• Bengali Word balloon English definition [বালূন্‌] (noun) ১ বায়ু বা বায়ুর চেয়ে হালকা গ্যাসপূরিত থলে বা আবরণ; বেলুন: captive balloon, ভূমিতে রজ্জুবদ্ধ বেলুন; বন্দি বেলুন।
    balloon barrage নিচু হয়ে উড়ন্ত শত্রুপক্ষীয় বিমানের হামলা প্রতিরোধের উদ্দেশ্যে বন্দি বেলুননির্ভর ইস্পাত রজ্জুর প্রতিবন্ধকবিশেষ; বেলুনের অবরোধ। barrage‍ balloon উপর্যুক্ত উদ্দেশ্যে ব্যবহৃত বন্দী বেলুন; অবরোধক বেলুন। hot-air balloon আকাশভ্রমণের যানবিশেষ; এতে উষ্ণ গ্যাসপূর্ণ একটি বৃহৎ থলের নীচে যাত্রী বহনের জন্য একটি ঝুড়ি বা বাহন ঝুলন্ত থাকে; ব্যোমযান। balloontyre নিম্নচাপযুক্ত; অতিপ্রশস্ত; বায়ুময় চাকাবিশেষ; বেলুন টায়ার। (২) (শিশুদের রঙ্গচিত্র) সংলাপ, উৎক্রোশ ইত্যাদির জন্য বহির্লেখা; বেলুন। □(verb intransitive) বেলুনের মতো ফোলা। balloonist (noun) বেলুনচারী।