B পৃষ্ঠা ৫
- English Word banger Bengali definition [ব্যাঙা(র্)] (noun) (১) (অপশব্দ) পাতলা নলাকার আবরণীর মধ্যে মশলাযুক্ত মাংসের পুর দিয়ে তৈরি খাদ্যবিশেষ; সসেজ। (২) উচ্চশব্দ আতসবাজি; গুড়ুমবাজি; হাউই। (৩) পুরনো ভাঙাচোরা গাড়ি।
- English Word Bangla Bengali definition [বাঙ্লা] [Uncountable noun] (১) বাংলা ভাষা। (২) বাংলাদেশ। □(adjective) বাংলাদেশ ও বাংলা। ভাষাসম্পর্কিত।
- English Word Bangla-wash Bengali definition [বাংলা-ওঅশ] (noun) বাংলাওয়াশ শব্দটি ক্রিকেটের বহুল প্রচলিত হোয়াইটওয়াশ শব্দের বাংলা সংস্করণ। ক্রিকেটে কোনো দলকে সবকটি ম্যাচে হারানোই হোয়াইটওয়াশ। (২০১০) সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশি ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খান এই শব্দটি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেন। শব্দটি এখন বাংলাদেশি ক্রিকেটারদের আধিপত্য ও মর্যাদার প্রতীক: Poor Pakistan cricket team was bangla-washed by Bangladesh Tigers.
- English Word Bangladeshi Bengali definition [বাঙ্লাদেশি] (adjective) বাংলাদেশের নাগরিক; বাংলাদেশবিষয়ক।
- English Word bangle Bengali definition [ব্যাঙ্গ্ল্] (noun) (হাতে) বালা; অনন্ত; কঙ্কণ; চুড়ি; (পায়ে) মল।
- English Word bania Bengali definition [বেনিআ] (অপিচ baniya [বেনিআ]) (noun) (১) ব্যবসায়ী; বেনিয়া। (২) (অপশব্দ) অর্থলিপ্সু ব্যক্তি।
- English Word banian; banyan Bengali definition [ব্যানিআন্] (noun) (অপিচ banian -tree) বটগাছ।
- English Word banish Bengali definition [ব্যানিশ্] (verb transitive) (১) banish (from) (দণ্ডরূপে) উদ্বাসিত/নির্বাসিত/বিবাসিত করা। (২) (মন থেকে) দূর/নিরাকৃত/বিতাড়িত করা। banishment; [Uncountable noun] উদ্বাসন; প্রব্রজন; নির্বাসন; বিবাসন; নিরাকরণ; বিতাড়ন।
- English Word banister Bengali definition [ব্যানিস্টা(র্)] (noun) রেলিংয়ের শিক বা গরাদে; (plural) পরিক্ষেপ; রেলিং।
- English Word banjo Bengali definition [ব্যান্জো (noun) (plural 'banjos' বা 'banjoes') তারের বাদ্যযন্ত্রবিশেষ; ব্যানজো।
- English Word bank 1 Bengali definition [ব্যাঙ্ক্] [Countable noun] (১) (নদী বা খালের) তীর; তট; কূল; কিনার। (২) ঢালু জমি বা মাটি, যা অনেক সময় সীমানা বা বিভাজন রচনা করে; ঢাল: low banks of earth between rice fields. (৩)(অপিচ sand bank) সমুদ্রগর্ভের অংশবিশেষ, যা পারিপার্শ্বিক ভূমি থেকে উচ্চতর এবং যেখানে ভাটার সময়ে ছাড়া জাহাজ চলাচলের জন্য পর্যাপ্ত পানি থাকে; গাধভূমি; মগ্নচড়া: (খনি) ভূগর্ভের যে স্তরে কয়লা কাটা হচ্ছে; কয়লাপীঠ। (৪) বিশেষত বায়ুপ্রবাহের দ্বারা গঠিত, সমতল চূড়াবিশিষ্ট মেঘপুঞ্জ বা তুষারস্তূপ। (৫) মোড় ফেরার সময়ে ঝুঁকি কমাতে রাস্তার ঢাল, যাতে গাড়ি না উলটায়।
- English Word bank 2 Bengali definition [ব্যাঙ্ক্] (verb transitive), (verb intransitive) (১) bank up (ক) স্তূপীকৃত বা রাশীকৃত হওয়া: The clouds have banked up. (খ) (নদী ইত্যাদির) জল বাঁধ দিয়ে আটকানো; বেড়ি দেওয়া। (গ) (উনুন বা অগ্নিকুন্ডে আগুন যাতে অনেকক্ষণ ধরে জ্বলে সেজন্য) কয়লার গুঁড়া ইত্যাদি স্তূপীকৃত করা। (২) (মোটরগাড়ি বা উড়োজাহাজ সম্বন্ধে) বিশেষত মোড় ফেরার সময়ে কাত হয়ে চলা।
- English Word bank 3 Bengali definition [ব্যাঙ্ক্] (noun) (১) ব্যাংক। the Bank ইংল্যান্ডের সরকারি ব্যাংক; have money in the bank, ব্যাংকে সঞ্চয় থাকা; bank clerk ব্যাংকের কেরানি। bank-bill (noun) যে প্রতিজ্ঞাপত্রবলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে অর্থ আদায় করে; ব্যাংকের প্রতিজ্ঞাপত্র বা হুন্ডি; ব্যাংকবিল। bank-book (noun) (অপিচ passbook) গ্রাহকের ব্যাংকের হিসাবের বিবরণসংবলিত পুস্তক; ব্যাংক বই। bank card (noun) (একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত) গ্রাহকের চেক পরিশোধের নিশ্চয়তাসংবলিত (কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত) কার্ড; ব্যাংক কার্ড। bank draft = bank bill. bank holiday (noun) (সাপ্তাহিক ছুটির দিন বাদে) যেসব দিন রাষ্ট্রীয় বিধানবলে ব্যাংকসমূহ বন্ধ থাকে; ব্যাংকের ছুটি। bank note (noun) ব্যাংক কর্তৃক প্রবর্তিত কাগজের টাকা; ব্যাংকনোট। bank-rate (noun) হুন্ডি, বিল ইত্যাদি আদায়ের জন্য সরকারি ব্যাংক কর্তৃক গৃহীত বাটার হার। bankroll (noun) টাকার তাড়া। merchant bank (noun) বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠানে অর্থের জোগান দেওয়া যে ব্যাংকের বিশেষত্ব; বাণিজ্য ব্যাংক। (২) জুয়ার টেবিলের অধিকারীর হস্তগত অর্থ, যা থেকে সে বিজেতার প্রাপ্য পরিশোধ করে; পুঞ্জি। (৩) সংরক্ষিত সঞ্চয়; সংরক্ষণস্থল; ভাণ্ডার। blood bank (noun) রক্তভাণ্ডার।
- English Word bank 4 Bengali definition [ব্যাঙ্ক্] (verb transitive), (verb intransitive) (১) ব্যাংকে (গচ্ছিত) রাখা। (২) bank (with) ব্যাংকে টাকা রাখা: Do you bank with the People’s Bank? (৩) bank on/upon ভরসা করা: He is banking on his father’s assistance. banker (noun) কোনো ব্যাংকের মালিক, অংশী, অধ্যক্ষ বা পরিচালক; ব্যাংক ব্যবসায়ী; (জুয়াখেলা) পুঁজিরক্ষক। banker’s card, দ্রষ্টব্য bank 3 (১) ভুক্তিতে bank card. banker’s order = standing order. দ্রষ্টব্য standing (১)। banking (noun) ব্যাংক-ব্যাবসা: banking hours, ব্যাংকের লেনদেনের সময় (যেমন সকাল ১০টা থেকে বিকাল ৪টা)
- English Word bank 5 Bengali definition [ব্যাঙ্ক্] (noun) (১) (চাবি, সুইচ) সারি; পঙ্ক্তি: a three-bank typewriter. (২) (প্রাচীন গ্রিক ও রোমকদের রণতরিতে দাঁড়িদের) আসনপঙ্ক্তি। (৩) ইনজিনে সিলিন্ডারের সারি।
- English Word bankrupt Bengali definition [ব্যাঙ্ক্রাপ্ট্] (noun) (আইন সম্বন্ধীয়) আদালত কর্তৃক ঋণ পরিশোধে অসমর্থ বলে ঘোষিত ব্যক্তি, যার বিষয়সম্পত্তি তার পাওনাদারদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়; দেউলিয়া। □(adjective) (১) দেউলিয়া; হৃতসর্বস্ব। go bankrupt দেউলিয়া হওয়া; সর্বস্বান্ত হওয়া। (২) bankrupt in/of -হীন; শূন্য। □(verb transitive) দেউলিয়া করা। bankruptcy [ব্যাঙক্রাপ্সি] [Uncountable noun] দেউলিয়াত্ব; [Countable noun] (plural bankruptcies) দেউলিয়াত্বের ঘটনা: reported three bankruptcies this week.
- English Word banner Bengali definition [ব্যানা(র্)] (noun) (১) পতাকা; ধ্বজা; ঝাণ্ডা; অবচূড় (বর্তমানে প্রধানত লাক্ষণিক): banner of human rights. under the banner (of) পতাকাতলে। (২) নীতি, স্লোগান ইত্যাদি প্রচারিত করার জন্য (ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি) শোভাযাত্রার পুরোভাগে সাধারণত দুটি দণ্ডের শীর্ষদেশে স্থাপিত পতাকা বা বিজ্ঞপ্তি; ঝাণ্ডা; কেতন। banner headline (সংবাদপত্রে) বড় বড় হরফে মুদ্রিত সুপ্রকট শিরোনাম; প্রশস্ত শিরোনাম।
- English Word bannister Bengali definition (noun) = banister.
- English Word banns Bengali definition [ব্যান্জ্] (noun) (plural) দুই ব্যক্তি পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, এই মর্মে গির্জার বিজ্ঞপ্তি; বিবাহবিজ্ঞপ্তি: put up/publish the banns; have one’s banns called. forbid the banns প্রস্তাবিত বিবাহে বিরোধিতা করা।
- English Word banquet Bengali definition [ব্যাঙ্কোয়িট্] (noun) সাধারণত বিশেষ উপলক্ষে আয়োজিত বক্তৃতাদিসমেত ভূরিভোজন; সম্ভোজন: a wedding banquet. □(verb transitive), (verb intransitive) (কারো সম্মানে) ভোজের আয়োজন করা; সম্ভোজনে/ভোজসভায় অংশ নেওয়া বা শরিক হওয়া; ভূরিভোজন করা।
- English Word banshee Bengali definition [ব্যান্শী (America(n) ব্যান্শী] (noun) (আয়ারল্যান্ডে এবং স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলে) আশরীরী আত্মা; লোকবিশ্বাস অনুযায়ী যে ঘরে এর কান্না শোনা যায়, সে ঘরে অচিরেই কেউ মারা যায়।
- English Word bantam Bengali definition [ব্যান্টাম্] (noun) (১) ছোট আকারের গৃহপালিত কুক্কুটবিশেষ, বিশেষত এই জাতের লড়াকু পুরুষ মোরগ; বামন মোরগ। bantam weight (noun) - ১১২ থেকে ১১৮ পাউন্ড শারীরিক ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা।
- English Word banter Bengali definition [ব্যান্টা(র্)] (verb transitive), (verb intransitive) ঠাট্টা বা পরিহাস করা। □ [Uncountable noun] ঠাট্টা; পরিহাস। bantering (adjective) পরিহাসমূলক; পরিহাসরসিক; পরিহাসপ্রিয়। banteringly (adverb) পরিহাসচ্ছলে; ঠাট্টাচ্ছলে।
- English Word Bantu Bengali definition [ব্যান্টূ America(n) ব্যান্টূ] (adjective), (noun) মধ্য ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি পরস্পরসম্পর্কিত জনগোষ্ঠী এবং তাদের ভাষা (সম্পর্কিত); বান্টু।
- English Word banyan Bengali definition (noun)= banian.
- English Word baobab Bengali definition [বেইআব্যাব্ America(n) বাউব্যাব্] (noun) উষ্ণমণ্ডলীয় আফ্রিকার বিশাল কাণ্ডবিশিষ্ট বৃক্ষবিশেষ; বাওবাব।
- English Word bap Bengali definition [ব্যাপ্] (noun) গোলাকার নরম রুটিবিশেষ।
- English Word baptism Bengali definition [ব্যাপ্টিজাম্] [Uncountable noun, Countable noun] (১) খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠানবিশেষ, যেখানে কোনো ব্যক্তিকে পবিত্র পানিতে গোসল করিয়ে খ্রিষ্টীয় ধর্মসংঘের সদস্য করে নেওয়া হয়; সাধারনত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিকে (পারিবারিক নামের অতিরিক্ত) এক বা একাধিক নামও দেওয়া হয়। (২) (লাক্ষণিক) জীবনে যেকোনো নতুন ধরণের অভিজ্ঞতা: a soldier’s baptism of fire. তার জীবনের প্রথম রণঅভিজ্ঞতা; অগ্নিদীক্ষা। baptismal (adjective) পবিত্র অভিসিঞ্চনকালীন বা অভিসিঞ্চনসংক্রান্ত: baptismal name/water/font.
- English Word Baptist Bengali definition [ব্যাপ্টিস্ট্] (noun), (adjective) খ্রিষ্টধর্মের শাখাবিশেষ এবং এই শাখার সদস্য (সম্বন্ধীয়- এরা শিশুদের দীক্ষার বিরোধী, এরা বিশ্বাস করেন যে এই অনুষ্ঠান এমন বয়সে হওয়া উচিত যখন একজন ব্যক্তি এর তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম এবং এরা সংশ্লিষ্ট ব্যক্তির সর্বাঙ্গ পানিতে ডুবিয়ে দীক্ষাদানের পক্ষপাতী; ব্যাপ্টিস্ট।
- English Word baptize Bengali definition [ব্যাপ্টাইজ্] (verb transitive) (১) (কাউকে) অভিসিঞ্চিত করা বা দীক্ষাদান করা; দীক্ষিত করা। (২) কোনো ব্যক্তিকে খ্রিষ্টধর্মের বিশেষ কোনো শাখার অন্তর্ভুক্ত করা: He was baptized a Roman Catholic. (৩) দীক্ষাদানকালে কোনো শিশুর নামকরণ: She was baptized Jane Collins.