s পৃষ্ঠা ৫৭
- English Word still 3 Bengali definition [স্টিল্] (noun) [countable noun] পাতনযন্ত্র; যে যন্ত্রের সাহায্যে মদজাতীয় পানীয় তৈরি করা হয়। still-room (noun) বড় বাড়ির ভাঁড়ার ঘর।
- English Word still 4 Bengali definition [স্টিল্] (adverb) (১) (সাধারণত মাঝখানে থাকে, কিন্তু কোনো বিধেয়ের পরও থাকতে পারে) এখন বা তখন পর্যন্ত: He is still the chairman of the department. still believe that he will come. Will she be still there if I can reach the place ill half an hour? Knowing him fully now, do you still love him? (২) (সংযোজকের সঙ্গে) সত্ত্বেও; তথাপি: I accept this, but I shall still love to have that one. Sylhet is beautiful, but Chittagong is still more beautiful. (৩) যাই হোক; এতদসত্ত্বেও; তারপরও: Dhaka often makes you feel sickening, still it is the place you would love to live in.
- English Word stilt Bengali definition [স্টিল্ট্] (noun) (প্রায়ই (pair of stills) নিচের দিক থেকে পা উঁচু করে রাখার ব্যবস্থাসহ গোলাকার দীর্ঘ দণ্ড বা খুঁটি, যা দিয়ে একটি বিশেষ ভঙ্গিতে পদসঞ্চালন করা হয়; রণপা: walk on stills.
- English Word stilted Bengali definition [স্টিল্টিড্] (adjective) (রচনারীতি, বাচনভঙ্গি বা আচরণ বিধি) কষ্টবোধ্য; অস্বাভাবিক; খুবই আনুষ্ঠানিকতাক্লিষ্ট।
- English Word Stilton Bengali definition [স্টিল্টান্] (noun) অত্যন্ত স্বাদু ও প্রোটিনসমৃদ্ধ এক ধরনের পনির।
- English Word stimulant Bengali definition [স্টিমিউলান্ট্] (adjective) উদ্দীপক; যে বস্তু বা বিষয় উদ্দীপিত করে। □ (noun) শারীরিক উদ্দীপনা বা উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ বা মাদক।
- English Word stimulate Bengali definition [স্টিমিউলেইট্] (verb transitive) stimulate somebody (to something/to do something) উদ্দীপিত করা; জাগিয়ে তোলা; উত্তেজিত করা: stimulate someone’s energy to take up a new enterprise. The war of liberation stimulated patriotism in millions of hearts. stimulating (adjective) উদ্দীপক; উত্তেজক। stimulation (noun) (অপিচ stimulator)।
- English Word stimulus Bengali definition [স্টিমিউলা্স্] (noun) (plural stimuli [স্টিমিউলাই]) [countable noun] (১) কর্মপ্রেরণাদায়ক বস্তু বা বিষয়; উদ্দীপক: Try to inject stimulus into the team. (২) (বৃক্ষ, ফল) কাঁটা, হুল বা তীক্ষ্ণ আঁশ।
- English Word stinet Bengali definition [স্টিন্ট্] (verb transitive), (verb intransitive) stinet somebody (of something) সামান্য পরিমাণের মধ্যে সীমিত করা; থামিয়ে রাখা; (কাউকে কিছুর) অভাবে রাখা: She stineted him of the drinks so that he does not get intoxicated. Don’t stinet your grace from your children. □ (noun) (১) (সাধারণত) without stinet সীমা ছাড়িয়ে; কোনো সংযম ছাড়াই; কোনো প্রচেষ্টা ছাড়াই; কোনো প্রয়াস ব্যতিরেকে। (২) [countable noun] নির্দিষ্ট বা সীমিত পরিমাণ (কাজ বা শ্রম): do one’s daily stinet.
- English Word sting 1 Bengali definition [স্টিঙ্] (noun) (১) [countable noun] তীক্ষ্ণ বিষাক্ত হুল (মৌমাছি, ভিমরুল প্রভৃতির): The sting of scorpion made the child sick. sting-ray (noun) উষ্ণদেশীয় চওড়া চ্যাপটা মাছ, যা মেরুদণ্ডের দ্বারা প্রচণ্ড আঘাত করতে সক্ষম। (২) বৃক্ষপত্রের কাঁটা বা আঁশ, যা স্পর্শ করলে আঙুলে যন্ত্রণা অনুভূত হয়: stinging-nettle. (৩) [countable noun] পোকামাকড়ের হুল বা পাতার সুচালো অগ্রভাগ দ্বারা যন্ত্রণা; The stings will leave their marks on her face. (৪) [countable noun, uncountable noun] শরীর বা মনের তীব্র যন্ত্রণা: sting of pinch; sting of repentence; His service (in tennis) has no sting in it. দুর্বল অর্থে।
- English Word sting 2 Bengali definition [স্টিঙ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle stung [স্টাঙ্]) (১) কাঁটা বা হুলের দ্বারা বিদ্ধ করা বা অনুরূপভাবে বিদ্ধ করা; বিদ্ধ করার ক্ষমতা থাকা: The bees stung me on the face. His palm was thoroughly stung by the cactus. (২) sting somebody (to/into something/doing something) তীক্ষ্ণ যন্ত্রণা সৃষ্টি করা; রাগিয়ে তোলা: His comments stung me to counter-action. (৩) (শরীরের কোনো অংশে) তীব্র যন্ত্রণা অনুভব করা: His hands are still stinging from the wound. (৪) sting somebody (for something) (কথ্য) কোনো বস্তুর জন্য অত্যধিক দাম চাওয়া; কাউকে প্রতারণা করা: He was stung for taka five hundred. Taka care, so that you are not stung for. stringed (adjective) (ক) যন্ত্রণাদায়ক। (খ) (noun) কাঁটা, হুল প্রভৃতির দংশন। stinger (noun) (১) তীক্ষ্ণ আঘাত বা দংশনকারী প্রাণী বা কাঁটা। (২) যন্ত্রণাদায়ক আঘাত। stingless (adjective) কাঁটা, হুল প্রভৃতি নেই এমন; ঝাঁজশূন্য; নিস্তেজ।
- English Word stingy Bengali definition [স্টিন্জি] (adjective) (stingier, stingiest) কৃপণস্বভাব; ব্যয়কুণ্ঠ: He is so stingy about the stationaries. I cannot bear a stingy person. stingily [স্টিন্জিলি্] (adverb) ব্যয়কুণ্ঠভাবে। stinginess (noun) কৃপণতা।
- English Word stink Bengali definition [স্টিংক্] (verb intransitive), (verb transitive) (past tense) 'stank' [স্ট্যাংক্] অথবা 'stunk' [স্টাংক্] past participle stunk) (১) stink (of something) তীব্র ও কটু দুর্গন্ধ ছড়ানো: The garbage stinks. Your hands stink of onions. cry stinking fish নিজের জিনিসকে নিন্দা করা। (২) stink somebody/something out (ক) তীব্র গন্ধ ছড়িয়ে কাউকে বিতাড়ন: stink out the mosquitoes by spraying insecticide. (খ) কোনো স্থান তীব্র গন্ধে ভরিয়ে তোলা: Do not stink the room with these rotten potatoes. □ (noun) [countable noun] তীব্র কটু গন্ধ। raise/kick up a stink (about) (something) (কথ্য) অভিযোগের সাহায্যে বিরক্তি বা বিঘ্ন সৃষ্টি করা। stinker (noun) (অপশব্দ) (১) এমন ধরনের চিঠি যার মধ্যে তীব্র প্রত্যাখ্যান বা বিরক্তি প্রকাশ করা হয়ে থাকে। (২) এমন ব্যক্তি, যে ভীষণ রকমের বিরক্তি বা ঘৃণা উৎপাদন করে। (৩) (কথা) কষ্টসাধ্য বা বিরক্তিকর কোনো বস্তু: Shopping on holidays is a stinker.
- English Word stipend Bengali definition [স্টাইপেন্ড্] (noun) [countable noun] (বিশেষত) যাজক বা সৈনিকের বেতন; বৃত্তি; ভাতা: stipend for twelve months. stipendiary [স্টাইপেনডিআরি America(n) স্টাইপেন্ডিয়ারি] (adjective) বেতনভুক: stipendiary commissioner.
- English Word stipple Bengali definition [স্টিপ্ল্] (verb transitive) রেখার পরিবর্তে বিন্দু বা ফুটকির সাহায্যে আঁকা। □ (noun) বিন্দু বা ফুটকি দিয়ে খোদাই করা/আঁকা চিত্র।
- English Word stipulate Bengali definition [স্টিপিউলেইট্] (verb transitive), (verb intransitive) (১) প্রয়োজনীয় শর্ত হিসেবে কোনোকিছু উপস্থাপন করা: It was stipulated that payment should be made in foreign exchange. (২) stipulate for something চুক্তির শর্ত হিসেবে কোনো বিষয়ে জোর করা: stipulate for after sales service. stipulation [স্টিপিউলেইশ্ন্] (noun) [countable noun] শর্তাধীন বিষয়: on the stipulate that... stipulator (noun)
- English Word stir Bengali definition [স্টা(র্)] (verb intransitive), (verb transitive) (১) চলা বা চালানো: Nothing stirred in city-life on the hartal day, নগরজীবনের কোনো নড়াচড়া নেই; গাড়িঘোড়া বন্ধ; চলাচল নেই: The leaves stirred in the breeze. He has not stirred yet, এখনো বিছানা ছেড়ে ওঠেনি; Nothing could stir him, কোনোকিছুতেই তাকে সচল বা সক্রিয় করা গেল না; Stir yourself, you have little time, সময় কম, তাড়াতাড়ি করো; সক্রিয় হও। not stir an eyelid নিশ্চল থাকা; নিরুদ্বিগ্ন থাকা। not stir a finger কোনোকিছু করা বা সাহায্য করার চেষ্টা না-করা। stir one’s stumps (কথ্য) তাড়াতাড়ি করা; দ্রুত হাঁটা। (২) stir something (up) কোনোকিছু ভালোভাবে মেশানোর জন্য চামচ দিয়ে জোরে জোরে নাড়া: stir a glass of sherbat; stir the porridge in the can. stir the fire খোঁচা দিয়ে বা নাড়িয়ে আগুন চাঙ্গা করে তোলা। (৩) stir somebody to something; stir something (up) উত্তেজিত করা: The murder stirred revenge in him. Oppression stirred the people to rebellion. That story stirred courage in me. I need to be stirred up by your company. stir the blood উত্তেজনা বা চাঞ্চল্য জাগ্রত করা। (৪) জাগ্রত হওয়া; জেগে উঠা; সৃষ্ট হওয়া: A sublime feeling stirred me. □ (noun) (সাধারণত a stir) উত্তেজনা; থমথমে ভাব: The killings created a stir in the area. stirring (adjective): stiring tales of human endeavour. □ (noun): There was no stiring in the house of the deceased. stirringly (adverb)
- English Word stirrup 1 Bengali definition [স্টিরাপ্] (noun) [countable noun] রেকাব; অশ্বারোহীর পা রাখার নির্দিষ্ট স্থান। stirrupcup (noun) আরোহণে ও যাত্রায় প্রস্তুত অশ্বারোহীকে প্রমত্ত মদ।
- English Word stirrup 2 Bengali definition [স্টিরাপ্] (noun) (শারীরবিদ্যা) কানের ভিতরের অস্থি বা হাড়।
- English Word stitch Bengali definition [স্টিচ্] (noun) (১) সেলাই বা বোনার সময় সুচের ফোঁড়; (উল বোনা) সুচ বা কাঁটার মাধ্যমে একবার ঘুরে আসা। (২) সুতা বা তার দিয়ে প্রতিটি পৃষ্ঠা বা পাতা ফুঁড়ে সেলাই; সেলাই বা বাঁধাই করার সুচ: compact stitch; some stitches in the skirt; centre stitch (বই খাতার ক্ষেত্রে): drop a stitch, সেলাই করার সময় সুচের একটি করে ঘর বাদ দিয়ে যাওয়া: put stitch into/take stitches out of a wound. have not a stitch on (কথ্য) নিরাবরণ হওয়া; বিবস্ত্র হওয়া। A stitch in time saves nine (প্রবাদ) সময়ের এক ফোঁড় দুঃসময়ের দশ ফোঁড়- সময়মতো একটি কাজ করে রাখলে তা ভবিষ্যতের বহু কাজের কষ্ট বাঁচিয়ে দিতে পারে। (৩) (যৌগশব্দ) বিশেষ ধরনের সেলাই- ফোঁড়: a buttonhole stitch; a chain stitch. (৪) (শুধু singular) দেহের কোনো একদিকে তীব্র যন্ত্রণা (খাওয়াদাওয়ার পর দ্রুত ছোটাছুটি করলে যেমন হয়)। □ (verb transitive) সেলাই করা; সেলাই করে জুড়ে দেওয়া।
- English Word stithy Bengali definition [স্টিঠি] (noun) নেহাই; কামারশালা।
- English Word stoat Bengali definition [স্টোট্] (noun) এক ধরনের বড় আকৃতির নকুল বা বেজি।
- English Word stock 1 Bengali definition [স্টক্] (noun) (১) [countable noun, uncountable noun] দোকান বা ভাণ্ডার, যেখান থেকে বিভিন্ন দ্রব্য বিতরণ বা বিক্রি করা হয়। (be) in/out of stock প্রাপ্তব্য নয়/পাওয়া যাবে না; মজুত নেই; ভাণ্ডারে নেই: That item is out of stock. Do you stock the lime cordial? stock-list (noun) প্রাপ্তব্য দ্রব্যসামগ্রীর তালিকা। stock-room (noun) ভাণ্ডার; যে ঘরে বা প্রকোষ্ঠে জিনিসপত্র মজুদ করে রাখা হয়। stock-taking (noun) জিনিসপত্রের তালিকার সঙ্গে সেগুলি মিলিয়ে দেখা: From 25th of June we wish to start stocktaking. take stock of something/somebody (লাক্ষণিক) কোনো পরিস্থিতির সমীক্ষা করা; কারো যোগ্যতা বা গুণের পরীক্ষা নেওয়া; যাচাই করা। stock-in-trade (noun) [uncountable noun] কোনো ব্যবসায় বা পেশার জন্য যা যা প্রয়োজনীয়। (২) (attributive(ly)) সাধারণত ভাণ্ডারে রাখা হয়- এই সূত্রে সাধারণত পাওয়া যায়: stock sizes in trousers; সাধারণত যে সাইজেরটি ব্যবহৃত হয়ে থাকে; ব্যবহারজীর্ণ: stock arguments; stock questions. We are prepared for your stock formalities. stock company যে দল বা গোষ্ঠী কয়েকটি বাঁধাধরা নাটক বা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে থাকে। (৩) [countable noun, uncountable noun] কোনো বিষয়ের সরবরাহ: He is a good stock of jokes. Store stock of winter vegetables in the frigidaire. stock -piling (noun) (সাধারণত সরকারিভাবে) সচরাচর লভ্য নয় এমন দ্রব্যসামগ্রী বা কাঁচামাল কিনে মজুদ করে রাখা (বিশেষত যুদ্ধ বা আপৎকালীন অবস্থায়)। (৪) [uncountable noun] (live-) stock খামারের পশুপাখি। fat-stock পশু বা প্রাণীর পরিমাণ এমন যে খাদ্য হিসেবে ব্যবহারের জন্য এখন সেগুলি হত্যা করা যায়। fat-prices এ ধরনের হত পশু বা প্রাণীর অপেক্ষাকৃত কম বিক্রয়মূল্য। stock-breeder/farmer (noun) যিনি পশুর খামার গড়ে তোলেন, পশুপালন করেন। stock-car (noun) (America(n)) রেলগাড়ির যে বগিতে পশুর পাল বহন করা হয়। stock-car racing (noun) সাধারণভাবে বাজারে যে ধরনের মোটরগাড়ি ক্রয় বিক্রয় করা হয় তেমন গাড়ির প্রতিযোগিতা। stockyard (noun) খামারের ঘেরা সেই অংশ, যেখানে সাময়িকভাবে পশু-প্রাণী রাখা হয়; কোনো বাজারের যে অংশে বিক্রয়ের আগে পশু জড়ো করা হয়। (৫) [countable noun, uncountable noun] সরকার কর্তৃক গৃহীত ঋণের স্বীকারপত্র; যৌথবাণিজ্য প্রতিষ্ঠানের অংশীদারীপত্র; কোম্পানির কাগজ বা শেয়ার: have 50,000 in the stocks. Allow your money to grow in safe stocks. stockbroker (noun) যে ব্যক্তি পেশাগতভাবে শেয়ার ক্রয় বা বিক্রয়ের কাজে নিয়োজিত। stock exchange (noun) যে স্থানে বা ভবনে প্রকাশ্যভাবে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। stock holder (noun) (প্রধানত যুক্তরাষ্ট্রে যৌথবাণিজ্য প্রতিষ্ঠানের অংশীদার শেয়ার ক্রয়সূত্রে)। stockjobber (noun) শেয়ার ক্রয়বিক্রয়ের ব্যবসায়ী; ফটকা ব্যবসায়ী; স্টক এক্সচেঞ্জের সদস্য; যার কাছ থেকে শেয়ার দালালরা শেয়ার কেনাবেচা করে। stock-list (noun) চলতি দামের উল্লেখসহ শেয়ার ক্রয়বিক্রয় তালিকা। (৬) [uncountable noun] কুলপরিচয়; বংশ: a man of stock; Dravidian stock. He belongs to the tribal stock. (৭) stocks and stones জড় বস্তু। stock still (adverb) অনড়। laughing-stock হাসি বা ব্যঙ্গরসের বিষয়/বস্তু। (৮) [uncountable noun] উৎপাদনের জন্য প্রস্তুত কাঁচামাল: paper stock, কাগজ তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল। (৯) [uncountable noun] যে তরল পদার্থের মধ্যে হাড় প্রভৃতি তাপের সাহায্যে সিদ্ধ করা হয়; স্যুপ ও ঝোল বানানোর জন্য প্রয়োজনীয় মাংস ও সবজির রস। stock -cube (noun) বিশুষ্ক পদার্থের খণ্ড (যে খণ্ডগুলি বিভিন্ন বস্তুকে শুকনা করার পর বানানো হয়েছে)। stockfish (noun) যে মাছ (প্রধানত তিমি) কেটে এবং লবণ ছাড়া বাতাসে শুকিয়ে রাখা হয়েছে (কোনো কোনো দেশের প্রধান খাদ্য)। stockpot (noun) যে পাত্রে (৯)- এ বর্ণিত রস বানানো হয়। (১০) [countable noun] কোনো যন্ত্র বা হাতিয়ারের ভিত্তি বা হাতল: the stock of a rifle; the stock of a whip; the stock of an anchor. lock, stock and barrel (লাক্ষণিক) সম্পূর্ণত; পূর্ণাঙ্গভাবে। (১১) [countable noun] গাছের গুঁড়ি বা প্রধান কাণ্ডের নিচের অংশ। (১২) [countable noun] বেড়ে ওঠা যে গাছে কলম কাটা হয়। (১৩) (plural) যে কাঠামোর উপর স্থাপন করে জাহাজ নির্মাণ করা হয় বা মেরামত করা হয়। on the stocks নির্মাণাধীন। (১৪) (plural) (প্রাচীনকালে) কর্তব্যে অবহেলা বা অনুরূপ দোষের কারণে অপরাধীকে বসার ভঙ্গিতে আটকে রাখার লক্ষ্যে তার গোড়ালিতে পরানোর জন্য বেড়িবিশেষ। (১৫) [countable noun] শক্ত কাপড় বা চামড়ার তৈরি চওড়া বিশেষ ধরনের (আধুনিককালের টাইয়ের মতো) গলবন্ধনী, যা প্রাচীনকালে পুরুষরা ব্যবহার করত। (১৬) বাগানের এক ধরনের উজ্জ্বলবর্ণ সুমধুর গন্ধের ফুল। stock book (noun) মজুদ জিনিসপত্রের হিসাবের খাতা। stockist (noun) বিক্রির মালপত্রের মজুদকারী। stock market শেয়ারবাজার; ফটকাবাজার। stockly (adverb) stockness (noun) stock rises or falls (লাক্ষণিক) (কারো) জনপ্রিয়তা বৃদ্ধি বা হ্রাস পাওয়া।
- English Word stock 2 Bengali definition [স্টক্] (verb transitive) (১) মজুদ থাকা; মজুদ রাখা; সরবরাহ সঠিক রাখা: I will only stock best quality goods. stock all the finest things in handicrafts. Do you stock the Penguin books? (২) তহবিলে বা ভাণ্ডারে মজুদ রাখার উপযুক্ত জিনিসপত্র সরবরাহ করা; মজুদ করা বা পূর্ণ করা: Stock early, so that you can make good winter sales. His arguments are well stocked with facts and reasons. (৩) অপরাধীকে বেড়ি পরানো: to stock the criminal.
- English Word stockade Bengali definition [স্টকেইড্] (noun) খোঁটা বা গোঁজ দিয়ে তৈরি সীমানাপ্রাচীর যা প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়; এভাবে তৈরি বেড়া। □ (verb transitive) এরূপ প্রাচীরের মাধ্যমে আত্মরক্ষা করা।
- English Word stockinette Bengali definition [স্টকিনেট্] (noun) নমনীয় মেশিনে বোনা কাপড় (প্রধানত অন্তর্বাস) (অপিচ stockinet)।
- English Word stocking Bengali definition [স্টকিং] (noun) [countable noun] (প্রায়ই pair of stocking s) নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা: in one’s stocking feet, মোজাপরিহিত কিন্তু জুতাপরিহিত নয়। দ্রষ্টব্য tight. stockinged (adjective) মোজাপরিহিত।
- English Word stocky Bengali definition [স্টকি্] (adjective) (stockier, stockiest) (ব্যক্তি, প্রাণী ও উদ্ভিদ) মোটাসোটা, গাট্টাগোট্টা, বেঁটে ও সতেজ: The shopkeeper is a man of stocky build. stockily (adverb)
- English Word stodge Bengali definition [স্টজ্] (noun) [uncountable noun] (১) (অপশব্দ) গুরু ও দুষ্পাচ্য খাদ্য। (২) নীরস খিঠখিটে মেজাজের ব্যক্তি। (৩) ধরাবাঁধা নিয়মের কাজ। stodgy [স্টজি্] (adjective) (১) (খাদ্য) ভারী এবং স্নেহপদার্থপূর্ণ ভূরিভোজ: a stodge meal. (২) (গ্রন্থ) যে পুস্তক অত্যন্ত ভারিক্কি কায়দায় লিখিত, তথ্য ও বিস্তারিত বর্ণনায় কণ্টকিত; সুখপাঠ্য নয়। (৩) (ব্যক্তি) ভারী মেজাজের লোক; গুরুগম্ভীর, নীরস ও অলসপ্রকৃতির। stodgily (adverb) stodginess (noun)
- English Word stoep Bengali definition [স্টোপ্] (noun) (দক্ষিণ আফ্রিকায়) চত্বরাকৃতি বারান্দা; বাড়ির সম্মুখ দরজার সন্নিহিত গাড়িবারান্দা।