B পৃষ্ঠা ৪৪
- English Word by 2 Bengali definition [বাই] (preposition(al)) (১) কাছে; পাশে; নিকটে; ধারে: The child sat by his mother. by oneself একা: I went to the sea front (all) by myself. নিচে (১২) দ্রষ্টব্য I have (something) by one কোনোকিছু হাতের কাছে রাখা/থাকা: I have a dictionary by me when I write. stand by (somebody) তাকে সমর্থন করা; তার পাশে থাকা। (২) (দিঙ্নির্ণয়কালে) দিকে: North by East, উত্তর এবং উত্তর-পূর্ব কোণের মাঝামাঝি। (৩) (চলার দিঙ্নির্দেশনায়) দিয়ে; মধ্য দিয়ে; হয়ে: He came by road. We went to Chittagong by Comilla. (৪) অতিক্রম করার ভাব (পাশ দিয়ে): He goes by the library every day. (৫) (সময় সম্বন্ধে, বিশেষত অবস্থা ও পরিস্থিতি নির্দেশের জন্য): He prefers travelling by night, রাত্রিবেলা। (৬) (সময় সম্বন্ধে) নির্ধারিত সময়ের মধ্যে; যতক্ষণে: We shall reach London by tomorrow. By the time he finishes the work you will be miles away. (৭) (সময়, দৈর্ঘ্য, ওজন, সংখ্যাবিষয়ক, (adverb) phrase তৈরি করার জন্য) হিসাবে; -এর মাপে: hire a taxi by the hour; sell eggs by the dozen; a room 10m. by 7m. (৮) দ্বারা; দিয়ে; কর্তৃক; মাধ্যমে: The building was designed by a famous architect. The turbine is turned by steam. (৯) (পথ, পরিবহণ মাধ্যম) করে, মাধ্যমে: travel by land/sea/air, by bus/car/boat; send (something) by post/hand. (১০) (শরীরের ধৃত বা স্পৃষ্ট কোনো অঙ্গ নির্দেশের জন্য): seize (somebody) by the neck; take (somebody) the hand। (১১) know/learn (something) by heart মুখস্থ করা। know (somebody) by name/reputation/sight নামে/সুখ্যাতিতে/চেহারায় চেনা। (১২) (রীতিসূচক (adverb)-এ) by accident/mistake ঘটনাক্রমে/ভুলবশত। by oneself নিজ চেষ্টায়/সাধ্যে। উপরে (১) দ্রষ্টব্য । (১৩) অনুযায়ী; অনুসারে; -ক্রমে: by order; by request; by the terms of agreement. (১৪) অনুযায়ী: we must not judge by appearances! by rights, অধিকার বলে; by one's watch, ঘড়িতে। That's nothing to go by এর থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া চলে না। (১৫) এই পরিণাম: He missed the target by 3 cms, তিন সেন্টিমিটারের জন্য। She is taller than me by 2 cms. He's too clever by half, অতিচালাক। দ্রষ্টব্য far 2 (২)। (১৬) (শপথ উচ্চারণে) নামে: I swear by God that.... (১৭) (বর্গ বা ঘন মাপ প্রকাশের জন্য): a canvas 5m by 3m. (১৮) (পাটিগণিত) (ভাগ প্রকাশের জন্য = দ্বারা বিভক্ত): 24 by 8 is/equals 3.
- English Word by-election Bengali definition [বাই্ইলেক্শ্ন্] (noun) উপনির্বাচন। দ্রষ্টব্য general election.
- English Word by-way Bengali definition [বাইওয়েই] (noun) গৌণ বা পার্শ্বপথ; (লাক্ষণিক) byways of history literature, etc. ইতিহাস ইত্যাদির স্বল্প পরিচিত বিভাগ; কম গুরুত্বপূর্ণ বিভাগ বা বিষয়।
- English Word bye Bengali definition [বাই] (noun) (১) গৌণ বা আপতিক কোনোকিছু: দ্রষ্টব্য by 1 (৪)। (২) (ক্রিকেট) ব্যাটসম্যান ও উইকেটকিপারকে অতিক্রম করে যাওয়া বলের ওপর সংগৃহীত রান।
- English Word bye bye Bengali definition [বাই বাই] (noun) (শিশুদের ভাষায়) ঘুম; বিছানা: go to bye byes [বাই বাইজ্]। (interjection) [বাই বাই] (কথ্য) আচ্ছা চলি।
- English Word bygone Bengali definition [বাইগন্] (America(n)) বাইগোন্] (adjective) বিগত: in bygone days. (noun) (plural) অতীত; অতীত অপরাধ। Let bygones be bygone অতীতের কথা ভুলে যান।
- English Word bylaw, byelaw Bengali definition [বাইলো] (noun) স্থানীয় কোনো কর্তৃপক্ষ-প্রণীত বিধি বা আইন; উপবিধি; উপব্যবস্থা।
- English Word bypass Bengali definition [বাইপা:স্ America(n) বাইপ্যাস্] (noun) যানচলাচলের জন্য জনবহুল নগর-এলাকা বা গ্রামের চারদিক দিয়ে নির্মিত নতুন, প্রশস্ত সড়ক; উপসরণি। (verb transitive) (১) উপসরণির ব্যবস্থা করা: a town. (২) (নগরী ইত্যাদি) ঘুরে যাওয়া; (লাক্ষণিক) পাশ কাটিয়ে যাওয়া; উপক্ষো করা: The President bypassed the proposal.
- English Word bypath Bengali definition [বাইপা:থ্ America(n) বাইপ্যাথ্] (noun) কম গুরুত্বপূর্ণ বা কম সোজা পথ; ঘুরপথ; উপপথ।
- English Word byplay Bengali definition [বাইপ্লেই] (noun) [uncountable noun] (মঞ্চ) গর্ভনাটিকা; মূকাভিনয়।
- English Word byproduct Bengali definition [বাইপ্রডাক্ট্] (noun) [countable noun] উপজাত।
- English Word byroad Bengali definition [বাইরোউড্] (noun) পার্শ্বসড়ক; যে রাস্তা তেমন ব্যবহৃত হয় না।
- English Word bystander Bengali definition [বাইস্ট্যান্ডা(র্)] (noun) পার্শ্বস্থ; তত্রস্থ; পার্শ্বস্থজন।
- English Word byte Bengali definition [বাইট্] (noun) (কম্পিউটার) - ৬ বা ৮ বিটের সমষ্টি, যা কম্পিউটারে তথ্যের অবিভক্ত একক হিসাবে প্রক্রিয়াভুক্ত হয়। দ্রষ্টব্য bit (৩)।
- English Word byword Bengali definition [বাইওয়োড্] (noun) উল্লেখযোগ্য দৃষ্টান্তরূপে (সাধারণত কদর্থে) বিবেচিত ও কথিত ব্যক্তি, স্থান ইত্যাদি; উপনাম: He served as the byword of the town; The locality is a byword for treachery.