L পৃষ্ঠা ১৭
- English Word local Bengali definition [লোউক্ল্] (adjective) (১) স্থানীয়; আঞ্চলিক: local culture; local news; local colour, কাহিনিকে অধিকতর বাস্তব করার উদ্দেশ্যে বর্ণিত বিভিন্ন দৃশ্যের খুঁটিনাটি। local option/veto (কোনো কোনো দেশে প্রচলিত) নিজেদের জেলা অঞ্চলের জন্য কোনো কিছুর পক্ষে-বিপক্ষে সিদ্ধান্ত গ্রহণের প্রথা (যেমন, মদের ব্যবহার)। local time স্থানীয় সময়। (২) স্থানিক: a local pain. □ (noun) (১) (সাধারণত plural) স্থানীয় অধিবাসী, বিশেষ জেলার অধিবাসী। (২) সংবাদের স্থানীয় আইটেম। (৩) (কথ্য): local public house. locally [লোউকালি] (adverb) স্থানীয়ভাবে।
- English Word locale Bengali definition [লোউকা:ল্ America(n) লোউক্ক্যাল্] (noun) [countable noun] কোনো ঘটনার দৃশ্যবিশেষ; অকুস্থল; ঘটনাস্থল।
- English Word localism Bengali definition [লোউকালিজাম্] (noun) (১) আঞ্চলিকতা; অঞ্চলপ্রীতি; আঞ্চলিকতার ফলে সৃষ্ট সংকীর্ণ মনোভাব। (২) [countable noun] স্থানীয় প্রবচন, উচ্চারণী ইত্যাদি।
- English Word locality Bengali definition [লোউক্যালাটি] (noun) (plural localities ) (১) অবস্থান; ঘটনাস্থল; জনপদ। (২) স্থানজ্ঞান; এলাকা চেনার ক্ষমতা।
- English Word localize, localise Bengali definition [লোউকালাইজ্] (verb transitive) (১) নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা: The physician tried to localize the disease. (২) আঞ্চলিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ করা। localization, localisation [লোউকালাইজেশ্ন্ America(n) লোউকালিজেশ্ন্] (noun) স্থানীয়করণ।
- English Word locate Bengali definition [লোউকেইট্ America(n) লোউকেইট্] (verb transitive) (১) স্থান নির্দেশ করা। (২) প্রতিষ্ঠিত করা: We couldn’t locate the source of the radio signal. (৩) be located অবস্থিত। location [লোউকেইশ্ন্] (noun) (১) [uncountable noun] অবস্থান। (২) স্থান। (৩) (চলচ্চিত্রে বহির্দৃশ্য চিত্রায়ণ) উপযুক্ত পরিবেশ; লোকেশন। on location লোকেশনের দৃশ্য গ্রহণ। (৪) (দক্ষিণ আফ্রিকায়) আফ্রিকানদের বসবাসের জন্য নির্ধারিত শহরতলি।
- English Word locavore Bengali definition [লোউকাভো(র)] (noun) (plural locavores) যারা শুধু স্থানীয় প্রতিবেশের আওতায় উৎপন্ন শস্যাদি খান: The locavore experiment began two years ago. (noun) locavorism (adjective) locavorous
- English Word loch Bengali definition [লক্] (noun) (স্কটল্যান্ডীয়) (১) সমুদ্রের সুদীর্ঘ ও সংকীর্ণ শাখা; উপসাগর। (২) হ্রদ।
- English Word loci Bengali definition [লৌসাই] locus-এর plural
- English Word lock 1 Bengali definition [লক্] (noun) অলক; (plural) মাথার চুল।
- English Word lock 2 Bengali definition [লক্] (noun) তালা। keep something/put something/be under lock and key তালাবদ্ধ করে রাখা/তালাবদ্ধ অবস্থায় থাকা। locksmith (noun) তালা নির্মাতা এবং মেরামতকারী। (২) বন্দুক থেকে গুলি নিক্ষেপের কৌশল। lock-stock and barrel আগাগোড়া; সম্পূর্ণভাবে। (৩) স্লুইস গেট ব্যবহারের মাধ্যমে নৌকা উঁচুনিচু করার জন্য খাল অথবা নদী বেষ্টিত এলাকা। lock-gate জলকপাট। lock-keeper (noun) জলকপাটরক্ষক। (৪) [uncountable noun] অনড় অবস্থা। lockjaw (noun) [uncountable noun] দাঁতকপাটি। locknut (noun) নড়াচড়া বন্ধ করার উদ্দেশ্যে সংযোজিত অতিরিক্ত নাট। lockstich (noun) সেলাই মেশিনের ফোঁড়বিশেষ। air lock, দ্রষ্টব্য air 1 (৭). (৫) গাড়ি চালনার ক্ষেত্রে চাকার ঘূর্ণনক্ষমতা।
- English Word lock 3 Bengali definition [লক্] (verb transitive), (verb intransitive) (১) তালা দেওয়া; তালাবদ্ধ হওয়া। lock the stable door after the horse has bolted/has been stolen চোর পালালে বুদ্ধি বাড়ে। lock something away বাক্সবন্দি করে রাখা; (লাক্ষণিক) সযত্নে রাখা। lock oneself in ভিতর থেকে তালা দিয়ে রাখা। lock somebody out কাউকে বাইরে রাখা যাতে সে ঢুকতে না-পারে; lock out (noun) (কলকারখানায়) লক আউট; মালিকপক্ষের দাবি না-মানলে কর্মচারীদের কর্মস্থলে ঢুকতে না-দেওয়া। দ্রষ্টব্য strike.lock something/somebody up (ক) তালা দিয়ে রাখা। (খ) বাড়িতে তালা দেওয়া। (গ) (কোনো ব্যক্তিকে) তালাবদ্ধ করে রাখা। (ঘ) সহজে ভাঙানো যায় এমনভাবে অর্থবিনিয়োগ করা। lock-up (noun) হাজত; (কথ্য) যেকোনো কারাগার। (adjective) lockable (কেবল attributive(ly) তালা দেওয়া যায় এমন। (২) তালা লাগা। (৩) আটকে যাওয়া; আলিঙ্গনাবদ্ধ হওয়া। (৪) lock on to (মিসাইলের ক্ষেত্রে) রাডার দিয়ে সন্ধান চালানো।
- English Word locker Bengali definition [লকা(র্)] (noun) (১) সুইমিংপুল, গলফ ক্লাব ইত্যাদিতে পোশাক-পরিচ্ছদ রাখার ছোট আলমারি। (২) পোশাকপরিচ্ছদ, মালপত্র রাখতে জাহাজের সুনির্দিষ্ট কক্ষ। be in/go to Davy Jones’s locker সমুদ্রে নিমজ্জিত হওয়া।
- English Word locket Bengali definition [লকিট্] (noun) (গলার) লকেট।
- English Word locksmith Bengali definition [লক্স্মিথ] (noun) তালা সারাইকারী; তালা প্রস্তুতকারী; তালা নির্মাতা: The lock opened by a locksmith.
- English Word loco Bengali definition [লোউকোউ] (adjective) (অপশব্দ) পাগল।
- English Word locomotion Bengali definition [লোউকামোউশ্ন্] (noun) [uncountable noun] এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতা। locomotive [লোউকমোউটিভ্] (adjective) গতিশীল। রেলের স্বয়ংক্রিয় ইনজিনবিশেষ; লোকোমোটিভ।
- English Word locum Bengali definition [লোউকাম্] (অপিচ locumtenens [টীনেন্জ]) (noun) বদলি ডাক্তার/পুরোহিত।
- English Word locus Bengali definition [লোউকাস্] (noun) (plural loci [লোউসাই]) সঠিক স্থান locus classicus [ক্ল্যাসিকাস্] কোনো বিষয়ের সর্বাধিক পরিচিত অধ্যায়।
- English Word locust Bengali definition [লোউকাস্ট্] (noun) পঙ্গপাল। দ্রষ্টব্য hopper 2. (২) locust (-tree) উত্তর আমেরিকার গাছবিশেষ।
- English Word locution Bengali definition [লাকইঊশ্ন্] (noun) [uncountable noun] বাচনভঙ্গি; শব্দ ব্যবহার পদ্ধতি; [countable noun] প্রবচন।
- English Word lode Bengali definition [লোউড্] (noun) ধাতুখনির সংকীর্ণ শাখা; ধাতুনালি। lodestar ধ্রুবতারা; (লাক্ষণিক) চলার পথের নীতি। lodestone চুম্বক।
- English Word lodge 1 Bengali definition [লজ্] (noun) (১) লজ; ছোট কক্ষ। (২) শিকারের মৌসুমে ব্যবহারের জন্য পাড়াগাঁর বাড়ি: a hunting lodge; (America(n)) সাময়িকভাবে ব্যবহারের জন্য নির্মিত কুঁড়েঘর অথবা কেবিন। (৩) কলেজ, কারখানা অথবা ফ্লাট বাড়ির প্রবেশপথে দারোয়ানদের ঘর। (৫) ফ্রিম্যাসন মিলনায়তন। (৬) পশুর গুহা।
- English Word lodge 2 Bengali definition [লজ্] (verb transitive), (verb intransitive) (১) কিছুক্ষণ ঘুমানোর জন্য কাউকে কক্ষ প্রদান করা; সাময়িক আশ্রয় দেওয়া; অতিথি হিসেবে অভ্যর্থনা জানানো। (২) lodge at/with পেয়িং গেস্ট হিসেবে থাকা। (৩) lodge in স্থায়ীভাবে ঢুকে যাওয়া। (৪) lodge (in) ঢুকিয়ে স্থায়ীভাবে আটকে দেওয়া। (৫) (টাকাপয়সা) নিরাপদে রাখা। (৬) lodge something (with somebody) (against somebody) যথাযথ কর্তৃপক্ষকে জানানো: They wanted to lodge a complaint against him with the authorities. lodger (noun) কারো বাড়িতে অর্থের বিনিময়ে যারা থাকে। lodgement (also lodgment) [লজ্মান্ট্] (noun) (১) [uncountable noun] যথাযথ কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া। দ্রষ্টব্য lodge (৬). (২) [countable noun] স্তূপ। (৩) [countable noun] (সামরিক) শত্রুসীমানায় প্রাপ্ত অবস্থান।
- English Word lodging Bengali definition [লজিং] (noun) (সাধারণত plural) ভাড়াকৃত কক্ষ (সাধারণত হোটেলে নয়)। lodging-house (noun) যে বাড়িতে (সপ্তাহ হিসেবে) কক্ষ ভাড়া পাওয়া যায়।
- English Word loess Bengali definition [লোউএস্] [uncountable noun] উত্তর চীন, মধ্য যুক্তরাষ্ট্র ও মধ্য ইউরোপে সুলভ হলুদাভ-ধূসর মাটিবিশেষ।
- English Word loft 1 Bengali definition [লফট্ America(n) লোফ্ট্] (noun) বাড়ির ছাদের নিচের স্টোর রুম; অশ্বশালার ছাদের নিচের জায়গা যেখানে ঘাস রাখার ব্যবস্থা আছে। (২) কোনো গির্জা অথবা মিলনায়তনের গ্যালারি।
- English Word loft 2 Bengali definition [লফট্ America(n) লোফ্ট] (verb transitive) (গল্ফ, ক্রিকেট ইত্যাদি খেলায়) উঁচু করে (বল) মারা।
- English Word lofty Bengali definition [লফট্ America(n) লোফ্টি] (adjective) (loftier, loftiest) (১) (ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়) সুউচ্চ। (২) (চিন্তা, অনুভূতি) বৈশিষ্ট্যপূর্ণ; চমৎকার। (৩) অহংকারী; সচেতন অভিজাত। loftily [লফট্ইলি] (adverb) সুচারুভাবে। loftiness (noun) বিশিষ্টতা; চমৎকারিত্ব।
- English Word log 1 Bengali definition [লগ্ America(n) লোগ্] (noun) [countable noun] কাঠের গুঁড়ি। like a log অচেতন; অচল। sleep like a log অঘোরে ঘুমানো। log-cabin (noun) কাঠের ছাদ ও দেওয়ালের কেবিন। log-jam (noun) একত্রে বাঁধা ভাসমান কাঠের গুঁড়ি; (America(n)) অচলাবস্থা। log-rolling (noun) পারস্পরিক পিঠচুলকানি। logging (noun) বনের গাছকাটার কাজ।