• Bengali Word sound 2 English definition [সাউন্‌ড্‌] (noun) [countable noun, uncountable noun] ১ শব্দ; ধ্বনি: I heard the sound of a motor-car.
    vowel sounds স্বরধ্বনি; consonant sounds ব্যঞ্জনধ্বনি। (২) ( কেবল singular) উক্ত বা পঠিত কোনোকিছু দ্বারা মনের উপর সৃষ্ট ছাপ বা ধারণা, ইঙ্গিত: The news has a sinister sound, অশুভ ইঙ্গিত বহন করছে, অর্থাৎ শ্রোতা/পাঠকের মনের উপর অশুভ ছাপ ফেলেছে। (৩) (যৌগশব্দ): sound archives (noun) (plural) ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষণযোগ্য রেকর্ডকৃত বেতার অনুষ্ঠানমালা: The BBC sound archives. sound barrier (noun) যে বিন্দুতে বিমানের গতি শব্দ-তরঙ্গের গতি স্পর্শ করে; এর ফলে শব্দ-বোমার সৃষ্টি হয়: break the sound barrier, শব্দের গতি অতিক্রম করা। sound-box (noun) সেকেলে গ্রামোফোন যন্ত্রের যে অংশে রেকর্ডের উপর দিয়ে ঘোরা সুচ সংযোজিত থাকে। sound effects (noun) (plural) (রেকর্ডকৃত অথবা স্টুডিও ইত্যাদিতে প্রয়োজনমতো সৃষ্টি করা যায় এমন) ধ্বনিমালা বা ধ্বনিঝংকার। sound-film (noun) সংলাপ, সংগীত ইত্যাদি ধারণকারী সিনেমা-ফিল্ম। soundproof (adjective) শব্দনিরোধক। এর থেকে soundproof (verb transitive) শব্দনিরোধক করা। sound-recording (noun) (video-recording- এর বিপরীতে) শুধু ধ্বনি রেকর্ড করা। sound-track (noun) সিনেমা ফিল্মের প্রান্তবর্তী সূক্ষ্ম ফিতা, এই ফিতায় শব্দ ধারণ করা হয়। sound-wave (noun) শব্দতরঙ্গ। soundless (adjective) soundlessly (adverb)