L পৃষ্ঠা ১৬
- English Word livelihood Bengali definition [লাইভ্লিহুড্] (noun) জীবিকা; অর্থোপার্জনের উপায়।
- English Word livelong Bengali definition [লিভ্লং America(n) লাইভ্লং] (adjective) the livelong day/night সারাদিন/রাত (আনন্দ বা উৎকণ্ঠা বোঝাতে)।
- English Word lively Bengali definition [লাইভ্লি] (noun) (adjective) (livelier, liveliest) (১) আনন্দোচ্ছল; হাসিখুশি। look lively দ্রুততর চলাফেরা করা; অধিকতর প্রাণশক্তি প্রদর্শন করা। make things lively for somebody কোনো ব্যাপার অন্যের জন্য উত্তেজনাপূর্ণ এবং কিছুটা বিপজ্জনক করে তোলা। (২) (রঙের ক্ষেত্রে) উজ্জ্বল। (৩) (প্রাণহীন কিছুর ক্ষেত্রে) দ্রুতগতিসম্পন্ন বা দ্রুতিকারক। (৪) জীবনসদৃশ; বাস্তব। liveliness (noun) [uncountable noun] উচ্ছলতা; হাসিখুশি ভাব।
- English Word liven Bengali definition [লাইভ্ন্] (verb transitive), (verb intransitive) liven up প্রাণোচ্ছল করা; হাসিখুশি হওয়া।
- English Word liver 1 Bengali definition [লিভা(র্)] (noun) (১) [countable noun] যকৃৎ। (২) [uncountable noun] কলিজা (খাদ্যরূপে ব্যবহৃত)। liverish [লিভাইশ্], livery (adjective) (কথ্য) যকৃতের পীড়ায় আক্রান্ত।
- English Word liver 2 Bengali definition [লিভা(র্)] (noun) সুনির্দিষ্টপথে জীবনযাপনকারী: an honest liver.
- English Word liverwurst Bengali definition [লিভাওয়া:স্ট্] (noun) [America(n)] স্যান্ডউইচে ব্যবহৃত কলিজার সসেজ।
- English Word livery Bengali definition [লিভারি] (noun) (plural liveries) (১) লিভারি, রাজপরিবার অথবা কোনো সম্ভ্রান্ত পরিবারের চাকর-অনুচরদের ইউনিফর্ম। in/out of livery এ ধরনের ইউনিফর্ম পরিহিত/পরিহিত নয়। livery company বিশেষ ইউনিফর্মধারী লন্ডনের একটি ব্যবসায়ী সংঘ। (২) (লাক্ষণিক) পোশাক, আচ্ছাদন। (৩) livery (stable) অর্থের বিনিময়ে অন্যের অশ্ব পালন করা হয় এমন অশ্বশালা; অশ্ব ভাড়া পাওয়া যায় এমন অশ্বশালা। liveried [লিভা্রিড্] (adjective) লিভারি পরিহিত। liveryman [লিভারিমান্] (noun) (plural liverymen) (১) কোনো লিভারি-কোম্পানির সদস্য। (২) অশ্বশালারক্ষক।
- English Word lives Bengali definition [লাইভ্জ্] life- এর plural
- English Word livestock Bengali definition [লাইভ্স্টক্] (noun) ব্যবহার অথবা লাভের জন্য পালিত গরুমহিষ, ছাগলভেড়া।
- English Word livid Bengali definition [লিভিড্] (adjective) সিসা রঙের; নীলধূসর; (কোনো ব্যক্তি বা তার দৃষ্টির ক্ষেত্রে) ভয়ংকর ক্রুদ্ধ। lividly (adverb) রাগের সঙ্গে।
- English Word living 1 Bengali definition [লিভিং] (adjective) (১) জীবিত; এখনো অস্তিত্ব আছে এমন। within/in living memory স্মৃতিতে উজ্জ্বল। (২) (সদৃশতার ক্ষেত্রে) জীবন্ত প্রতিরূপ। (৩) জোরালো; সক্রিয়; প্রাণোচ্ছল। The living theatre রঙ্গমঞ্চ (সিনেমা বা টিভির পরদায় নয়)। □ (noun) the living (plural verb-সহ) এখন যারা জীবিত।
- English Word living 2 Bengali definition [লিভিং] (noun) জীবিত রাখার উপায়; জীবিকা: make living as an actor. (২) [uncountable noun] জীবনযাপনপ্রণালি: plain living and high thinking; standard of living. living wage জীবনধারণের জন্য ন্যূনতম মজুরি। living-room (noun) দিনের বেলায় বিভিন্ন কাজে (বিশেষ করে ভোজন, আমোদপ্রমোদের জন্য) ব্যবহারের রুম। living -space (noun) কোনো রাষ্ট্রের বিবেচনায় তার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় এলাকা। (৩) খ্রিষ্টান যাজকের ভরণপোষণের জন্য প্রদত্ত সম্পত্তি।
- English Word lizard Bengali definition [লিজাড্] (noun) টিকটিকি।
- English Word llama Bengali definition [লা:মা] (noun) লামা; দক্ষিণ আমেরিকার প্রাণিবিশেষ।
- English Word lo Bengali definition [লৌ] (interjection) (প্রাচীন প্রয়োগ) দেখ! দেখ! lo and behold! তোমাকে বিস্মিত করবে।
- English Word load 1 Bengali definition [লোউড্] (noun) [countable noun] (১) বোঝা; (লাক্ষণিক) দায়িত্বের বোঝা; গুরুদায়িত্ব। take a load off somebody’s mind কাউকে চিন্তামুক্ত করা। loads of (কথ্য) প্রচুর: loads of enemies. load-line (noun)= plimsoll line. জাহাজের মালবহন ক্ষমতাসম্পর্কিত চিহ্ন। (২) গরু অথবা ঘোড়ার গাড়ির মালবহনের পরিমাণ: three truck loads of jute. (৩) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত অথবা বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুতের পরিমাণ। load-shedding (noun) লোডশেডিং; বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া।
- English Word load 2 Bengali definition [লোউড্] (verb transitive), (verb intransitive) (১) load something into/on to something/somebody; load something/somebody (with something); load somebody/something down (with something) বোঝাই করা; বোঝা চাপানো। load (something) up মাল ভরতি করা: They have loaded up the lorry. (২) (বন্দুক) গুলি ভরতি করা অথবা (ক্যামেরায়) ফিল্ম ভরা। (৩) সিসা দ্বারা আবৃত করা; কোনো কিছুর ওজন বাড়ানো। load the dice (against somebody) (লাক্ষণিক) কিছু করে অন্যকে অন্যায় সুযোগ প্রদান। a loaded question ফাঁদে ফেলে ক্ষতিকারক স্বীকৃতি আদায় করা। (৪) কম্পিউটারে ডাটা স্থানান্তর। loaded (adjective) (অপশব্দ) বিত্তশালী।
- English Word load-star, loadstone Bengali definition দ্রষ্টব্য lode
- English Word loaf 1 Bengali definition [লোউফ্] (noun) (plural loaves [ লোউভ্জ্]) (১) পাউরুটির বড় খণ্ডবিশেষ: Half a loaf is better than no bread, নাই মামার চেয়ে কানা মামা ভালো। (২) sugar-loaf (noun) [countable noun] মিছরি। loaf-sugar (noun) [uncountable noun] চিনির দলা। (৩) [countable noun, uncountable noun] বিভিন্ন আকার ও প্রণালিতে তৈরি খাদ্য। (৪) (অপশব্দ) Use one’s loaf বুদ্ধি দ্বারা বিবেচনা করা।
- English Word loaf 2 Bengali definition [লোউফ্] (verb intransitive), (verb transitive) (কথ্য) সময় নষ্ট করা: He has loafed away his time. (noun) (কেরল singular = loafing). loafer (noun) অলসভাবে সময় নষ্টকারী।
- English Word loam Bengali definition [লোউম্] (noun) [uncountable noun] দোআঁশ মাটি। loamy (adjective) দোআঁশ; দোআঁশ মাটিসদৃশ: loamy land.
- English Word loan Bengali definition [লোউন্] (noun) (১) [countable noun] ঋণ; ধার; দেনা। (২) [uncountable noun] ঋণপ্রদান। have the loan of something; have something on loan (from somebody) ধার হিসেবে গ্রহণ: He has the book out on loan from the library. loan-collection (noun) প্রদর্শনীর জন্য ধার হিসেবে সংগৃহীত ছবি। loanword ঋণ শব্দ; বিদেশি ভাষা থেকে গৃহীত শব্দ। □ (verb transitive) loan something (to somebody) ধার দেওয়া; ধার করা।
- English Word loath, loth Bengali definition [লোউথ্] (adjective) (কেবল বিধেয়) loath to do something অনিচ্ছুক। nothing loath অনিচ্ছুক নয় এমন।
- English Word loathe Bengali definition [লোউদ] (verb transitive) (১) বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা। (২) (কথ্য) অপছন্দ করা। loathing (noun) [uncountable noun] বিরাগ; ঘৃণার মনোভাব। loathsome [লোউদসাম্] (adjective) বিরাগ বা ঘৃণা উৎপাদক; জঘন্য।
- English Word loaves Bengali definition [লোউভ্জ্] loaf 1 -এর plural
- English Word lob 1 Bengali definition [লব্] (verb intransitive), (verb transitive) (টেনিস বল) নিচু থেকে হাত উঁচু করে ছোড়া; লব করা। (noun) ক্রিকেটে কনুই বা কাঁধের নিচে হাত এনে নিক্ষিপ্ত বল অথবা টেনিসে উপরের হিট করা বল।
- English Word lobby Bengali definition [লবি] (noun) (plural lobbies) (১) ছোট বৈঠকখানাবিশেষ; প্রবেশদ্বার করিডর। (২) (হাউজ অব কমনস ইত্যাদির ক্ষেত্রে) নির্বাচিত সদস্য এবং জনসাধারণের মধ্যে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত মিলনায়তন; লবি; আইনসভার প্রস্তাবিত কোনো বিষয়ে সমর্থন আদায় অথবা বিরোধিতার উদ্দেশ্যে অন্য সদস্যদের প্রভাবিত করার জন্য নিয়োজিত সদস্যবৃন্দ। (৩) (division) lob (হাউজ অব কমনস) হাউজে ভোটগ্রহণকালে সদস্যদের বিশ্রামের জন্য নির্ধারিত দুটি করিডরের একটি। (verb transitive), (verb intransitive) আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষকে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালানো; ঐ পদ্ধতিতে কোনো বিল পাস করিয়ে নেওয়া অথবা বাতিল করে দেওয়া: He started lobbing to get the bill passed. lobbist [লবিইস্ট্] (noun) লবিকারী।
- English Word lobe Bengali definition [লোউব্] (noun) (১) কানের লতি। (২) ফুসফুস অথবা মস্তিষ্কের উপরিভাগ। lobed (adjective) লতিযুক্ত।
- English Word lobstar Bengali definition [লবস্টা(র্)] (noun) (১) [countable noun] গলদা চিংড়িজাতীয় বড় আকারের সামুদ্রিক প্রাণী; লবস্টার। lobstar pot (noun) লবস্টার ধরার ফাঁদ। (২) [uncountable noun] খাদ্য হিসেবে ব্যবহৃত লবস্টার।