L পৃষ্ঠা ১৫
- English Word listen Bengali definition [লিস্ন্] (verb intransitive) listen (to) (১) মনোযোগে শোনা; শোনার চেষ্টা করা: He did not listen to me.listen in (to) (ক) কোনো বেতার-অনুষ্ঠান শোনা। (খ) অন্যের কথাবার্তা শোনা, যেমন ফোনের রিসিভার তুলে। (২) প্রস্তাব অথবা অনুরোধে রাজি হওয়া; He did not listen to my proposals. listener (noun) শ্রোতা।
- English Word listless Bengali definition [লিস্ট্লিস্] (adjective) হতোদ্যম। listlessly (adverb) নিরুৎসাহে। listlessness (noun) অনীহা।
- English Word lists Bengali definition [লিস্ট্স্] (noun), (plural) (ইতিহাস) বর্মাবৃত অশ্বারোহী যোদ্ধাদের নির্দিষ্ট স্থান। enter the lists (against somebody) (লাক্ষণিক) প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা বা আহ্বান গ্রহণ করা।
- English Word lit Bengali definition [লিট্] light -এর (past tense, past participle lit up (অপশব্দ) মাতাল।
- English Word litany Bengali definition [লিটানি] (noun) (plural litanies) খ্রিষ্টান পুরোহিতের কণ্ঠে গীত; বিশেষ ধরনের প্রার্থনাসংগীত। the Litany ইংল্যান্ডের গির্জাসমূহের সাধারণ প্রার্থনাগ্রন্থে অন্তর্ভুক্ত সংগীত।
- English Word litchi Bengali definition [লাইচী]= lychee. লিচু।
- English Word liter Bengali definition [লীটা(র্)] দ্রষ্টব্য litre.
- English Word literacy Bengali definition [লিটারাসি] (noun) [uncountable noun] সাক্ষরতা।
- English Word literal Bengali definition [লিটারাল] (adjective) (১) আক্ষরিক: a literal mistake. (২) মূলানুগ: a literal translation. (৩) কোনো শব্দকে রূপকার্থে না-নিয়ে আক্ষরিক অর্থে নেওয়া: I hear nothing in the literal sense of the world. (৪) (ব্যক্তি) কল্পনারহিত। □ (noun) মুদ্রণপ্রমাদ। literally [লিটারালি] (adverb) (১) অক্ষরে অক্ষরে। (২) (অর্থ জোরালো করতে) অনতিরঞ্জিত: Literally he wants me.
- English Word literary Bengali definition [লিটারারি America(n) লিটারেরি] (adjective) সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক: literary property, কপিরাইট।
- English Word literate Bengali definition [লিটারাট্] (adjective) (১) অক্ষরজ্ঞানসম্পন্ন। (২) শিক্ষিত; সংস্কৃতিবান: He is a literate man. □ (noun) শিক্ষিত ব্যক্তি।
- English Word literati Bengali definition [লিটারাটি] (noun) (plural) শিক্ষিত সমাজ।
- English Word literature Bengali definition [লিটারাচা(র্) America(n) লিটারাচুআর্] (noun) (১) [uncountable noun] সাহিত্য। (২) (অপিচ indefinite article-সহ) কোনো দেশ অথবা বিশেষ সময়ের সমগ্ররচনা; বিশেষ বিষয়ের উপর রচিত সাহিত্যকর্ম: war literature. (৩) [uncountable noun] কোনো দ্রব্যের প্রচারমূলক বর্ণনা।
- English Word lithe Bengali definition [লাইদ্] (adjective) (ব্যক্তি অথবা শরীরের ক্ষেত্রে) নমনীয়; সহজে নড়াচড়া করা যায় এমন।
- English Word lithium Bengali definition [লিথিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) সোডিয়ামসদৃশ নরম ধাতব উপাদান (প্রতীক Li)।
- English Word lithography Bengali definition [লিথগ্রাফি] (noun) [uncountable noun] লিথোগ্রাফি পাথর; দস্তা অথবা অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করে ছাপানোর পদ্ধতিবিশেষ। lithograph [লিথাগ্রাফ্ America(n) লিথাগ্র্যাফ্] (noun) এ পদ্ধতিতে ছাপানো কোনো কিছু, বিশেষত ছবি। lithographic [লিথাগ্রাফিক্] (adjective) লিথোগ্রাফিসংক্রান্ত।
- English Word litigant Bengali definition [লিটিগাণ্ট্] (noun) মামলারত ব্যক্তি।
- English Word litigate Bengali definition [লিটিগেইট্] (verb intransitive), (verb transitive) (১) মামলা করা; আইনের আশ্রয় গ্রহণ করা। litigation (noun) [লিটিগেইশ্ন্] (noun) [uncountable noun] মামলা; আইনের আশ্রয় গ্রহণ। litigious [লিটিজাস্] (adjective) (১) মামলাবাজ। (২) আদালতে নিষ্পত্তিযোগ্য।
- English Word litmus Bengali definition [লিট্মাস্] (noun) নীলবর্ণের রঞ্জকদ্রব্য যা এসিড দিয়ে লাল রঙে পরিণত করা যায় এবং আলকালি দিয়ে পুনরায় নীল রঙে ফিরিয়ে আনা যায়। litmus-paper লিটমাসপত্র।
- English Word litotes Bengali definition [লাইটোটীজ্] (noun) অর্থালংকারবিশেষ; এর দ্বারা বিপরীত অর্থবোধক কিছুকে খণ্ডন করে কোনো কিছুর সত্যতার উপর জোর দেওয়া হয়: Man is not immortal.
- English Word litre Bengali definition (America(n) = liter)। [লীটা(র্)] লিটার; মেট্রিক পদ্ধতিতে তরল মাপার এককবিশেষ (এক লিটার= প্রায় পাঁচ পোয়া)।
- English Word litter 1 Bengali definition [লিটা(র্)] (noun) (১) (ইতিহাস) প্রাচীন রোমে ব্যবহৃত পালকিবিশেষ। (২) স্ট্রেচারবিশেষ।
- English Word litter 2 Bengali definition [লিটা(র্)] (noun) (১) [uncountable noun] আবর্জনা। litter-bin/ litter-basket (noun) ডাস্টবিন, আবর্জনাপত্র। litter-lout (noun) (কথ্য) যে ব্যক্তি যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে। (২) a litter অগোছালো অবস্থা। (৩) [uncountable noun] কোনো খামারের খড় ও গোবর; পশুদের তৃণশয্যা হিসেবে ব্যবহৃত খড়-নাড়া। (৪) [countable noun] কোনো পশুর নবজাত শাবক। (verb transitive), (verb intransitive) (১) litter something (up) with something নানা রকমের জিনিসপত্র অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা রাখা: The room is litterd with papers and cloths. (২) litter something (down) গৃহপালিত পশু যেমন ঘোড়া ইত্যাদির জন্য খড় জোগান দেওয়া; এরূপ পশুর জন্য তৃণশয্যার ব্যবস্থা করা। (৩) পশু, বিশেষত কুকুর ও শূকরের বাচ্চা হওয়া।
- English Word little Bengali definition [লিট্ল্] (adjective) (১) তুলনামূলকভাবে ছোট। (২) স্নেহ, আদর, শ্রদ্ধা ইত্যাদি বোঝাতে (ক্ষুদ্রতর বোঝাতে নয়) অন্য বিশেষণের পরে ব্যবহৃত হয়: I hope one day I will make a pretty little house like you. I met that poor little girl yesterday. The little people/folk (বিশেষ করে আয়ারল্যান্ডে ব্যবহৃত) পরী; বামন-ভূত। (৩) স্বল্প (সময়, দূরত্ব) : He stayed a little time with her. (৪) কচিকাঁচা; বাচ্চাকাচ্চা: Why didn’t you bring the little ones. (৫) যথেষ্ট নয় এমন: He has very little time for doing this. (৬) a little কিছুটা কিন্তু যথেষ্ট নয়; সামান্য পরিমাণ: A little milk will be sufficient for me. not a little (সুভাষণরীতি) যথেষ্ট: I suffered not a little anxiety for him. (adverb) (১) অতিসামান্য: I worked very little yesterday. a little কিছুটা; বরং; I was a little afraid. (২) (know, think, imagine, guess, suspect, realize) ইত্যাদির সঙ্গে এবং সাধারণত এদের আগে ব্যবহৃত) মোটেও না: He little thinks. littleness (noun) [uncountable noun] সামান্যতা। (noun) দ্রষ্টব্য (less, least) (১) যথেষ্ট নয়; সামান্য পরিমাণে মাত্র: He has done very little for his relatives. little by little ক্রমান্বয়ে। little or nothing খুবই সামান্য। in little ক্ষুদ্র পরিসরে। (২) a little সামান্য পরিমাণ; কিছু (a little হ্যাঁসূচক; little নাসূচক)। after/for a little স্বল্প সময়/দূরত্বের পরে/জন্য।
- English Word littoral Bengali definition [লিটারাল্] (noun), (adjective) (দেশের) উপকূলীয় এলাকা।
- English Word liturgy Bengali definition [লিটাজি] (noun) (plural liturgies) [countable noun, uncountable noun] গণপ্রার্থনার জন্য গির্জায় ব্যবহৃত নির্দিষ্ট বিধি। liturgical [লিটাজিকল্] (adjective) গণপ্রার্থনার বিধিসংক্রান্ত।
- English Word livable, liveable Bengali definition [লিভাব্ল্] (adjective) (জীবন) ভোগযোগ্য। livable (in) (বাড়ি, কক্ষ, আবহাওয়া) বাসযোগ্য। livable (with) (ব্যক্তি) একসঙ্গে বাস করা যায় এমন।
- English Word live 1 Bengali definition [লাইভ্] (adjective) ক্বচিৎ বিধেয়; দ্রষ্টব্য living. (১) জীবন্ত; জিওল: live fish; (কৌতুকাত্মক) ভান নয়; সত্যিসত্যি। (২) জ্বলন্ত; উজ্জ্বল; অবিস্ফোরিত; অব্যবহৃত। a live wire (লাক্ষণিক) প্রাণবন্ত কর্মঠ ব্যক্তি। (৩) (বেতার টিভিতে প্রচার) পূর্বাহ্ণে রেকর্ডকৃত নয় এমন: It will be a live broadcast. (৪) live-birth (noun) জ্যান্ত শিশু (মৃতাবস্থায় জাত নয়)। (৫) সজীব; তাজা। □ (adverb) (উপরে ৩-এর ক্ষেত্রে): The speech was broadcast live.
- English Word live 2 Bengali definition [লিভ্] (verb intransitive), (verb transitive) (১) জীবনধারণ করা; জীবনযাপন করা। (২) বেঁচে থাকা; জীবিত থাকা; বাঁচা। live on বাঁচতে থাকা। live through অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বেঁচে থাকা বা টিকে থাকা। You/We live and learn তোমাকে/আমাকে আরো কত অভিনব বিষয় দেখতে হবে শুনতে হবে। live and let live সহ্য করা; অন্যের ত্রুটি/ব্যর্থতা অগ্রাহ্য করা অথবা এড়িয়ে যাওয়া। (৩) live by one’s wits নিয়মবহির্ভূত উপায়ে অথবা অসদুপায়ে অর্থোপার্জন। live off the land খাদ্যের প্রয়োজনে কৃষিজাত দ্রব্য ব্যবহার করা। live on something খাদ্য হিসেবে ব্যবহার করা। liveon one’s name/reputation পদমর্যাদা অক্ষুণ্ণ রাখা; পূর্বের মতোই সফলভাবে অর্থোপার্জন করা। (৪) live (in/at) বাস করা: He lives in Bangladesh. live in/out (বাসার চাকর; দোকানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য) কর্মস্থলের ভিতরে/বাইরে বসবাস করা। live together একই ঘরে বসবাস করা; (বিপরীত লিঙ্গের দুজনের ক্ষেত্রে) বিবাহিত দম্পতির মতো বসবাস করা। (৫) (cognate object) (সহ) অতিবাহিত করা: live an honest life. (৬) সুনির্দিষ্ট পথে জীবন অতিক্রম করা। (৭) live something down অতীতের কলঙ্ক-কালিমা ভুলে বাস করা। live up to something প্রত্যাশা অনুসারে জীবনযাপন করা: She succeeded in living up to her extraordinary reputation. live with something মেনে নেওয়া। (৮) (প্রাণহীন কোনো কিছুর ক্ষেত্রে) অস্তিত্ব থাকা; টিকে থাকা। (৯) জীবন উপভোগ করা; বেঁচে থাকার মতো বেঁচে থাকা। live it up আনন্দে জীবনযাপন করা।
- English Word live together Bengali definition [লিভ টাগেদা(র)] (noun) বিয়ে না করে একই বাড়িতে স্বামী-স্ত্রীর মতো বসবাস করাই লিভ টুগেদার। তবে শারীরিক সম্পর্কের বাইরে দুজন দুজনকে জানার চেষ্টাকে লিভ টুগেদারের পশ্চিমি চেতনা ধরা হয়। এটা দীর্ঘমেয়াদি অথবা স্থায়ী ভিত্তিতেও হতে পারে: My mother doesn’t approve of us living together.