B পৃষ্ঠা ৮
- English Word barrow 2 Bengali definition [ব্যারৌ] (noun) সমাধিভূমির উপর নির্মিত প্রাগৈতিহাসিক যুগের মাটির ঢিবি; সমাধিস্তূপ। দ্রষ্টব্য tumulus.
- English Word barter Bengali definition [বা:টা(র্)] (verb transitive), (verb intransitive) barter (with somebody/ for something) (পণ্যদ্রব্য, সম্পত্তি ইত্যাদি) বিনিময়/আদলবদল করা: barter jute for sugar; (লাক্ষণিক) বিকিয়ে দেওয়া: barter always one’s rights/honour/freedom. □ [Uncountable noun] বিনিময়। barterer (noun) বিনিময়কারী।
- English Word basalt Bengali definition [ব্যাসোল্ট্ America(n) বাসোল্ট্] [Uncountable noun] কৃষ্ণবর্ণ আগ্নেয়শিলাবিশেষ; কৃষ্ণশিলা; কালো পাথর।
- English Word bascule Bengali definition [ব্যাস্কিঊল্] (noun) bascule bridge (প্রকৌশল) টানাসেতুর (দ্রষ্টব্য drawbridge) প্রকারভেদ, যার দুই অংশ বিপরীত ওজনের সাহায্যে নামানো ও উঠানো যায়; ঢেঁকিসেতু।
- English Word base 1 Bengali definition [বেইস্] (noun) (১) যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল; মূল; উপান্ত: the base of a pillar, উপস্তম্ভ। base board (noun) America(n)= skirting-board ঘরের দেওয়ালের উপর লাগানো মেঝেসংলগ্ন কাঠের ফলকের আচ্ছাদন; বেষ্টনফলক। (২) (জ্যামিতি) ভূমি। (৩) (রসায়ন) অম্লের সঙ্গে মিশ্রিত হয়ে লবণ উৎপাদনক্ষম বস্তু, ক্ষারক, যে পদার্থের সঙ্গে অন্য বস্তু মিশ্রিত করা হয়; মূলবস্তু। (৪) (সশস্ত্রবাহিনী, যুদ্ধাভিযান ইত্যাদির জন্য) ঘাঁটি: naval base; an air base; a base of operations; a base camp. (৫) (গণিত) লগারিদমিক (ঘাত ক্রমায়ক) পদ্ধতিতে প্রারম্ভিক সংখ্যা (সাধারণত ১০); নিধান। (৬) (বেইসবলে) চারটি অবস্থানের যেকোনো একটি; ঘাঁটি। get to first base (America(n) লাক্ষণিক) প্রথম সফল পদক্ষেপ নেয়া করা। base hit (noun) যে আঘাতে খেলোয়াড় প্রথম ঘাঁটিতে উপনীত হন। baseless (adjective) অমূলক; ভিত্তিহীন।
- English Word base 2 Bengali definition [বেইস্] (verb transitive) base something on/upon (ভিত্তির উপর) স্থাপন/নির্মাণ করা; ভিত্তি হিসেবে গ্রহণ করা: His conclusions are based on wrong information.
- English Word base 3 Bengali definition [বেইস্] (adjective) (১) (baser, basest) (ব্যক্তি, আচরণ, চিন্তা ইত্যাদি সম্বন্ধে) নীচ; হীন; কদর্য; কুৎসিত; অপকৃষ্ট: acting from base movies. (২) basemetals অবর ধাতু। basecoin অবর ধাতুমিশ্রিত মুদ্রা।
- English Word baseball Bengali definition [বেইস্বোল্] (noun) আমেরিকার জাতীয় খেলা: চারটি ঘাঁটিতে। দ্রষ্টব্য base 1 (৬)। বিভক্ত খেলার মাঠে ব্যাট ও বল নিয়ে নয়জন করে খেলোয়ার নিয়ে গঠিত দুই দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়; বেইসবল।
- English Word basement Bengali definition [বেইস্মান্ট] (noun) ভিত্তি; ভিত; কোনো ভবনের ভূগর্ভস্থ অংশ; ভূগর্ভস্থ বসবাসযোগ্য কক্ষ (সমূহ): This house has additional floorspace in the basement.
- English Word bases Bengali definition [বেইসীজ্] (noun) (১) basis শব্দের বহুবচন। (২) base শব্দের বহুবচন: the bases of the pillars.
- English Word bash Bengali definition [ব্যাশ্] (verb transitive) কোনো কিছু ভাঙার জন্য সজোরে আঘাত করা; আহত বা ক্ষত করার জন্য প্রহার করা: Do not bash on the partition-wall. He bashed on his enemy’s head with a hockey-stick. □(noun) প্রবল আঘাত।
- English Word bashful Bengali definition [ব্যাশ্ফ্ল্] (adjective) লাজুক; সলজ্জ; ব্রীড়াময়। bashfully (adverb) bashfulness (noun) ব্রীড়া; লজ্জাশীলতা।
- English Word basic Bengali definition [বেইসিক্] (adjective) ভিত্তিক; মৌলিক; প্রাথমিক; বুনিয়াদি: basic education, basic ideas, basic elements, basic pay, basic salt ক্ষারলবণ। basic slag ফসফেটযুক্ত সার। basically (adverb) মূলত; মৌলিকভাবে। basics কোনো কিছু সর্ম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য।
- English Word basil Bengali definition [ব্যাজল্] (noun) (পুদিনা বা ধনেপাতার মতো) সুগন্ধিযুক্ত এক ধরনের লতাগুল্ম, যা সাধারণত রান্নায় ব্যবহার করা হয়।
- English Word basilica Bengali definition [বাজিলিকা] (noun) দুই সারি স্তম্ভ ও এক প্রান্তে গম্বুজবিশিষ্ট প্রশস্ত ও লম্বা হলরুম (পুরাকালের রোমে এ ধরনের হলরুম আদালত কক্ষ হিসেবে ব্যবহৃত হতো); গির্জারূপে ব্যবহৃত এই ধরনের ভবন: The basic of St. Peter’s in Rome.
- English Word basilisk Bengali definition [ব্যাসিলিস্ক্] (noun) (১) পুরাণে বর্ণিত সরীসৃপবিশেষ যার দৃষ্টি ও নিশ্বাস অন্য প্রাণীকে নিষ্প্রাণ করে ফেলত। (২) ক্ষুদ্রাকৃতি আমেরিকান গিরগিটি, যারা বাতাসের সাহায্যে নিজেদের ফাঁপা ঝুঁটি ফোলাতে পারে। (৩) পিতলের তৈরি এক ধরনের কামান।
- English Word basin Bengali definition [বেইস্ন্] (noun) (১) ধাতু বা চীনামাটির তৈরি গোলাকার খোলা পাত্র যা তরল পদার্থ ধারণ করার জন্য ব্যবহৃত হয়। (২) গামলা। (৩) এমন গহ্বর যেখানে পানি জমা হয়। (৪) ভূভাগ দ্বারা প্রায় পরিবেষ্টিত পোতাশ্রয়ের খাঁড়ি অংশ; জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য দরজাওয়ালা ডক। (৫) নদী বা তার শাখানদীসমূহ দ্বারা বিধৌত ভূভাগ; অববাহিকা: the Cavery basin; the Thames basin.
- English Word basis Bengali definition [বেইসিস্] (noun) (১) ভিত্তি; ভিত; বুনিয়াদ: He tried to establish his arguments on a sound basis. We should shun him on the basis of accusations already made. (২) প্রধান উপাদান যার সঙ্গে অন্যান্য জিনিস মেশানো হয়।
- English Word bask Bengali definition [বা:স্ক্] (verb intransitive) আলো ও তাপ উপভোগ করা; রোদ পোহানো; আগুন পোহানো (লাক্ষণিক): basking in some one’s favour, কারো সুনজরের সুযোগ নেওয়া।
- English Word basket Bengali definition [বা:স্কিট্] (noun) কিছু রাখার পাত্র; সাধারনত বাঁকা করা বা দুমড়ানো যায় (যেমন গাছের পাতা, ডাল, বেত, নলখাগড়া) এমন বস্তু দিয়ে তৈরি হাতলওয়ালা পাত্র; ঝুড়ি; সাজি; ডালা। basketball (বা:স্কিট্বোল্) বাসকেট বল খেলা; দুই দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে, মাটি থেকে ১০ ফুট উঁচুতে গোলাকৃতি রিংয়ের সঙ্গে আটকানো খোলা জালের ভিতর বল ছুড়ে খেলা। basketcase ভীতু ও উদ্বিগ্ন ব্যক্তি, যে সামান্য পরিস্থিতি মোকাবিলা করতেও অক্ষম।
- English Word basrelief Bengali definition [ব্যাস-রিলীফ্] [Uncountable noun, Countable noun] (= low relief ) এক ধরনের শিল্পরূপ যাতে ধাতু বা পাথরের পৃষ্ঠদেশ কেটে অনুচ্চ নকশা বা চিত্র তৈরি করা হয়; উদ্গত চিত্র।
- English Word bass 1 Bengali definition [ব্যাস্] (noun) (plural অপরিবর্তিত) (প্রাণীবিদ্যা) নদী, হ্রদ ও সমুদ্রে প্রাপ্ত কয়েক ধরনের মাছ।
- English Word bass 2 Bengali definition [বেইস্] (adjective) নিচু; খাদ। (noun) গলা বা যন্ত্রের সবচেয়ে নিচু খাদের সুর; গুরুগম্ভীর সুর (সংগীত)।
- English Word bass 3 Bengali definition [ব্যাস্] [Uncountable noun] লাইম গাছের আঁশযুক্ত বাকল যা ঝুড়ি, মাদুর, পাটি ইত্যাদি বোনা এবং লতাগুল্ম বেঁধে রাখার কাজে ব্যবহার করা হয়।
- English Word basset Bengali definition [ব্যাসিট্] (অপিচ basset hound) (noun) ক্ষুদ্র পা ও লম্বা কানবিশিষ্ট শিকারি কুকুরবিশেষ।
- English Word bassinet Bengali definition [ব্যাসিনেট্] (noun) বাচ্চাদের দোলনা বা খেলাগাড়ি (সাধারণত বেতের তৈরি)।
- English Word bassoon Bengali definition [বাসূন্] (noun) বাঁশি শ্রেণির বাদ্যযন্ত্র যা ফুঁ দিয়ে বাজানো হয়। এই যন্ত্রে কাঠের তৈরি দুই সারি পাতা থেকে এবং বেশ নিচু খাদের সুর সৃষ্টি হয়। bassoonist (noun) যে এই বাদ্যযন্ত্র বাজায়।
- English Word bast Bengali definition [ব্যাস্ট্] [Uncountable noun] (১) = bass 3. (২) বাঁধাছাঁদা বা বোনার কাজে ব্যবহৃত আঁশালো বাকল।
- English Word bastard Bengali definition [বা:সটা(র্)ড্ America(n) ব্যাসটা(র্)ড্] (noun) (১) জারজ; অবৈধ সন্তান: (attributive(ly)) a bastard son. (২) জঘন্য ব্যক্তি (গালি হিসেবে ব্যবহৃত): You heartless bastard. (৩) ভাগ্যাহত ব্যক্তি: Poor bastard! He’s been sacked and he won’t find another job easily. (৪) (সাধারণত attributive(ly)) ভেজাল। □(verb transitive) bastardize জারজ ঘোষণা বা প্রমাণ করা। (adverb) bastardly জারজতূল্য। bastardy (noun) (আইন সম্বন্ধীয়) জারজত্ব।
- English Word baste 1 Bengali definition [বেইসট] (verb transitive) (কাপড় সেলাই করার আগে) টাক দেওয়া; লম্বা লম্বা সেলাই দিয়ে কাপড় আটকে নেওয়া।