s পৃষ্ঠা ৫৪
- English Word stare Bengali definition [স্টেআ(র্)] (verb intransitive), (verb transitive) (১) stare (at) স্থিরদৃষ্টিতে তাকানো; চোখ বড় বড় করে তাকানো: Why do you stare at me? We all stared with wonder. I am not afraid of your staring eyes. make somebody stare অবাক করে দেওয়া। (২) stare somebody out (of countenance) যতক্ষণ না থতমত খায় ততক্ষণ বিস্ফারিত চোখে তাকিয়ে থাকা। stare somebody out/down একজন যতক্ষণ স্থিরপলকে তাকিয়ে থাকতে পারে তার চেয়ে বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকা। stare one in the face (ক) অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত হওয়া: His past misdeeds stared him in the face.(খ) কারো ঠিক মুখোমুখি দাঁড়ানো/স্থিত হওয়া; His death was staring us in the face, মৃত্যু অনিবার্যভাবে দ্রষ্টব্য হয়ে উঠেছিল। □ (noun) [countable noun] অপলক চোখের দৃষ্টি বা জ্বলন্ত চোখের দৃষ্টি: give somebody a fearful stare; with a stare of astonishment; with a cold stare, আনমনা/শূন্যদৃষ্টি; with a glassy stare, উদাসীন দৃষ্টি। staring (adjective) (বর্ণ প্রভৃতির ক্ষেত্রে) অত্যন্ত উজ্জ্বল বা প্রখরবর্ণ: I can’t stand stare colours. stark staring mad উন্মাদ বা বদ্ধপাগল।
- English Word stark Bengali definition [স্টা:ক্] (adjective) (১) (বিশেষত মৃত্যুজনিত)। (২) সম্পূর্ণ; পুরাদস্তুর stark madness (adverb) সম্পূর্ণতা। stark naked (কখনো-কখনো starkly), starkers [স্ট্রা:কাজ্] (predicatively adjective) (ব্রিটেনে অপশব্দ) সম্পূর্ণ উলঙ্গ ব্যক্তি, বিবস্ত্র।
- English Word starling Bengali definition [স্টা:লিং] (noun) ধ্বনি নকল করতে অত্যন্ত দক্ষ এক ধরনের (কালো ও বাদামি বর্ণের) পাখি।
- English Word starry Bengali definition [স্টা:রি] দ্রষ্টব্য star.
- English Word start Bengali definition [স্টা:ট] (noun) (১) [countable noun] কাজ বা যাত্রার সূচনা/আরম্ভ: He made an early start of his career. You should be cautious at the start. The winner was ahead from the very start. (২) [uncountable noun, countable noun] (কেবল singular) প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগীর তুলনায় সময় বা দূরত্বে অগ্রবর্তী স্থান; সুবিধাজনক অবস্থান: The ‘B’ group competitors were given a start of ten metres. Try to get the start of your fellow runners. He got a good start in his business (লাভজনক অবস্থা)। ahead start (noun): (আলংকারিক অর্থ বা লাক্ষণিক) অনুকূল অবস্থা: get a head start (over somebody). (৩) [countable noun] আকস্মিক আন্দোলন; হঠাৎ কেঁপে ওঠা বা নড়ে ওঠা (ভয়ে বা বিস্ময়ে): He sprang with a start. That experience gave me a start which I enjoyed most. by fits and starts, দ্রষ্টব্য fit 3 (৩).
- English Word start 2 Bengali definition [স্টা:ট্] (verb intransitive), (verb transitive) (দ্রষ্টব্য: begin ক্রিয়াপদটি শুধু নিচের ২- সংখ্যক প্রয়োগের ক্ষেত্রে যেমনভাবে দেখানো হয়েছে কেবল তেমনভাবেই start এর বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।) (১) start (out) স্থানত্যাগ করা; যাত্রা শুরু করা: We should start by seven in the morning. (২) শুরু করা; কোনো কাজ আরম্ভ করা বা হওয়া: As I met him he started complaining. Haven’t you started writing? (৩) start (on) something সূচনা করা; প্রাথমিক পর্যায় আরম্ভ করা: Have you started the construction of your house? I have not started the book yet. (৪) start (up) (যন্ত্রণা, বিস্ময় বা ভয় থেকে উদ্ভূত) হঠাৎ নড়ে ওঠা; চমকে ওঠা; কেঁপে ওঠা বা লাফিয়ে ওঠা: I started up as I heard you screaming. (৫) আকস্মিকভাবে উছলে পড়া; বিস্ফারিত হওয়া: tears start to her eyes, হঠাৎ করে চোখে জল এলো। (৬) (কাঠ) অবস্থান থেকে নড়েচড়ে ওঠা; আলগা হয়ে যাওয়া: The legs of the table have started. The moisture has started the door panels. (৭) কোনোকিছুর সূচনায় ইন্ধন দান করা; উদ্ভূত হওয়া; কোনোকিছুকে অস্তিত্বমান করা: Sartre’s ideas started many of our thinking. The rain started her sneezing. I want to start a publishing house. The bank started us in the business, ব্যবসায় সাহায্য করা; She has started a baby, (কথ্য) তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। (৮) (adverbial particle-এর সাহায্যে) start back প্রত্যাবর্তন শুরু করা বা হওয়া: By seven in the evening you should start back. start in (on something/to do something): He has started on copying a big volume. start off যাত্রা শুরু করা: The ship start ed off in an easy sail. start out (to do something) (কথ্য) আরম্ভ করা; কোনো বাক্যের প্রাথমিক পর্যায়ের সূচনা করা: start out to write a dissertation. start up (ক) হঠাৎ উঠে পড়া; লাফিয়ে ওঠা (উপরের ৪ সংখ্যক প্রয়োগ দ্রষ্টব্য); (খ) আকস্মিকভাবে বা অপ্রত্যাশিতভাবে কোনোকিছুর আবির্ভাব বা উদ্ভব হওয়া: Many odds have started up presently. start something up (ইনজিন) চালু করা: It was difficult to start up the generator. (৯) to start with (ক) কোনোকিছু শুরু করতে: To start with, we have to refer to the social background. (খ) কোনোকিছু সূচনার প্রাথমিক বা শুরুর পর্যায়ে: To start with, we selected six model schools. (১০) starting-gate ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য যে পথে বাধা তৈরি করে রাখা হয় ও প্রতিযোগিতার শুরুতে যা সরিয়ে নেওয়া হয়। starting-point (noun) যে বিন্দু বা পর্যায় থেকে কোনোকিছু শুরু করা হয়। starting-post (noun) যে বিন্দু থেকে প্রতিযোগীবৃন্দ দৌড় আরম্ভ করেন। starting-prices (noun) (plural) (ঘোড়দৌড় প্রতিযোগিতায়) কোনো দৌড় শুরু হওয়ার আগে উদ্ভূত সমস্যা বা অসুবিধা। starter (noun) (ক) ব্যক্তি বা ঘোড়া, যিনি বা যা প্রতিযোগিতায় অংশ নেন/করে। (খ) যে ব্যক্তি দৌড়প্রতিযোগিতা পরিচালনা করেন বা সংকেত দেন। under starter’s orders (কোনো প্রতিযোগিতা শুরুর আগে ঘোড়া বা প্রতিযোগীবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায়) পরিচালকের আরম্ভসংকেত শোনার অপেক্ষায়। (গ) যে পদ্ধতি বা যার সাহায্যে কোনো ইনজিন চালু করা হয়। দ্রষ্টব্য self ভুক্তিতে self- starter. (ঘ) (কথ্য) কোনো ভোজনপর্বের প্রথম পদ। for starters= (অপশব্দ) to start with, দ্রষ্টব্য পূর্বোক্ত (৯)। startingly (adverb) (কাব্যে) চমকে উঠে; চমকিত হয়ে। for a start (কথ্য) সূচনায়; প্রথমত।
- English Word startle Bengali definition [স্টা:ট্ল্] (verb transitive) আকস্মিক বিস্ময়ে, ভয়ে বা চিৎকারে চমকে ওঠা: the blast startled me out of my sleep. Nothing startles me these days. startling (adjective) চমকপ্রদ।
- English Word starve Bengali definition [স্টা:ভ] (verb intransitive), (verb transitive) (১) ক্ষুধাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হওয়া বা করা: Take this or starve. The enemies wanted to starve me into submission, খাবার সরবরাহ না-করে ক্ষুধায় কাতর বানিয়ে পরাভূত করার চেষ্টা। be starved of/starve for (লাক্ষণিক) কাতরভাবে কোনোকিছুর প্রত্যাশা বা প্রতীক্ষা করা; অত্যন্ত প্রয়োজন দেখা দেওয়া: The small kids starved for motherly affection. We were starving for your company. (২) (কথ্য) অত্যন্ত ক্ষুধা অনুভব করা: Tell me your menu, I am starving. starvation [স্টা:ভেইশ্ন্] (noun) [uncountable noun] খাদ্যাভাবজনিত দুঃখকষ্ট বা মৃত্যু, খাদ্যের ঘাটতির জন্য মৃত্যু: starvation wages, এমন নিম্নমানের মজুরি, যা দিয়ে অতি আবশ্যকীয় নিতাব্যবহার্য দ্রব্যসামগ্রীও কেনা যায় না; be on a starvation diet, স্বাস্থ্যরক্ষার জন্য অত্যন্ত অপ্রতুল খাদ্য। starve (linguistics) [স্টা:ভলিঙ] (noun) খাদ্যাভাবে বা অপ্রতুল খাদ্যগ্রহণের জন্য পীড়িত ব্যক্তি বা প্রাণী।
- English Word state 1 Bengali definition [স্টেইট্] (noun) (১) (শুধু একবচন) অবস্থা, হাল, পরিস্থিতি (অবস্থায়, আকারে, দৃষ্টিতে, মানসিক বা শারীরিক অবস্থা): The roads are now in a bad state. the state of English in Bangladesh today How are the state of things now? What about the state of patient’s health? (কথ্য) উত্তেজিত বা উদ্বিগ্ন হওয়া: Please don’t get into a state now. state of play (ক) (ক্রিকেট) রানসংখ্যা ও ইনিংসের প্রতিবেদন। (খ) প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে কার জয়/পরাজয়ের সম্ভাবনা অধিক সেই অবস্থার বিবরণ। (২) (প্রায়ই state) সংগঠিত রাজনৈতিক গোষ্ঠী বা শাসক দল, যাদের সরকার গঠনের ক্ষমতা আছে; সরকার; রাষ্ট্র; যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় একটি অঙ্গরাজ্য: Radio and Television are owned by the state. West Bengal is a state of the Republic of India. Namibia became a free state in 1 9 9 1. the (United) States (অপিচ America(n))(কথ্য) মার্কিন যুক্তরাষ্ট্র: The United States of America (the USA). Head of state, দ্রষ্টব্য head 1 (১২). police state, দ্রষ্টব্য police. totalitarian state, দ্রষ্টব্য totalitarian. (৩) (attributive(ly)) রাষ্ট্রের; রাষ্ট্রের জন্য; রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়: State security; State guest; State documents; State property, রাষ্ট্রীয় সম্পত্তি: financial agencies under State control, রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন অর্থসংস্থা; State policies, রাষ্ট্রীয় নীতি; the State department (America(n)) আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। states evidence(America(n)) ফৌজদারি মামলায় রাষ্ট্রের সাক্ষ্য (যুক্তরাজ্যে রাজা/রানির সাক্ষ্য)। State-house যে ভবনে রাষ্ট্রীয় আইনসভা বসে। State legislature রাজ্য আইনসভা-যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যের আইনসভা, যেমন ভারতে উত্তর প্রদেশের বিধানসভা। States’ rights (America(n)) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে প্রদত্ত নয় অঙ্গরাজ্যসমূহের এমন অধিকার। (৪) [uncountable noun] বেসামরিক সরকার: Church and State; State schools, সরকারি বিদ্যালয়, চার্চপরিচালিত বিদ্যালয় নয়। (৫) [uncountable noun] স্তর; মর্যাদা: People in every state of life. His residence gives out a look which is not representative of the state. (৬) [uncountable noun] আড়ম্বর; যথাযথ আনুষ্ঠানিকতা: The King appeared at the ceremony in full regal state. (৭) (attributive(ly)) (কোনো আনুষ্ঠানিকতা/উৎসবের জন্য) the state coach বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধানগণ যে গাড়িতে যাতায়াত করেন: the state apartments of the palace. a state call (কথ্য) আনুষ্ঠানিক সাক্ষাৎ। (৮) lie in state (মৃত ব্যক্তির ক্ষেত্রে) সমাধিস্থ করার আগে কোনো স্থানে শবদেহ রাখা। (৯) stateroom কোনো জাহাজের ব্যক্তিগত কেবিন বা কক্ষ (America(n) রেলগাড়িতে অনুরূপ কক্ষ) stately (adjective) ( statelier, stateliest) দৃষ্টিনন্দন; মর্যাদাজ্ঞাপক: stately homes of Dhaka; stately robes; stately pomp. stateliness (noun) statecraft (noun) [uncountable noun] রাষ্ট্রপরিচালন-ক্ষমতা। stateless (noun) (কোনো ব্যক্তির ক্ষেত্রে) কোনো দেশের অধিবাসী হিসেবে স্বীকৃত নন এমন ব্যক্তি; উদ্বাস্তু। state paper (noun) রাষ্ট্রশাসনসংক্রান্ত সরকারি নথি ও কাগজপত্র। state prisoner (noun) রাজবন্দি। state religion (noun) রাষ্ট্রধর্ম, সরকারি বা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ধর্ম। states-general অভিজাত ব্যক্তিবর্গ; যাজকবর্গ ও ভূস্বামীবর্গের প্রতিনিধিবৃন্দ সমন্বয়ে গঠিত ফরাসি রাষ্ট্রীয় ব্যবস্থাপরিষদ; ওলন্দাজ ব্যবস্থাপরিষদ।
- English Word state 2 Bengali definition [স্টেইট্] (verb transitive) শব্দসমষ্টির দ্বারা বা বাক্যে প্রকাশ করা: I beg to state that, আমি নিবেদন করতে চাই; This is exactly what he stated, বর্ণিত বিষয়; State your opinion clearly. stated (adjective) at the stated periods, উল্লেখিত সময়সীমার। statement [স্টেইটমান্ট্] (noun) (১) [uncountable noun] বর্ণনা; বিবরণ: He gave a clear state of the event. (২) [countable noun] সত্য ঘটনা, মতামত, সমস্যা ইত্যাদি বিষয়ে আনুপূর্বিক বিবৃতি: 3 1 intellectuals issued a state to the press. state of accounts and expenditures; a bank’s state.
- English Word statesman Bengali definition [স্টেইটস্ম্যান্] (noun) (plural men) রাষ্ট্র পরিচালনায় সুযোগ্য ও দক্ষ ব্যক্তি; রাষ্ট্রপরিচালনায় নিযুক্ত অত্যন্ত দায়িত্ববান ব্যক্তি; কূটনীতিজ্ঞ ব্যক্তি। statesmanlike (noun) সরকার পরিচালনার ক্ষমতা বা দক্ষতাসম্পন্ন। statesmanship [স্টেইটস্ম্যান্শিপ] (noun) [uncountable noun] রাষ্ট্রপরিচালনব্যবস্থায় প্রজ্ঞা ও দক্ষতা।
- English Word static Bengali definition [স্ট্যাটিক্] (adjective) (১) স্থিত; স্থাণু; অনড়/স্থির অবস্থায়: Life does not allow static conditions. The flood situation remains static. (২) স্থিতিবিদ্যাসংক্রান্ত statics (noun) [uncountable noun] (১) স্থিতিবিদ্যা ২ (রেডিও, টিভি) বাতাবরণবিদ্যা। statically (adverb)
- English Word station Bengali definition [স্টেইশ্ন্] (noun) [countable noun] (১) রেলগাড়ি, বাস বা অনুরূপ যানবাহন ছাড়া বা থামার স্থান: a railway station; a bus station. (২) নির্দিষ্ট স্থান, যেখানে সুনির্দিষ্ট কাজ বা সেবা মিলে: a police station; a fire station. (৩) অবস্থান বা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য দায়িত্বপ্রাপ্ত বা নির্ধারিত আপেক্ষিক অবস্থা: one of the lorries is out station. (৪) সামাজিক অবস্থান; স্তর: people in all stations of life. (৫) (অস্ট্রেলিয়ায়) গবাদিপশু প্রজননের প্রতিষ্ঠান। (৭) station-master (noun) রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মুখ্য কর্মকর্তা। (৮) station-wagon (noun) (America(n) বড় আকারের ভাঁজ করা যায় এমন আসনের মোটরগাড়ি। □ (verb transitive) (কোনো ব্যক্তিকে, সামরিক বা নৌবাহিনীকে) কোনো নির্দিষ্ট স্থানে স্থাপন করা: The cargo ship was stationed at jetty no 4.
- English Word stationary Bengali definition [স্টেইশান্রি America(n) স্টেইশানারি] (adjective) (১) স্থির; নিশ্চল; অনড়: a stationary crane. (২) অপরিবর্তনীয়; স্থানান্তরযোগ্য নয় এমন: Things have remained stationary.
- English Word stationer Bengali definition [স্টেইশনা(র্)] (noun) লেখাজোখার বা অফিসের জিনিসপত্র ও এতৎসংক্রান্ত দ্রব্যাদির বিক্রেতা। stationery [স্টেইশন্রি America(n) স্টেইশনারি] (noun) [uncountable noun] লেখার বস্তু বা জিনিস। Her majesty’s Stationery Office (সংক্ষেপ HMSO) গ্রেট ব্রিটেনের সরকারি দলিল-দস্তাবেজের প্রকাশনা দফতর।
- English Word statistics Bengali definition [স্টাটিস্টিক্স্] (noun) (১) সংখ্যায় প্রদর্শিত তথ্যাবলি: Statistics say there is a sharp decline in jute production. vital statistics, দ্রষ্টব্য vital. (২) পরিসংখ্যানবিদ্যা statistical [স্টাটিস্টিক্ল্] (adjective) পরিসংখ্যানসংক্রান্ত। statistically [স্টাটিস্টিক্লি্] (adverb) statistician [স্ট্যাটিস্টিশ্ন্] (noun) পরিসংখ্যানবিদ।
- English Word statuary Bengali definition [স্ট্যাচুআরি America(n) স্ট্যাচুএরি] (adjective) প্রতিমূর্তি বা ভাস্কর্যসংক্রান্ত। statuary marble (noun) [uncountable noun] ভাস্কর্য; শিলামূর্তি।
- English Word statue Bengali definition [স্ট্যাচূ] (noun) কাঠ, পাথর বা ব্রোঞ্জে খোদিত ব্যক্তির বা অন্য প্রাণীর প্রতিমূর্তি। statuette [স্ট্যাচুএট্] (noun) ছোট আকারের প্রতিমূর্তি। statuesque [স্ট্যাচুএস্ক্] (adjective) নিশ্চল খোদাইকৃত মূর্তির মতো।
- English Word stature Bengali definition [স্ট্যাচা(র্)] (noun) [uncountable noun] কোনো ব্যক্তির দৈহিক উচ্চতা; (লাক্ষণিক) মানসিক ও নৈতিক গুণ; বৈশিষ্ট্যমণ্ডিত গুণাবলি; মর্যাদা।
- English Word status Bengali definition [স্টেইটাস্] (noun) [uncountable noun] কোনো ব্যক্তির অন্যদের সঙ্গে সম্পর্কজাত আইনানুগ, সামাজিক বা পেশাগত অবস্থান; প্রতিষ্ঠা, পদমর্যাদা: It’s very unbecoming of a man of his status. Middle class people are always very conscious of their status. status symbol প্রতিষ্ঠা বা পদমর্যাদার চিহ্ন বা প্রতীক: Central air-conditioning is the status symbol of a first rate mercantile house.
- English Word status quo Bengali definition [স্টেইটাস্ কৌ] (লাতিন) (১) বর্তমান সামাজিক অবস্থা। (২) যে যেমন অবস্থায় বিরাজমান: An order to maintain the status quo. status quo ante [স্টেইটাস্ কৌআন্টি] (adjective) সাম্প্রতিক পরিবর্তনের আগে সামাজিক অবস্থান যা ছিল।
- English Word statute Bengali definition [স্ট্যাচূট্] (noun) [countable noun] সংসদ কর্তৃক অনুমোদিত বিধিবদ্ধ আইন; সংবিধি। statute law (noun) সকল প্রকার বিধি (প্রচলিত সাধারণ ও অলিখিত আইন ব্যতীত)। statute book (noun) যে গ্রন্থে উক্ত বিধিবদ্ধ আইন সংকলিত থাকে। statutory [স্ট্যাচুট্রি America(n) স্ট্যাচুটেরি] (adjective) সংবিধিবদ্ধ: statute warning to the smokers. statutorily (adverb)
- English Word staunch 1 Bengali definition [স্টোন্চ্], stanch (America(n) [স্টা:ন্চ্]) (verb transitive) কোনোকিছুর প্রবহমান ধারা (বিশেষত রক্তের) রোধ করা।
- English Word staunch 2 Bengali definition [স্টোন্চ্] (adjective) (বন্ধু ও গোষ্ঠীর ক্ষেত্রে) বিশ্বস্ত, গোঁড়া একনিষ্ঠ (সমর্থক)। staunchly (adverb) staunchness (noun)
- English Word stave 1 Bengali definition [স্টেইভ্] (noun) (১) যেসব কাঠের টুকরা দিয়ে পিপা বা ব্যারেল তৈরি করা হয় তার যেকোনো একটি। (২) (সংগীতে) বাদ্যযন্ত্রের সুরের পরদার চাবি। (৩) গান বা কবিতার স্তবক।
- English Word stave 2 Bengali definition [স্টেইভ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle 'staved' বা 'stove' [স্টোভ]) (১) stave something in ভেঙে ফেলা; মুচড়ে ফেলা; স্থির করা: The wooden panel was staved by the crushing. stave in ভেঙে যাওয়া বা তছনছ হয়ে যাওয়া: The car stove in as it clashed with the wall. (২) stave something off প্রতিহত করা; ঠেকিয়ে রাখা; সরিয়ে রাখা (বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে)।
- English Word stay 1 Bengali definition [স্টেই] (verb transitive), (verb intransitive) (১) থাকা; অবস্থান করা বা অনুরূপভাবে কোনো স্থানে সাময়িকভাবে বা দীর্ঘস্থায়ীভাবে অবস্থান করা বা অনুরূপভাবে কোনো শর্তের অনুগত থাকা: stay in a house/place; stay with a friend/in a hotel. I can’t stay any more; stay a little more. stay for (an event/meal). stay to (a meal) খাওয়া বা ভোজনের জন্য থেকে যাওয়া: Would you please stay for/to the lunch? stay in (ক) ঘরের বাইরে না-যাওয়া। (খ) স্কুলের নির্দিষ্ট সময়ের পরও স্কুলে থাকা: The whole class was asked to stay in. stay out (ক) ঘরের বাইরে থাকা: You should not stay out with your illness. (খ) ধর্মঘটী অবস্থায় থাকা: The menial staff stayed out of the office for several weeks. stay up শুতে না-যাওয়া: The child stayed up in spite of repeated requests. be here to stay/have come to stay (কথ্য) স্থায়ীভাবে থাকা: I hope that the new traffic islands have come to stay. come to stay (with somebody) (ব্যক্তির ক্ষেত্রে): My swiss friend is coming to stay with us for a month. stay-at-home (noun) যে ব্যক্তি প্রায়ই গৃহাভ্যন্তরে থাকেন; ঘরকুনো। (২) কোনো এক ধরনের অবস্থায় বহাল থাকা: stay single, বিয়ে না-করা; He never stay calm even in a public meeting. stay put (কথ্য) যে অবস্থায় রাখা হয়েছিল সেই অবস্থায় থাকা: I want your spectacles would stay put. (৩) বন্ধ রাখা; দেরি করানো; স্থগিত রাখা; প্রতিহত করা: stay further action in this regard; the order may be stayed. stay order (noun) আদালত বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে আদেশের মারফত কোনো গৃহীত বা প্রচারিত কর্মসূচি স্থগিত রাখা হয়। (৪) কাজ অব্যাহত রাখার ক্ষমতা থাকা; সহ্যশক্তির পরিচয় দেওয়া: The horse lacks staying power. stay the course ঘোড়দৌড় শেষ হওয়া পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকা; (লাক্ষণিক) সংগ্রাম যেমন আদেশসূচক প্রাচীন প্রয়োগে লক্ষণীয়- Stay) থামো! (৫) কোনো বিশেষ সময়ে সন্তুষ্ট করা: Take this apple to stay your anger for the time being. □ (noun) (১) অবস্থানের সময়; সফরের কাল: Make a short stay at Delhi. (২) (আইনের ক্ষেত্রে) স্থগিতকরণ। stay of execution স্থগিতকরণ আদেশ। stayer (noun) যে ব্যক্তি বা প্রাণী থাকে; বাস করে; টিকে থাকে (দৌড়, প্রতিযোগিতা ইত্যাদিতে)।
- English Word stay 2 Bengali definition [স্টেই] (noun) (১) মাস্তুল বাঁধার দড়ি। (২) (লাক্ষণিক) সহায়: The widow’s only stay at present. (৩) (plural) শক্ত উপাদান দিয়ে তৈরি (স্ত্রীলোকের) অন্তর্বাসবিশেষ; কাঁচুলি। □ (verb transitive) stay (up) দড়ি বা তারের সাহায্যে ঠেকা দেওয়া।
- English Word staycation Bengali definition [স্টেইকেইশ্ন্] (noun) ('stay' আর 'vacation' মিলে তৈরি; অনানুষ্ঠানিক) (১) ছুটির দিন বা দিনগুলো ঘরেই কাটানো। (২) বিদেশ বা দীর্ঘ সফরের পরিবর্তে ছুটির দিনগুলো বাড়ি ও নিজ এলাকায় কাটানো: The staycation has become a fact of recession life.
- English Word stead Bengali definition [স্টেড্] (noun) [uncountable noun] in somebody’s stead তার স্থানে; তার পরিবর্তে। stand him in good stead প্রয়োজনের সময়ে সহায়ক হওয়া: This drug stood the in good stead during my illness.