Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word local Bengali definition [লোউক্‌ল্‌] (adjective) (১) স্থানীয়; আঞ্চলিক: local culture; local news; local colour, কাহিনিকে অধিকতর বাস্তব করার উদ্দেশ্যে বর্ণিত বিভিন্ন দৃশ্যের খুঁটিনাটি। local option/veto (কোনো কোনো দেশে প্রচলিত) নিজেদের জেলা অঞ্চলের জন্য কোনো কিছুর পক্ষে-বিপক্ষে সিদ্ধান্ত গ্রহণের প্রথা (যেমন, মদের ব্যবহার)। local time স্থানীয় সময়। (২) স্থানিক: a local pain. □ (noun) (১) (সাধারণত plural) স্থানীয় অধিবাসী, বিশেষ জেলার অধিবাসী(২) সংবাদের স্থানীয় আইটেম(৩) (কথ্য): local public house. locally [লোউকালি] (adverb) স্থানীয়ভাবে।
  • English Word locale Bengali definition [লোউকা:ল্ America(n) লোউক্‌ক্যাল্] (noun) [countable noun] কোনো ঘটনার দৃশ্যবিশেষ; অকুস্থল; ঘটনাস্থল
  • English Word localism Bengali definition [লোউকালিজাম্] (noun) (১) আঞ্চলিকতা; অঞ্চলপ্রীতি; আঞ্চলিকতার ফলে সৃষ্ট সংকীর্ণ মনোভাব(২) [countable noun] স্থানীয় প্রবচন, উচ্চারণী ইত্যাদি
  • English Word locality Bengali definition [লোউক্যালাটি] (noun) (plural localities ) (১) অবস্থান; ঘটনাস্থল; জনপদ(২) স্থানজ্ঞান; এলাকা চেনার ক্ষমতা
  • English Word localize, localise Bengali definition [লোউকালাইজ্‌] (verb transitive) (১) নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা: The physician tried to localize the disease. (২) আঞ্চলিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ করাlocalization, localisation [লোউকালাইজেশ্‌ন্‌ America(n) লোউকালিজেশ্‌ন্‌] (noun) স্থানীয়করণ।
  • English Word locate Bengali definition [লোউকেইট্ America(n) লোউকেইট্‌] (verb transitive) (১) স্থান নির্দেশ করা(২) প্রতিষ্ঠিত করা: We couldn’t locate the source of the radio signal. (৩) be located অবস্থিতlocation [লোউকেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] অবস্থান(২) স্থান(৩) (চলচ্চিত্রে বহির্দৃশ্য চিত্রায়ণ) উপযুক্ত পরিবেশ; লোকেশনon location লোকেশনের দৃশ্য গ্রহণ। (৪) (দক্ষিণ আফ্রিকায়) আফ্রিকানদের বসবাসের জন্য নির্ধারিত শহরতলি
  • English Word locavore Bengali definition [লোউকাভো(র)] (noun) (plural locavores) যারা শুধু স্থানীয় প্রতিবেশের আওতায় উৎপন্ন শস্যাদি খান: The locavore experiment began two years ago.  (noun) locavorism (adjective) locavorous
  • English Word loch Bengali definition [লক্] (noun) (স্কটল্যান্ডীয়) (১) সমুদ্রের সুদীর্ঘ ও সংকীর্ণ শাখা; উপসাগর(২) হ্রদ
  • English Word loci Bengali definition [লৌসাই] locus-এর plural
  • English Word lock 1 Bengali definition [লক্‌] (noun) অলক; (plural) মাথার চুল।
  • English Word lock 2 Bengali definition [লক্] (noun) তালাkeep something/put something/be under lock and key তালাবদ্ধ করে রাখা/তালাবদ্ধ অবস্থায় থাকা। locksmith (noun) তালা নির্মাতা এবং মেরামতকারী। (২) বন্দুক থেকে গুলি নিক্ষেপের কৌশলlock-stock and barrel আগাগোড়া; সম্পূর্ণভাবে। (৩) স্লুইস গেট ব্যবহারের মাধ্যমে নৌকা উঁচুনিচু করার জন্য খাল অথবা নদী বেষ্টিত এলাকাlock-gate জলকপাট। lock-keeper (noun) জলকপাটরক্ষক। (৪) [uncountable noun] অনড় অবস্থাlockjaw (noun) [uncountable noun] দাঁতকপাটি। locknut (noun) নড়াচড়া বন্ধ করার উদ্দেশ্যে সংযোজিত অতিরিক্ত নাট। lockstich (noun) সেলাই মেশিনের ফোঁড়বিশেষ। air lock, দ্রষ্টব্য air 1 (৭). (৫) গাড়ি চালনার ক্ষেত্রে চাকার ঘূর্ণনক্ষমতা
  • English Word lock 3 Bengali definition [লক্] (verb transitive), (verb intransitive) (১) তালা দেওয়া; তালাবদ্ধ হওয়াlock the stable door after the horse has bolted/has been stolen চোর পালালে বুদ্ধি বাড়ে। lock something away বাক্সবন্দি করে রাখা; (লাক্ষণিক) সযত্নে রাখা। lock oneself in ভিতর থেকে তালা দিয়ে রাখা। lock somebody out কাউকে বাইরে রাখা যাতে সে ঢুকতে না-পারে; lock out (noun) (কলকারখানায়) লক আউট; মালিকপক্ষের দাবি না-মানলে কর্মচারীদের কর্মস্থলে ঢুকতে না-দেওয়া। দ্রষ্টব্য strike.lock something/somebody up (ক) তালা দিয়ে রাখা। (খ) বাড়িতে তালা দেওয়া। (গ) (কোনো ব্যক্তিকে) তালাবদ্ধ করে রাখা। (ঘ) সহজে ভাঙানো যায় এমনভাবে অর্থবিনিয়োগ করা। lock-up (noun) হাজত; (কথ্য) যেকোনো কারাগার। (adjective) lockable (কেবল attributive(ly) তালা দেওয়া যায় এমন। (২) তালা লাগা(৩) আটকে যাওয়া; আলিঙ্গনাবদ্ধ হওয়া(৪) lock on to (মিসাইলের ক্ষেত্রে) রাডার দিয়ে সন্ধান চালানো
  • English Word locker Bengali definition [লকা(র্‌)] (noun) (১) সুইমিংপুল, গলফ ক্লাব ইত্যাদিতে পোশাক-পরিচ্ছদ রাখার ছোট আলমারি(২) পোশাকপরিচ্ছদ, মালপত্র রাখতে জাহাজের সুনির্দিষ্ট কক্ষbe in/go to Davy Jones’s locker সমুদ্রে নিমজ্জিত হওয়া।
  • English Word locket Bengali definition [লকিট্] (noun) (গলার) লকেট
  • English Word locksmith Bengali definition [লক্‌স্মিথ] (noun) তালা সারাইকারী; তালা প্রস্তুতকারী; তালা নির্মাতা: The lock opened by a locksmith.
  • English Word loco Bengali definition [লোউকোউ] (adjective) (অপশব্দ) পাগল
  • English Word locomotion Bengali definition [লোউকামোউশ্‌ন্‌] (noun) [uncountable noun] এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতাlocomotive [লোউকমোউটিভ্‌] (adjective) গতিশীল। রেলের স্বয়ংক্রিয় ইনজিনবিশেষ; লোকোমোটিভ।
  • English Word locum Bengali definition [লোউকাম্‌] (অপিচ locumtenens [টীনেন্‌জ]) (noun) বদলি ডাক্তার/পুরোহিত
  • English Word locus Bengali definition [লোউকাস্‌] (noun) (plural loci [লোউসাই]) সঠিক স্থান locus classicus [ক্ল্যাসিকাস্‌] কোনো বিষয়ের সর্বাধিক পরিচিত অধ্যায়।
  • English Word locust Bengali definition [লোউকাস্‌ট্‌] (noun) পঙ্গপাল। দ্রষ্টব্য hopper 2. (২) locust (-tree) উত্তর আমেরিকার গাছবিশেষ
  • English Word locution Bengali definition [লাকইঊশ্‌ন্‌] (noun) [uncountable noun] বাচনভঙ্গি; শব্দ ব্যবহার পদ্ধতি; [countable noun] প্রবচন।
  • English Word lode Bengali definition [লোউড্‌] (noun) ধাতুখনির সংকীর্ণ শাখা; ধাতুনালিlodestar ধ্রুবতারা; (লাক্ষণিক) চলার পথের নীতি। lodestone চুম্বক।
  • English Word lodge 1 Bengali definition [লজ্‌] (noun) (১) লজ; ছোট কক্ষ(২) শিকারের মৌসুমে ব্যবহারের জন্য পাড়াগাঁর বাড়ি: a hunting lodge; (America(n)) সাময়িকভাবে ব্যবহারের জন্য নির্মিত কুঁড়েঘর অথবা কেবিন। (৩) কলেজ, কারখানা অথবা ফ্লাট বাড়ির প্রবেশপথে দারোয়ানদের ঘর(৫) ফ্রিম্যাসন মিলনায়তন(৬) পশুর গুহা
  • English Word lodge 2 Bengali definition [লজ্‌] (verb transitive), (verb intransitive) (১) কিছুক্ষণ ঘুমানোর জন্য কাউকে কক্ষ প্রদান করা; সাময়িক আশ্রয় দেওয়া; অতিথি হিসেবে অভ্যর্থনা জানানো(২) lodge at/with পেয়িং গেস্ট হিসেবে থাকা(৩) lodge in স্থায়ীভাবে ঢুকে যাওয়া(৪) lodge (in) ঢুকিয়ে স্থায়ীভাবে আটকে দেওয়া(৫) (টাকাপয়সা) নিরাপদে রাখা(৬) lodge something (with somebody) (against somebody) যথাযথ কর্তৃপক্ষকে জানানো: They wanted to lodge a complaint against him with the authorities. lodger (noun) কারো বাড়িতে অর্থের বিনিময়ে যারা থাকে। lodgement (also lodgment) [লজ্‌মান্ট্‌] (noun) (১) [uncountable noun] যথাযথ কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া। দ্রষ্টব্য lodge (৬). (২) [countable noun] স্তূপ(৩) [countable noun] (সামরিক) শত্রুসীমানায় প্রাপ্ত অবস্থান
  • English Word lodging Bengali definition [লজিং] (noun) (সাধারণত plural) ভাড়াকৃত কক্ষ (সাধারণত হোটেলে নয়)। lodging-house (noun) যে বাড়িতে (সপ্তাহ হিসেবে) কক্ষ ভাড়া পাওয়া যায়
  • English Word loess Bengali definition [লোউএস্‌] [uncountable noun] উত্তর চীন, মধ্য যুক্তরাষ্ট্র ও মধ্য ইউরোপে সুলভ হলুদাভ-ধূসর মাটিবিশেষ
  • English Word loft 1 Bengali definition [লফট্ America(n) লোফ্‌ট্‌] (noun) বাড়ির ছাদের নিচের স্টোর রুম; অশ্বশালার ছাদের নিচের জায়গা যেখানে ঘাস রাখার ব্যবস্থা আছে(২) কোনো গির্জা অথবা মিলনায়তনের গ্যালারি
  • English Word loft 2 Bengali definition [লফট্ America(n) লোফ্‌ট] (verb transitive) (গল্‌ফ, ক্রিকেট ইত্যাদি খেলায়) উঁচু করে (বল) মারা
  • English Word lofty Bengali definition [লফট্ America(n) লোফ্‌টি] (adjective) (loftier, loftiest) (১) (ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়) সুউচ্চ(২) (চিন্তা, অনুভূতি) বৈশিষ্ট্যপূর্ণ; চমৎকার(৩) অহংকারী; সচেতন অভিজাতloftily [লফট্ইলি] (adverb) সুচারুভাবে। loftiness (noun) বিশিষ্টতা; চমৎকারিত্ব।
  • English Word log 1 Bengali definition [লগ্‌ America(n) লোগ্‌] (noun) [countable noun] কাঠের গুঁড়িlike a log অচেতন; অচল। sleep like a log অঘোরে ঘুমানো। log-cabin (noun) কাঠের ছাদ ও দেওয়ালের কেবিন। log-jam (noun) একত্রে বাঁধা ভাসমান কাঠের গুঁড়ি; (America(n)) অচলাবস্থা। log-rolling (noun) পারস্পরিক পিঠচুলকানি। logging (noun) বনের গাছকাটার কাজ।