• Bengali Word run 1 English definition [রান্‌] (noun) ১ দৌড়; ধাবন; (শিয়াল-শিকারে) শিয়ালের পশ্চাদ্ধাবনের সময়।
    at a run ধাবমান: to start off at a run, দৌড়াতে শুরু করা। on the run (ক) পলায়নপর। (খ) অবিরাম কর্মরত ও সচল: She has been on the run the whole day. give somebody/get a (good) run for his/one’s money (ক) চেষ্টা ও অর্থব্যয়ের বিনিময়ে (কিছু) পাওয়া। (খ) তীব্র প্রতিযোগিতার ব্যবস্থা করা। (২) [countable noun] সফর; পর্যটন; ভ্রমণ: a run to London. (৩) [countable noun] জাহাজের একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব: a day’s run. (৪) যানবাহন, জাহাজ ইত্যাদির যাত্রাপথ। (৫) অনুষ্ঠান পরম্পরা: His new play had a run of three months. (৬) মূল্য ইত্যাদির আকস্মিক হ্রাস: Share prices came down in/with a run. (৭) সময় পরিধি; পরম্পরা; a run of good luck. a run on something কোনো কিছুর জন্য বহু লোকের আকস্মিক চাহিদা; হিড়িক: a run on the bank, তাৎক্ষণিকভাবে অর্থ ফেরত পেতে বহু আমানতকারীর আকস্মিক দাবি। in the long run শেষ পর্যন্ত। (৮) গৃহপালিত জীবজন্তু, পাখি ইত্যাদির জন্য (সাধারণত বৃহৎ, পরিবেষ্টিত) স্থান; খোঁয়াড়: a chicken-run. (৯) (ক্রিকেট ও বেসবল) রান। (১০) সাধারণ, গড়পড়তা বা মাঝারি ধরন বা শ্রেণি: the common run of mankind. an hotel out of the common run. run-of-the- mill সাধারণ; গড়পড়তা; মামুলি। (১১) (কথ্য) যদৃচ্ছ ব্যবহার করার অনুমতি। give somebody/get the run of something যদৃচ্ছ ব্যবহার করার অনুমতি দেওয়া/পাওয়া। (১২) প্রবণতা; গতিপ্রকৃতি; The run of the events did not suit him. (১৩) (সংগীত) গ্রামের ধারাবাহিকতায় দ্রুত লয়ে গীত বা বাদিত সুরপরম্পরা। (১৪) ধাবমান মাছের ঝাঁক। (১৫) (America(n))= ladder (২).