B পৃষ্ঠা ৯
- English Word baste 2 Bengali definition [বেইস্ট] (verb transitive) bastemeat রান্না করার সময়ে মাংস থেকে যে তেল বা চর্বি এবং রস বের করা হয় তা ঐ মাংসের উপর ছড়িয়ে দেওয়া।
- English Word baste 3 Bengali definition [বেইস্ট] (verb transitive) লাঠি বা কঞ্চি দিয়ে মারা, প্রহার করা, আঘাত করা বা পেটানো।
- English Word bastinado Bengali definition [ব্যাসটিনা:ডৌ] (noun) (plural bastinadoes) পায়ের তলায় বেত্রাঘাত। □(verb transitive) এভাবে বেত মেরে শাস্তি দেওয়া।
- English Word bastion Bengali definition [ব্যাস্টিআন] (noun) দুর্গের যে অংশ মূল দুর্গ থেকে কিছুটা বাইরে; বুরুজ; (লাক্ষণিক) শত্রুপক্ষীয় অঞ্চলের কাছাকাছি সুরক্ষিত সামরিক ঘাঁটি বা কেন্দ্র; (লাক্ষণিক) ধ্বংস বা পরিবর্তন থেকে রক্ষা করা গেছে এমন কিছু।
- English Word bat 1 Bengali definition [ব্যাট্] (noun) বাদুড়। have bats in the belfry (অপশব্দ) ছিটগ্রস্থ হওয়া; পাগলাটে। as blind as a bat (প্রবচন) কোনো কিছু স্পষ্ট দেখতে না-পাওয়া; অন্ধ হওয়া।
- English Word bat 2 Bengali definition [ব্যাট্] (noun) (১) ক্রিকেট বা বেইসবল খেলায় ব্যবহৃত কাঠের লাঠি বা ব্যাট। carry one’s bat (ক্রিকেট) খেলার শেষ পর্যন্ত আউট বা পরাজিত না-হওয়া। do something off one’s bat (লাক্ষণিক) কোনো সাহায্য ছাড়াই কিছু করা; নিজে নিজে কাজ সমাধা করা। (২) batsman [ব্যাট্সম্যান্] (noun) (plural batmen) ক্রিকেট খেলায় যে খেলোয়াড় ব্যাট করে। (৩) (বিমান) বিমান অবতরণের পর যে ব্যক্তি গোল চাকতির মতো দুই কাঠের ব্যাট দিয়ে ইঙ্গিতে বিমানটিকে স্থান নির্দেশ করে।
- English Word bat 3 Bengali definition [ব্যাট্] (noun) go off at a terrific/rare bat (অপশব্দ) অত্যন্ত দ্রুত তালে।
- English Word bat 4 Bengali definition [ব্যাট্] (verb transitive) (অপশব্দ) চোখ পিটপিট করা। not bat an eyelid (ক) একেবারে নিদ্রাহীনভাবে কাটানো। (খ) বিস্ময় প্রকাশ না-করা।
- English Word batch Bengali definition [ব্যাচ্] (noun) (১) এক থোকে সেকা রুটি, কেক ইত্যাদি। (২) দল; গোছা; থোকা। batch processing; [Uncountable noun] (কম্পিউটার) ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই ক্রমানুসারে বিভিন্ন কাজ কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ।
- English Word bate Bengali definition [বেইট্] (verb transitive) = abate. □(verb transitive) (কম্পিউটার) কম্পিউটারের অনেকগুলি কাজ এমনভাবে গুচ্ছবদ্ধ করা যাতে সেগুলি ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই পরপর প্রক্রিয়াজাত হতে পারে। with bated breath রুদ্ধনিশ্বাসে (অপেক্ষা করা, উদগ্রীব থাকা)।
- English Word bath Bengali definition [বা:থ্] (noun) (plural baths বা:থ্জ্ America(n) ব্যাথজ্) (১) স্নান; গোসল। bathmat স্নান বা গোসল করার টবের পাশে রাখা মাদুর যার উপর স্নান শেষে দাঁড়ানো যায়। bathrobe (noun) স্নান করার আগে বা পরে পরার জন্য ঢিলা পোশাক বা আংরাখা। bathtub (noun) বড় আয়তকার পাত্র বা টব যার ভিতর পানি ধরে শুয়ে বা বসে স্নান করা হয়। bathroom (noun) স্নানাগার। bathhouse (noun) জনসাধারণের ব্যবহারের জন্য স্নানগৃহ।
- English Word Bath Bengali definition [বা:থ্] (noun) পশ্চিম ইংল্যান্ডের শহর যেখানে খনিজপানির ঝরণা আছে। Bath chair (noun) পঙ্গু ও রুগ্ণদের বহন করার জন্য তিন চাকা লাগানো চেয়ার যা হাত দিয়ে ঠেলা যায়।
- English Word bathe Bengali definition [বেইদ] (verb transitive), (verb intransitive) (১) পানিতে স্নান বা গোসল করানো; পানিতে চোবানো/ডোবানো/ভোজানো। (২) be bathed in পানি বা আলো দ্বারা স্নাত হওয়া: be bathed in tears; be bathed in sweats; be bathed in sunshine; etc. (৩) সমুদ্র, নদী, পুকুর ইত্যাদিতে গোসল বা জলক্রীড়ার জন্য যাওয়া। bather [বেইদ(র্)] (noun) স্নানকারী।
- English Word bathing Bengali definition [বেইদিঙ্] (noun) গোসল; স্নান; সমুদ্রে গোসল বা স্নান। bathing cap (noun) স্নান করার সময়ে (মেয়েদের) চুল ঢেকে রাখার টুপি। bathing costume/suit (noun) স্নানের পোশাক। (তুলনীয় bikini, swimming-trunks). bathing machine (noun) চাকাযুক্ত কুটির যা পানির ধার পর্যন্ত টেনে নিয়ে স্নানকারীরা (আগের দিনে) পোশাক পরিবর্তন করত।
- English Word bathorse Bengali definition [ব্যাট্হোস] (noun) সেনানায়কদের মালপত্র বহনের জন্য ব্যবহৃত ঘোড়া।
- English Word bathos Bengali definition [বেইথস্] [Uncountable noun] (আলংকারিক অর্থ) রচনা বা বক্তব্যে দারুণ হৃদয়গ্রাহী বা গভীর বিষয় থেকে হঠাৎ লঘু বিষয়ে চলে আসা। bathetic (adjective).
- English Word bathysphere Bengali definition [ব্যাথিস্ফিআ(র্)] (noun) অত্যান্ত শক্তিশালীভাবে প্রস্তুত বড় ফাঁকা খাঁচা বা কুঠরি যা সমুদ্রের গভীরে নামানো যায় এবং যার মধ্যে বসে বিজ্ঞানীরা সাগরের তলদেশের জীবনযাত্রা পর্যবেক্ষন করেন।
- English Word batik Bengali definition [বাটীক্] [Uncountable noun] কাপড়ের যে অংশে রঙের ছাপ দেওয়া হবে না, সে অংশগুলো মোম দিয়ে ঢেকে নকশা করার প্রণালি (জাভাতে উদ্ভাবিত); এভাবে নকশা-করা কাপড়।
- English Word batiste Bengali definition [ব্যাটীস্ট্] [Uncountable noun] মিহি পাতলা লিনেন বা সুতি কাপড়; উৎকৃষ্টমানের বস্ত্রবিশেষ।
- English Word batman Bengali definition [ব্যাট্মান] (noun) (plural batmen) সামরিক অফিসারদের নিজস্ব পরিচারক বা চাকর।
- English Word baton Bengali definition [ব্যাটান্ America(n) বাটন্] (noun) (১) পুলিশদের ছোট মোটা লাঠি যা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়; সোঁটা। (২) বাদকদলের নেতা যিনি চিকন লাঠি ব্যবহার করেন। (৩) কোনো দফতরের প্রতীক। baton charge(s) লাঠি হাতে অনেক পুলিশের আক্রমণাত্মক মনোভাব নিয়ে যৌথ অভিযান। baton round (noun) আক্রমণাত্মক ও উদ্ধত জনসাধারণ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাবার বা প্লাস্টিক বুলেট।
- English Word bats Bengali definition [ব্যাট্স্] (predicatively adjective) (অপশব্দ) পাগল; মাথা খারাপ। অপিচ দ্রষ্টব্য bat 1.
- English Word batsman Bengali definition [ব্যাট্সমান্] (noun) (plural batsmen) ক্রিকেটে যে খেলোয়াড়ের ব্যাট করার পালা; যে ক্রিকেট খেলোয়াড় ব্যাট করায় বিশেষ পারদর্শী।
- English Word battalion Bengali definition [বাট্যালিআন্] (noun) রণসজ্জায় সজ্জিত বিশাল সেনাদল; কতিপয় কোম্পানির সমন্বয়ে গঠিত ও রেজিমেন্ট বা ব্রিগেডের অংশ একটি বড় সেনাদল; একই উদ্দেশ্যে বা কাজে সংঘবদ্ধ জনতা।
- English Word batten 1 Bengali definition [ব্যাটন্] (noun) অন্য তক্তা বা বোর্ড ঠিক জায়গায় আটকে রাখার জন্য আড়াআড়িভাবে যে তক্তা পেরেক দিয়ে আটকানো হয়; উঁচুতে অবস্থিত আধা দরজা (বিশেষত জাহাজে) ঢেকে রাখার জন্য তেরপল আটকানোর তক্তা। batten something (down) কোনো কিছু দিয়ে মজবুত বা সুরক্ষিত করা।
- English Word batten 2 Bengali definition [ব্যাটন্] (verb transitive) batten on/upon অন্যকে ব্যবহার করে তার অসুবিধা বা ক্ষতি করে নিজের ফায়দা লোটা।
- English Word batter 1 Bengali definition [ব্যাটা(র্)] (verb transitive), (verb intransitive) ভাঙা বা চূর্ণ করার জন্য বারবার আঘাত হানা; ভেঙে কোনো বস্তুর আকার নষ্ট করা: The heavy waves have battered the wrecked ship to pieces. battering ram [ব্যাটারিঙ্ র্যাম] (noun) মাথায় লোহার পাতযুক্ত বড় ও ভারী কাষ্ঠখণ্ড যা দিয়ে প্রাচীনকালে দেওয়াল চূর্ণ করা হতো; দুরমুশ। batter something down কোনো বস্তুকে ভেঙে চূর্ণ করার পূর্ব পর্যন্ত ক্রমাগত আঘাত করা: If they won’t let us in we may have to batter the door down.
- English Word batter 2 Bengali definition [ব্যাটা(র)] [Uncountable noun] রান্নায় ব্যবহারের জন্য ময়দা, ডিম, দুধ ইত্যাদি একসঙ্গে মেখে তৈরি করা এক রকম মণ্ড।
- English Word battery Bengali definition [ব্যাটারি] (noun) (plural batteries) (১) সাজসরঞ্জাম; যানবাহন ও লোকবলসহ কামানশ্রেণী। (২) যুদ্ধজাহাজের উপর সজ্জিত কামানশ্রেণী বা উপকূলীয় প্রতিরক্ষায় নিয়োজিত কামানশ্রেণী। (৩) গোলন্দাজবাহিনী। (৪) বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত বহনযোগ্য যন্ত্রবিশেষ; ব্যাটারি: The battery is dead. Does your battery need recharging? (৫) সেট হিসেবে ব্যবহৃত একই ধরনের বাসনকোসন বা যন্ত্রপাতি: batteries of camera. (৬) assault and battery (আইন সম্বন্ধীয়) কাউকে আক্রমণ বা হুমকি দেওয়া। (৭) একই প্রকারের বাক্সের সারি যাতে ডিম পাড়ার জন্য বা পুষ্ট হতে মুরগি রাখা হয়। battery farm (noun) বাক্সশ্রেণীতে রক্ষিত মুরগির খামার। battery hen (noun) বাক্সে রাখা মুরগি।
- English Word batting Bengali definition [ব্যাটিঙ্] [Uncountable noun] চ্যাপটা প্যাডের আকারে সুতি পশম।