• Bengali Word self English definition [সেল্‌ফ্‌] (noun) (plural selves [সেল্‌ভ্‌জ্‌]) ১ [uncountable noun] ব্যক্তিপ্রকৃতি; স্বকীয় ব্যক্তিত্ব; অহং; আত্মপ্রকৃতি; সত্তা; আত্মতা; স্বকীয়তা; স্বরূপ: one’s better/worse self, কারো মহত্তর/হীনতর প্রকৃতি/স্বরূপ; one’s former self, কারো সাবেক সত্তা; analysis of the self, আত্মবিশ্লেষণ; the conscious self, চৈতন্যময় সত্তা।
    (২) [uncountable noun] নিজ স্বার্থ বা অভিরতি: thought of self, স্বার্থবুদ্ধি; স্বার্থচিন্তা। (৩) (বাণিজ্য., সেকেলে রীতি বা কৌতুকাত্মক) নিজকে: pay to self, (চেকে) স্বাক্ষরকারীকে প্রদান করুন: a room for self and wife.