B পৃষ্ঠা ৪২
- English Word burlap Bengali definition [বাল্যাপ্] (noun) [uncountable noun] (ব্যাগ, প্রচ্ছদ ইত্যাদি তৈরি করার জন্য) মোটা ক্যানভাসবিশেষ; বার্ল্যাপ।
- English Word burlesque Bengali definition [বালেস্ক্] (noun) (১) [countable noun] কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে বই, ভাষা, ব্যক্তিবিশেষের আচরণ ইত্যাদির অনুকরণ। (২) [uncountable noun] কৌতুকজনক অনুকরণ। (৩) (America(n)) বিচিত্রানুষ্ঠান; বিনোদন-অনুষ্ঠান। দ্রষ্টব্য variety (৫)। (৪) (adjective) বা (attributive(ly) রুপে) প্রাহসনিক। (৫) (verb transitive) প্রহসিত করা।
- English Word burly Bengali definition [বালি] (adjective) স্থূলকায়; স্থূল; মহাকায়।
- English Word burn 1 Bengali definition [বান্] (noun) (স্কট) সরিৎ; ক্ষুদ্র নদী।
- English Word burn 2 Bengali definition [বান্] (verb transitive), (verb intransitive) (past tense), (past participle) 'burnt' [বান্ট্] অথবা 'burned' [বান্ড্] (adverbial particle) ও' preps-সহ প্রয়োগের জন্য নিচে ৬ দ্রষ্টব্য) (১) পোড়ানো: This engine burns diesel. (২) burn to পোড়ানো; দগ্ধ করা; পুড়িয়ে ফেলা: Don't burn your fingers while cooking. burn one's fingers, দ্রষ্টব্য finger. burning glass আতশকাচ। (৩) পোড়া; জ্বলা: The ship is burning. (৪) তাপের সাহায্যে তৈরি করা; (কোনো বস্তুকে) পুড়িয়ে কিছু তৈরি করা: burn bricks; burn a hole in a piece of cloth. (৫) পুড়ে যাওয়া; দগ্ধ/ভস্মীভূত হওয়া; পুড়ে ছাই হওয়া; (লাক্ষণিক) তীব্র আবেগ অনুভব করা; জ্বলা; (লজ্জায়) লাল হওয়া: The meat has burnt; He is burning with anger. (৬) (adverbial particle) ও preps-সহ বিশিষ্ট প্রয়োগ): burn (something) away (ক) জ্বলতে/পুড়তে থাকা: The cinder is burning away. (খ) পুড়ে/জ্বলে যাওয়া; পুড়ে/জ্বলে শেষ হওয়া; নষ্ট হওয়া: Half his face was burnt away. burn (something) down (আগুনে) পুড়ে ছাই হওয়া/করা; পুড়িয়ে ফেলা/দেওয়া: The building (was) burnt down. burn (down) (low), কম জ্বলা/পোড়া। burn (something) out (ক) (পুড়তে পুড়তে) নিবে যাওয়া: The candle burnt (itself) out; (খ) (রকেট সম্বন্ধে) জ্বালানি শেষ করে ফেলা; (গ) (বৈদ্যুতিক মোটর, কয়েল সম্বন্ধে) পুড়ে যাওয়া; (ঘ) (সাধারণত) কর্মবাচ্যে)) ভস্মীভূত হওয়া: burnt out houses. burn oneself out (অতি পরিশ্রমে, অমিতাচারে) স্বাস্থ্য নষ্ট করা; শরীর ভেঙ্গে ফেলা। (something) up (ক) জ্বলে ওঠা; প্রজ্বলিত করা: The fire burnt-up, as it came in contact with dried stalks. (খ) পুড়িয়ে ফেলা: Burn up the rubbish. (গ) (বায়ুমণ্ডলে প্রবেশী রকেট ইত্যাদি সম্বন্ধে) আগুন লেগে জ্বলে যাওয়া। burn-up (noun) (British/Britain অপশব্দ) জনপথে মোটর সাইকেলে আরোহী তরুণদের তীব্রগতি দৌড়-প্রতিযোগিতা।
- English Word burn 3 Bengali definition [বান্] (noun) দাহ; অগ্নিদাহ; অগ্নিক্ষত; পোড়া ঘা: He died of the burns he received in the fire.
- English Word burner Bengali definition [বান(র্)] (noun) (১) দহনকারী: a charcoal burner, কয়লা পোড়ায় যে। (২) চুল্লি; দাহক; তাপক; দীপক।
- English Word burning Bengali definition [বানিঙ্] (adjective) (১) তীব্র: a burning thirst. (২) উত্তেজনাকর; জ্বলন্ত; উত্তপ্ত: a burning question. (৩) কুখ্যাত; কলঙ্কজনক; গর্হিত: a burning disgrace.
- English Word burnish Bengali definition [বানিশ্] (verb transitive), (verb intransitive) (ধাতু) ঘষামাজা; সম্মার্জনা করা; উজ্জ্বলিত করা; মার্জনীয় হওয়া: This metal burnish es well.
- English Word burnous(e) Bengali definition [বানূস্] (noun) আরব ও মুরদের পরিধেয় মস্তকাবরণযুক্ত ঢিলেঢালা পরিচ্ছদ; বুর্নুস।
- English Word burp Bengali definition [বাপ্] (noun) [countable noun] (কথ্য) ঢেকুর। (verb transitive), (verb intransitive) ঢেকুর তোলা/তোলানো: burp a baby.
- English Word burr 1 Bengali definition (noun) দ্রষ্টব্য bur.
- English Word burr 2 Bengali definition [বা(র্)] (noun) (১) ঘরঘর শব্দ। burr-drill (noun) দন্তচিকিৎসকদের ব্যবহৃত দাঁত ছিদ্র করার যন্ত্রবিশেষ; দন্তবেঁধনী। (২) ‘র’ ধ্বনির প্রকট উচ্চারণ; প্রকট (গ্রামীণ) উচ্চারণ; টান।
- English Word burrow Bengali definition [বারোউ] (noun) বিবর; গর্ত। (verb intransitive), (verb transitive) burrow (into (something)) (গর্ত) খোঁড়া; (লাক্ষণিক) (কোনো গুপ্ত বিষয়ে) তদন্ত করা।
- English Word bursar Bengali definition [বাসা(র্)] (noun) (১) (বিশেষত কোনো কলেজের) ধনাধ্যক্ষ; কোষাধ্যক্ষ। (২) স্কটল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ের বৃত্তিধারী ছাত্র কিংবা উচ্চশিক্ষা অর্জনের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী; বৃত্তিভোগী ছাত্র। bursary (noun) (১) ধনাধ্যক্ষের দফতর। (২) শিক্ষার্থীকে শিক্ষার সাহায্যের জন্য প্রদত্ত অনুদান; বৃত্তি।
- English Word burst 1 Bengali definition [বাস্ট্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle burst) (adverbial particle ও 'preposition(al) -সহ প্রয়োগের জন্য নিচে ৫ দ্রষ্টব্য) (১) ফাটা; বিস্ফোরিত হওয়া; (নদীতীর) প্লাবিত হওয়া; (ফোঁড়া, বুদ্বুদ) ফাটা; (কুঁড়ি) ফোটা; উদ্ভিন্ন হওয়া; (পাতা) মেলা; উদ্ভিন্ন হওয়া। be bursting to উৎকণ্ঠিত/ব্যগ্র হওয়া: I am bursting to tell you the story. (২) ফাটানো; ফোটানো; বিস্ফোরিত করা: burst a tyre/balloon; ভাঙা: The police burst the door open. (৩) with ফেটে পড়া; টইটম্বুর হওয়া; উপচে পড়া: sacks burst with grains. the barracks are bursting with refugees. (৪) অকস্মাৎ বা বলপূর্বক পথ করে নেওয়া; ভেদ করে বেরোনো: The oil burst (= gushed) out of the ground; The stranger burst into the room. (৫) (adverbial particle ও preposition(al) সহ প্রয়োগ): burst forth, দ্রষ্টব্য burst out. burst in (on/upon) (ক) বিঘ্নিত/ব্যাহত করা: I burst in on the meeting, thinking that the room was empty. (খ) হঠাৎ উদিত হওয়া: The police will be bursting on you in no time. burst into (ক) হঠাৎ ঘটা: The aeroplane burst into flames. (খ) ফেটে পড়া; হঠাৎ শুরু করা: into tears/laughter; burst into song. (গ) burst into bloom/blossom, মঞ্জরিত/মুকুলিত হওয়া। (ঘ) burst into view/sight, হঠাৎ দৃশ্যমান হওয়া। out (into) চিৎকার করে ওঠা; কথা বলতে শুরু করা: `Would you let me finish?' he burst out (= forth). burst out laughing/crying হঠাৎ হাসতে/কাঁদতে শুরু করা। burst on/upon অকস্মাৎ/অপ্রত্যাশিতভাবে প্রত্যক্ষ হওয়া: The prospect burst upon his sight. The truth will one day burst upon you.
- English Word burst 2 Bengali definition [বাস্ট্] (noun) (১) বিস্ফোরণ; বিদারণ: the burst of a bomb. (২) সংক্ষিপ্ত; উদগ্র প্রযত্ন; দমক: a burst of energy/speed. (৩) প্রাদুর্ভাব; দমক; বিস্ফোরণ: a burst of anger/tears/applause. (৪) স্বল্পকাল স্থায়ী উৎক্ষেপণ; বর্ষণ: a burst of gunfire. (৫) দ্রষ্টব্য bust 2.
- English Word burthen Bengali definition [বাদান্] burden-এর প্রাচীন রূপ।
- English Word burton Bengali definition [বোট্ন্] (একমাত্র ব্যবহার) gone for a burton (British/Britain অপশব্দ) পটল তুলেছে; নিখোঁজ।
- English Word bury Bengali definition [বেরি] (verb transitive) (১) সমাহিত করা; কবর/গোর দেওয়া; (যাজক সম্বন্ধে) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা; (স্বজনদের সম্বন্ধে) মৃত্যুতে (স্বজন) হারানো: He has buried two wives. (২) মাটির নিচে রাখা; মাটি, পাতা ইত্যাদি দিয়ে ঢাকা; লুকানো; পুঁতে ফেলা; মাটি-চাপা দেওয়া: buried treasure; He was buried alive. bury oneself in the country গ্রামে নির্জনবাস/অজ্ঞাতবাস করা। bury oneself in one;s books/studies বইয়ে/অধ্যয়নে নিমগ্ন হওয়া। be buried in thoughts/memories of the past গভীর চিন্তায়/স্মৃতিমন্থনে নিমগ্ন হওয়া। burying ground (noun) গোরস্তন; সমাধিস্থল।
- English Word bus Bengali definition [বাস্] (noun) (১) বাস। miss the bus (কথ্য) বিলম্বের কারণে সুযোগ গ্রহণে ব্যর্থ হওয়া; অবহেলায় সুযোগ হারানো। bus man [বাস্মান্] (noun) বাসচালক। bus man's holiday যে অবকাশ স্বাভাবিক কাজকর্মেই অতিবাহিত হয়। bus stop (noun) বাসস্টপ; বাসবিরতি। (২) (অপশব্দ) উড়োজাহাজ; মোটরগাড়ি। (verb intransitive), (verb transitive) (-ss-) বাসে করে যাওয়া/নেওয়া; (বিশেষত America(n)) শিশুদের স্কুলে পরিবহণ করা।
- English Word busby Bengali definition [বাজ্বি] (noun) (plural busbies) আনুষ্ঠানিক কুচকাওয়াজে কোনো-কোনো ব্রিটিশ সেনাদলের সৈনিকদের পরিহিত পশমি টুপিবিশেষ; বাজবি।
- English Word bush Bengali definition [বুশ্] (noun) (১) [countable noun] গুল্ম; ঝোপ; ঝাড়; rose bush; fruit bushes, যেমন আঙুর; গুজবেরি। (২) [uncountable noun] (প্রায়শ the bush) বিশেষত আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় বৃক্ষগুল্মাবৃত কিংবা বৃক্ষগুল্মহীন অকর্ষিত অরণ্যভূমি; আরণ্যভূমি। অপিচ দ্রষ্টব্য telegraph. Bushman [বুশ্মান্] (noun) (plural bushmen) দক্ষিণ-পশ্চিম আফ্রিকার আদিবাসীবিশেষ; বুশম্যান। bushy (adjective) (১) তরুগুল্মাবৃত; ঝোপঝাড়ময়। (২) ঘন; নিবিড়: bushy eyebrows; লোমশ: a fox's busy tail.
- English Word bushed Bengali definition [বুশ্ট্] ped (adjective) (কথ্য) পরিশ্রান্ত; ক্লান্ত।
- English Word bushel Bengali definition [বুশ্ল্] (noun) (মেট্রিক পদ্ধতি প্রবর্তিত হওয়ার পূর্বে) শস্য ও ফলের মাপ (৮ গ্যালন); দ্রোণ; বুশেল। hide one's light under a bushel নিজ সামর্থ্য, গুণাবলি ইত্যাদি সম্পর্কে নিরভিমান হওয়া; আত্মাভিমানবর্জিত হওয়া।
- English Word busier, busiest, busily, Bengali definition দ্রষ্টব্য busy.
- English Word business Bengali definition [বিজ্নিস্] (noun) (১) [uncountable noun] ব্যবসা; কারবার; বাণিজ্য; ক্রয়বিক্রয়। on business কর্মব্যপদেশে; কার্যোপলক্ষে। business address কর্মস্থলের ঠিকানা। তুলনীয় home address। business hours লেনদেনের সময়; দৈনিক কার্যসময়। business-like শৃঙ্খলা, ক্ষিপ্রতা, যত্ন ইত্যাদির পরিচয়বহ; ব্যবসাসুলভ; কারবারি। businessman [বিজ্নিস্ম্যান্] (noun) (plural businessmen) ব্যবসায়ী; বণিক; কারবারি। (২) [countable noun] দোকান; ব্যবসা; ব্যবসাপ্রতিষ্ঠান; কারবার: He runs a wholesale business. (৩) [uncountable noun] কর্তব্য; কৃত্য; কার্য; করণীয়; দায়িত্ব: That is not my business. get down to business অত্যাবশ্যকীয় কাজ শুরু করা। mind one's own business নিজের চরকায় তেল দেওয়া। mean business আগ্রহান্বিত/আন্তরিক হওয়া। send (somebody) about his নাক গলাতে নিষেধ করে চটপট বিদায় করা। (৪) [uncountable noun] অধিকার: He has no business to say that. (৫) (indefinite article-সহ) কঠিন বিষয়/কাজ: What a business it is to make him understand! ৬ (প্রায়শ অবজ্ঞাসূচক) ব্যাপার; বিষয়; কৌশল: I am fed up with the whole business. (৭) (কথ্য): the business end of pin/chisel, etc. তীক্ষ্ম প্রান্ত; কাজের দিক। (৮) [uncountable noun] (মঞ্চ) চরিত্ররূপায়ণে নটনটীদের অঙ্গসঞ্চালন, ভাবভঙ্গি, ইঙ্গিত ইত্যাদি দ্বারা অভিনয়; আঙ্গিকাভিনয়।
- English Word busker Bengali definition [বাস্কা(র্) (noun) অর্থের প্রত্যাশায় খোলা জায়গায় অনানুষ্ঠানিকভাবে যে চিত্তবিনোদন করে, যেমন প্রেক্ষাগৃহের সামনে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে যারা নাচে, গায়।
- English Word buskin Bengali definition [বাস্কিন্] (noun) প্রাচীন ট্র্যাজিক নটনটীদের পরিধেয় উঁচু পাশযুক্ত জুতাবিশেষ; বুটজুতা।
- English Word bust 1 Bengali definition [বাস্ট্] (noun) (১) পাথর, কাঁসা, জিপসাম ইত্যাদির তৈরি আবক্ষ মূর্তি; আবক্ষ প্রতিমা; ঊর্ধ্বকায় প্রতিমা। (২) নারীবক্ষ; উত্তমাঙ্গ; বক্ষপরিধি।