at arm’s length কারো সঙ্গে দূরত্ব বজায় রাখা; বন্ধুসুলভ ব্যবহার না-করা। (২) [countable noun] কোনো কিছুর পূর্ণদৈর্ঘ্যের পরিমাপ(৩) [uncountable noun, countable noun] প্রান্ত সীমা; চরম অবস্থা: go to any length (S), কোনো উদ্দেশ্যসাধনে সব কিছু সম্ভব করা। (৪) [countable noun] কোনো বিশেষ কাজের জন্য প্রয়োজনীয় দৈর্ঘ্যসম্পন্ন কাপড়: a dress length cloth. lengthen [লেঙ্‌থেন্‌] (verb transitive), (verb intransitive) দীর্ঘ করা; প্রসারিত করা বা হওয়া; সময়ের স্থায়িত্ব বাড়ানো। lengthwise, lengthways (adjective), (adverb) দৈর্ঘ্যবরাবর; লম্বালম্বি। lengthy (adjective) (লেখা বা বক্তৃতা) সুদীর্ঘ, ক্লান্তিকরভাবে দীর্ঘস্থায়ী: a lengthy speech.
  • English Word lenient Bengali definition [লীনিআন্‌ট্‌] (adjective) উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল:a lenient judge/parent. lenience, leniency (noun(s)) leniently (adverb)
  • English Word Leninism Bengali definition [লেনিনিজাম্‌] (noun) [uncountable noun] লেনিন কর্তৃক ব্যাখ্যাকৃত মার্কসীয় মতবাদLeninist (noun) লেনিনের মতবাদের অনুসারী; লেনিনপন্থি।
  • English Word lenity Bengali definition [লেনাটি](noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) ক্ষমাশীলতা; সদয়ভাব
  • English Word lens Bengali definition [লেন্‌জ্‌] (noun) (plural lenses) দৃষ্টিসহায়ক কাচ; চশমা; দুরবিন, ক্যামেরায় ব্যবহৃত কাচ(২) (শারীরবিদ্যা) চোখের মণির পিছনের স্বচ্ছ অংশ যার মধ্য দিয়ে আলো প্রতিসরিত হয়
  • English Word Lent Bengali definition [লেন্‌ট্‌] (noun) যিশুর উপবাস স্মরণের উদ্দেশ্যে ইস্টারের পূর্বে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের চল্লিশ দিনব্যাপী বার্ষিক উপবাসLent term উপর্যুক্ত উপবাসের সময়ে পশ্চিমা দেশের বিশ্ববিদ্যালয়সমূহে যে ছুটি দেওয়া হয়। Lenten (adjective) লেন্ট পর্বসংক্রান্ত বা উক্ত পর্বকালীন।
  • English Word lentil Bengali definition [লেনট্‌ল্‌] (noun) [countable noun] মসুর ডাল বা গাছ: lentil soup.
  • English Word lento Bengali definition [লেন্‌টোউ] (adjective), (adverb) (সংগীত নির্দেশনা) আস্তে আস্তে; ঢিমা লয়ে