• Bengali Word heat 1 English definition [হীট্] (noun) ১ [uncountable noun] (the) heat তাপ; উত্তাপ; দাহ; উচ্চতাপ; গরম: to suffer from the heat.
    prickly heat, দ্রষ্টব্য prickle. (২) [uncountable noun] (the) heat (লাক্ষণিক) উত্তাপ; উগ্রতা; উচ্চণ্ডতা: speak with considerable heat; in the heat of the debate/argument. (৩) [countable noun] (চূড়ান্ত বা পরবর্তী খেলায় অংশগ্রহণের জন্য প্রতিদ্বন্দ্বী বাছাইয়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত) প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা: trial/preliminary heats. অপিচ দ্রষ্টব্য dead (৬) ভুক্তিতে dead heat. (৪) [uncountable noun] (স্ত্রীজাতীয় স্তন্যপায়ী) যৌন উত্তেজনার কাল বা অবস্থা; কামদশা। be in/on/at heat কামদশায় থাকা। (৫) (যৌগশব্দ) heat barrier (noun) = thermal barrier, দ্রষ্টব্য thermal. heat-flash (noun) পারমাণবিক বোমা প্রভৃতির বিস্ফোরণজাত প্রচণ্ড উত্তাপ; তাপস্ফুরণ। heatpump (গৃহ ইত্যাদি তাপিত করার জন্য) অপেক্ষাকৃত নিম্নতাপযুক্ত পদার্থ থেকে উচ্চতাপযুক্ত পদার্থে তাপ স্থানান্তরিত করার যন্ত্রবিশেষ; তাপপাম্প। heatshield (noun) (বিশেষত নভযানের সূচালো অগ্রভাগে) অত্যধিক তাপের বিরুদ্ধে প্রতিরক্ষণ-কৌশলবিশেষ; তাপফলক। heatspot (noun) সংবেদনশীল ত্বকে তাপজনিত দাগ বা বিন্দু। heatstroke সর্দিগরমি। heatwave (noun) দীর্ঘদিন ধরে অস্বাভাবিক গরম আবহাওয়া; তাপপ্রবাহ।