L পৃষ্ঠা ১৮
- English Word log 2 Bengali definition [লগ্ America(n) লোগ্] (noun) (১) জাহাজের গতিমাপক যন্ত্র। (২) (অপিচ log-book) সমুদ্রযাত্রার কালে জাহাজের দৈনন্দিন ক্রিয়াকলাপের (যেমন আবহাওয়া, জাহাজের গতি, অবস্থান ইত্যাদি) রেকর্ড, যেকোনো দৈনন্দিন কার্যাবলির হিসাব। 6 (কথ্য) (মোটরযানের) নিবন্ধন বই। □(verb transitive) (logged, logging, logs) দৈনন্দিন ঘটনাবলি লগবুকে অন্তর্ভুক্ত করা।
- English Word log 3 Bengali definition [লগ্ America(n) লোগ্] logarithm-এর কথ্য ও সংক্ষিপ্তরূপ।
- English Word log-in Bengali definition [লগ্ইন্] (noun) (১) [countable noun] (অপিচ 'login' বা 'logon' বা 'sign-in') কম্পিউটার, মোবাইল ডিভাইস অথবা ডাটাবেস বা ই-মেইলের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া; লগইন: First register an account then log-in । (২) ইউজারনেম অথবা পাসওয়ার্ড, যার মাধ্যমে কোনো ব্যবহারকারী কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস অথবা ইউজার অ্যাকাউন্টে সংযোগ পান। (verb transitive) (যোগাযোগপ্রযুক্তি) চালু করা; ব্যবহার করা: Please log-in with your new password.
- English Word log-out Bengali definition [লগ্-আউট্] (noun) (অপিচ 'logout' বা 'log off' বা 'sign-out') (১) কম্পিউটার বা ই-মেইল অ্যাকাউন্ট থেকে সাময়িক বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া; লগআউট। (২) একাধিক জনে ব্যবহার করা একই কম্পিউটার বন্ধ না-করেও নেটওয়ার্ক থেকে সরে আসা। (verb transitive) কম্পিউটার নেটওয়ার্ক থেকে পৃথক হওয়া বা সংযোগহীন হওয়া: It’s time to log-out from your email account.
- English Word loganberry Bengali definition [লোউগান্বেরি] (noun) (plural loganberries) ব্ল্যাকবেরি ও র্যাস্পবেরির কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত জামজাতীয় দোআঁশলা ফলবিশেষ।
- English Word logarithm Bengali definition [লগারিদ্ম America(n) লোগ্রিদ্ম] [noun] (পাটিগণিত) লগারিদম।
- English Word loggerheads Bengali definition [লগাহেড্জ্] (noun) (একমাত্র প্রয়োগ) at loggerheads (with) মতানৈক্য অথবা ঝগড়া-বিবাদ।
- English Word loggia Bengali definition [লজিআ](noun) উন্মুক্ত গ্যালারি; বাড়ির উদ্যানমুখী উন্মুক্ত অংশ।
- English Word logic Bengali definition [লজিক্] (noun) [uncountable noun] যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি। logical [লজিক্ল্] (adjective) যৌক্তিক; যুক্তিবাদী। logically [লজিকলি] (adverb) যুক্তির সঙ্গে। logicality [লজিক্যালাটি] (noun) যৌক্তিকতা। logician (noun) যুক্তিবিদ।
- English Word logistics Bengali definition [লাজিস্টিক্স্] (noun) (singular verb-সহ) (সামরিক বাহিনীর জন্য) ব্যক্তি ও মালপত্রের সরবরাহ, বণ্টন ও বদলি; সৈন্য চলাচল ও সরবরাহের বিদ্যা।
- English Word loin Bengali definition [লইন্] (noun) (১) (plural) কোমরের পশ্চাদ্ভাগ। gird (up) one’s loins (বাইবেলি) যাত্রার জন্য তৈরি হওয়া; কোমর কষে নেমে পড়া। loin-cloth (noun) নেংটি; কটিবস্ত্র। (২) পশুর নিতম্বের মাংস: loin of mutton.
- English Word loiter Bengali definition [লইটা(র্)] (verb intransitive), (verb transitive) ইতস্তত ঘুরে বেড়ানো। loiterer (noun) ভবঘুরে।
- English Word loll Bengali definition [লল্] (verb intransitive), (verb transitive) (১) loll (about/a round) কুঁড়েমি করা; অলসভাবে শুয়ে-বসে থাকা। (২) loll out (জিহ্বার ক্ষেত্রে) বের করে রাখা।
- English Word lollipop Bengali definition [ললিপপ্] (noun) কাঠিলজেন্স; ললিপপ। lollipop man/woman ‘থামুন, শিশুরা’ - শিশুদের রাস্তা পার করানোর উদ্দেশ্যে খুঁটির শীর্ষে এ বক্তব্য বহনকারী ব্যক্তি। (কথ্য) কাউকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।
- English Word lolly Bengali definition [ললি] (noun) (১) (কথ্য) ললিপপ। ice(d) lolly কাঠিতে জমাট ফলের রস। (২) (অপশব্দ) অনায়াসলব্ধ টাকাপয়সা।
- English Word lone Bengali definition [লোউন্] (adjective) (কেবল attributive(ly); দ্রষ্টব্য' alone ও' lonely) নিঃসঙ্গ; একা। play a lone hand (লাক্ষণিক) একা এগিয়ে চলা।
- English Word lonely Bengali definition [লোউন্লি] (adjective) (lonelier, loneliest) (১) নিঃসঙ্গ: a lonely traveller. (২) বিষণ্ণ। (৩) (স্থানের ক্ষেত্রে) শহর থেকে দূরে; অজপাড়া গাঁ: a lonely village. loneliness (noun) [uncountable noun] নিঃসঙ্গতা; একাকিত্ব।
- English Word lonesome Bengali definition [লোউন্সাম্] (adjective) (১) বিষণ্ণ; একাকী। (২) নির্জন; স্বতন্ত্র।
- English Word long 1 Bengali definition [লং America(n) লোং] (adjective) (longer [লংঙ্গা(র্)] longest [লংঙ্গিস্ট্]) (১) লম্বা; দীর্ঘ। put on a long face, দ্রষ্টব্য face 1 (৩). (২) (প্রাচুর্য, দৈর্ঘ্য, প্রসারতা ইত্যাদি প্রকাশক বাক্যাংশে) have a long arm ক্ষমতা সম্প্রসারণে সক্ষম হওয়া। the long arm of the law আইনের সুদীর্ঘবাদ অর্থাৎ এর সুদূরপ্রসারী শক্তি। make a long arm for something নিজেই এগিয়ে গিয়ে সংগ্রহ করা (যেমন টেবিল থেকে)। It’s as broad as it’s long দ্রষ্টব্য broad 1 (৭). (৩) দীর্ঘকালীন। long time no see! (কথ্য) অনেকদিন আমাদের দেখাসাক্ষাৎ হয়নি। (৪) (স্বরধ্বনির ক্ষেত্রে) দীর্ঘ: The word ‘seed’ has a long vowel. (৫) (দীর্ঘমেয়াদি সময় প্রকাশক বাক্যাংশে) long bond বিশ বছর অথবা তারচেয়ে বেশিদিন স্থায়ী চুক্তি। take a long cool/hard look at something চাতুর্যের সঙ্গে সমস্যার মোকাবিলা করা। take the long view দূরদৃষ্টিসম্পন্ন হওয়া। in the long run, দ্রষ্টব্য run 1 (৭). in the long term দীর্ঘমেয়াদি দূরদৃষ্টি। long term (attributive(ly)) (adjective) দীর্ঘমেয়াদি: long term plans. (৬) (যৌগশব্দে) longboat (noun) পালতোলা জাহাজের সঙ্গে যুক্ত সর্ববৃহৎ নৌকা। longbow (noun) দীর্ঘ ধনু। দ্রষ্টব্য cross bow. draw the long bow গপ মারা। long-distance (attributive(ly)) (adjective) দূরপাল্লা: long-distance runners. long drink প্রচুর পরিমাণ, যেমন বড় গ্লাসে পরিবেশিত (বিয়ার)। a long dozen তেরো। longhand (noun) [uncountable noun] সাধারণ হাতের লেখা (shorthand শব্দের বিপরীতে ব্যবহৃত)। long-haired (adjective) বুদ্ধিজীবী; শৈল্পিক; অগতানুগতিক। a long haul, দ্রষ্টব্য haul. long-headed (adjective) বুদ্ধিদীপ্ত; দূরদৃষ্টিসম্পন্ন। the long jump দীর্ঘলম্ফ। long metre (noun) [uncountable noun] চারটি অষ্টাক্ষরিক সংক্ষিপ্ত স্তবক। long odds (noun) (plural) (বাজিতে) অত্যন্ত অসম; অযৌক্তিক। long play(ing) disc/record (noun) (সংক্ষেপে Lp) এলপি; বৃহত্তর আকারের গ্রামোফোন রেকর্ড। long-range (attributive(ly)) (adjective) দীর্ঘমেয়াদি। longshoreman (noun) জাহাজঘাটের কুলি; খালাসি। a long shot, দ্রষ্টব্য shot 1 (২). long-sighted (adjective) (লাক্ষণিক) সদাসতর্ক; দূরদৃষ্টিসম্পন্ন। a long suit, দ্রষ্টব্য suit 1 (৫). long stop (noun) [countable noun] (ক্রিকেটে) উইকেট-কিপারের ঠিক পিছনে দাঁড়িয়ে যে খেলোয়াড় ফিল্ডিং দেয়। longtime (attributive(ly)) (adjective) অনেক দিনের। long ton (noun) ' ২২৪০ পাউন্ড। long wave (noun) [uncountable noun] (রেডিও বা টেলিগ্রাফ) (১০০০) মিটার অথবা তারচেয়ে বেশি তরঙ্গ-দৈর্ঘ্যের। long-winded (adjective) কথা বা লেখালেখিতে বিরক্তি উৎপাদক। long-windedness (noun) দীর্ঘসূত্রতা।
- English Word long 2 Bengali definition [লঙ্ America(n) লোঙ্] (noun) (১) দীর্ঘকাল: He will be away for long. at (the) longest খুব বেশি দেরি হলে। the long and the short of it অল্প কথায় মোটামুটি; মোটামুটি ফলাফল। (২) [countable noun] long syllable ল্যাটিন কবিতার দীর্ঘ অক্ষর।
- English Word long 3 Bengali definition [লঙ্ America(n) লোঙ্] (adverb) (longer [লঙ্গার], longest) [লঙ্গিস্ট্]) (১) (for) long অনেকক্ষণ ধরে: He will wait as long as he can. as/so long as ততক্ষণ পর্যন্ত; যতক্ষণ। (২) long-drawn-out (adjective) অযথা প্রলম্বিত। long-lived (adjective) দীর্ঘজীবী। long-suffering (adjective) কষ্টসহিষ্ণু। (৩) সুদীর্ঘকাল: long ago. (৪) নির্দিষ্ট সময় ধরে: all day long. (৫) no/any/much longer নির্দিষ্ট সময় পরে: He will not wait any longer.
- English Word long 4 Bengali definition [লঙ্ America(n) লোঙ্] (verb intransitive) long for something/for somebody to do something আগ্রহে আকাঙ্ক্ষা করা; ইচ্ছা পোষণ করা। longing (noun) [countable noun, uncountable noun] আকুল আকাঙ্ক্ষা। (adjective) আকাঙ্ক্ষাপূর্ণ longly (adverb) আকাঙ্ক্ষাভরে।
- English Word Long March Bengali definition [লঙ মা:চ 'America(n) লোঙ মা:চ] (noun) - ১৯৩৪-৩৫ সালে চিয়াং কাইশেকের আক্রমণের মুখে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা দীর্ঘ ৬০০০ মাইলের পদযাত্রার অংশ নেন। নেতৃত্ব দেন তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতা মাও সে তুং। এক লাখ কমিউনিস্টের মধ্যে মাত্র ৮/৯ হাজার জন এই লং মার্চ সম্পন্ন করতে পেরেছিল। তখন থেকে রাজনৈতিক উদ্দেশ্যে দীর্ঘ পদযাত্রাকে লং মার্চ বলা হয়।
- English Word long-cloth Bengali definition [লঙ্ ক্লথ্] (noun) (১) (পুরাতনী) জামা তৈরির কাজে ব্যবহৃত এক ধরনের সাদা লম্বা থান; লংক্লথ। (২) রঙিন সুতায় কারুকার্য করা এক ধরনের বিছানার চাদর। (= calico)
- English Word longevity Bengali definition [লন্জেভাটি] (noun) [uncountable noun] দীর্ঘজীবন; দীর্ঘায়ু।
- English Word longitude Bengali definition [লনজিটিউড্ America(n) লনজিটূড্] (noun) দ্রাঘিমারেখা; দ্রাঘিমাংশ। longitudinal [লনজিটিঊডেন্ল্ America(n) লনজিটূড্ন্ল] (adjective) দ্রাঘিমাংশসংক্রান্ত; দ্রাঘিমারেখা-অনুসারী।
- English Word longways Bengali definition [লঙ্ওয়েইজ্ America(n) লোঙ্ওয়েইজ্], longwise [লঙ্ওয়াইজ্ America(n) লোঙ্ওয়েইজ্ ] (adverb) দৈর্ঘ্য বরাবর।
- English Word loo 1 Bengali definition [লূ] (noun) (British/Britain কথ্য) পায়খানা।
- English Word loo 2 Bengali definition [লূ] (noun) (singular) গ্রীষ্মকালে উত্তর ভারত ও পূর্ব ভারতের অংশবিশেষে প্রবাহিত উষ্ণ বায়ুপ্রবাহবিশেষ; লু।
- English Word loofah, loofa Bengali definition [লূফা] (noun) [countable noun] স্পঞ্জ হিসেবে ব্যবহৃত ধুন্দুলজাতীয় ফলের ভিতরের শুকনা অংশবিশেষ।