• Bengali Word broad 1 English definition [ব্রোড্‌] (adjective) (broader, broadest) ১ চওড়া; প্রশস্ত: This part of the street is quite broad.
    (২) নির্দিষ্ট প্রস্থবিশিষ্ট: 20 meters broad. (৩) বিস্তৃত: broad ocean. (৪) পূর্ণ ও স্পষ্ট: in broad daylight, দিনেদুপুরে: Mugging in the streets, even in broad daylight, is common. (৫) সাধারণ; খুঁটিনাটি নয়: a broad outline; a broad distinction. (৬) (মনোভাব বা ধ্যানধারণা) খোলা; উদার: a man of broad views. broad minded (adjective) উদারহৃদয়; অন্যের মতামত জানতে, শুনতে এবং সহ্য করতে ইচ্ছুক। (৭) (উচ্চারণ) বিশেষভাবে লক্ষণীয় (বক্তা কোন অঞ্চলের অধিবাসী তা তার উচ্চারণে ধরা পড়ে এমন): a broad accent. (৮) স্থূল; অসভ্য: broad jokes (ভব্যসমাজে চলে না এমন কৌতুক)। (৯) (phrase) It’s as broad as it is long একই ব্যাপার। (১০) (যৌগশব্দ) broad bean (noun) বড় জাতের সাধারণ শিম। Broad Church ধর্মীয় অনুশাসনের গোঁড়ামিমুক্ত চার্চ অব ইংল্যান্ডের একটি যাজকসম্প্রদায়। broadly (adverb) (ক) বিস্তৃতভাবে; (খ) সাধারণভাবে। broadly speaking সাধারণভাবে বলতে গেলে। broadness (noun) প্রশস্ততা। broaden (verb intransitive), (verb transitive) বিস্তৃত করা বা হওয়া: We must broaden our outlook.