s পৃষ্ঠা ৫৩
- English Word stale Bengali definition [স্টেইল্] (adjective) (১) (খাদ্য) শুকনা; বাসি; টাটকা নয় এমন: stale cake. (২) পূর্বশ্রুত হওয়ার জন্য মামুলি; নীরস (সংবাদ বা কৌতুক)। (৩) (খেলোয়াড় বা সংগীতবাদক) অত্যধিক খেলাধুলা বা প্রশিক্ষণের জন্য প্রার্থিত সক্ষমতা বা শৈলীর অভাব। □ (verb intransitive) বাসি, জীর্ণ বা মামুলি অবস্থায় পর্যবসিত হওয়া: All pleasures finally staled down. staleness (noun)
- English Word stalemate Bengali definition [স্টেইল্মেইট্] (noun) [countable noun, uncountable noun] (১) দাবা খেলায় চালমাত- যে অবস্থান থেকে আর কোনো চাল দেওয়া সম্ভবপর নয়। (২) (লাক্ষণিক) বিতর্ক বা বিবাদের পূর্ণ অচলাবস্থা। □(verb transitive) (দাবায়) চালমাত করা; (লাক্ষণিক) অচলাবস্থা সৃষ্টি করা।
- English Word stalk 1 Bengali definition [স্টা:ক্] (noun) [countable noun] বৃন্ত; পুষ্পবৃন্ত; পত্রবৃন্ত; ফলবৃন্ত। stalked (adjective) সবৃন্তক; নৃন্তল। stalkless (adjective) বৃন্তহীন।
- English Word stalk 2 Bengali definition [স্টা:ক্] (verb transitive), (verb intransitive) (১) ধীর, দৃঢ় ও সদম্ভ পদক্ষেপে হাঁটা: The chairman stalked out of the meeting. Drought stalked through the countryside. (২) শান্ত ও সতর্ক পদক্ষেপে (শিকারের পশুর নিকটে) গমন করা। stalking-horse (noun) শিকারের নিকটবর্তী হওয়ার জন্য শিকারি যে ঘোড়ার আড়ালে লুকিয়ে থাকে; (সাধারণত লাক্ষণিক প্রয়োগে) প্রকৃত উদ্দেশ্য গোপন করার লক্ষ্যে রচিত পটভূমি, ব্যক্তি, বস্তু বা আকর্ষণ। stalker (noun) যে ব্যক্তি গোপনে শিকারের বস্তুর নিকটবর্তী হয়।
- English Word stall 1 Bengali definition [স্টাল্] (noun) (১) আস্তাবলে একটি পশুর থাকার জায়গা বা স্থান। stall-fed (adjective) উক্ত জায়গায় থেকে খেয়ে হৃষ্টপুষ্ট। (২) সামনের দিকে উন্মুক্ত ছোট দোকান: a tea-stall; a news-stall; a book-stall. (৩) (সাধারণত plural) (যুক্তরাষ্ট্রে প্রযোজ্য নয়) প্রেক্ষাগৃহে বা রঙ্গালয়ে মঞ্চের একেবারে নিকটবর্তী আসনের সারি। (৪) গির্জার নির্দিষ্ট আসন, যেগুলি পিছন ও পাশের দিক থেকে ঘেরা (বিশেষত সম্মেলন অনুষ্ঠানে পাদরির ব্যবহারের জন্য)। (৫) (finger) stall, দ্রষ্টব্য finger. (৬) কোনো বিমানের এরূপ গতিহ্রাসকৃত অবস্থা, যেখান থেকে নিয়ন্ত্রণকক্ষের প্রশ্নের উত্তরদান সম্ভবপর নয়।
- English Word stall 2 Bengali definition [স্টা:ল্] (verb transitive), (verb intransitive) (১) আস্তাবলের নির্দিষ্ট জায়গায় কোনো প্রাণীকে রাখা (বিশেষত হৃষ্টপুষ্ট করে তুলতে)। (২) (কোনো ইনজিনের ক্ষেত্রে) অপর্যাপ্ত শক্তি বা গতির জন্য চালু রাখতে না-পারা (চালকের ক্ষেত্রে) অনুরূপ কারণে ইনজিন বন্ধ করে দেওয়া। (৩) (বিমানের ক্ষেত্রে) গতি হ্রাস পাওয়ার ফলে নিয়ন্ত্রণবহির্ভূত হওয়া। (৪) (অধিক সময় নেওয়ার জন্য) কোনো প্রশ্নের সরাসরি উত্তর প্রদান না-করা।
- English Word stallion Bengali definition [স্ট্যালিআন্] (noun) (সাধারণত প্রজননার্থে রক্ষিত) খোজা করা হয়নি এমন ঘোড়া।
- English Word stalwart Bengali definition [স্টা:ল্ওআট্] (adjective) লম্বা ও পেশিবহুল; বলিষ্ঠ; দৃঢ়; স্থিরপ্রতিজ্ঞ: stalwart of the party, কোনো দলের নেতৃস্থানীয়দের একজন; stalwarts of the classical school. □ (noun) কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর অনুগত বলিষ্ঠ সমর্থক। stalwartly (adverb) stalwartness (noun)
- English Word stamen Bengali definition [স্টাইমান্] (noun) পুংকেশর।
- English Word stamina Bengali definition [স্ট্যামিনা] (noun) [uncountable noun] শক্তি; তেজ; দীর্ঘ পরিশ্রম করার ক্ষমতা; মারাত্মক ব্যাধি প্রতিরোধের শক্তি; (লাক্ষণিক) মনের জোর; নৈতিক দৃঢ়তা।
- English Word stammer Bengali definition [স্ট্যামা(র্)] (verb intransitive), (verb transitive) (১) তোতলানো বা থেমে থেমে অধিক উচ্চারণে কথা বলা; একই ধ্বনি বা শব্দাংশ পুনঃপুন উচ্চারণ করা। (২) stammer something (out) কোনোকিছু অনুরূপ বিভ্রান্তিকর বা বিরতিময় রীতিতে বলা: stammer an undue prayer, stammering (noun) তোতলামি। stammerer (noun) তোতলা; তোতলানোভাবে যে ব্যক্তি কথা বলেন। stammeringly (adverb)
- English Word stamp 1 Bengali definition [স্ট্যাম্প] (verb transitive), (verb intransitive) (১) সজোরে পদাঘাত করা: stamp on an insect; stamp on the ground, জোরে পায়ের আঘাত করতে করতে ঘুরে বেড়ানো: He went out stamping the stairs; পায়ের আঘাতে কোনোকিছু পিষে সমান করে ফেলা: stamped the clay-models flat. stamp something out পিষে চূর্ণ করে দেওয়া; ধ্বংস করা; stamp out the political unrest. stamping-ground (noun) (ক) যে জায়গায় বিশেষ বিশেষ প্রাণী প্রাপ্তব্য; (খ) যে স্থানে বিশেষ বিশেষ ব্যক্তি সমবেত হন। (২) stamp something (on/with something) আঘাতের সাহায্যে কাগজ/কাপড় বা অনুরূপ কোনোকিছুর উপর ছাপ দেওয়া, মুদ্রণ করা; অঙ্কন করা বা খোদাই করা: stamp one’s name and monogram on a letter-head. commodities stamped with specified trademarks. Get it stamped by the postal clerk. Books must be returned on before the date stamped. (৩) কোনোকিছুর উপর ডাকটিকিট বা ওই ধরনের কোনো টিকিট লাগানো: Please send a stamped envelope. Buy an insurance card and stamp it properly. (৪) stamp (something) out (কোনো ধাতব বা অনুরূপ বস্তুকে) বিশেষ আকার প্রদান করা। (৫) (লাক্ষণিক) বিশেষ ধরনের ছাপ বা প্রভাব ফেলা: He stamped his leadership in the meeting, দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত বা প্রতিপন্ন করা: His unending support stamps him as a man of courage. stamp out পদাঘাত করে কিছু দলন করা; উচ্ছেদ করা।
- English Word stamp 2 Bengali definition [স্ট্যাম্প] (noun) (১) সজোরে বা সশব্দে পদাঘাত: act of stamping with foot. (২) সিলমোহর: rubber stamp; এমন সমতল বস্তু, যার উপর শব্দ বা নকশা খোদাই করা থাকে। (৩) সিলমোহর দ্বারা অঙ্কিত নকশা বা শব্দাবলি। (৪) (postage-) stamp ডাকটিকিট। stamp album ডাকটিকিট সংগ্রহ করে রাখার খাতা। stamp-collector দলিলপত্রের প্রয়োজনীয় স্ট্যাম্প বা বিশেষ কাগজের মাসুল সংগ্রাহক; ডাকটিকিট সংগ্রাহক। stamp-dealer (noun) সংগ্রহকারীদের জন্য যিনি ডাকটিকিট কেনাবেচা করেন। stamp-duty (noun) আইন-আদালতে ব্যবহৃত কাগজের উপর আরোপিত কর। stamping machine যে যন্ত্রের দ্বারা ছাপ দেওয়া বা মোহরাঙ্কিত করা যায়। stamp office দলিলপত্রের স্ট্যাম্প বিক্রয়ের অফিস। stamp-paper (noun) দলিলপত্রের জন্য বিশেষ মুদ্রাঙ্কিত কাগজ। (৫) বিশিষ্ট গুণ বা চিহ্ন: This book bears his characteristic stamp. Everywhere there is the stamp of devastation. (৬) ধরন; গোত্র: soldiers of that stamp.
- English Word stampede Bengali definition [স্ট্যাম্পীড্] (noun) [countable noun] মানুষ বা প্রাণীর আকস্মিক আতঙ্কপীড়িত ঊর্ধ্বশ্বাসে ধাবন; ছত্রভঙ্গ। □ (verb intransitive), (verb transitive) (১) অনুরূপ ক্ষেত্রে ধাবমান হওয়া বা করা। (২) stamp somebody into something কাউকে ভীতিপ্রদর্শন করে বা হুমকি দিয়ে হঠকারী কর্মে বা আচরণে বাধ্য করা।
- English Word stance Bengali definition [স্ট্যান্স্] (noun) [uncountable noun] (১) (গলফ বা ক্রিকেট খেলার ক্ষেত্রে) আঘাত করার জন্য সঠিক অবস্থানে দাঁড়ানোর ভঙ্গি; ভঙ্গিমা। (২) কোনো ব্যক্তির বুদ্ধিবৃত্তিজাত দৃষ্টিভঙ্গি: On the issue of dowry, he took an uncompromising stance.
- English Word stanch Bengali definition [স্টা:ন্চ্ America(n) স্ট্যান্চ্]= staunch 1
- English Word stanchion Bengali definition [স্ট্যানশান্ America(n) স্ট্যান্চ্ন্] (noun) কোনোকিছু খাড়া রাখার দণ্ড।
- English Word stand 1 Bengali definition [স্ট্যান্ড্] (noun) (১) গতি বা অগ্রগতি রোধ: The car has come to a stand. (২) make a stand কোনোকিছু প্রতিরোধ বা প্রতিহত করতে প্রস্তুত হওয়া: make a stand against political opponents. (৩) গৃহীত অবস্থান: She took a stand near the book-rack; take one’s stand. I have taken my stand on this issue. (৪) ছোট সাধারণ আসবাবপত্র যার উপর কোনো কিছু রাখা হয়: hat-stand; coat-stand. (৫) নির্দিষ্ট কাঠামোর তৈরি স্থান বা দোকান যেখান থেকে বিভিন্ন বস্তু বিক্রি করা হয়: news stand; Bangladeshi stand at the Berlin Fair. (৬) যে স্থানে নির্দিষ্ট যানবাহন থামে বা দাঁড়িয়ে থাকে: bus-stand; taxi-stand. (৭) সাধারণত ঢালুভাবে নির্মিত কোনো জায়গা, যেখান থেকে দর্শকরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে পারে। (৮) মফস্বল অঞ্চল ভ্রমণকালে কোনো নাট্যদল কর্তৃক কোনো স্থানে সাময়িক বিরতি। one night stand একরাত্রির জন্য প্রদর্শনী; (লাক্ষণিক) কোনো ধরনের সাক্ষাৎ বা মিলন (সাধারণত যৌনমিলন) যা পুনর্বার সংঘটিত হবে না। (৯) (America(n)) কোনো আদালতের সাক্ষ্যদানকারীর বিশেষ জায়গা। (১০) কোনো বিশেষ এলাকার উৎপাদিত শস্য: good stand of rice. (১১) (যৌগশব্দে) stand-pipe জল সরবরাহের ভূগর্ভস্থ প্রধান নলের সঙ্গে সংযুক্ত খাড়া নল। stand-point (noun) দৃষ্টিকোণ: from the stand-point of the students. stand-still (adjective) নিশ্চলতা; রুদ্ধগতি।
- English Word stand 2 Bengali definition [স্ট্যান্ড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle stood) (১) দাঁড়ানো; খাড়া; সোজা; শক্ত বা লম্বা অবস্থায় স্থির থাকা: Please stand on the left side. The patient cannot stand yet. This bus has no standing room. The horrible sight made our hair stand on end, ভয়ে চুল খাড়া হয়ে উঠেছিল। Paul stands five feet eight, দাঁড়ালে যে উচ্চতা হয়; Stand still till my next instruction, Stand and deliver, (মহাসড়কের ছিনতাইকারীদের নির্দেশ) থেমে মূল্যবান সবকিছু সমর্পণ করো। (২) stand (up), সোজা হয়ে পায়ের উপর দাঁড়াও: stand up, all of you. We stood up as the national anthem was sung. (৩) কোনো রকম পরিবর্তন বা হেরফের ছাড়া একই অবস্থায় স্থিত থাকা: Our mutual commitment stands. Nothing but trust stands. The church has stood three centuries and may further stand another three. stand firm/fast নিজস্ব অবস্থানে বা মতবাদে দৃঢ়নিশ্চল থাকা; পশ্চাদপসরণ না-করা; দৃষ্টিভঙ্গি পরিবর্তন না-করা; কোনো বিশেষ পরিস্থিতিতে নিশ্চিত রাখা বা থাকা; The medical services stand; যেরূপ পরিস্থিতি: as things stand now; বিশেষ অবস্থানে থাকা: Who stands top on the list? বিশেষ ভূমিকা বা অবস্থান গ্রহণ করা: Can you stand as the benefactor to the child; অন্য সবাইকে ছাপিয়ে যাওয়া/অতিক্রম করে যাওয়া: Vidyasagar stands alone among his compatriots. stand clear (of something) কোনো অবস্থান থেকে সরে দাঁড়ানো: stand clear of the entrance. stand easy/at ease, দ্রষ্টব্য easy, ease. (৫) কোনো বিশেষ অবস্থানে নিয়মিতভাবে থাকা: There stands the monument. That painting stands on the right wall; গোষ্ঠীগত তালিকায় ব্যক্তিগত অবস্থানে থাকা: Where does my position stand? (৬) খাড়াভাবে রাখার ব্যবস্থা করা: stand the files in the cabinent; stand the books on the rack; stand the antenna on the roof. (৭) সহ্য করা: I can’t stand a bloody situation. Nobody can stand such insolence; অপছন্দ করা অর্থে: He can never stand me. stand one’s ground নিজের অবস্থানে সুদৃঢ় থাকা (বিশেষত যুদ্ধক্ষেত্রে); (লাক্ষণিক) অন্যের যুক্তির কাছে হার না-মানা। (৮) stand somebody something সকল প্রকার খরচ বহন করা: I shall stand for his Dhaka trip. Will you stand us a drink? stand treat কারো বা সবার খাওয়াদাওয়ার খরচ বহন করা। (৯) (বাগ্ধারা) standby (ক) যে বস্তু বা ব্যক্তির উপর নির্ভর করা হয়; বিপৎকালের আশ্রয়; প্রয়োজনে ব্যবহারযোগ্য বস্তু বা ব্যক্তি: standby player, standby generator. (খ) নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকা বা নিরুত্তাপভাবে কোনো কিছু অবলোকন করা: How could you standby and tolerate such injustice? (গ) প্রস্তুত থাকা; সমর্থন করা: You’ll find volunteers standing by to assist you. A good friend always stands by in times of need. (ঘ) (noun) সতর্ক, প্রস্তুত বা তৎপর অবস্থা: The emergency squads are on round the clock standby. stand against প্রতিরোধ করা; বাধা দেওয়া। stand aside (ক) সরে দাঁড়ানো; নিষ্ক্রিয় ভূমিকা পালন করা: He’ll never stand aside in times of your distress. (খ) কোনো একপাশে সরে যাওয়া: Please stand aside so that others can go out. (গ) কোনো ক্ষেত্র থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া: He now wants to stand aside from the parliamentary poll. stand at কোনো নির্দিষ্ট অবস্থানে থাকা: The water level stands at six feet height. stand back (ক) পিছনে সরে যাওয়া: The demonstrators were asked to stand back. (খ) দূরে অবস্থিত হওয়া: The church stands back from the river. stand clear সরে যাওয়া: The fire brigade vehicles are moving around, stand clear, quick. stand down সাক্ষ্যপ্রদান বা নির্বাচন থেকে সরে দাঁড়ানো। stand for something (ক) বোঝানো: PM stands for Prime Minister. I am against autocracy and all it stands for. (খ) সমর্থন করা: I stand for equal opportunities for women. (গ) (যুক্তরাজ্যে) কোনো পদের জন্য প্রার্থী হওয়া। (ঘ) (কথ্য) সহ্য করা: I will not stand for nuisance in my own compound. stand in (with somebody) অংশীদার বা সহকারী হওয়া: Let me stand in with you if it’s expensive. stand in (for somebody) চিত্রগ্রহণের পূর্ব পর্যন্ত প্রধান অভিনেতা বা অভিনেত্রীর ভূমিকা গ্রহণ করা। stand off দূরে সরে থাকা; কারো সাহচর্য বা ঘনিষ্ঠতা এড়িয়ে থাকা। stand somebody off সাময়িকভাবে কারো (সাধারণত শ্রমিক-কর্মচারীদের) সেবাগ্রহণ থেকে বিরত থাকা। stand-offish (adjective) গম্ভীর; গোটানো; নিরুত্তাপ। stand-offishly (adverb) stand-offishness (noun) stand on একই পথে চলতে থাকা; (কোনো বিষয়ে) জেদ বজায় রাখা। stand out (ক) অসাধারণ বা বিশিষ্ট হওয়া: His theory stands out from that of others, অসামান্য হওয়া। stand out a mile (খ) প্রতিরোধ চালিয়ে যাওয়া; বশ্যতা স্বীকার না-করা: The relief workers stood out against all odds. stand over মুলতবি হওয়া: Let this agenda stand over till we meet next. stand to অঙ্গীকার রক্ষা বলা; অবিচলিতভাবে লেগে থাকা; (সামরিক বাহিনীর ক্ষেত্রে) সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য সুদৃঢ় অবস্থান রচনা করা। stand up উঠে দাঁড়ানো; দাঁড়িয়ে ওঠা; নাচের জন্য প্রস্তুত হয়ে যথাযথভাবে দাঁড়ানো; সজ্জিত হওয়া। stand-up (adjective) (ক) (জামার কলারের ক্ষেত্রে) খাড়া। (খ) ভোজন বিষয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাধা করা হয় এমন। (গ) (প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে) সহিংস; আঘাত-প্রত্যাঘাতে সংকুল। stand somebody up (কথ্য) কারো সঙ্গ গ্রহণ না-করা: She consented to join me, but later on she stood me up. stand up for somebody সমর্থন করা; কারো পক্ষ গ্রহণ করা এবং সেজন্য যুক্তি প্রদর্শন করা। stand up to somebody কারও বিপক্ষে সাহস নিয়ে দাঁড়ানো। stand up to something (বস্তুর ক্ষেত্রে) দীর্ঘ ও শক্তিক্ষয়ী ব্যবহারের পরও ভালো অবস্থায় থাকা: Machine-tools that stand up after long wear and tear. stand (well) with somebody সুসম্পর্ক থাকা: He stands well with his boss. stand a (good/poor, etc) chance সাফল্যের উজ্জ্বল/সাধারণ সম্ভাবনা। stand somebody in good stead, দ্রষ্টব্য stead. stand on ceremony, দ্রষ্টব্য ceremony. It stands to reason that, দ্রষ্টব্য reason (৩). stand to win/gain/love something জয়-পরাজয়ের সম্ভাব্য অবস্থানে থাকা: Do we in anyway stand to win by this movement? standing ground দাঁড়ানোর স্থান; ভিত্তি; মৌলিক নীতি। standing orders or rules কার্যনির্বাহী স্থায়ী আদেশ বা নিয়মাবলি। stand pipe (noun) জল সরবরাহের ভূগর্ভস্থ প্রধান নলের সঙ্গে সংযুক্ত খাড়া নল। Grand stand ঘোড়দৌড়ের মাঠের সর্বোৎকৃষ্ট দর্শক-আসনশ্রেণী।
- English Word standard Bengali definition [স্ট্যানডাড্] (noun) (১) বৈশিষ্ট্যসূচক পতাকা, বিশেষত যার প্রতি আনুগত্য প্রদর্শন বিধেয়: the royal standard. raise the standard of revolt (লাক্ষণিক) সংগ্রাম ও সমর্থনের জন্য আহ্বান। standard-bearer (noun) পতাকাবাহক; (লাক্ষণিক) কোনো আন্দোলনের প্রধান নেতা। (২) মান, মানদণ্ড, মাপকাঠি, ওজন, দৈর্ঘ্য বা গুণাগুণের পরিমাপক: The standard metre/weight; the standard area of a car-wheel; a good/low standard of education; standard of living; standards of morality; standard of candidature. be up to/below standard প্রার্থিত মনের যোগ্য/সমকক্ষ নয়: Her performance was not up to standard. standard time কোনো দেশের সরকারিভাবে স্বীকৃত সময়: BST- Bangladesh Standard Time. (৩) (অতীতকালে ব্যবহৃত) প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণির মান; students of standard five. (৪) monetary standard খুচরা মুদ্রায় মূল্যবান ধাতুর সঙ্গে অন্যান্য মিশ্রণের সমানুপাত। the gold standard যে ব্যবস্থায় মুদ্রার মূল্যমান স্বর্ণের মানের সঙ্গে যুক্ত থাকে। abandon/go off the gold standard এই ব্যবস্থা পরিহার করা। (৫) ঋজু আলম্ব খুঁটি; স্তম্ভ; জল বা গ্যাস সরবরাহের খাড়া নল। standard lamp যে বাতি মেঝেসংলগ্ন একটা সোজা খুঁটির উপর ভর করে থাকে। (৬) যে সরল বা সোজা কাণ্ডের উপর গোলাপ প্রভৃতির কলম বানানো হয়।
- English Word standardize, standardise Bengali definition [স্ট্যানডাডাইজ্] (verb transitive) নির্দিষ্ট ও স্বীকৃত মান অনুযায়ী বস্তুর প্রামাণিক আকার; আয়তন; ওজন; গুণমান প্রমিত করা: Most of the electrical goods are usually standardized. standardization, standardisation [স্ট্যানডাডাইজেইশন America(n) স্ট্যানডাডিজেইশন] (noun) [uncountable noun] নির্দিষ্ট মান প্রমিতকরণ: standardize of Bengali spellings.
- English Word standing Bengali definition [স্ট্যান্ডিং] (noun) (১) [uncountable noun] স্থিতিকাল: a business relationship of long standing. (২) [countable noun, uncountable noun] অবস্থান বা খ্যাতি: an artist of high standing. □ (adjective) (১) প্রতিষ্ঠিত বা স্থায়ী ভূমিকা পালনে প্রস্তুত: a standing brigade; a standing committee; standing orders for the security forces; a standing order to a bank, জমাকারী কর্তৃক ব্যাংককে নির্দেশ (নিয়মিত অর্থপ্রদান বা পরিশোধ প্রসঙ্গে) ; a standing joke, কোনো ঘটনা যা প্রায়ই কৌতুকের জন্ম দেয়। standing orders পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত বলবৎ নির্দেশাবলি। (২) standing corn যে শস্য এখনও কাটা হয়নি। standing jump দৌড়ানো ব্যতিরেকে যে লাফ দেওয়া হয়।
- English Word stank Bengali definition [স্ট্যাংক্] stink – এর plural
- English Word stanza Bengali definition [স্ট্যান্জা্] (noun) (plural stanzas) স্তবক; কবিতার পঙ্ক্তিগুচ্ছ, যার নির্দিষ্ট বিভাগ কবিতার বিশিষ্ট আঙ্গিক নির্মাণ করে।
- English Word staple 1 Bengali definition [স্পেইপ্ল্] (noun) [countable noun] (কাগজ বা অনুরূপ কোনোকিছু) ফুঁড়ে বা গেঁথে রাখার ধাতব তার; কাঠের সঙ্গে বৈদ্যুতিক তার সন্নিবদ্ধ রাখার হুক। □ (verb transitive) অনুরূপ হুক দিয়ে কোনোকিছু গেঁথে রাখা: staple these sheets of paper. stapler (noun) যে যন্ত্রের সাহায্যে উক্ত তার দিয়ে কাগজপত্র গেঁথে রাখা হয়।
- English Word staple 2 Bengali definition [স্টেইপ্ল্] (noun) (১) [countable noun] প্রধান পণ্যদ্রব্য: Jute is one of the staples of Bangladesh. (২) প্রধান উপাদান বা বৈশিষ্ট্য: Contemporary politics formed the/staple of their talk. (৩) [uncountable noun] বস্ত্রের সুতা বা উল বা তার উৎকর্ষ: long staple cotton. (৪) প্রধান পণ্য বা তার উপাদান; staple food of Bangladesh.
- English Word star 1 Bengali definition [স্টা:(র্)] (noun) (১) তারা; তারকা; নক্ষত্র। fixed star (noun) গ্রহ নয় এমন তারকা। shooting star (noun) দ্রষ্টব্য shoot 2 (১). starfish তারার মতো দেখতে সামুদ্রিক প্রাণী। starlight (noun) [uncountable noun] নক্ষত্রের আলো বা দীপ্তি: Her face looked so romantic in the starlight. (attributive(ly)) a starlight night. starlit (adjective) তারার আলোয় আলোকিত: The starlit dome. (২) তারকাচিহ্ন; এমন ধরনের নকশা যার আকার তারকার মতো; a five star hotel, পাঁচতারাযুক্ত হোটেল (প্রদর্শিকায় এর দ্বারা হোটেলের মান চিহ্নিত করা হয়); বৈশিষ্ট্যসূচক, পদমর্যাদাসূচক তারকাচিহ্ন; নির্দিষ্ট স্তরজ্ঞাপক তারকাচিহ্ন, যা সামরিক বা বেসামরিক কর্মকর্তাগণ পোশাকের ঊর্ধ্বাংশে পরিধান করেন। see stars চোখে আঘাতজনিত কারণে আলোর ঝলক দেখা। the Star Spangled Banner যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। the Star and the Stripes যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। (৩) রাশিফল; জ্যোতির্মণ্ডলের যেসব বস্তুর অবস্থান মানুষের ভাগ্য প্রভাবিত করে বলে অনেকে বিশ্বাস করেন: My stars are against me this year. Only your star can help you now. star-gazer (noun) জ্যোতিষী বা জ্যোতির্বিজ্ঞানী। (৪) প্রখ্যাত ও জনপ্রিয় অভিনেতা, খেলোয়াড়, সংগীতশিল্পী বা সাহিত্যিক: film star; this football team is full of stars; a star of contemporary Bengali poetry. the star turn কোনো বিনোদন অনুষ্ঠানের প্রধান অংশ।
- English Word star 2 Bengali definition [স্টা:(র্)] (verb intransitive), (verb transitive) (১) তারকাখচিত বা তারকাশোভিত করা: The entrance starred with flowers, প্রবেশপথটি ফুল দিয়ে তারকাচিহ্নিত করা হলো: Main points have been starred in the body of the essay. (২) star (somebody) in প্রধানত অভিনেতা বা অভিনেত্রীরূপে আবির্ভূত হওয়া বা অভিনয় করা: She stars in the TV serial. stardom (noun) তারকার মর্যাদাসূচক স্তর। starlet (noun) তারকার মর্যাদাপ্রত্যাশী তরুণী অভিনেত্রী। starless (adjective) তারকাবিহীন। starry [স্টা:রি] (adjective) নক্ষত্রময়; তারকাশোভিত। starry-eyed (adjective) কল্পনাশক্তিসস্পন্ন কিন্তু বাস্তববিবর্জিত।
- English Word starboard Bengali definition [স্টা:বাড্] (noun) সামনের দিকে তাকিয়ে থাকা; কোনো ব্যক্তির দৃষ্টিসম্মুখে কোনো জাহাজ বা বিমানের ডানদিক: on the starboard bow. □ (verb transitive) উক্ত অংশের দিকে ফিরানো: starboard the helm.
- English Word starch Bengali definition [স্টা:(র্)চ্] (noun) [uncountable noun] (১) শ্বেতসার; কার্বোহাইড্রেট; খাদ্যগ্রহণ। (২) মাড়; উক্ত পদার্থ সিদ্ধ করে এমন উপাদান তৈরি করা হয়, যা সুতি কাপড় কঠিন করার কাজে ব্যবহৃত হয়; (লাক্ষণিক) কাঠিন্য; অনমনীয়তা; আনুষ্ঠানিকতা। □ (verb transitive) মাড়ের সাহায্যে জামার কলার অনমনীয় করে তোলা। a starched reception (লাক্ষণিক) আন্তরিকতার অভাবযুক্ত অভ্যর্থনা। starchy (adjective) শ্বেতসারযুক্ত।