B পৃষ্ঠা ৭
- English Word barium Bengali definition [বেআরিআম্] [Uncountable noun] (১) নরম; রজতশুভ্র ধাতুবিশেষ; (প্রতীক Ba) যার যৌগসমূহ শিল্প-কারখানায় ব্যবহৃত হয়; বেরিয়ম। (২) barium (meal) রাসায়নিক দ্রব্যবিশেষ (বেরিয়াম সালফেট), যা অন্ত্রের রঞ্জনছবি নেওয়ার আগে অন্ত্রে প্রবেশ করানো হয়; বেরিয়াম শরবত।
- English Word bark 1 Bengali definition [বা:ক্] [Uncountable noun] বাকল; বল্কল; ছাল। □(verb transitive) (১) (গাছের) বাকল ছাড়ানো; ছাল তোলা। (২) (ঘষা লেগে হাঁটু, আঙুলের গাঁট, জঙ্ঘাগ্র প্রভৃতি স্থানে) ছুলে যাওয়া।
- English Word bark 2 Bengali definition [বা:ক্] (noun) শিয়াল-কুকুরের ডাক; ঘেউঘেউ; হুক্কাহুয়া; (লাক্ষণিক) বন্দুকের গুড়ুম গুড়ুম; (কাশির) খকখক। His bark is worse than his bite (লাক্ষণিক) বদমেজাজি হলেও বিপজ্জনক বা দুর্জন নয়; কামড়ের চেয়ে গর্জনটাই ভায়নক। □ (verb intransitive), (verb transitive) (১) (কুকুর, শেয়াল ইত্যাদি সম্বন্ধে) ঘেউ ঘেউ/হুক্কাহুয়া করা। bark up the wrong tree (লাক্ষণিক) উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। (২) গর্জন করা; গর্জে ওঠা: The commander barked out his orders.
- English Word bark 3, barque Bengali definition [বা:ক্] (noun) (১) ছোট জাহাজ (৩ থেকে ৫ টি মাস্তুল ও পালযুক্ত)। (২) (কাব্যিক) তরি।
- English Word barker Bengali definition [বা:কা(র্)] (noun) (কথ্য) (১) ভ্রাম্যমাণ বিনোদনের মণ্ডপ বা দোকানের সামনে উচ্চস্বরে অনুষ্ঠান; পণ্য ইত্যাদির গুণকীর্তনে নিযুক্ত ব্যক্তি; ঘোষক। (২) (অপশব্দ) পিস্তল।
- English Word barley Bengali definition [বা:লি] [Uncountable noun] যব। barleycorn [Uncountable noun] যবের দানা; (কথ্য) অঙ্কুরিত যব থেকে তৈরি সুরা, যেমন বিয়ার, যবসুরা। barley sugar [Uncountable noun] খাঁটি চিনি থেকে তৈরি কঠিন মিঠাইবিশেষ; যবশর্করা। barley water [Uncountable noun] যবের গুঁড়া সিদ্ধ করে তৈরি পানীয়বিশেষ; যবের পানি। pearl barley (noun) যবচূর্ণ।
- English Word barm Bengali definition [বা:ম্] [Uncountable noun] yeast; সুরামণ্ড।
- English Word barmy Bengali definition [বা:মি] (adjective) (British/Britain কথ্য) মাথা খারাপ; খেপা; হাবা।
- English Word barn Bengali definition [বা:ন্] (noun) (১) গোলাবাড়ি; গোলাঘর; শস্যাগার। barn dance (noun) এক ধরনের গ্রাম্যনৃত্য। barn door (noun) গোলাবাড়ির (প্রশস্ত) দরজা; (কথ্য লাক্ষণিক) লক্ষ্যভ্রষ্ট হওয়া কঠিন এমন নিশানা। barn door fowl (noun) গৃহকুক্কুট। barn storm (verb intransitive) (America(n)) রাজনৈতিক বক্তৃতাদান, নাট্যাভিনয় ইত্যাদি উদ্দেশ্যে দ্রুতগতিতে গ্রামাঞ্চলে পরিভ্রমন। সুতরাং barn stormer (noun) ঐ ধরণের পরিব্রাজক। barn yard (noun) = farmyard, গোলাবাড়ির উঠান। (২) (অবজ্ঞাসূচক) যে কোনো সাদামাটা বড় বাড়ি; গোলাবাড়ি। (৩) (America(n)) গবাদি পশু বা ঘোড়ার আশ্রয়ের জন্য বাড়ি; বাস, ট্রাম ডিপো।
- English Word barnacle Bengali definition [বা:নাক্ল] (noun) শামুকজাতীয় ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী, যা জলের নীচে পাথর, জাহাজের তল, কাষ্ঠখণ্ড ইত্যাদির গায়ে লেগে থাকে; কম্বুক।
- English Word barney Bengali definition [বা:নি] (noun) কোলাহলপূর্ণ তর্কাতর্কি।
- English Word barometer Bengali definition [বারমিটা(র্)] (noun) আবহাওয়ার পূর্বাভাস প্রদান এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা নির্ণয়ের উদ্দেশ্যে আবহমণ্ডলের চাপ মাপার যন্ত্রবিশেষ; ব্যারোমিটার। (লাক্ষণিক) (জনমত, বাজারদর ইত্যাদির) পরিবর্তন বা অস্থিরতার পূর্বাভাসসূচক কোনো কিছু। barometric [ব্যারামেট্রিক্] (adjective) ব্যারোমিটারসংক্রান্ত।
- English Word baron Bengali definition [ব্যারন্] (noun) (১) (British/Britain) অভিজন; অভিজন শ্রেণির অন্তর্ভুক্ত সর্বনিম্ন খেতাবপ্রাপ্ত ব্যক্তি (‘লর্ড ব্যারন’ নামে অভিহিত); ভিনদেশি সমমর্যাদার খেতাবপ্রাপ্ত ব্যক্তি (‘ব্যারন’ নামে অভিহিত)। (২) (মূলত America(n)) বড় শিল্পপতি; কুবের: oil barons; beer baron. baronage [ব্যারন্ইজ্] (noun) ব্যারন শ্রেণি; ব্যারনদের তালিকাপুস্তক। baroness [ব্যারনিস্] (noun) ব্যারনের স্ত্রী; নিজ যোগ্যতায় ব্যারন উপাধিপ্রাপ্ত নারী। baronial [ব্যারৌনিআল্] (adjective) ব্যারনসম্পর্কিত; ব্যারনসূলভ। barony (noun) ব্যারনের পদমর্যাদা; ব্যারনত্ব: confer a barony on somebody.
- English Word baronet Bengali definition [ব্যারানিট্] (noun) ব্রিটেনের বংশানুক্রমিক অভিজাততন্ত্রের নিম্নতম খেতাবপ্রাপ্ত শ্রেণির সদস্য; ব্যারনের চেয়ে নূন্যতর ও নাইটের চেয়ে উচ্চতর পদমর্যাদার অধিকারী; ব্যারনিট; সংক্ষিপ্তরূপ ‘বার্ট’ যা নামের পরে যুক্ত হয়, যেমন Sir John Williams, Bart. baronetcy [ব্যারনিট্সি] (noun) ব্যারনিটের পদমর্যাদা বা খেতাব।
- English Word baroque Bengali definition [বারক্ (America(n) বারোক্] (noun), (adjective) (১) সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপে (বিশেষত স্থাপত্যে) অলংকারবহুল কিন্তু অতিরঞ্জনমূলক শিল্পরীতি; বারোক। (২) জটিল ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনাসমৃদ্ধ।
- English Word barouche Bengali definition [বারূশ্] (noun) চার চাকার ঘোড়াটানা গাড়িবিশেষ, যার দুটি আসনে মোট চার যাত্রী মুখোমুখি বসতে পারে, যার উপরের ঢাকনা ভাঁজ করে গুটিয়ে রাখা যায়; বারুশ
- English Word barrack 1 Bengali definition [ব্যারাক্] (noun) (১) (সাধারণত indefinite article ও singular verb-সহ plural) সৈন্যদের বসবাসের জন্য দীর্ঘ ভবনবিশেষ; সৈন্যালয়; ব্যারাক। (২) সাদামাটা বা কুৎসিত ঢঙের যে কোনে বাড়ি।
- English Word barrack 2 Bengali definition [ব্যারাক্] (verb transitive), (verb intransitive) টিটকারি দেওয়া; প্রতিবাদসূচক চিৎকার করা (যেমন ক্রিকেট ম্যাচে শ্লথগতি খেলার বিরুদ্ধে); বিদ্রুপ করা। barracking (noun) মন্থরলয়ে করতালি ইত্যাদি।
- English Word barrage Bengali definition [ব্যারা:জ্ America(n) বারা:জ্] (noun) (১) [Countable noun] (১) সেচের জন্য পানি সংরক্ষণের উদ্দেশ্যে নদীর উপর আড়াআড়িভাবে নির্মিত কৃত্রিম অবরোধ; সেতুবন্ধ; বাঁধ; জলবন্ধক। দ্রষ্টব্য dam. (২) (সামরিক) কোনো নির্দিষ্ট এলাকা অভিমুখে অবিরাম, প্রচন্ড গুলিবর্ষণের দ্বারা সৃষ্ট অবরোধ; অগ্নিব্যূহ। (৩) balloon barrage; barrage balloon, দ্রষ্টব্য balloon.
- English Word barrator Bengali definition [ব্যারাটা(র্)] (noun) মামলাবাজ (ব্যক্তি)।
- English Word barred Bengali definition [বা:ড্] bar 2 -এর past tense, past participle.
- English Word barrel Bengali definition [ব্যারাল্] (noun) (১) তক্তা বা প্লাস্টিকের তৈরি, লোহার পাত বা বলয় দিয়ে বাঁধা গোলাকার আধার; পিপা; ব্যারেল। barrel roofed vault (noun) বেলনাকার (cylindrical) বা অর্ধ-বেলনাকার ছাদ। (২) রাইফেল, রিভলভার বা পিস্তলের নল। (৩) ঝরনা কলমের নল। (৪) barrel organ (noun) বাদ্যযন্ত্রবিশেষ, একটি হাতল ঘোরালে এই যন্ত্রের অঙ্গীভূত একটি স্তম্ভক কতকগুলো ঘাটের উপর যান্ত্রিকভাবে সংগীত সৃষ্টি করে; সাধারণত অর্থ উপর্জনের জন্য কোনো একক বাদক পথ চলতে চলতে এই বাদ্য বাজিয়ে থাকে; ব্যারেল অরগ্যান। □(verb transitive) (barrelled, barrelling, barrels) পিপাভর্তি করা। barrelled (participial adjective) পিপাবন্দি: barrelled beer. lock, stock and barrel সমস্তটা; সর্বতোভাবে। barrel-chested ব্যারেলের মতো সামনের দিকে প্রলম্বিত থাকে এমন বুকবিশিষ্ট।
- English Word barren Bengali definition [ব্যারান্] (adjective) (১) (জমি) অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়। (২) (বৃক্ষ) অফল; নিষ্ফল; নির্বীজ। (৩) (নারী ও জন্তু) বন্ধ্যা; অসূতি; অপ্রসূতি। (৪) (লাক্ষণিক) নিষ্ফল; অনর্থক; বিফল; শুষ্ক: a barren subject/discussion; an attempt that was barren of results. barrenness (noun) বন্ধ্যত্ব; নিষ্ফলতা; নির্বীজতা; ঊষরতা।
- English Word barricade Bengali definition [ব্যারিকেইড্] (noun) প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে কোনো কিছুর সামনে (গাছ, পিপা, পোড়া বা উলটানো মোটরগাড়ি প্রভৃতির) অবরোধ; পথাবরোধ; অবরোধক। (verb transitive) barricade (in/off) (রাস্তাঘাটে) অবরোধ সৃষ্টি করা; অবরুদ্ধ করা।
- English Word barrier Bengali definition [ব্যারিআ(র্)] (noun) (১) (দেওয়াল, রেল, বেড়া, ঘুরন্ত দরজা প্রভৃতি) যা-কিছু চলাচলের পথে বাধা সৃষ্টি করে বা চলাচল নিয়ন্ত্রণ করে; প্রতিবন্ধক: The Himalayas are a natural barrier between India and the Central Asia. অপিচ দ্রষ্টব্য crash 1 (১), দ্রষ্টব্য half (৩), দ্রষ্টব্য heat 1 (৫) ও দ্রষ্টব্য sound 2 (৩)। (২) (লাক্ষণিক) অন্তরায়; বাধা; প্রতিবন্ধক।
- English Word barring Bengali definition [বা:রিঙ্] (preposition(al)) ব্যতীত; বাদে। দ্রষ্টব্য bar 3.
- English Word barrio Bengali definition [ব্যারিও] (noun) আমেরিকান শহরের অংশ, যেখানে দরিদ্র হিস্পানিদের বসবাস।
- English Word barrister Bengali definition [ব্যারিস্টা(র্)] (noun) (ইংল্যান্ডে) উচ্চ আদালতে ওকালতি করার সনদপ্রাপ্ত আইনজীবী; ব্যারিস্টার। দ্রষ্টব্য advocate, solicitor, counsel.
- English Word barrite Bengali definition [ব্যারাইট্] (noun) মেয়েদের চুল ঠিক রাখার জন্য ধাতু বা প্লাস্টিকের ক্লিপ।
- English Word barrow 1 Bengali definition [ব্যারো] (noun) (১) = wheel barrow. (২) (অপিচ hand-barrow, coster’s barrow) হাতে ঠেলার দুই চাকার ছোট গাড়িবিশেষ; হাতগাড়ি। barrow-boy/ barrow-man [ব্যারোম্যান্] (noun) হাতগাড়িতে করে ফলমূল, শাকসবজি ফেরি করে বেড়ায় এমন ব্যক্তি; হাতগাড়িওয়ালা। (৩) (অপিচ luggage-barrow) (রেলস্টেশন, হোটেল ইত্যাদি স্থানে) মালামাল বহনের জন্য দুই চাকার ধাতব কাঠামোবিশেষ; হাতগাড়ি।