• Bengali Word face 1 English definition [ফেইস্‌] (noun) ১ মুখমণ্ডল; মুখ।
    face to face মুখোমুখি; সামনাসামনি। look somebody in the face কারো দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকা। be unable to look somebody in the face লজ্জা ভয় ইত্যাদি কারণে কারো প্রতি চোখ তুলে তাকাতে না-পারা। set one’s face against somebody কারো বিরোধিতা করা। show one’s face দেখা দেওয়া; মুখ দেখানো: He could show his face here after that incident. in (the) face of (ক) মোকাবিলায় কোনো কিছুর সম্মুখীন হয়ে: In the face of all provocations he kept silent. fly in the face of something খোলাখুলিভাবে অগ্রাহ্য করা। to one’s face প্রকাশ্যে; মুখের উপর। (২) (যৌগশব্দে)face-card (noun) (তাস) সাহেব, বিবি বা গোলাম। face-cream (noun) প্রসাধনী ক্রিম; মুখের ক্রিম। face-lift(ing) (noun) মুখমণ্ডলের চামড়ার ভাঁজ তাড়াতে অস্ত্রোপচার (কমনীয়তা বাড়াতে)। face-pack (noun) মুখমণ্ডলের ত্বক পরিষ্কার ও সজীব করতে ব্যবহৃত মলমজাতীয় প্রসাধনী। face-powder (noun) মুখের প্রসাধনী পাউডার। (৩) চেহারা; অভিব্যক্তি: a smiling face. keep a straight face (হাসি দমনসহকারে) নিজের উল্লাস বা আমোদ গোপন করা। make/pull a face / faces (at somebody) মুখভঙ্গি করা; ভেঙচানো। put on/wear a long face গম্ভীর হওয়া বা মুখ ভার করা। (৪) (বিশিষ্টার্থে) have the face (to do something) সাহস বা ধৃষ্টতা থাকা (কিছু করতে)। lose face অপমানিত হওয়া; ছোট হওয়া; মুখ না-পাওয়া। put a good/bold/brave face on something কোনো কিছুর চেহারা সুদৃশ্য করা; কোনো কিছু করতে সাহস দেখানো। put a new face on something কোনো কিছুর চেহারা বদলানো। save one’s face মর্যাদাহানি এড়ানো। face-saver মুখরক্ষাকর। on the face of it আপাতদৃষ্টিতে। (৫) পৃষ্ঠদেশ; সম্মুখভাগ। face value অভিহিত মূল্য; (লাক্ষণিক) কারো বা কোনো কিছুর চেহারা দেখে যা মনে হয়। take something at its face value দেখতে যেমন মনে হয় সেইভাবেই গ্রহণ করা। (৬) (মুদ্রণ) অক্ষরের আদল: bold-type. faceless (adjective) (লাক্ষণিক) অজ্ঞাতনামা।