• Bengali Word head 1 English definition [হেড্] (noun) ১ মস্তক; মাথা।
    (২) এক মাথার সমপরিমাণ দৈর্ঘ্যের মাপ: Kamal is taller than Jamal by a head. be head and shoulders above somebody (লাক্ষণিক) বুদ্ধিতে বা ক্ষমতায় কারো চোয় অনেক গুণে শ্রেষ্ঠ। (৩) head(s) মুদ্রার যে পিঠে কোনো ব্যক্তির মাথা খোদিত থাকে; এর উল্টো পিঠকে tails বা the tail বলা হয়। heads or tails? নিক্ষিপ্ত মুদ্রার পিঠ দেখে ভাগ্য নির্ণয়ের জন্য মুদ্রাটি উপরে ছুড়ে দেওয়ার আগে সংশ্লিষ্ট কোনো এক পক্ষকে একথা বলা হয়। be unable to make head or tail of something কোনোকিছু একেবারেই বুঝতে না-পারা। (৪) জন; ব্যক্তি: Tk 2 5 a head, মাথাপিছু/জনপ্রতি ২৫ টাকা। (৫) (plural অপরিবর্তিত) এক ঝাঁক পাখি বা একদল পশু (সাধারণত ছাগল বা ভেড়া): 100 head of cattle; a large head (= সংখ্যা) of game. (৬) বুদ্ধি; মেধা; কল্পনাশক্তি। (৭) সহজাত ক্ষমতা: He has no head for business. (৮) আকারে বা অবস্থানে মাথার মতো এমন কোনোকিছু: the head of a pin ; the head of a hammer. (৯) শিরোদেশ বা শীর্ষ: at the head of the page; at the head of the staircase, সিঁড়ির মুখে। (১০) উৎস; উৎসভাগ: The head-waters of the Padma. (১১) (উদ্ভিদ) বোঁটার মাথায় ফুল বা পাতার গুচ্ছ: a flower head; a tight head of cabbage. (১২) (প্রায়ই attributive(ly)) শাসক; নেতা বা সর্দার; প্রধান: heads of government; the head of a family; the head office. Head of state রাষ্ট্রপ্রধান। (১৩) সম্মুখভাগ; পুরোভাগ: at the head of a procession.১৪ (প্রধানত ব্যক্তিনামের ক্ষেত্রে) অন্তরীপ। (১৫) (জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতির জন্য) কোনো নির্দিষ্ট উচ্চতায় রক্ষিত পানি; আবদ্ধ জলীয় বাষ্প প্রভৃতির আয়তনভিত্তিক চাপ বা শক্তি। (১৬) প্রবন্ধ, রচনা ইত্যাদির প্রধান বিভাগ: an essay written under several heads. (১৭) পাত্রে ঢালা তরল পদার্থের (বিশেষত মদের) ফেনা: the head on a glass of beer. (১৮) পেকে-ওঠা ফোড়ার মুখ: The boil came to a head. come to a head (লাক্ষণিক) চরম অবস্থায় পৌঁছানো; চরম আকার ধারণ করা। (১৯) (বিবিধ phrase) above/over one’s head বোঝা দুঃসাধ্য (এমনভাবে): talk above one’s head এমনভাবে কথা বলা যাতে (কারো পক্ষে) বোঝা মুশকিল হয়ে পড়ে। an old head on young shoulders নবীনের ভিতর প্রবীণের জ্ঞান। bite somebody’s head off কাউকে ক্রুদ্ধভাবে তিরস্কার করা। eat one’s head off (ঘোড়া সম্বন্ধে) প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু কাজ বলতে গেলে না-করা। give somebody his head কাউকে ইচ্ছামতো চলতে দেওয়া। go to one’s head (ক) (মদ) নেশাগ্রস্ত করা। (খ) উত্তেজিত করা: His successes have gone to his head, তার সাফল্য তাকে আত্মম্ভরী করেছে। have a good head on one’s shoulders কর্মক্ষমতা, বাস্তববুদ্ধি, কাণ্ডজ্ঞান ইত্যাদি থাকা। head over heels এলোমেলো; বিশৃঙ্খল; ডিগবাজি খাওয়া অবস্থায়; (লাক্ষণিক) গভীরভাবে বা সম্পূর্ণরূপে; পুরাদস্তুর: head over heels in love. keep one’s head মাথা ঠাণ্ডা রাখা। keep one’s head above water (লাক্ষণিক) ঋণ সমস্যা ইত্যাদি থেকে মুক্ত থাকা। keep one’s head down বিপদ বা চিত্তবিক্ষেপের কারণগুলো এড়িয়ে চলা। laugh/scream one’s head off অট্টহাসিতে ভেঙে পড়া; হেসে কুটিকুটি হওয়া; চিৎকারে আকাশ মাথায় করা। lose one’s head মাথা ঠিক না-রাখা। (go) off one’s head মাথা খারাপ (হওয়া)। (stand, etc) on one’s head পা শূন্যে তুলে মাথার উপর (দাঁড়ানো): do something (standing) on one’s head, (কথ্য) অতি সহজে করতে পারা। (be promoted) over another’s head /over the heads of others যোগ্যতর আরেক জনের/অন্যদের মাথা টপকে পদোন্নতি পাওয়া। put our/your/their heads together একত্রে বসে শলাপরামর্শ করা। put something to a person’s head কারো মাথায় কিছু (ধারণা, ভাবনা) ঢুকিয়ে দেওয়া। put something out of one’s head কোনোকিছুর ভাবনা বাদ দেওয়া: I put the idea of going abroad out of my head. put something out of somebody’s head কাউকে কোনোকিছু ভুলিয়ে দেওয়া। take something into one’s head কোনোকিছু বিশ্বাস করা বা ধারণা করা: She took it into her head that he was going to desert her. talk one’s head off অতিরিক্ত বকবক করা। talk somebody’s head off বকবক করে কারো মাথা ধরিয়ে দেওয়া। two heads are better than one (প্রবাদ) কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান। turn somebody’s head কাউকে আত্মম্ভরী করে তোলা। (be) weak in the head দুর্বলমস্তিষ্ক বুদ্ধিমান নয়। (২০) (যৌগশব্দে) headache (noun) [countable noun, uncountable noun] (ক) মাথাব্যথা। (খ) (অপশব্দ) মাথা-ধরানো সমস্যা। headband (noun) মাথায় বাঁধার ফিতা। headdress (noun) বিশেষত মহিলাদের অলংকৃত মস্তকাবরণী; পাগড়ি। headgear (noun) টুপি; পাগড়ি; মস্তকাবরণী। headhunter (noun) যে বর্বর বিজয়নিদর্শন হিসেবে বিজিত শত্রুর মাথা কেটে রেখে দেয়; (লাক্ষণিক) নির্দয় রিক্রুটকারী। headlamp (noun) = headlight. headland [হেডলান্‌ড্‌] (noun) অন্তরীপ। headlight (noun) রেল-ইনজিন, মোটরগাড়ি প্রভৃতির হেডলাইট। headline (noun) সংবাদ শিরোনাম; শিরোনাম বহনকারী লাইন; (plural) বেতারে বা টেলিভিশনে প্রচারিত সংবাদের মুখ্য অংশ: ‘Here are the news headlines’. headman [হেডম্যান্] (noun) সর্দার; মোড়ল। head-master/head-mistress (noun(s)) স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষয়িত্রী। head on (adjective), (adverb) (সংঘর্ষ) মুখোমুখি: a head-on collision. headphones (noun) (plural) মাথায় বেঁধে ব্যবহার্য (বেতারের) রিসিভার; হেডফোন। headpiece (noun) (ক) শিরস্ত্রাণ; হেলমেট। (খ) বুদ্ধি; মগজ। head quarters (noun) (singular বা plural) সদর দফতর। head-rest (noun) যাতে মাথা হেলান দেওয়া হয়। headroom (noun) = clearance (২). headset (noun) হেডফোন। headship [হেডশিপ্‌] (noun) প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষয়িত্রীর পদ। headstall (noun) লাগামের যে অংশ ঘোড়া প্রভৃতির মাথায় পরানো হয়। headstone (noun) সমাধিফলক। head-waters (noun) (plural) নদী প্রভৃতির উৎসভাগ। headway (noun) [uncountable noun] অগ্রগতি; উন্নতি। headwind (noun) সরাসরি বিপরীত দিক থেকে প্রবাহিত বাতাস। headword (noun) শিরোনাম হিসেবে ব্যবহৃত (মোটা অক্ষরে মুদ্রিত) শব্দ, যথা অভিধানে আলোচিত শব্দ। headed (adjective) (যৌগশব্দে। three headed তিন মাথাওয়ালা। headless (adjective) মাথা নেই এমন, মস্তকবিহীন।