L পৃষ্ঠা ১৯
- English Word look 1 Bengali definition [লুক্] (verb intransitive), (verb transitive) (past participle, past tense looked) (১) look (at) দেখো; দেখুন; তাকাও ; দৃষ্টি ফেরাও, দেখতে চেষ্টা করো। to look at him/it, etc বাহ্যিক দৃষ্টিতে বিচার করা। Look before you leap (প্রবাদ) সম্ভাব্য ঘটনাবলি বিবেচনা না-করে তড়িঘড়ি কিছু করো না (তুলনীয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না)। looking-glass (noun) আয়না। (২) মনে হওয়া, অনুরূপ হওয়া: look unhappy. not look oneself স্বাভাবিক মনে না-হওয়া। look one’s age বয়সী মনে হওয়া। look one’s best দেখতে সবচেয়ে সুন্দর মনে হওয়া। look black (at) রাগের সঙ্গে তাকানো। look blue বিষণ্ণ অথবা অসন্তুষ্ট মনে হওয়া। look good (ক) আকর্ষণীয় মনে হওয়া;(খ) সন্তোষজনক অগ্রগতি হচ্ছে বলে মনে করা। good-looking (adjective) দেখতে সুন্দর। look small হীন অথবা গুরুত্বহীনরূপে প্রতিভাত হওয়া/পরিণত করা। Look alive! তৈরি হও! তাড়াতাড়ি করো। Look here! মনোযোগ-আকর্ষক বাক্য; (কারো মনোযোগ আকর্ষণে)। Look sharp! জলদি চল। = Hurry up! look well (ক) (ব্যক্তি) সুস্বাস্থ্যের অধিকারী মনে হওয়া; (খ) (জিনিস) আকর্ষণীয়; চমৎকার; (গ) ( কোনো কিছু পরিহিত ব্যক্তি) আকর্ষণীয়। (৩) মনে হয়; যেন। (৪) মনোযোগ দাও; দেখে দেখে শেখ। (৫) (= look at). look somebody/something in the eye(s)/face সাহসিকতার সঙ্গে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করো। (৬) চেহারাতে মনোভাব প্রকাশিত হওয়া। (৭) (adverbial particle ও preps-সহ) look about (for something) অনুসন্ধান করা; চারপাশের ঘটনাবলি পর্যবেক্ষণ করা। look about one চারপাশের ঘটনাবলি পর্যবেক্ষণ করা; নিজেকে সময় দিতে পারা। look after somebody/something (ক) যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা; (খ) দৃষ্টি দিয়ে অনুসরণ করা: He looked after the car as it left his house.look at something (বিশেষ ব্যবহার) (ক) not look at something (will, would- এর সঙ্গে) বিবেচনায় না-আনা। (খ) পরীক্ষা করা: The physician look at his chest. (গ) বিনম্র অনুরোধের ক্ষেত্রে। good/bad, etc to look at দেখতে ভালো/মন্দ লাগা। look away (from something) দৃষ্টি ফিরিয়ে নাও। look back (on/to something) (লাক্ষণিক) অতীতের দিকে দৃষ্টি ফেরানো। never look back বাধাহীন গতিতে এগিয়ে যাও। look down on somebody/something নিজেকে বড় মনে করা অর্থাৎ অন্যদের ছোট ভাবা। look down one’s nose at somebody/something (কথ্য) অগত্যায় অবজ্ঞাভরে সম্মান প্রদর্শন করা। look for somebody/something (ক) অনুসন্ধান করা; পেতে চেষ্টা করা। (খ) প্রত্যাশা করা। look forward to something প্রতীক্ষা করা; আশা করা। look in (on somebody) অল্পক্ষণের জন্য আসা। give somebody/get a look in (কথ্য) (খেলাধুলায়) বিজয়ের সুযোগ। look into something (ক) তদন্ত করা; পরীক্ষা করা; (খ) মগ্ন হওয়া; ডুব দেওয়া (বই ইত্যাদিতে); (গ) গভীরে প্রবেশ করা। look on (ক) দর্শক হওয়া। looker-on (noun) দর্শক। look on/upon somebody/something as বিবেচনা করা। look on/upon somebody/something with বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা। look on to (স্থান, কক্ষ ইত্যাদি) দৃষ্টিগোচর করানো। look out (of something) (at something) বাইরে তাকানো। look out on (to) over দৃশ্য সরবরাহ করা। look (for somebody/something) কারো মোকাবিলার জন্য প্রস্তুত হওয়া; চোখে চোখে রাখা। look-out (noun) (ক) keep a good look-out (for); be on the look-out (for) সতর্ক প্রহরায় থাকা; (খ) [countable noun] প্রহরাস্থান; প্রহরী; (গ) (কেবল singular) ভবিষ্যতের আশা; সম্ভাবনা। look something out (for somebody) দেখেশুনে পছন্দ করা। look over something পরিদর্শন করা; পরীক্ষা করা। look something over এক এক করে পরীক্ষা করা। look round (ক) (লাক্ষণিক) ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা। (খ) পিছনে তাকানো। look round (something) দর্শনীয় স্থানে যাওয়া। look through something বারবার পড়ে দেখা; পরীক্ষা-নিরীক্ষা করা। look something through সতর্কতার সঙ্গে দেখা। look to something কোনো ব্যাপারে সাবধান হওয়া। look to somebody for something/to do something নির্ভর করা। look to/towards মুখোমুখি অবস্থান করা: looking to the east.look up (ক) চোখ তুলে দেখা; (খ) উন্নত হওয়া; সমৃদ্ধশালী হওয়া। look up to somebody/(as) শ্রদ্ধা করা। look somebody up and down খুঁটেখুঁটে দেখা অথবা ঘৃণা ভরে দেখা।
- English Word look 2 Bengali definition [লুক্] (noun) [countable noun] (১) দৃষ্টি। (২) মুখভঙ্গি: pleasant looks. give something/get a new look নতুন সাজে সাজানো। (৩) (plural) চেহারা। looker (noun)= a good looker, সুন্দর চেহারার ব্যক্তি।
- English Word loom 1 Bengali definition [লূম্] (noun) তাঁত।
- English Word loom 2 Bengali definition [লূম্] (verb intransitive) loom (large) আবছাভাবে আবির্ভূত হওয়া; (লাক্ষণিক) আবির্ভূত হওয়া এবং মনে ছাপ ফেলা।
- English Word loon Bengali definition [লূন্] (noun) মাছরাঙাজাতীয় পাখি।
- English Word loony Bengali definition [লূনি] (noun), (adjective) (অপশব্দ) পাগল; পাগলাটে। loonybin (লূনিবিন্) (noun) (অপশব্দ) পাগলাগারদ।
- English Word loop Bengali definition [লূপ্] (noun) (১) বক্রাক্ষর। (২) সুতা; ফিতা ইত্যাদির আঁকাবাঁকা আকার (গিঁটে যেমন থাকে); হাতল হিসেবে ব্যবহৃত বাঁকানো ধাতব পদার্থ; (কথ্য) লুপ; গর্ভনিরোধক পদ্ধতিবিশেষ। (৩) (অপিচ loop-line) প্রধান রেলপথের সঙ্গে পুনর্মিলিত শাখা-রেলপথ। □ (verb transitive), (verb intransitive) জটিয়ে নেওয়া।
- English Word loophole Bengali definition [লূপ্হোউল] (noun) (১) দেওয়াল-ছিদ্র (প্রাচীনকালে দুর্গের দেওয়ালে শত্রুকে দেখা অথবা গুলি করার উদ্দেশ্যে ঐ ছিদ্র করা হতো)। (২) (লাক্ষণিক) আইনের ফাঁকফোকর: He wanted to find a loophole in the law.
- English Word loopy Bengali definition [লূপি] (adjective) (অপশব্দ) খেয়ালি; পাগলাটে।
- English Word loose 1 Bengali definition [লূস্] (adjective) (looser, loosest) (১) মুক্ত; ছাড়া; বাঁধনমুক্ত। break/get loose জেল অথবা বন্দিদশা থেকে পলায়ন। let something loose নিয়ন্ত্রণমুক্ত করা। loosebox (noun) অশ্বশালা বা রেলবগির পৃথক কক্ষ যেখানে কোনো ঘোড়া সহজে চলাফেরা করতে পারে। loose-leaf (attributive(ly) adjective) (নোটবইয়ের ক্ষেত্রে) যে বইয়ের পাতা সহজে আলাদা করা যায় অথবা লাগানো যায়। (২) ঢিলা; শিথিল। (৩) নড়বড়ে। come loose (বাঁধন ইত্যাদি) শিকল-ছেঁড়া অবস্থায় অথবা বন্ধনমুক্ত অবস্থায় আসা। have a screw loose (কথ্য) মানসিক বিকৃতিসম্পন্ন হওয়া; স্ক্রু ঢিলা হওয়া। have a loose tongue লাগামহীন কথাবার্তা বলা; যা মনে আসে তাই বলা। ride with a loose rein (ক) ঘোড়াকে স্বাধীনতা দেওয়া;(খ) (লাক্ষণিক) কোনো ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে শাসনের চেষ্টা করা। work loose (বল্টু ইত্যাদি) ঢিলা ও অনিরাপদ হয়ে যাওয়া। (৪) শক্তভাবে বা যথাযথভাবে বাঁধা নয় এমন; নড়বড়ে। at a loose end (লাক্ষণিক) (ব্যক্তি) কিংকর্তব্যবিমূঢ়। (৫) (কথাবার্তা ও আচরণ) বেপরোয়া; উচ্ছৃঙ্খল: loose character; a loose woman. (be) on the loose (কথ্য) নৈতিক বন্ধনমুক্ত। play fast and loose (with somebody) অসৎ অথবা প্রতারণাপূর্ণ আচরণ করা। (৬) কঠোর নয় এমন; (অনুবাদ) মূলানুগ নয়। (৭) ঠাসবুনন নয় এমন। (৮) (অঙ্গপ্রত্যঙ্গ) শক্ত গাঁথুনির নয় এমন; (শারীরিক আচরণ) বেপরোয়া; (ক্রিকেট) নিশানাহীন; loose fielding. loosely (adverb) ঢিলেঢালাভাবে।
- English Word loose 2 Bengali definition [লূস্] (verb transitive) বন্ধনমুক্ত করা অথবা ছেড়ে দেওয়া।
- English Word loosen Bengali definition [লূস্ন্] (verb transitive), (verb intransitive) loosen (up) ঢিলা করা অথবা ঢিলা হওয়া।
- English Word loot Bengali definition [লূট্] (noun) [uncountable noun] লুট; লুঠ; লুণ্ঠন। (verb transitive), (verb intransitive) লুট করা। looter (noun) লুণ্ঠনকারী।
- English Word lop 1 Bengali definition [লপ্] (verb transitive) (lopped, lopping, lops) lop (away/off) গাছ কাটা অথবা শাখা-প্রশাখা ছেঁটে ফেলা।
- English Word lop 2 Bengali definition [লপ্] (verb intransitive) ঝুলে থাকা (সাধারণত যৌগশব্দে ব্যবহৃত) lop-ears (noun) (plural) আলগাভাবে ঝুলে আছে এমন কান। lop-eared (adjective) ঝোলাকানবিশিষ্ট। lop-sided (adjective) ভারসাম্যহীন।
- English Word lope Bengali definition [লৌপ্] (verb intransitive) (খরগোশের মতো) লাফিয়ে লাফিয়ে চলা। (noun) এরকমের উল্লম্ফন।
- English Word loquacious Bengali definition [লাকোইশাস্] (adjective) বাচাল; কথাপ্রিয়। loquaciously (adverb) বাচালতার সঙ্গে। loquaciousness বাচালতা। loquacity [লাকোয়গ্সাটি] (noun(s) [uncountable noun] বাকপটুতা; বাচালস্বভাব।
- English Word lor Bengali definition [লো(র্)] (interjection) Lord - এর বদলে স্থূলভাবে ব্যবহৃত।
- English Word lord Bengali definition [লোড্] (noun) (১) নৃপতি; লর্ড। (২) the Lord স্রষ্টা। Lord! Lord God! Good Lord! Lord knows! Lord bless us/me! বিস্ময়সূচক শব্দাবলি। Our Lord যিশুখ্রিষ্ট। the Lord’s Day রবিবার। the Lord’s prayer শিষ্যদের উদ্দেশে নিবেদিত যিশুর প্রার্থনা। the Lord’s supper বারোজন শিষ্যসহ যিশুখ্রিস্টের শেষ আহার উপলক্ষে আয়োজিত ভোজনপর্ব। (৩) সম্ভ্রান্ত ব্যক্তি। as drunk as a lord অতিরিক্ত মাতাল। the house of Lords (British/Britain), আর্চবিশপ, বিশপ এবং অভিজাতদের সমন্বয়ে গঠিত পার্লামেন্টের উচ্চ পরিষদ। (৪) (সামন্ত আমলে) উচ্চ পদমর্যাদাসম্পন্ন জমিদার। (৫) (অপিচ lord and master) স্বামী। (৬) সর্বময় কর্তা। (৭) অফিস-পদবির প্রথম শব্দ: the Lord Mayor of London. (৮) সামন্তদের নামের আগে ব্যবহৃত: Lord Derby. (৯) My lord সম্ভ্রান্ত ব্যক্তি, বিচারপতি এবং বিশপদের সম্বোধনসূচক শব্দ। □ (verb transitive) (প্রধানত) lord it over somebody রাজার মতো শাসন করা। lordless (adjective) প্রভুহারা।
- English Word lordly Bengali definition [লোড্লি] (adjective) (lordlier, lordliest) (১) দুর্বিনীত। (২) লর্ড-সুলভ; জৌলুসপূর্ণ। lordliness (noun) আভিজাত্য।
- English Word lordship Bengali definition [লোড্শিপ্] (noun) (১) [uncountable noun] lordship over শাসন; কর্তৃত্ব। (২) [countable noun] His/Your Lordship লর্ডের সঙ্গে কথা বলার পদ্ধতিবিশেষ।
- English Word lore Bengali definition [লো(র্)] (noun) [uncountable noun] লোকজ্ঞান; লোকবিদ্যা: folklore.
- English Word lorgnette Bengali definition [লোন্হেট্] (noun) লম্বা হাতলবিশিষ্ট চশমা।
- English Word lorn Bengali definition [লোন্] (adjective) (কবিতায়) নির্জন; নিঃসঙ্গ।
- English Word lorry Bengali definition [লরি America(n) লোরি (noun) (plural lorries) (America(n)= truck)] লরি; ট্রাক।
- English Word lose Bengali definition [লূজ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle lost [লস্ট্ America(n) লোস্ট্]) (১) হারিয়ে ফেলা; মৃত্যু হওয়া: He lost his hand in the accident. He lost his brother in the war of independence. lose one’s cool (কথ্য) মেজাজ গরম করা। lose ground পায়ের তলার মাটি সরে যাওয়া; পশ্চাদপসারণ করা। lose one’s head দিশাহারা হওয়া; উত্তেজিত হওয়া। lose heart নিরুৎসাহিত হওয়া। lose one’s heart to somebody কাউকে ভালোবাসা; কাউকে মন দেওয়া। lose interest (in somebody/something) উৎসাহ হারিয়ে ফেলা; আকর্ষণ হারানো। lose one’s marbles হতবুদ্ধি হওয়া। lose one’s reason/senses হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা। lose one’s temper রেগে যাওয়া। lose A to B নিজের কিছু অন্যের দখলে চলে যাওয়া। lose touch (with) যোগাযোগ হারিয়ে ফেলা; সংস্পর্শে না-আসা। (২) (passive) হারিয়ে যাওয়া; মৃত্যুবরণ করা: It was lost. be lost to something লজ্জাশরমের মাথা খেয়ে ফেলা; কোনো কিছুর বোধশক্তি হারানো। be lost in something (চিন্তা) মগ্ন; আচ্ছন্ন। (৩) (find, recover-এর বিপরীত ব্যবহার) হারিয়ে ফেলা: I have lose her forever. lose one’s place (বইপত্রে) পৃষ্ঠা হারিয়ে ফেলা অর্থাৎ কোন পর্যন্ত পড়া হয়েছে সেটা ধরতে না-পারা। lose oneself/one’s way দিশাহারা হওয়া; পথ হারিয়ে ফেলা। lose sight of something (ক) দৃষ্টি অন্যদিকে সরানো; এড়িয়ে যাওয়া। (খ) কেউ দৃষ্টির আড়ালে চলে যাওয়া; কাউকে দূর থেকে দেখতে ব্যর্থ হওয়া। lose the thread of something খেই হারিয়ে ফেলা; সূত্র হারিয়ে ফেলা। lose one’s tongue লজ্জায় কথা বলতে না-পারা। lose track of something যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। (৪) (catch-এর বিপরীতে ব্যবহৃত) দেরির কারণে ধরতে না-পারা; দেখতে অথবা শুনতে ব্যর্থ হওয়া। lose the post ডাকঘরে দেরিতে পৌঁছানো; পুরোপুরি শুনতে না-পাওয়া। (৫) (সমর্থন, সহানুভূতি ইত্যাদি) হারানোর কারণ হওয়া: His behavior lost him our support. (৬) জিততে না-পারা; পরাজিত হওয়া। a lost cause পরাজিত অথবা পরাজয়ের হাত থেকে বাঁচানো যাবে না এমন ব্যাপার। (play) a losing game পরাজয় অবশ্যম্ভাবী জেনেও খেলা চালিয়ে যাওয়া। lose out (to) (কথ্য) অতিক্রান্ত হওয়া; স্থানচ্যুত হওয়া: Has the cinema lose out to TV? (৭) lose by/in/on/something আরো খারাপ হওয়া। (৮) (ঘড়ি ইত্যাদির ক্ষেত্রে) স্লো হওয়া; ঠিক সময় দিতে না-পারা। (৯) সময়-সুযোগ-প্রচেষ্টা হারানো: I have nothing to lose. be lost upon somebody প্রভাবিত করতে না-পারা। (১০) lose oneself in something (reflex) আচ্ছন্ন হওয়া: He lost himself in a novel. loser (noun) ক্ষতিগ্রস্ত; পরাজিত।
- English Word loss Bengali definition [লস America(n) ল:স] (noun) (১) [uncountable noun] ক্ষতি; ক্ষয়; হানি। (২) [uncountable noun] (এবং indefinite article-সহ) অপচয়: loss of opportunities. (৩) ব্যর্থতা। (৪) [countable noun] লোকসান; বিনষ্টি: He sold his factory at a loss. a total loss চূড়ান্ত ক্ষতি; সমূহ ক্ষতি। loss-leader (noun) (বাণিজ্য) কোনো একটি দ্রব্য কম দামে বিক্রি করে অন্য দ্রব্যাদি বিক্রির জন্য ক্রেতার মনে আকর্ষণ সৃষ্টি। (৫) (কেবল singular) বঞ্চিত হওয়ার মনোভাব। be a dead loss (কথ্য) (ব্যক্তি) অযোগ্য পরিণত হওয়া। (৬) (be) at a loss for something/to do something কিংকর্তব্যবিমূঢ়।
- English Word lost Bengali definition [লস্ট্ America(n) লোস্ট্] lose-এর past tense, past participle
- English Word lot 1 Bengali definition [লট্] (noun) (কথ্য) (১) the lot; the whole lot; all the lot পুরোটা; সম্পূর্ণ পরিমাণ: He took the (whole) lot. (২) a lot (of); lots (and lots) প্রচুর; প্রচুর পরিমাণ: He has got a lot of money. (৩) (ক্রিয়াবিশেষণরূপে ব্যবহৃত) যথেষ্ট।
- English Word lot 2 Bengali definition [লট্] (noun) (১) [uncountable noun] লটারি। draw/cast lots লটারিতে কাগজ অথবা অন্য কিছু ব্যবহার করে বাক্স থেকে বাছাই করার পদ্ধতিবিশেষ। (২) the lot লটারির মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত। (৩) ভাগ্য; নিয়তি। cast/throw in one’s lot with somebody সুখ-দুঃখ সমভাগ করে নেওয়া। (৪) নিলামে বিক্রির জন্য আনীত দ্রব্য; দ্রব্যের তালিকা। (৫) একই দ্রব্যের সংগ্রহ। (৬) a bad lot (কথ্য) মন্দ ব্যক্তি। (৭) ভূমিখণ্ড। (৮) (America(n) বেশি ব্যবহৃত) বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত ভূমিখণ্ড; (সিনেমা জগতে) স্টুডিও এবং তার আশপাশের জমি।