B পৃষ্ঠা ৪৩
- English Word bust 2 Bengali definition [বাস্ট্] (verb transitive), (verb intransitive) (burst-এর অপশব্দ) bust (something) গুঁড়িয়ে ফেলা; চূর্ণবিচূর্ণ করা। go bust (প্রবাদ) (ব্যক্তি বা ব্যবসায়ী সম্বন্ধে) ব্যর্থ হওয়া; কপর্দকশূন্য হওয়া; লালবাতি জ্বালানো: His company went bust owing a large amount of money. (noun) have a bust; go on the bust উদ্দাম আনন্দোৎসব। bust-up (noun) (British/Britain) কলহ; বিবাদ: They've had a bust-up and are no longer speaking to each other.
- English Word bustard Bengali definition [বাস্টাড্] (noun) দ্রুত দৌড়াতে পারে এমন বড় ধরনের পাখিবিশেষ।
- English Word bustee Bengali definition [বোস্তি] (অপিচ bastee, busti [বোস্তি]) (noun) (১) (ক) নিম্ন মানের গৃহসম্পন্ন ও ঘনবসতিপূর্ণ দরিদ্র এলাকা। (খ) উক্ত এলাকার নিম্ন মানের ঘর। (২) শ্রমিকদের বাসস্থান।
- English Word buster 1 Bengali definition [বাস্টা(র্) (noun) (যৌগশব্দে) সম্পূর্ণ ধ্বংস সাধনে সক্ষম বোমা বা গোলা: dam-buster, সেতুভঞ্জক; tank-buster ট্যাংক-ভঞ্জক; block-buster, গৃহপঙ্ক্তি-বিনাশক।
- English Word buster 2 Bengali definition [বাস্টা(র্) (noun) (America(n) অপশব্দ সম্বোধন) ভায়া; ব্যাটাছেলে; (= British/Britain mate 1).
- English Word bustle 1 Bengali definition [বাস্ল্] (verb intransitive), (verb transitive) ব্যস্তসমস্তভাবে চলাফেলা করা বা করানো: The inmates were bustling about/in and out। (noun) [uncountable noun] উত্তেজিত কর্মব্যস্ততা: The house was in a bustle.
- English Word busy Bengali definition [বিজি] (adjective) (busier, busiest) (১) কর্মরত; ব্যাপৃত; ব্যস্ত; কর্মব্যস্ত: He is a busy man. be busy doing (something) কোনো কাজে ব্যস্ত থাকা: I am busy gathering facts. get busy শুরু করা: He would better get busy preparing for the test. busy body (noun) (plural busybodies) অনর্থব্যস্ত; পরাধিকারচর্চাকারী। (২) কর্মব্যস্ত; কর্মচঞ্চল; কর্মমুখর; ব্যস্ত: a busy day; a busy shop. It is the busiest crossing of the city. (৩) (টেলিফোন লাইন সম্বন্ধে) ব্যস্ত। (verb transitive) busy oneself (with); busy oneself (by in) doing (something) ব্যস্ত থাকা; ব্যাপৃত হওযা/থাকা; নিজেকে ব্যস্ত রাখা; নিজকে নিয়োজিত রাখা/করা: He busied himself with running the family business. busily [বিজিল] (adverb) ব্যস্তভাবে; ব্যস্ততাসহকারে।
- English Word but 1 Bengali definition [বাট্] (adverb) শুধু; কেবল; মাত্র (এখন এই অর্থে সচরাচর only ব্যবহৃত হয়): You can but request. Can not but + infinitive (আনুষ্ঠানিক) = can only + infinitive বাধ্য হওয়া; কোনো বিকল্প না থাকা: cannot but assume that ....আমি ধরে নিতে বাধ্য হচ্ছি যে...। I could not but appreciate his courage, তার সাহসের কদর না-করে পারি নি।
- English Word but 2 Bengali definition [বাট্; জোলালো রূপ: বাট্] (conjunction) (১) (coordinating): কিন্তু; তবে। (২) (subordinating, নঞর্থক ব্যঞ্জনাবহ): He never writes a word but he carefully weighs (= সতর্কতার সঙ্গে পরিমাপ না-করে) its implications.
- English Word but 3 Bengali definition [বাট্; জোরালো রূপ: বাট্] preposition(al) (but-এর preposition(al) এবং "conjunction" রূপে প্রয়োগের মধ্যে সব সময়ে সুস্পষ্ট পার্থক্য নির্দেশ করা যায় না। ব্যক্তিবাচক সর্বনামের কর্তার রূপগুলি but-এর পরে প্রায়শ ‘বতীত’ অর্থে ব্যবহৃত হয়, যেন but একটি preposition(al)। (No one, none, nothing প্রভৃতি নঞর্থক সর্বনাম, who-এর মতো প্রশ্নবোধক সর্বনাম এবং all, every one প্রভৃতি শব্দের সঙ্গে) ব্যতিরেকে, ছাড়া: None but the brave deserve the fair. Who but my dear friend will come to my aid? first/next/last but one/two/three বাদ দিয়ে: He was the last but one to leave, but for ছাড়া, নইলে, না + অসমাপিকা ক্রিয়া: But for his timely assistance I would not be here. but that (এমন) না হলে: He would have joined the party but that he was suddenly taken ill. but then অন্যদিকে: He is not a paragon of virtue, but then he is also the most companionable person I have ever met.
- English Word but 4 Bengali definition [বাট্] relative (pronoun) (বিরল; আনুষ্ঠানিক) এমন কেউ/কিছু যে/যা....না: There is not one of them but wants to deceive us.
- English Word butane Bengali definition [বিউ্টেইন্] (noun) [uncountable noun] ধাতব আধারে সরবরাহকৃত পেট্রোলিয়মজাত গ্যাসবিশেষ; বুটেন।
- English Word butch Bengali definition [বুচ্] (adjective) (কথ্য) (স্ত্রীলোক সম্বন্ধে) পুরুষালি আচরণ ও পুরুষোচিত প্রবণতাসম্পডন্ন; মর্দানি; (পুরুষমানুষ সম্বন্ধে) অতিরিক্ত রকম পুরুষস্বভাববিশিষ্ট।
- English Word butcher Bengali definition [বুচা(র্)] (noun) (১) কসাই। butcher's meat গৃহপালিত পাখি, বুনো পশুপাখি ও বেকন ব্যতীত অন্যান্য মাংস; কসাইয়ের মাংস। the butcher's কসাইয়ের দোকান। (২) অপ্রয়োজনীয় মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি, যেমন অধীনস্থ সৈনিকদের জীবন-অপচয়কারী সেনাপতি; অকারণে, বর্বরোচিতভাবে যে হত্যা করে; কসাই। (verb transitive) নিষ্ঠুরভাবে, বিশেষত ছুরির সাহায্যে হত্যা করা; জবাই করা। butchery (noun) [uncountable noun] (১) (attributive(ly)) কসাইগিরি; কসাইয়ের পেশা। (২) অহেতুক নিষ্ঠুর হত্যাকাণ্ড; কসাইগিরি।
- English Word butler Bengali definition [বাটলা(র্)] (noun) (মদ্যপ্রকোষ্ঠ, ভাঁড়ার ঘর, মূল্যবান সামগ্রীর দায়িত্বে নিয়োজিত) প্রধান পরিচর; খানসামা।
- English Word butt 1 Bengali definition [বাট্] (noun) জালা; পিপা।
- English Word butt 2 Bengali definition [বাট্] (noun) (১) মাছ-ধরা ছিপ, বন্দুক ইত্যাদির (সাধারণত কাঠের) স্থূলতর প্রান্ত; কুঁদো; বাট। (২) সিগার, সিগারেট বা মোমবাতির অদগ্ধীভূত প্রান্ত; গোড়া; পরভাগ।
- English Word butt 3 Bengali definition [বাট্] (noun) (১) (সাধারণত definite article-সহ plural) নিশানা; লক্ষ্য; চাঁদমারি; শরব্য। (২) হাস্যকৌতুকের লক্ষ্যস্থলস্বরূপ ব্যক্তি; কৌতুকপাত্র: He is the butt of the whole village.
- English Word butt 4 Bengali definition [বাট্] (verb transitive), (verb intransitive) (১) টুঁ মারা: butt someone in the stomach. (২) (কথ্য) জোর করে অন্যদের কথোপকথন বা আসরে ঢুকে পড়া; অনাহূত শরিক হওয়া। butt into মুখোমুখি ধাক্কা খাওয়া/দেওয়া।
- English Word butter Bengali definition [বাটা(র্)] (noun) [uncountable noun] (১) মাখন; ননি। butter will/would not melt in somebody's mouth (প্রবাদ) ভাজা মাছটি উলটে খেতে জানে না। butter-bean বড় জাতের শুকনো শিমবিশেষ; শিম্বিক। buttercup (noun) হলুদ ফুলযুক্ত বুনো উদ্ভিদবিশেষ; নবনীপুট। butterfingers কোনোকিছু শক্ত করে ধরে রাখতে, বিশেষত বল ধরতে অপারগ ব্যক্তি; নবনীকর। buttermilk (noun) ঘোল। butter-oil = ghee. butter scotch (noun) [uncountable noun] চিনি ও মাখন একত্র জ্বাল দিয়ে তৈরি মিষ্টান্নবিশেষ। (২) অন্য বস্তু থেকে তৈরি মাখনসদৃশ দ্রব্য: cocoa butter; peanut butter. (verb transitive) (১) মাখন মাখানো (বিশেষত পাউরুটিতে)। দ্রষ্টব্য অপিচ bread ( 2). (২) butter (somebody) up কাউকে তেল মর্দন করা।
- English Word butterfly Bengali definition [বাটাফ্লাই] (noun) (plural butterflies) প্রজাপতি। butterfly (stroke) সাতারে হস্তসঞ্চালনের পদ্ধতিবিশেষ; দুই হাত সম্মুখে প্রসারিত করে একসঙ্গে উপর-নিচে চালনা; প্রজাপতি-তাড়ন। have butterflies (in one's stomach (কোনো দুশ্চিন্তাহেতু) পেট মোচড়ানো; বমি বমি লাগা।
- English Word buttery Bengali definition [বাটারি] (plural butteries) (কোনো কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে) যে স্থলে রুটি, মাখন, বিয়ার ইত্যাদি মজুত রাখা হয় এবং যেখান থেকে এসব পরিবেশন করা হয়।
- English Word buttock Bengali definition [বাটাক্] (noun) (১) নিতম্বের একার্ধ। (২) (plural) the buttocks পাছা; নিতম্ব; শ্রোণি।
- English Word button Bengali definition [বাট্ন্] (noun) (১) বোতাম। button hole (noun) বোতামঘর; বোতামঘরে পরিহিত ফুল। (verb transitive) (দৃষ্টি আকর্ষণের জন্য) কারো বোতামঘর চেপে ধরা; ঠেসে ধরা। button hook (noun) বোতামঘরের ভিতর দিয়ে টেনে যথাস্থানে বোতাম সন্নিবিষ্ট করার জন্য গ্রহণীবিশেষ; বোতামগ্রহণী। button wood (noun) এক ধরনের দীর্ঘ গাছ, যার ফলের আকৃতি বোতামের মতো; ঐ গাছের শক্ত, মূল্যবান কাঠ। (২) ছোট, গোলাকার বোতামসদৃশ বস্তু; বিশেষত যা বৈদ্যুতিক সংযোগস্থাপনের জন্য ব্যবহৃত হয়; বোতাম; চাবি; কান: press/push/touch the button. (৩) ক্ষুদ্র; অফুটন্ত ছত্রাক/ব্যাঙের ছাতা; ছত্রমুকুল। (৪) (plural) (কথ্য) ক্লাব, হোটেল ইত্যাদিতে অনুচর হিসাবে নিযুক্ত উদিপরা বালক; ছোকরা। দ্রষ্টব্য bellhop. (verb transitive), (verb intransitive) button (up/down)/বোতাম আঁটা/লাগানো। button up (কথ্য) অবশেষে নির্বিঘ্নে সম্পন্ন করা; সুরাহা হওয়া/করা। (buttoned-up (adjective) কথ্য) মিতবাক; মুখে চাব্-আঁটা।
- English Word buttress Bengali definition [বাট্রিস্] (noun) দেওয়ালের ঠেকনা বা আলম্ব; বহিরালম্ব; (লাক্ষণিক) আলম্ব; উপাশ্রয়; উপস্তম্ভ; ভিত্তি। (verb transitive) buttress (up) শক্তিশালী/মজবুত করা; আলম্বের সাহায্যে ধরে রাখা; (লাক্ষণিক) সমর্থন/বলবৃদ্ধি করা।
- English Word buxom Bengali definition [বাক্সাম্] (adjective) (স্ত্রীলোক সম্বন্ধে) সুন্দরী, স্বাস্থ্যবতী ও নধরকান্তি।
- English Word buy Bengali definition [বাই] (verb transitive), (verb intransitive) (১) (past tense, past participle bought [বোট্]) (১) কেনা; ক্রয়/খরিদ করা। buy (something) back কিছু বিক্রি করে আবার কিনে নেওয়া: She sold her car only to buy it back again. buy (something) in (ক) মজুত করার জন্য কিনে রাখা: buy in coal for the winter. (খ) (নিলামে অন্যদের প্রস্তাবিত দর খুব বেশি নিচু বলে বিবেচিত হলে) প্রস্তাবিত সর্বোচ্চ দরের চেয়েও বেশি দর হেঁকে (নিজ পণ্য) কিনে নেওয়া। buy (something) off অর্থের বিনিময়ে (অন্যায় দাবি বা ব্ল্যাকমেইলারের হাত থেকে) অব্যাহতি লাভ করা। buy (somebody) out কোনো পদ, সম্পত্তি কিংবা নিজ ব্যবসায়ের শরিকানা ছেড়ে দেওয়ার জন্য কাউকে অর্থ প্রদান করা। by (somebody) over ঘুষ দেওয়া বা দুর্নীতিগ্রস্ত করা। buy (something) up কোনোকিছু সম্পূর্ণত কিংবা যতটা সম্ভব কিনে ফেলা। (২) ত্যাগের বিনিময়ে অর্জন করা: He bought power and influence at the cost of his peace of mind. (noun) (কথ্য) ক্রয়: a good buy, সুলভে ক্রয়। buyer (noun) ক্রেতা। buyer's market যে অবস্থায় পণ্যের প্রাচুর্য এবং অর্থের দুষ্প্রাপ্যতার দরুন দ্রব্যমূল্যের স্বল্পতা ক্রেতার সপক্ষে কাজ করে; ক্রেতার বাজার।
- English Word buzz Bengali definition [বাজ্] (verb intransitive), (verb transitive) (১) গুঞ্জন/ভনভন করা। (২) দ্রুত বা উত্তেজিতভাবে চলা: buzz about/around. buzz off (অপশব্দ) কেটে পড়া। (৩) (কান সম্বন্ধে) বোঁ বোঁ করা। (৪) (বিমান সম্বন্ধে) হুমকিস্বরূপ অন্য কোনো বিমানের খুব কাছ দিয়ে কিংবা সামান্য উপর দিয়ে উড়ে যাওয়া: The bombers buzzed the airliner. (noun) গুঞ্জন, বন বন, বোঁ বোঁ, ঘরঘর ইত্যাদি। give somebody buzz (অপশব্দ) টেলিফোন করা। buzzer (noun) (সময়ের সংকেত, টেলিফোনের আহ্বান ইত্যাদি জ্ঞাপনের জন্য) গুঞ্জনধ্বনি সৃষ্টির বৈদ্যুতিক কৌশলবিশেষ; গুঞ্জক।
- English Word buzzard Bengali definition [বাজাড্] (noun) শ্যেনজাতীয় পাখিবিশেষ; বাজ।
- English Word by 1 Bengali definition [বাই] (adverbial particle) (১) কাছে; নিকটে: She opened the parcel when nobody was by. Standby, দ্রষ্টব্য stand 1(১৩)। (২) অতিক্রম করার ভাব: The soldiers marched by in small contingents. (৩) lay/put/set (something) by, ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দেওয়া; সঞ্চয় করা। (৪) (বাক্যাংশ) by and by পরবর্তী কালে; পরে। by the by (e), by the way (নতুন বা বিস্মৃত কোনো আলোচ্যবিষয়ের সূচনা করার জন্য ব্যবহৃত) ভালো কথা; প্রসঙ্গত; তাছাড়া। by and large মোটকথা; সামগ্রিকভাবে।