• Bengali Word suit 1 English definition [সূট্] (noun) ১ [countable noun] একই উপাদানে তৈরি পরিচ্ছদসমূহ; বস্ত্রযুগ; যুগ; স্যূট: a suit of armour, বর্মযুগ; a man’s suit, জ্যাকেট, (কটিবস্ত্র) ও ট্রাউজার্স; a woman’s suit, জ্যাকেট ও ট্রাউজার্স; a two/three-piece suit; a dress suit, পুরুষের আনুষ্ঠানিক সান্ধ্যপোশাক।
    suitcase (noun) সুটকেস; তোরঙ্গ। (২) [countable noun] (আনুষ্ঠানিক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বিশেষত কোনো শাসকের কাছে পেশকৃত অনুরোধ; দরখাস্ত; আর্জি; প্রার্থনা: grant somebody’s suit; press one’s suit, সনির্বন্ধ অনুরোধ করা। (৩) [countable noun] (সাহিত্যিক অথবা প্রাচীন প্রয়োগ) পাণিপ্রার্থনা: plead/press one’s suit with a young woman. (৪) (law.) suit মামলা; মোকদ্দমা: a criminal/civil suit; bring a suit against somebody; be a party in a suit. (৫) [countable noun] তাসের চারটি শ্রেণির যেকোনো একটি; কেতা। a long suit একই কেতার বা রঙের অনেকগুলো তাস; লম্বা কেতা; একজন খেলোয়াড়ের হাত। follow suit (ক) যে রঙের তাস পেড়ে খেলা শুরু হয়েছে, সেই রঙের তাস খেলা। (খ) (লাক্ষণিক) অন্যের দৃষ্টান্ত/পদাঙ্ক অনুসরণ করা। suiting (দোকানের ভাষায়) পোশাক তৈরি করার কাপড়: gentlemen’s suiting, (পুরুষের) স্যুটের কাপড়।