• Bengali Word police English definition [পালীস্‌] (noun) (সমষ্টিগত 'noun' সবসময় 'singular' রূপ, 'plural verb' সহ ব্যবহৃত হয়) (the) police আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
    police constable (noun) সাধারণ পদমর্যাদার পুলিশ; পুলিশ কনস্টেবল। policedog (noun) সন্দেহভাজন অপরাধীকে ধরা বা খুঁজে বের করতে ব্যবহৃত প্রশিক্ষিত কুকুর; পুলিশের কুকুর। policeforce (noun) পুলিশবাহিনী। policeman [পালীস্‌মান্‌] (noun) (plural policemen) পুলিশবাহিনীর পুরুষ সদস্য; পুলিশ কর্মচারী। police-office (noun) পুলিশ দফতর। police-officer (noun) পুলিশ কর্মকর্তা। policestate (noun) রাজনৈতিক পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র; পুলিশিরাষ্ট্র। police-station (noun) থানা। policewoman (noun) (plural women) মহিলা পুলিশ। □ (verb transitive) পুলিশের সাহায্যে বা মতো নিয়ন্ত্রণ করা; আইনশৃঙ্খলা রক্ষা করা।