• Bengali Word dam 1 English definition [ড্যাম্] (noun) ১ (জলাধার নির্মাণ, জলবিদ্যুৎ উৎপাদনে) জলের গতিরোধের স্তর উন্নীত করতে নির্মিত প্রাকার; জলবন্ধন; বাঁধ (দ্রষ্টব্যBarrage, সাধারণত পানিসেচের উদ্দেশ্যে নদীর এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত প্রতিবন্ধক; বাঁধ)।
      (২) (উক্তরূপ জলবন্ধনের দ্বারা) সৃষ্ট জলাধার। □(verb transitive) (dammed, damming, dams) dam (up) (কোনো সংকীর্ণ উপত্যকার এপার-ওপার) জলবন্ধন নির্মাণ করা; জলবন্ধনের দ্বারা ধরে রাখা; (লাক্ষণিক) ধরে রাখা; সংযত করা: to dam up one’s emotion/somebody’s anger.
    • Bengali Word dam 2 English definition [ড্যাম্] (noun) (চতুষ্পদ জন্তুর) মা।
      দ্রষ্টব্য sire (৩).
    • Bengali Word damage English definition [ড্যামিজ্‌] (noun) ১ [uncountable noun] damage to ক্ষতি; হানি; লোকসান।
      (২) (plural) (আইন সম্বন্ধীয়) ক্ষতিপূরণ; খেসারত। (৩) What’s the damage? (কথ্য) কত খসবে? □ (verb transitive) ক্ষতিগ্রস্ত করা।
    • Bengali Word damascene English definition [ড্যামাসীন্] (adjective) দামেস্কের; দামেস্ক।
      □(verb transitive) দামেস্ক-ইস্পাতে পরিণত করা।
    • Bengali Word damask English definition [ড্যামাস্‌ক্] (noun) [uncountable noun] ১ রেশম বা শণের তৈরি বস্ত্রবিশেষ, যার সূক্ষ্ম কারুকার্য আলোর প্রতিফলনে দৃষ্টিগোচর হয়; দামেস্ক চেলি: (attributive(ly)) damask table-cloths; damask silk.
      (২) তরঙ্গিত রেখার কারুকাজ কিংবা স্বর্ণ বা রৌপ্যখচিত ইস্পাতবিশেষ; দামেস্ক-ইস্পাত: (attributive(ly)) damask (কিংবা damascene) steel. (৩) damask rose দামেস্ক-গোলাপ; (ঐ ফুলের) উজ্জ্বল গোলাপি রং।