B পৃষ্ঠা ১০
- English Word battle Bengali definition [ব্যাট্ল্] [Countable noun] (১) যুদ্ধ; লড়াই; (অলংকারিক অর্থ) সংগ্রাম: the battle of life. (২) [Uncountable noun] জয়; সাফল্য: The battle for women’s liberation. If you can get an interview, that’s half the battle. (৩) [Uncountable noun] die in battle, যুদ্ধ করতে করতে মারা যাওয়া। give/offer battle যুদ্ধের জন্য প্রস্তুতি দেখানো। refuse battle যুদ্ধ করতে না চাওয়া। □(verb transitive) battle (with/against something) (for something) সংগ্রাম করা: battling against adversity. They battled with the winds and waves. battle axe (ক) যুদ্ধকুঠার; পরশু। (খ) (কথ্য) উদ্ধতস্বভাবা নারী। battle cruiser (noun) ভারী কামানবাহী এবং সাধারণ যুদ্ধজাহাজের চেয়ে হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত অথচ বৃহৎ ও দ্রুতগামী ক্রুজার বা জাহাজ। battle-cry (noun) (আনুষ্ঠানিক) সিংহনাদ। battledress (noun) বেল্টসহ আংরাখা ও পাতলুন সমবায়ে সৈনিকের পোশাক। battlefield (noun) যুদ্ধক্ষেত্র, যেখানে যুদ্ধ সংঘটিত হয়। battleground (noun) যুদ্ধক্ষেত্র। battleship রণতরি; যুদ্ধজাহাজ।
- English Word battledore Bengali definition [ব্যাট্ল্ডো(র্)] (noun) ব্যাডমিন্টন, টেনিস ইত্যাদি খেলায় ব্যবহৃত ব্যাট বা ছোট র্যাকেট।
- English Word battlements Bengali definition [ব্যাট্লমান্ট্স্] (noun) (plural) দুর্গ বা বুরুজের দেওয়ালবেষ্টিত সমতল ছাদ (তীর বা গুলি নিক্ষেপের জন্য ঐ দেওয়ালে ছিদ্র রাখা হয়); আকাশজননী।
- English Word battue Bengali definition [ব্যাটূউ] [Countable noun] ঝোপঝাড়, বনজঙ্গল পিটিয়ে বন্যজন্তু শিকারের জন্য শিকারির দিকে তাড়িয়ে জড়ো করা; এই ধরনের শিকার; পাইকারি হত্যা।
- English Word batty Bengali definition [ব্যাটি] (adjective) (অপশব্দ) (ব্যক্তিসম্পর্কিত) পাগলাটে (খারাপ অর্থে নয়); খামখেয়ালি।
- English Word bauble Bengali definition [বোব্ল্] (noun) উজ্জ্বল ঝকমকে তুচ্ছ বস্তু; সস্তা অলংকার; শিশুদের খেলনাবিশেষ।
- English Word baul Bengali definition [বাউল্] [Countable noun] বাংলাদেশের এক বিশেষ শ্রেণির লোকসংগীতচর্চাকারী; বাউল: baul songs, বাউল গান।
- English Word baulk Bengali definition [বোক্] balk-এর বানানভেদ।
- English Word bauxite Bengali definition [বোক্সাইট্] [Uncountable noun] এক ধরনের কাদামাটি, যা থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়; বক্সাইট।
- English Word bawd Bengali definition [বোড্] (noun) (প্রাচীন প্রয়োগ) যে রমণী বেশ্যাগার রাখে; কুটনি বা কোটনা। bawdy (adjective) (কথাবার্তা; ব্যক্তিসম্পর্কিত) স্থূল: bawdy talk, অসচ্চরিত্র: a bawdy woman. a bawdy house (অপ্রচলিত অর্থে) বেশ্যালয়। bawdily (adjective)
- English Word bawl Bengali definition [বোল্] (verb transitive), (verb intransitive) জোরে চিৎকার করা: The captain bawled orders to the soldiers. bawl somebody out (America(n) অপশব্দ) কাউকে ভীষণ তিরস্কার করা।
- English Word bay 1 Bengali definition [বেই] (noun) (১) (অপিচ bay-tree, bay laurel) এক ধরনের পত্রময় গাছ বা লতা যার পাতা রান্নায় ব্যবহৃত হয় এবং গুঁড়ো করলে যা মশলাজাতীয় হয়; তেজপাতা। (২) bays, bay-wreath প্রাচীনকালের কবি, যুদ্ধজয়ী বীর, শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের যে মাল্য প্রদান করা হতো; (আলংকারিক অর্থ) সম্মান; গৌরব। (৩) bay rum এক ধরনের গাছের (ওয়েস্ট ইন্ডিয়ান) পাতা থেকে তৈরি চুলের লোশন।
- English Word bay 2 Bengali definition [বেই] (noun) কোনো সাগর বা বড়ো হ্রদের একটি অংশ যার প্রায় প্রধানাংশ বাঁকানো স্থলভাগ দিয়ে ঘেরা; উপসাগর: the Bay of Bengal; Hudosn bay.
- English Word bay 3 Bengali definition [বেই] (noun) দুই সারি ও খামের মধ্যবর্তী অঞ্চল যা একটি ভবনকে নিয়মিত অংশে বিভক্ত করে। (২) কোনো কক্ষের একটি বা দুটি দেওয়ালের বাইরে বাড়ানো অংশ; বারান্দাবিশেষ। bay window অনুরূপ কোনো বারান্দার জানালা যার তিন দিকে কাচ দিয়ে ঘেরা। (৩) কোনো রেলস্টেশনের পাশের লাইন ও প্লাটফর্ম, যা সাধারণত মূল অংশ থেকে বিযুক্ত এবং লোকাল ট্রেন ইত্যাদির টার্মিনাল বা যাত্রাস্থল হিসেবে ব্যবহৃত। (৪) বিমানের ইনজিন বা লেজের দিকের কক্ষবিশেষ: the bomb bay; যুদ্ধজাহাজ, কলেজক্যাম্পাস ইত্যাদির ভিতরকার বিশেষ স্থান যেখানে অসুস্থ বা আহত ব্যক্তিদের রাখা হয়: the sick-bay; কোনো সংরক্ষণাগার বা পণ্যাগারে মাল জমা করার বিশেষ স্থান: Put the equipment in No 3 bay.
- English Word bay 4 Bengali definition [বেই] (noun) বিশেষত শিকারি কুকুরের (শিকার করার সময়কার) খুব জোরে ঘেউ ঘেউ চিৎকার। at bay (শিকারের জন্তু সম্বন্ধে) আক্রমণকারীর মুখোমুখি হতে বাধ্য হওয়া; (আলংকারিক অর্থ) বেপরোয়া আবস্থায়; কোণঠাসা অবস্থায়; বাঁচার জন্য প্রাণপণ লড়াই করা অবস্থায়। keep/hold somebody at bay শত্রুকে খুব কাছে আসতে না-দেওয়া। bring (a stag, an enemy) to bay কোণঠাসা করা; শেষ প্রতিরোধের মুখোমুখি ফেলে দেওয়া; পলায়ন অসম্ভব করে তোলা।
- English Word bay 5 Bengali definition [বেই] (adjective), (noun) পিঙ্গল বা তাম্রবর্ণ (ঘোড়া): He was riding a dark bay.
- English Word bayonet Bengali definition [বেইআনিট্] (noun) সঙ্গিন, রাইফেলের আগায় লাগানো ধারালো ছুরিবিশেষ। (verb transitive) সঙ্গিন দিয়ে বিদ্ধ করা।
- English Word bayou Bengali definition [বাইঊ] (noun) (উত্তর আমেরিকায়) কোনো নদীর জলপূর্ণ প্রশাখাবিশেষ।
- English Word bazaar Bengali definition [বাজা:(র্)] (noun) (১) (প্রাচ্যদেশে) বাজার; গঞ্জ; মেলা; বড় দোকান; আড়ত। (২) (ইংল্যান্ড, আমেরিকা) নানা ধরনের পণ্য সস্তায় বিক্রির দোকান। (৩) (যে স্থানে) দাতব্য উদ্দেশ্যে পণ্যাদি সস্তায় বিক্রি করা হয়; a church bazaar.
- English Word bazooka Bengali definition [বাজূকা] (noun) (plural bazookas) (১) ট্যাংক প্রভৃতি ঘায়েল করার অস্ত্রবিশেষ। (২) হাস্যরস সৃষ্টির ব্যবহৃত বাঁশিবিশেষ।
- English Word be 1 Bengali definition [বী] (verb intransitive) (pres am [অ্যাম্; (জোরালো রুপ): অ্যাম্; ‘I’- এর পর: m], is [জ্; (জোরালো রুপ) ইজ: are [আ(র্)], (জোরালো রুপ) আ:(র্)]; (past tense) was [ওআজ, (জোরালো রুপ) ওয়জ]; were [ওয়া(র্), (জোরালো রুপ) ওয়া:(র্)]; সংকুচিত রুপ I’m [আইম], He’s [হীজ্], she’s [শীজ্] It’s [ইট্স] we’re [উইআ(র্)] you’re [ইউআ(র্)] they’re [দেআ(র্)]; (negative(ly)) isn’t [ইজন্ট্] aren’t [আ:ন্ট্], wasn’t [ওয়াজ্ন্ট্], weren’t [ওয়া:ন্ট্] Am I not সংকুচিতরূপে aren’t I [আ:নট্ আই]; (present participle) being [বীইঙ্]; (past participle) been [বীন্ America(n) বিন্]; ১ (noun or pronoun-এর সঙ্গে verb–এর সম্পর্কসূচক): Today is Sunday. Rahim is a teacher/a Muslim. Who is that? It’s me/him/her/the postman. (২) (adjective or preposition(al- এর সঙ্গে): The earth is round. He is ten years old. (৩) (preposition(al) or adverbial particle–এর সঙ্গে যখন স্থান নির্দেশ করে): The lamp is on the table. Fahim is out in the garden. Tahmina’s upstairs. The station is a mile away. (৪) (noun or preposition(al))-এর সঙ্গে, যখন মালিকানা বোঝায়): The money is not yours, it’s Farid’s. The parcel is for you.
- English Word be 2. Bengali definition [বী] (verb intransitive) দ্রষ্টব্য be 1 (verb intransitive) (এক অবস্থা, স্থান থেকে অন্য অবস্থা, স্থান ইত্যাদিতে রুপান্তর বোঝাতে গিয়ে যখন সম্পর্ক স্থাপনকারী হিসাবে ব্যবহৃত): He wants to be (=become) a fireman when he grows up. Give me taka one hundred, and the shirt is (= will be) yours. You can be (= get) there within five minutes. Once more he was (= again became) the old John we used to know. Suddenly his face was (= became) scarlet.
- English Word be 3 Bengali definition [বী] (verb intransitive) দ্রষ্টব্য be 1 (১) (introductory there-এর সঙ্গে): There’s school down the road. There’s a urgent letter for you written by your boss (তোমার একটা চিঠি আছে). There are some stamps in that drawer. (২) (introductory there এর সঙ্গে ‘থাকা’ বা ‘অস্তিত্বমান হওয়া' অর্থে): There is God. For there to be life there must be air and water. (৩) যাওয়া আসা; (বিশেষত past participle been): I’ve been to see, দেখা করতে গিয়েছিলাম, Have you ever been to Paris? Has the postman been yet? ডাকপিওন কি এসেছিল? (৪) the be-all and end-all (of something) কোনো কিছুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। been and …., (অশিষ্ট বা হাস্যরসাত্মক) (বিস্ময়, প্রতিবাদ ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃত): You’ve been and bought a new hat! Who’s been and taken my dictionary? For the time being আপাতত; অন্য কোনো ব্যবস্থা না-হওয়া পর্যন্ত। the …-to-be: ভাবী-: the bride/mother-to-be. Would-be (adjective) যা হতে চায়, বা নিজে যা হবে বলে কল্পনা করে: a would-be poet. might-have-been [Countable noun] বিগত সম্ভাবনা।
- English Word be 4 Bengali definition [বী] (auxiliary) (verb) দ্রষ্টব্য be 1. (১) (continuous tenses গঠন করার জন্য present participle এর সঙ্গে ব্যবহৃত): They are/were reading. I shall be seeing him soon. What have you been doing this week? (২) (passive voice গঠন করার জন্য past participle এর সঙ্গে ব্যবহৃত): He was killed in the war. Where were they made? He is to be pitied. (৩) (to-infinitive-এর সঙ্গে ব্যবহৃত) (ক) কর্তব্য, প্রয়োজনীয়তা, আবশ্যকীয়তা ইত্যাদি বোঝানোর জন্য must বা ought-এর সমতুল্যরূপে ব্যবহৃত): I am to inform you that, আপনাকে জানাতে হচ্ছে। You are to be congratulated, আপনি অভিনন্দনযোগ্য। (খ) অভিপ্রায়: They are to be married in May. (গ) সম্ভাবনা: the book was not to be found, বইটা পাওয়া গেল না। (ঘ) মনে করা বা অবাস্তব কল্পনা করা: Were I to tell you …; If it were to rain (= If it rained) tomorrow … (ঙ) (প্রধানত অতীতকাল) নিয়তি: He was never to see his wife and family again. (চ) পারস্পরিক ব্যবস্থা: We are to be married in May. (ছ) অন্য ব্যক্তির ইচ্ছা: At what time am I (= do you want me) to be there? (জ) উদ্দেশ্য; লক্ষ্য: The telegram was to say that she had been delayed.
- English Word be- Bengali definition [বি-] (prefix) (১) সবকিছু ব্যাপ্ত করে; সবদিকে (ক) (verb(s) থেকে (verb(s)): besmear, সর্বত্র লেপন করা (কোনো কিছুর); (খ) (noun থেকে verb(s)): bedew, শিশিরে ঢাকা। (২) (intransitive verb কে transitive করে): bemoan. তুলনীয় bemoan one’s fate, কারো ভাগ্য নিয়ে বিলাপ। (৩) (beed যুক্ত করে noun(s) থেকে adjective(s) তৈরি করা) পরিধান অর্থে: bewigged, পরচুলাপরিহিত; আবৃত অর্থে: bejewelled, রত্ন দিয়ে ঢাকা। (৪) (জোর বোঝানো): begrude; belabour.
- English Word beach Bengali definition [বীচ্] (noun) সমুদ্রতীর; সৈকত; বেলাভূমি। beach ball (noun) খুব বড় হালকা ওজনের বল যা দিয়ে বেলাভূমিতে খেলাধুলা করা হয়। beach buggy (noun) সৈকত, ভেজাভূমি প্রভৃতিতে দ্রুত চালানোর জন্য এক রকম ছোট গাড়ি। beach comber [বীচ্কাউমা(র্)] (noun) (ক) সমুদ্রের যে বিশাল ঢেউ তীরে এসে গড়িয়ে পড়ে। (খ) প্রশান্ত মহাসাগরের তীরস্থ বন্দরসমূহে বসবাসকারী দরিদ্র মানুষ। beachhead (noun) আক্রমণকারী সৈন্যদল (বিশেষত নৌসেনা) কর্তৃক শত্রুপক্ষীয় বেলাভূমিতে অধিকৃত স্থান; বেলামুখ (পরি.)। beachwear [Uncountable noun] সৈকতের উপর সূর্যস্নান, সাঁতার, খেলাধুলা করার জন্য যথাযথ পোশাক। □(verb transitive) সৈকতের উপর চালনা করা বা টেনে তোলা। beachy (adjective) উপলপূর্ণ; সৈকতময়।
- English Word beacon Bengali definition [বীকান্] (noun) (১) (প্রাচীন প্রয়োগ 'beacon fire') (গিরিচূড়ায় প্রজ্বলিত) আলোকসংকেত। (২) সংকেত; সংকেতগৃহ; বাতিঘর। (৩) beacon light জাহাজ ইত্যাদিকে সংকেত দেখানোর জন্য ব্যবহৃত স্থির লন্ঠন; উঁচু পর্বত ইত্যাদি সম্পর্কে সতর্ক করার জন্য (উড়োজাহাজ প্রভৃতিতে) ব্যবহৃত আলোকসংকেত। (৪) (British/Britain) সাত ফুট লম্বা থামের মাথায় লাগানো আলো, যা পথিকদের রাস্তা পার হওয়ার সংকেত হিসেবে ব্যবহৃত।
- English Word bead Bengali definition [বীড্] (noun) (১) তসবিহ, জপমালা ইত্যাদি ক্ষুদ্র গুটিকা। (২) tell one’s beads (প্রাচীন প্রয়োগ) প্রার্থনা করা (তসবিহ জপতে জপতে)। (৩) তরল পদার্থের ফোঁটা: His face was covered with beads of sweat. bead house (noun) যে অনাথশালায় আশ্রিতেরা প্রতিষ্ঠাতার আত্মার সদ্গতির জন্য প্রার্থণা করতে বাধ্য। beading (noun) পুঁতির সাহায্যে কাঠের টুকরা, বস্ত্র বা লেসের উপরকৃত নানাবিধ নকশা। beadsman (noun) যে ব্যক্তি পরের মঙ্গলার্থ প্রার্থনা করার জন্য ভিক্ষা পায়। beadswoman (feminine) (adjective) গুটিকাকৃতি; গুটিকাময়; (আলংকারিক অর্থ) ক্ষুদ্র ও উজ্জ্বল।
- English Word beadle Bengali definition [বীড্ল্] (noun) গির্জার অধস্তন কর্মচারী যিনি পুরোহিতকে নানা কাজে সাহায্য করেন; আসাবরদার; (তুচ্ছার্থে) চৌকিদার। beadledom (noun) মূর্খের ন্যায় অতিরিক্ত নিয়মতান্ত্রিকতা। beadleship (noun)
- English Word beagle Bengali definition [বীগ্ল্] (noun) ক্ষুদে ও বেঁটে পাওয়ালা শিকারি কুকুর (ঘোড়ায় না চেপে, পায়ে হেঁটে যখন খরগোশ শিকার করা হয়, তখন এই ধরনের শিকারি কুকুর ব্যবহৃত হয়ে থাকে)। beagling (noun) উক্ত কুকুরের সাহায্যে শিকার।