L পৃষ্ঠা ২০
- English Word loth Bengali definition [লোউথ্] (adjective), দ্রষ্টব্য loath.
- English Word lotion Bengali definition [লোউশ্ন্] (noun) [countable noun, uncountable noun] লোশন।
- English Word lottery Bengali definition [লটারি] (noun) (plural lotteries) [countable noun] (১) লটারি: lottery tickets. (২) (লাক্ষণিক) ভাগ্যের খেলা: Is politics a lottery?
- English Word lotto Bengali definition [লটোউ] (noun) [uncountable noun] ভাগ্যের খেলা; জুয়াখেলা; বিংগো।
- English Word lotus Bengali definition [লোউটাস্] (noun) (plural lotuses [লোউটাসিজ্] (plural) হিসেবে ব্যবহার কম; বদলে lotus blooms-এর ব্যবহার বেশি)। (১) পদ্ম; জলপদ্ম। (২) (গ্রিকপুরাণ) সক্রিয়জীবনে বিস্বাদের প্রতীক লতাপাতা। lotuseater (noun) পদ্মভুক; অলস-বিলাসে মগ্ন ব্যক্তি।
- English Word loud Bengali definition [লাউড্] (adjective) (louder loudest) (১) উচ্চৈঃস্বর: loud voices. loud-hailer (noun) মাইক্রোফোনজাতীয় ধ্বনিবর্ধক যন্ত্রবিশেষ। loud-speaker (noun) (সাধারণত speaker হিসেবে ব্যবহৃত) বেতার প্রকৌশলবিশেষ। (২) (ব্যক্তির আচরণ; রং) দৃষ্টি আকর্ষণকারী। (adverb) (talk, speak, laugh ইত্যাদি শব্দের পরে ব্যবহৃত): speak louder! loudness (noun) ধ্বনির উচ্চতা।
- English Word lough Bengali definition [লক্] (noun) (আয়ারল্যান্ডে প্রচলিত) হ্রদ।
- English Word lounge Bengali definition [লাউন্জ্] (verb intransitive) বসা; (হেলান দিয়ে) দাঁড়িয়ে থাকা। lounger (noun) কুঁড়ে; আলসে। (noun) (১) অলস-শয়ন। (২) লাউঞ্জ, ক্লাব অথবা হোটেলের আরামদায়ক বসার ঘর। lounge-lizard (noun) (অপশব্দ) হোটেল নর্তকীর পেশাদার সঙ্গী। (৩) lounge-bar (noun) পাবলিক হাউজের চমৎকার বার। lounge-chair (noun) আরামদায়ক চেয়ার। lounge-suit (noun) পুরুষের সাধারণ পোশাক।
- English Word lour, lower Bengali definition [লাউআ(র্)] (verb intransitive) lour at/on/upon ভ্রুকুটি করা; চোখ লাল করে তাকানো; (আকাশ, মেঘ) ঝড়ের পূর্বাভাসের মতো কালো হয়ে আসা। louringly (adverb) ভ্রুকুটির সঙ্গে; চোখ পাকিয়ে।
- English Word louse Bengali definition [লাউস্] (noun) (plural lice [লাইস্]) (১) উকুন; উকুনজাতীয় গাছ পোকা। (২) (অপশব্দ) ঘৃণিত ব্যক্তি। (verb transitive) louse up (কথ্য) বরবাদ করে দেওয়া; নষ্ট করে দেওয়া: He loused upon his exams.
- English Word lousy Bengali definition [লাউজি] (adjective) (lousier, lousiest) (১) উকুনভরতি; (কথ্য) মন্দ; বাজে: a lousy dinner. (২) (অপশব্দ) বিত্তশালী।
- English Word lout Bengali definition [লাউট্] (noun) দুর্বিনীত বা অভদ্র ব্যক্তি। litter lout যত্রতত্র আবর্জনা ফেলে এরকম ব্যক্তি। loutish [লাউট্ইশ্] (adjective) অভদ্রজনোচিত; অভদ্রসংক্রান্ত।
- English Word louvre Bengali definition (অপিচ louver) [লূভা(র্)] (noun) (বাতাস চলাচলের জন্য দরজা-জানালায়) পাতলা কাঠ নির্মিত ছিদ্রবিশেষ। louvered (adjective) ছিদ্র অথবা জালিবিশিষ্ট: a louvred window.
- English Word lovable Bengali definition [লাভাব্ল্] (adjective) ভালোবাসার যোগ্য: a lovable personality.
- English Word love 1 Bengali definition [লাভ্] (noun) (১) আদরযত্ন; স্নেহমমতা; প্রীতি; প্রেম; ভালোবাসা। give/send somebody one’s love প্রীতিপূর্ণ সম্ভাষণ জানাও। play for love খেলার জন্য খেলা; বিনা বাজিতে খেলা। not to be had for love or money যেকোনো উপায়ে পাওয়া অসম্ভব। There’s no love lost between them তারা পরস্পরকে অপছন্দ করে। a labour of love (ক) করার আনন্দে কোনো কিছু করা। (খ) কারো দিকে চেয়ে কোনো কিছু করা। for the love of পারিশ্রমিক ছাড়াই কারো জন্য বা কারো নামে। (২) [uncountable noun] ব্যক্তিপ্রেম; প্রণয়; অনুরাগ; যৌন বাসনা। be in love (with somebody) কাউকে ভালোবাসা। fall in love (with somebody) কারো প্রেমে আসক্ত হওয়া। make love (to somebody) প্রেমিকসুলভ আচরণ করা। (যেমন চুম্বন, আদর, যৌন মিলন ইত্যাদি)। love-making (noun) প্রেমনিবেদন; প্রেমাকর্ষণ। love-affair (noun) প্রেম, দৈহিক প্রেম। lovebird (noun) উজ্জ্বল রঙের ছোট তোতা- শোনা যায়, সঙ্গীর মৃত্যু হলে শোকে অন্য সঙ্গী মারা যায়; (plural) গভীর প্রেমে আসক্ত প্রেমিকযুগল। love-child (noun) অবিবাহিত মাতাপিতার সন্তান। love-knot (noun) (প্রেমের নিদর্শন হিসেবে ব্যবহৃত) প্রণয়গ্রন্থি। love-letter (noun) প্রেমপত্র। lovelorn [লাভ্লান] (adjective) প্রেমকাতর। love-match (noun) প্রেমের বিয়ে। love-philtre/-potion (noun(s)) প্রণয়পানীয়- মন্ত্রপূত এ পানীয় পান করলে পানীয়ের মালিকের প্রেমে পড়বে বলে ধারণা করা হয়। love-seat (noun) দক্ষিণমুখী আসনবিশেষ। lovesick (adjective) প্রণয়পীড়িত। love-song (noun) প্রেমসংগীত; প্রেমের গান। love-story (noun) প্রেমের গল্প। (৩) প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী অথবা মাতাপিতা, সন্তানসন্ততির মধ্যে প্রচলিত সম্বোধনসূচক শব্দ: Come here, my love. (৪) (কথ্য) আনন্দদায়ক, প্রীতিপদ অথবা ভালোবাসার যোগ্য ব্যক্তি অথবা দ্রব্য। (৫) অন্তরঙ্গ প্রেমিক। (৬) ভালোবাসার সমাসক্তি, যেমন কিউপিড। (৭) [uncountable noun] (খেলায়) শূন্য: love all. loveless (adjective) প্রেমশূন্য; ভালোবাসাহীন।
- English Word love 2 Bengali definition [লাভ্] (verb transitive) (১) কাউকে ভালোবাসা: He loves his country; She loves her husband. (২) উপাসনা করা: love God. (৩) দয়ালু হওয়া: He wanted to love his countrymen. (৪) (কথ্য) অত্যুৎসুক হওয়া; আনন্দ পাওয়া।
- English Word lovely Bengali definition [লাভ্লি] (adjective) (১) সুন্দর; আকর্ষণীয়; মনোরম। (২) (কথ্য) উপভোগ্য; আনন্দপূর্ণ: love holiday. loveliness (noun) রমণীয়তা; চমৎকারিত্ব।
- English Word lover Bengali definition [লাভা(র্)] (noun) (১) প্রেমিক; সাধক: a lover of literature. (২) প্রেমিক; প্রণয়ী; নিয়মিত যৌনসঙ্গী। lover-like (adjective) প্রেমিকসুলভ।
- English Word loving Bengali definition [লাভিং] (adjective) প্রীতিপূর্ণ; স্নেহশীল: a lover brother. lovingcup (noun) একের পর এক প্রত্যেকে পান করতে পারে এরকম বড় পানপাত্র। loving-kindness (noun) [uncountable noun] সহৃদয় বিবেচনা; অনুরাগসিক্ত দয়া। lovingly (adverb) স্নেহের সঙ্গে: Yours lovingly চিঠির শেষ অংশে ব্যবহৃত নিয়মবিশেষ।
- English Word low 1 Bengali definition [লোউ] (adjective) (lower, lowest) (১) নিচু; অনুচ্চ। low-necked গলা ও বাহুর কিয়দংশ খোলা: She was wearing a low-necked dress. low-relief মুদ্রাচিত্র। (২) সাধারণ উচ্চতার চাইতে নিচু: low-lying land. low gear, দ্রষ্টব্য gear. low tide/water ভাটা। low-water mark ভাটার সময়ে সর্বনিম্ন জল-রেখা। be in low water (লাক্ষণিক) অর্থাভাবগ্রস্ত হওয়া। (৩) (ধ্বনির ক্ষেত্রে) অনুচ্চ: He speaks in a low voice. low-keyed (লাক্ষণিক) নিয়ন্ত্রিত রীতিতে। low-pitched (adjective) (adjective) (সংগীত) স্বরগ্রামে নিচু। (৪) নিচু পদমর্যাদাবিশিষ্ট অথবা নিচু শ্রেণির: There should not be any discrimination between high and low. be brought low স্বাস্থ্যে, সম্পদে বা সম্মানে ছোট হওয়া। (৫) সাধারণ, স্থূল, কম সভ্য। (৬) দুর্বল; দৈহিক বা মানসিক শক্তির অভাববোধ: He feels low. low-spirited (adjective) নিস্তেজ। (৭) স্বল্পপরিমাণ: low prices; low latitudes, বিষুবরেখাসংলগ্ন। have a low opinion of somebody/something নীচ ধারণা। at lowest সর্বনিম্ন। (সরবরাহের ক্ষেত্রে) be/run low সরবরাহ শেষ হয়ে যাওয়া। (৮) (কথাবার্তার সময়ে জিহ্বার উচ্চতাসংক্রান্ত) উঁচু করে নয়: a low vowel. (১০) অনুন্নত। (১১) low Church ইংল্যান্ডের গির্জাসমূহে বিশপ ও পুরোহিতদের কম গুরুত্ব প্রদান করার পক্ষের দল (বিপরীতে High Church)। low Churchman এ মতবাদের সমর্থক। (১২) (phrases) bring/lay somebody/something low ধনে-মানে ছোট করে দেওয়া; হারিয়ে দেওয়া; খর্ব করা। lie low (লাক্ষণিক) গুপ্তস্থানে থাকা; কিছু না-বলে অপেক্ষা করা। (১৩) (যৌগশব্দে) low-born (adjective) নীচ জন্মের। low-bred (adjective) স্থূলরুচিসম্পন্ন; নীচ স্বভাবের। low-brow (noun), (adjective) (ব্যক্তি) সাহিত্য-সংস্কৃতিতে অনুৎসাহী (বিপরীতে high brow)। lower case (ছাপাখানায়) ক্যাপিটাল লেটারের বদলে স্মল লেটারের ব্যবহার। Lower Chamber/House আইনসভার নিম্নপরিষদ (যেমন ইংল্যান্ডের হাউজ অব কমনস)। low comedian নিম্নমানের কৌতুকে অংশগ্রহণকারী কৌতুকশিল্পী। the lower deck (নৌচালনবিদ্যা) অফিসারদের তুলনায় নিচু পদবি বা ঐ পদবির কর্মচারী। low-down (adjective) (কথ্য) অসম্মানের। give somebody/get the low-down (on something/somebody) অজানা সত্য জানতে চেষ্টা করা/প্রদান করা। low-lander [লোলানডা(র্)] (noun) নিম্নভূমিতে বসবাসকারী। (বিশেষ করে যারা স্কটিশ নিম্নভূমিতে বসবাস করে)। lowlands [লোলানড্জ্] (noun) (plural) স্কটল্যান্ডের নিম্নপ্রদেশ। lowermost (adjective) সর্বনিম্ন। lowness (noun) নীচতা।
- English Word low 2 Bengali definition [লোউ] (adverb) (lower, lowest) নিচের দিকে; নতভাবে; অনুচ্চভাবে/অবস্থায়।
- English Word low 3 Bengali definition [লোউ] (noun) নিম্নস্তর; (স্টকমার্কেট) শেয়ারের নিম্নগতি।
- English Word low 4 Bengali definition [লোউ] (noun) গরু-ছাগলের ডাক। (verb intransitive) (গরু-ছাগলের ক্ষেত্রে) বৈশিষ্ট্যসূচক ডাক ডাকা (যেমন হাম্বা করা)।
- English Word lower 1 Bengali definition [লোউআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) নিচু করা; নামানো; lower the flag. lower away (নৌচালনবিদ্যা) নৌকা নামানো; পাল নামানো। (২) কমানো; নিচু করা: lower price. He tried to lower his voice. (৩) lower oneself নিজেকে অপদস্থ, অবমাননা করা। (৪) দুর্বল করা।
- English Word lower 2 Bengali definition [লাউআ(র্)] (verb intransitive) = lour.
- English Word lowly Bengali definition [লোউলি] (adjective) (lowlier, lowliest) সামান্য সাদাসিধা; বিনয়ী। lowliness (noun) সাদাসিধাভাব; বিনয়।
- English Word loyal Bengali definition [লইআল্] (adjective) বিশ্বাসী ও অনুগত। loyalist [লইস্ট্] (noun) সরকারের অনুগত ব্যক্তি; বিদ্রোহের সময় বিশেষ করে যে অনুগত থাকে। loyally [লইআলি] (adverb) অনুগতভাবে; আনুগত্যের সঙ্গে। loyalty (noun) (plural loyalties) আনুগত্য।
- English Word lozenge Bengali definition [লজিন্জ্] (noun) (১) হীরকাকার বিষমকোণী চতুর্ভুজ। (২) লজেন্স; কফ-লজেন্স।
- English Word LSD Bengali definition [এল্এস্ডী] (noun) [uncountable noun] মায়া/ভ্রম সৃষ্টিকারী মাদকদ্রব্যবিশেষ; এলএসডি।
- English Word lubber Bengali definition [লাবা(র্)] (noun) স্থূল বোকালোক। lubberly (adjective) বোকাটে।