B পৃষ্ঠা ৪
- English Word balm Bengali definition [বা:ম্] (noun) (১) [Uncountable noun] কোনো কোনো বৃক্ষ থেকে প্রাপ্ত সুগন্ধি তেল বা প্রলেপ যা বেদনা-প্রশমন বা রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়; সুরভিপ্রলেপ; অভ্যঞ্জন। (২) (লাক্ষণিক) বেদনাশান্তি; সান্ত্বনা; আরাম; শান্তিপ্রলেপ। balmy (adjective) (১) (হাওয়া সম্বন্ধে) সুখস্পর্শ; স্নিগ্ধ; মেদুর; সুমধুর। (২) উপশমক; সৌগন্ধিক; সুরভি। (৩) (অপশব্দ) = barmy.
- English Word baloney Bengali definition [বালৌনি] (noun) = boloney, বাজে কথা; দমবাজি; ধোঁকাবাজি।
- English Word baloo, balu Bengali definition [বা:লূ] (noun) (ভারতবর্ষে) ভালুক।
- English Word balsa Bengali definition [বোল্সা] [Countable noun, Uncountable noun] আমেরিকার উষ্ণমণ্ডলীয় বৃক্ষবিশেষ এবং এর হালকা কাঠ; তর্নিকাঠ; ভেলা: (attributive(ly)) a balsa raft, তর্নিকাঠের ভেলা।
- English Word balsam Bengali definition [বোল্সাম্] (noun) (১) = balm (১)। (২) যে গাছ থেকে সুগন্ধি নির্যাস পাওয়া যায়; গন্ধতরু। (৩) দোপাটি।
- English Word baluster Bengali definition [ব্যালাস্টা(র্)] (noun) সিঁড়ি; বারান্দা; ছাদ ইত্যাদি বেষ্টনের জন্য ক্ষুদ্রাকার স্তম্ভতুল্য খুঁটি; পরিস্তম্ভ। (plural) banisters, পরিক্ষেপ; রেলিং।
- English Word balustrade Bengali definition [ব্যালাস্ট্রেইড্] (noun) ঝুলবারান্দা; দেহলি; গড়ানে ছাদ ইত্যাদি বেষ্টনের জন্য ছোট ছোট স্তম্ভাকার খুঁটির সারি এবং তার উপর কাঠ বা পাথরের রেলিং।
- English Word bambino Bengali definition [ব্যাম্বীনৌ] (noun) (plural bambinos) (ইতালীয়) (১) শিশু। (২) চিত্রকলায় শিশু যিশুখ্রিস্টের রূপায়ণ; বালযিশু।
- English Word bamboo Bengali definition [ব্যাম্বূ] [Uncountable noun] বাঁশ; বংশ; [Countable noun] (plural bamboos) বাঁশের লাঠি; বংশদণ্ড।
- English Word bamboozle Bengali definition [ব্যাম্বূজ্ল্] (verb transitive) (কথ্য) (১) ধোঁকা/ধাপ্পা দেওয়া; বোকা বানানো; প্রবঞ্চনা করা; পট্টি মারা। (২) bamboozle somebody (into/out of) (doing) (something) ধোঁকা দিয়ে কিছু করানো; প্রতারণা/ছলনা করা।
- English Word ban Bengali definition [ব্যান্] (verb transitive) (banned, banning, bans) (১) নিষিদ্ধ ঘোষণা করা; নিষেধাজ্ঞা আরোপ করা। (২) ban somebody (from) (doing) (something) কারো কোনো কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করা: He was banned from (holding) meetings in the street. □(noun) (অপিচ baning-order) নিষেধাজ্ঞা; প্রতিষেধ।
- English Word banal Bengali definition [বানা:ল্ America(n) বেইন্ল্] (adjective) মামুলি; গতানুগতিক; তুচ্ছ: banal remarks. banality [বান্যালাটি] [Uncountable noun] মামুলিত্ব। [Countable noun] (plural banalities) মামুলি কথাবার্তা: exchange banalities.
- English Word banana Bengali definition [বানা:না America(n) বান্যানা] [Countable noun] কলা; কদলী। bananas (adjective) (কথ্য) বাতিকগ্রস্থ; পাগলাটে; বোকাটে; Mr Ahad is bananas because he talks to his plants. go bananas অত্যন্ত রাগান্বিত বা উত্তেজিত হওয়া: Dad will go bananas when he sees you doing this. banana skin/skins (noun) (আনুষ্ঠানিক) উচ্চমর্যাদাপূর্ণ ব্যক্তির, বিশেষত রাজনৈতিক নেতার লজ্জাজনক ত্রুটি। banana split (noun) কলা ও আইসক্রিমসহযোগে তৈরি ফলার।
- English Word banana republic Bengali definition [বানা:না রিপাবলিক] (noun) রাজনৈতিক অস্থিরতা নির্দেশক রাষ্ট্রবিজ্ঞানের একটি টার্ম। - ১৯০৪ সালে মার্কিন লেখক ও’হেনরি টার্মটি চালু করেন: The woman who presided over a voting failure that would disgrace a banana republic has gone.
- English Word band Bengali definition [ব্যান্ড্] (noun) (১) বিশেষত জিনিসপত্র একত্র বাঁধার জন্য কিংবা কোনো বস্তুর শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে তার চারদিকে পেঁচানোর জন্য চ্যাপটা পাতলা উপকরণ; বন্ধন; বন্ধনী; পাশ; বলয়; ফিতা; ফেটা: iron/rubber bands. band-saw (noun) (প্রকৌশল) ইস্পাতের ঘূর্ণ্যমান বলয়বিশিষ্ট যন্ত্রচালিত করাতবিশেষ; ফিতা করাত। (২) পরিধেয় বস্ত্রের অংশস্বরূপ কাপড়ের চ্যাপটা, পাতলা ফালি; বন্ধনী; পটি: neck band and wrist bands, শার্টের গলা ও কবজিবন্ধনী। (৩) কোনো বস্তুর বাকি অংশ থেকে ভিন্ন রং বা নকশার রেখা বা খণ্ডক; বলয়: a white plate with a pink band round the edge. (৪) অভিন্ন উদ্দেশ্যে একজন দলপতির অধীনে সংঘবদ্ধ ব্যক্তিদের সমষ্টি; দল; ঝাঁক; পাল; জোট: a band of robbers fugitives. (৫) একত্রে বাজনা বাজায় এমন ব্যক্তিদের সমষ্টি; বাদকদল: a brass band. সুষির বাদ্যবৃন্দ; a dance band, নাচের বাদ্যবৃন্দ; a jazz band; জাজ বাদ্যবৃন্দ। bandmaster [ব্যান্ড্মা:স্টা(র্)] (noun) বাদনাধ্যক্ষ; তূর্যাচার্য। bandsman [ব্যান্ড্স্মান্] (noun) (plural bandsmen) বাদকদলের সদস্য। bandstand [ব্যান্ড্স্ট্যান্ড্] (noun) বাদনমঞ্চ। bandwagon (noun) (বিশেষত রাজনৈতিক দলের) শোভাযাত্রার অগ্রভাগে বাদকদল-বহনকারী শকট; বাজনার গাড়ি। climb/jump on/abroad the bandwagon সাফল্যের আপাত সম্ভাবনা দেখে কোনো উদযোগে শরিক হওয়া; অনুকূল স্রোতে নৌকা ভাসানো। (৬) (বেতার; wave-band-এর সংক্ষেপ) শব্দতরঙ্গের কম্পাঙ্কের যতটা পরিমাণ গ্রাহকযন্ত্রে একসঙ্গে ধরা যায়, ব্যান্ড: the 1 9-metre band. □(verb transitive), (verb intransitive) (১) পটি; বন্ধনী; ফিতা ইত্যাদি দিয়ে বাঁধা। (২) band together with পাকানো/বাঁধা; জোট বাঁধা; ঘোঁট পাকানো: band with others to do something. They band together to talk about liberation.
- English Word band-aid Bengali definition [ব্যান্ডেইড্] [Countable noun, Uncountable noun] (Proprietary name) (America(n)) বিশেষ ধরণের প্লাস্টার যা পটিকে ত্বকের সঙ্গে সেঁটে রাখে; ব্যান্ডএইড; পট্টসহায়।
- English Word bandage Bengali definition [ব্যান্ডিজ্] (noun) ক্ষত বা আঘাতস্থলে বাঁধার জন্য কাপড় ইত্যাদির ফালি; পটি; পট্টক; বন্ধনক্রিয়া। (verb transitive) bandage (up) পটি বাঁধা।
- English Word bandanna Bengali definition [ব্যান্ড্যানা] (noun) সাধারণত কণ্ঠদেশে পরিধেয় হলুদ বা লাল ফুটকিওয়ালা উজ্জ্বল বর্ণের চৌকা বস্ত্রখণ্ডবিশেষ; গ্রীবাবেষ্টনী।
- English Word bandbox Bengali definition [ব্যান্ড্বক্স্] (noun) স্ত্রীলোকের টুপি, ফিতা ইত্যাদি রাখার জন্য পিচবোর্ডের হালকা বাক্সবিশেষ; টুপির বাক্স।
- English Word bandeau Bengali definition [ব্যান্ডো America(n) ব্যান্ডো] (noun) (plural bandeaux [ব্যান্ডোজ্ America(n) ব্যান্ডোজ্]) (মেয়েদের) চুলের ফিতা।
- English Word bandh Bengali definition [বান্ড্] (noun) ভারতের বিভিন্ন রাজ্যে প্রচলিত হরতালের সমতুল শব্দ; বন্ধ: Bandh cripples life in Punjab of India.
- English Word bandicoot Bengali definition [ব্যান্ডিকূট্] (noun) ধেড়ে ইঁদুর।
- English Word bandit Bengali definition [ব্যান্ডিট] (noun) দস্যু (বিশেষত যারা অরণ্যে বা পার্বত্যপথে পথিকদের এবং আজকের দিনে ব্যাংক বা অফিস আক্রমণ করে), পথতস্কর; লুটেল; লুটেরা; ডাকাত; রাহাজান। banditry [Uncountable noun] দস্যুতা; ডাকাতি; রাহাজানি।
- English Word bandoleer, bandolier Bengali definition [ব্যান্ডালিআ(র্)] (noun) বন্দুকের গুলি রাখার জন্য কাঁধ থেকে কোমর পর্যন্ত আড়াআড়িভাবে পরিধেয় ছোট ছোট কোষবিশিষ্ট বন্ধনীবিশেষ; ফালিস্কা।
- English Word bandwidth Bengali definition [ব্যানডউইট্থ] (noun) (plural bandwidths) (১) এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের হারই ব্যান্ডউইডথ। এটা ডাটা ট্রান্সমিশন স্পিড নামেও পরিচিত: All of these mega-trends consume enormous amounts of bandwidth. (২) মানসিক সামর্থ্য বা বুদ্ধিমত্তা: Don’t listen to him- he has really low bandwidth. (৩) ব্যক্তি সামর্থ্য (বিশেষত যিনি একই সময়ে একাধিক বিষয় নিয়ে চিন্তা করতে পারেন অথবা একাধিক বিষয় সামলাতে পারেন): Shila doesn’t have the bandwidth to make those kinds of decisions.
- English Word bandy 1 Bengali definition [ব্যান্ডি] (verb transitive) (past tense, past participle bandied) (সেকেলে) (কিল, চড়, ঘুষি, কটূক্তি ইত্যাদি) বিনিময় করা। have one’s name bandied about bandy (নিন্দার্থে) কারো নাম লোকের মুখে মুখে ফেরা; জনশ্রুতির বিষয় হওয়া। bandy a story about গল্প/কাহিনী লোকের মুখে মুখে ইতস্তত ছড়ানো। bandy words with somebody কথা কাটাকাটি করা; তর্কাতর্কি করা।
- English Word bandy 2 Bengali definition [ব্যান্ডি] (adjective) (পা সম্বন্ধে) হাঁটুর কাছে বাইরের দিকে বাঁকানো। bandy-legged (adjective) (মানুষ বা জন্তু সম্বন্ধে) প্রগতজানু; বাঁকা হাঁটু।
- English Word bane Bengali definition [বেইন্] [Uncountable noun] (১) (কেবল সমাসবদ্ধ পদে) বিষ: rat’s-bane. (২) সর্বনাশ বা দুর্দশার হেতু: Gambling was the bane of his life, জুয়াখেলাই তার সর্বনাশ করেছে। baneful [বেইন্ফুল] (adjective) পাপ; অশুভ: a baneful influence. banefully [বেইন্ফুলি] (adverb) অকল্যাণকররূপে।
- English Word bang 1 Bengali definition [ব্যাঙ্] (noun) প্রচন্ড আঘাত; অভিঘাত; চোট; আকস্মিক উচ্চশব্দ: He knocked his head against the wall and got a nasty bang on the forehead. She left the room shutting the door with a bang, দুম/খটাশ করে। The handgrenade went off with a bang, গুড়ুম করে। go off with a bang (British/Britain কথ্য); go (over) with a bang (America(n) কথ্য) (অনুষ্ঠান ইত্যাদি সম্বন্ধে) সাফল্যমণ্ডিত হওয়া; অত্যন্ত মনোজ্ঞ হওয়া; আলোড়ন সৃষ্টি করা। □(verb transitive), (verb intransitive) (১) প্রচন্ড আঘাত হানা; দড়াম/দুম/ খটাস করে বা উচ্চশব্দে বন্ধ করা: Who is banging at the door? It is useless to try to bang grammar into the heads of young children. (২) উচ্চ আওয়াজ করা: The big guns banged, গর্জন করে উঠল। Our troops were banging away at the enemy, অবিরাম গুলিবর্ষণ করছিল। □(adverb), (interjection): go bang প্রচন্ড শব্দে ফেটে পড়া; bang in the middle; ঠিক মাঝখানে; come bang up against something; কোনো কিছুর সঙ্গে প্রচন্ড ধাক্কা খাওয়া।
- English Word bang 2 Bengali definition [ব্যাঙ্] (verb transitive) (সামনের চুল) চৌকা করে ছাঁটা: The young girl likes to have her hair banged. [Countable noun] চৌকা করে ছাঁটা চুল।