Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word barrow 2 Bengali definition [ব্যারৌ] (noun) সমাধিভূমির উপর নির্মিত প্রাগৈতিহাসিক যুগের মাটির ঢিবি; সমাধিস্তূপ। দ্রষ্টব্য tumulus.
  • English Word barter Bengali definition [বা:টা(র্‌)] (verb transitive), (verb intransitive) barter (with somebody/ for something) (পণ্যদ্রব্য, সম্পত্তি ইত্যাদি) বিনিময়/আদলবদল করা: barter jute for sugar; (লাক্ষণিক) বিকিয়ে দেওয়া: barter always one’s rights/honour/freedom. □ [Uncountable noun] বিনিময়। barterer (noun) বিনিময়কারী।
  • English Word basalt Bengali definition [ব্যাসোল্‌ট্‌ America(n) বাসোল্‌ট্‌] [Uncountable noun] কৃষ্ণবর্ণ আগ্নেয়শিলাবিশেষ; কৃষ্ণশিলা; কালো পাথর
  • English Word bascule Bengali definition [ব্যাস্‌কিঊল্‌] (noun) bascule bridge (প্রকৌশল) টানাসেতুর (দ্রষ্টব্য drawbridge) প্রকারভেদ, যার দুই অংশ বিপরীত ওজনের সাহায্যে নামানো ও উঠানো যায়; ঢেঁকিসেতু
  • English Word base 1 Bengali definition [বেইস্‌] (noun) (১) যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল; মূল; উপান্ত: the base of a pillar, উপস্তম্ভ। base board (noun) America(n)= skirting-board ঘরের দেওয়ালের উপর লাগানো মেঝেসংলগ্ন কাঠের ফলকের আচ্ছাদন; বেষ্টনফলক। (২) (জ্যামিতি) ভূমি(৩) (রসায়ন) অম্লের সঙ্গে মিশ্রিত হয়ে লবণ উৎপাদনক্ষম বস্তু, ক্ষারক, যে পদার্থের সঙ্গে অন্য বস্তু মিশ্রিত করা হয়; মূলবস্তু(৪) (সশস্ত্রবাহিনী, যুদ্ধাভিযান ইত্যাদির জন্য) ঘাঁটি: naval base; an air base; a base of operations; a base camp. (৫) (গণিত) লগারিদমিক (ঘাত ক্রমায়ক) পদ্ধতিতে প্রারম্ভিক সংখ্যা (সাধারণত ১০); নিধান(৬) (বেইসবলে) চারটি অবস্থানের যেকোনো একটি; ঘাঁটিget to first base (America(n) লাক্ষণিক) প্রথম সফল পদক্ষেপ নেয়া করা। base hit (noun) যে আঘাতে খেলোয়াড় প্রথম ঘাঁটিতে উপনীত হন। baseless (adjective) অমূলক; ভিত্তিহীন।
  • English Word base 2 Bengali definition [বেইস্‌] (verb transitive) base something on/upon (ভিত্তির উপর) স্থাপন/নির্মাণ করা; ভিত্তি হিসেবে গ্রহণ করা: His conclusions are based on wrong information.
  • English Word base 3 Bengali definition [বেইস্‌] (adjective) (১) (baser, basest) (ব্যক্তি, আচরণ, চিন্তা ইত্যাদি সম্বন্ধে) নীচ; হীন; কদর্য; কুৎসিত; অপকৃষ্ট: acting from base movies. (২) basemetals অবর ধাতুbasecoin অবর ধাতুমিশ্রিত মুদ্রা।
  • English Word baseball Bengali definition [বেইস্‌বোল্‌] (noun) আমেরিকার জাতীয় খেলা: চারটি ঘাঁটিতে। দ্রষ্টব্য base 1 (৬)। বিভক্ত খেলার মাঠে ব্যাট ও বল নিয়ে নয়জন করে খেলোয়ার নিয়ে গঠিত দুই দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়; বেইসবল
  • English Word basement Bengali definition [বেইস্‌মান্ট] (noun) ভিত্তি; ভিত; কোনো ভবনের ভূগর্ভস্থ অংশ; ভূগর্ভস্থ বসবাসযোগ্য কক্ষ (সমূহ): This house has additional floorspace in the basement.
  • English Word bases Bengali definition [বেইসীজ্‌] (noun) (১) basis শব্দের বহুবচন(২) base শব্দের বহুবচন: the bases of the pillars.
  • English Word bash Bengali definition [ব্যাশ্‌] (verb transitive) কোনো কিছু ভাঙার জন্য সজোরে আঘাত করা; আহত বা ক্ষত করার জন্য প্রহার করা: Do not bash on the partition-wall. He bashed on his enemy’s head with a hockey-stick. □(noun) প্রবল আঘাত।
  • English Word bashful Bengali definition [ব্যাশ্‌ফ্‌ল্‌] (adjective) লাজুক; সলজ্জ; ব্রীড়াময়bashfully (adverb) bashfulness (noun) ব্রীড়া; লজ্জাশীলতা।
  • English Word basic Bengali definition [বেইসিক্‌] (adjective) ভিত্তিক; মৌলিক; প্রাথমিক; বুনিয়াদি: basic education, basic ideas, basic elements, basic pay, basic salt ক্ষারলবণ। basic slag ফসফেটযুক্ত সার। basically (adverb) মূলত; মৌলিকভাবে। basics কোনো কিছু সর্ম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য।
  • English Word basil Bengali definition [ব্যাজল্] (noun) (পুদিনা বা ধনেপাতার মতো) সুগন্ধিযুক্ত এক ধরনের লতাগুল্ম, যা সাধারণত রান্নায় ব্যবহার করা হয়
  • English Word basilica Bengali definition [বাজিলিকা] (noun) দুই সারি স্তম্ভ ও এক প্রান্তে গম্বুজবিশিষ্ট প্রশস্ত ও লম্বা হলরুম (পুরাকালের রোমে এ ধরনের হলরুম আদালত কক্ষ হিসেবে ব্যবহৃত হতো); গির্জারূপে ব্যবহৃত এই ধরনের ভবন: The basic of St. Peter’s in Rome.
  • English Word basilisk Bengali definition [ব্যাসিলিস্‌ক্‌] (noun) (১) পুরাণে বর্ণিত সরীসৃপবিশেষ যার দৃষ্টি ও নিশ্বাস অন্য প্রাণীকে নিষ্প্রাণ করে ফেলত(২) ক্ষুদ্রাকৃতি আমেরিকান গিরগিটি, যারা বাতাসের সাহায্যে নিজেদের ফাঁপা ঝুঁটি ফোলাতে পারে(৩) পিতলের তৈরি এক ধরনের কামান
  • English Word basin Bengali definition [বেইস্‌ন্‌] (noun) (১) ধাতু বা চীনামাটির তৈরি গোলাকার খোলা পাত্র যা তরল পদার্থ ধারণ করার জন্য ব্যবহৃত হয়(২) গামলা(৩) এমন গহ্বর যেখানে পানি জমা হয়(৪) ভূভাগ দ্বারা প্রায় পরিবেষ্টিত পোতাশ্রয়ের খাঁড়ি অংশ; জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য দরজাওয়ালা ডক(৫) নদী বা তার শাখানদীসমূহ দ্বারা বিধৌত ভূভাগ; অববাহিকা: the Cavery basin; the Thames basin.
  • English Word basis Bengali definition [বেইসিস্‌] (noun) (১) ভিত্তি; ভিত; বুনিয়াদ: He tried to establish his arguments on a sound basis. We should shun him on the basis of accusations already made. (২) প্রধান উপাদান যার সঙ্গে অন্যান্য জিনিস মেশানো হয়
  • English Word bask Bengali definition [বা:স্‌ক্‌] (verb intransitive) আলো ও তাপ উপভোগ করা; রোদ পোহানো; আগুন পোহানো (লাক্ষণিক): basking in some one’s favour, কারো সুনজরের সুযোগ নেওয়া।
  • English Word basket Bengali definition [বা:স্‌কিট্‌] (noun) কিছু রাখার পাত্র; সাধারনত বাঁকা করা বা দুমড়ানো যায় (যেমন গাছের পাতা, ডাল, বেত, নলখাগড়া) এমন বস্তু দিয়ে তৈরি হাতলওয়ালা পাত্র; ঝুড়ি; সাজি; ডালা। basketball (বা:স্‌কিট্‌বোল্‌) বাসকেট বল খেলা; দুই দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে, মাটি থেকে ১০ ফুট উঁচুতে গোলাকৃতি রিংয়ের সঙ্গে আটকানো খোলা জালের ভিতর বল ছুড়ে খেলাbasketcase ভীতু ও উদ্বিগ্ন ব্যক্তি, যে সামান্য পরিস্থিতি মোকাবিলা করতেও অক্ষম।
  • English Word basrelief Bengali definition [ব্যাস-রিলীফ্‌] [Uncountable noun, Countable noun] (= low relief ) এক ধরনের শিল্পরূপ যাতে ধাতু বা পাথরের পৃষ্ঠদেশ কেটে অনুচ্চ নকশা বা চিত্র তৈরি করা হয়; উদ্গত চিত্র
  • English Word bass 1 Bengali definition [ব্যাস্‌] (noun) (plural অপরিবর্তিত) (প্রাণীবিদ্যা) নদী, হ্রদ ও সমুদ্রে প্রাপ্ত কয়েক ধরনের মাছ
  • English Word bass 2 Bengali definition [বেইস্‌] (adjective) নিচু; খাদ। (noun) গলা বা যন্ত্রের সবচেয়ে নিচু খাদের সুর; গুরুগম্ভীর সুর (সংগীত)।
  • English Word bass 3 Bengali definition [ব্যাস্‌] [Uncountable noun] লাইম গাছের আঁশযুক্ত বাকল যা ঝুড়ি, মাদুর, পাটি ইত্যাদি বোনা এবং লতাগুল্ম বেঁধে রাখার কাজে ব্যবহার করা হয়
  • English Word basset Bengali definition [ব্যাসিট্‌] (অপিচ basset hound) (noun) ক্ষুদ্র পা ও লম্বা কানবিশিষ্ট শিকারি কুকুরবিশেষ
  • English Word bassinet Bengali definition [ব্যাসিনেট্‌] (noun) বাচ্চাদের দোলনা বা খেলাগাড়ি (সাধারণত বেতের তৈরি)।
  • English Word bassoon Bengali definition [বাসূন্‌] (noun) বাঁশি শ্রেণির বাদ্যযন্ত্র যা ফুঁ দিয়ে বাজানো হয়। এই যন্ত্রে কাঠের তৈরি দুই সারি পাতা থেকে এবং বেশ নিচু খাদের সুর সৃষ্টি হয়। bassoonist (noun) যে এই বাদ্যযন্ত্র বাজায়।
  • English Word bast Bengali definition [ব্যাস্‌ট্‌] [Uncountable noun] (১) = bass 3. (২) বাঁধাছাঁদা বা বোনার কাজে ব্যবহৃত আঁশালো বাকল
  • English Word bastard Bengali definition [বা:সটা(র্‌)ড্‌ America(n) ব্যাসটা(র্‌)ড্‌] (noun) (১) জারজ; অবৈধ সন্তান: (attributive(ly)) a bastard son. (২) জঘন্য ব্যক্তি (গালি হিসেবে ব্যবহৃত): You heartless bastard. (৩) ভাগ্যাহত ব্যক্তি: Poor bastard! He’s been sacked and he won’t find another job easily. (৪) (সাধারণত attributive(ly)) ভেজাল। □(verb transitive) bastardize জারজ ঘোষণা বা প্রমাণ করা। (adverb) bastardly জারজতূল্য। bastardy (noun) (আইন সম্বন্ধীয়) জারজত্ব।
  • English Word baste 1 Bengali definition [বেইসট] (verb transitive) (কাপড় সেলাই করার আগে) টাক দেওয়া; লম্বা লম্বা সেলাই দিয়ে কাপড় আটকে নেওয়া