s পৃষ্ঠা ৫২
- English Word squiffy Bengali definition [স্কিফি] (adjective) (অপশব্দ) কিছুটা মাতাল অবস্থায়।
- English Word squiggle Bengali definition [স্কুইগ্ল্] (noun) আঁকাবাঁকা, জটিল রেখা বা হস্তাক্ষর। squiggly (adjective)
- English Word squint Bengali definition [স্কুইন্ট্] (verb intransitive) (১) তির্যক বা তেরচা দৃষ্টির নেত্রযুক্ত হওয়া। (২) তির্যকদৃষ্টি নিক্ষেপ করা। □ (noun) তির্যকদৃষ্টি, কটাক্ষ। squint-eyed (noun) ট্যারাচোখা; তির্যকদৃষ্টিসম্পন্ন ব্যক্তি; (অপশব্দ) বিদ্বেষপূর্ণ। squintingly (adverb)
- English Word squire Bengali definition [স্কোআ(র্)] (noun) (১) (ইংল্যান্ডে) গ্রামাঞ্চলের প্রধান ভূমিমালিক। (২) (মধ্যযুগে) কোনো নাইট বা বীরের অনুচর। (৩) সম্ভ্রান্ত মহিলার পথসঙ্গী বা পরিচারক। (৪) (America(n)) শান্তির বিচারক বা স্থানীয় বিচারক। (৫) (ব্রিটেনে) (অপশব্দ) কোনো ব্যক্তি। □ (verb transitive) পরিচারক বা পথসঙ্গীর দায়িত্ব পালন করা। squirearchy (noun) বিশাল ভূস্বামী; এ ধরনের ভূস্বামীদের গোষ্ঠী বা শ্রেণি।
- English Word squirm Bengali definition [স্কোআ(র্)ম্] (verb intransitive) দেহ মোচড়ানো; (অস্বস্তি, লজ্জা বা বিব্রতভাবজনিত) অস্বাভাবিক দেহভঙ্গি করা।
- English Word squirrel Bengali definition [স্কুইরাল্] (noun) কাঠবিড়াল।
- English Word squirt Bengali definition [স্কুইআ:ট্] (verb transitive), (verb intransitive) সজোরে কোনো জলীয় পদার্থ নির্গত করা: Coloured liquid was squirted all over her body. □ (noun) (১) এ ধরনের উৎসারণের ধারা। (২) যেখান থেকে এ ধরনের ধারা নির্গত হয়; সিরিঞ্জ; ফোয়ারা। (৩) (কথ্য) (নিন্দার্থে) নগণ্য কিন্তু অহংকারী ব্যক্তি।
- English Word stab Bengali definition [স্ট্যাব্] (verb transitive), (verb intransitive) (১) stab (at) ছোরা বা তীক্ষ্ণাগ্র কোনোকিছু দ্বারা আঘাত করা বা ছিন্ন করা: stabbing a person; I was stabbed to the heart at his distress; (আলংকারিক অর্থ) কোনো অভিজ্ঞতায় ক্ষতবিক্ষত বোধ করা। (২) ছুরিকাহত হওয়ার মতো বেদনা সৃষ্টি হওয়া: stabbing pains at the gums. □ (noun) [countable noun] (১) ছুরিকাঘাত: a stab at the back. (আলংকারিক অর্থ) বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ; সম্মানের উপরে আঘাত। (২) (কথ্য) চেষ্টা; প্রচেষ্টা: May I have a stab at it? stabber (noun)
- English Word stable 1 Bengali definition [স্টেইব্ল্] (adjective) দৃঢ়, সুস্থিত; সহজে পরিবর্তনীয় নয়: We need stable situations in the industrial sector. stability (noun) দৃঢ় বা সুস্থিত অবস্থা। stabilize, stabilise (verb intransitive) সুস্থিত বা অতেজস্ক্রিয় অবস্থা সৃষ্টি করা: to stabilize prices/wages. stabilizer (noun) যে ব্যক্তি বা বস্তু সুস্থিত অবস্থা সৃষ্টি করে; বিশেষত কোনো জাহাজ বা বিমান সঠিকভাবে সচল রাখার রীতি। stabilization, stablisation [স্টেইবালাইজেইশ্ন্ America(n) স্টেইবালিজ্ইশ্ন্] (noun)
- English Word stable 2 Bengali definition [স্টেইব্ল্] (noun) আস্তাবল; একটি বিশেষ আস্তাবলে রক্ষিত অশ্বসমূহ; অশ্বপালনের প্রতিষ্ঠান। stable-boy/-man আস্তাবলের কাজে নিযুক্ত ব্যক্তি। stable-companion/-mate একই আস্তাবলের ঘোড়া; (লাক্ষণিক) একই গোষ্ঠীর ব্যক্তি। □ (verb transitive) আস্তাবলে রাখা বা থাকা; Do you stable your horse in this place? stabling (noun) [uncountable noun] অশ্বের আবাস। (to) lock the stable-door when horse is stolen ঘোড়া চুরির পর আস্তাবলে তালা লাগানো; চুরির পর সতর্কতা অবলম্বন করা।
- English Word staccato Bengali definition [স্টাকা:টো] (adjective), (adverb) (সংগীত পরিচালনায়) পৃথকভাবে উচ্চারিত ধ্বনি বা অনুরূপ ধ্বনি পরিবেশনপূর্বক; অনুরূপভাবে ধ্বনিত করে।
- English Word stack Bengali definition [স্ট্যাক্] (noun) [countable noun] (১) খড়, শস্য, কাঠ প্রভৃতির গাদা, যা উন্মুক্ত জায়গায় ঢালু ছাউনির নিচে জড় করা হয়। (২) পিরামিডের আকারে রাখা অনেকগুলি রাইফেল, বই, কাগজ বা কাঠের স্তূপ; (কথ্য) বিশাল পরিমাণ: stack of pending work. (৩) ধোঁয়ার নল বা চিমনির সারি। (৪) গ্রন্থাগার/পুস্তক বিক্রয়কেন্দ্রের বইয়ের তাক। (৫) অবতরণের সংকেত প্রতীক্ষায় বিভিন্ন উচ্চতায় উড্ডয়নমান অনেকগুলি বিমান। □ (verb transitive) (১) stack (up) গাদা করা; স্তূপীকৃত করা। (২) (America(n)) (খেলার তাস) অশোভন রীতিতে বিন্যস্ত করা: have the cards stacked against one; (আলংকারিক অর্থ) খুবই অসুবিধায় পতিত হওয়া। (৩) বিশেষ ঘূর্ণনের রীতিতে বিমান বিন্যস্ত করা।
- English Word stadium Bengali definition [স্টেইডিআম্] (noun) (plural stadiums) স্টেডিয়াম; প্রাচীর দিয়ে ঘেরা বহুসংখ্যক দর্শক-আসনবিশিষ্ট খেলার মাঠ। Olympic stadium (noun) যে বৃহদায়তন ও বিবিধ সুবিধাযুক্ত বেষ্টনীর মধ্যে অলিম্পিক ক্রীড়াপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- English Word staff Bengali definition [স্টা:ফ America(n) স্টাফ্] (noun) (১) লাঠি; হাঁটার সময়ে ব্যবহৃত ছড়ি, যষ্টি, হাতিয়ার। the staff of life (আলংকারিক অর্থ) রুটি; অন্ন। (২) কর্তৃত্বের নিদর্শনসূচক দণ্ড। pastoral staff বিশপ কর্তৃক বাহিত অথবা তার গমনের সময় বাহিত দণ্ড। (৩) লম্বা দণ্ড যার সাহায্যে পতাকা বা অনুরূপ কিছু টাঙানো হয়। (৪) কোনো প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ: office staff, Are you on the staff? staff-office কর্মচারী নিয়োগের দফতর। (৫) ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের গোষ্ঠী। (৬) (সংগীতে) স্বরলিপির পঙ্ক্তি বা সারি, পাঁচটি সমান্তরাল পঙ্ক্তির স্তবক। (plural staves) staff car (noun) সেনাপতির জন্য নির্দিষ্ট গাড়ি। staff college (noun) সামরিক কর্মকর্তাদের বিশেষ শিক্ষালয়। staffroom (noun) শিক্ষক বা কর্মচারীদের জন্য নির্দিষ্ট কক্ষ।
- English Word stag Bengali definition [স্ট্যাগ্] (noun) (১) পুরুষ হরিণ। stag-party শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট ভোজ। (২) যে ব্যক্তি নতুন ইস্যুকৃত স্টক বা শেয়ার ভবিষ্যতে অধিক লাভে বিক্রি করার জন্য বর্তমানে কিনে রাখেন।
- English Word stage Bengali definition [স্টেইজ্] (noun) (১) (থিয়েটারে) মঞ্চ। (২) the stage নাট্যকর্ম; নাট্যাভিনয়ের পেশা। be/go on the stage অভিনয়শিল্পী হিসেবে যোগ দেওয়া। stage-craft (noun) [uncountable noun] নাট্যরচনা বা অভিনয়শৈলী। stage-direction (noun) মঞ্চনির্দেশনা। stage door (noun) অভিনেতৃবৃন্দ বা মঞ্চকর্মীদের ব্যবহারের জন্য মঞ্চের পিছনের দিকের দরজা। stage fright (noun) দর্শকদের সামনে অভিনয়কালীন ভীতি। stage manager (noun) মঞ্চের তত্ত্বাবধায়ক। stage struck (adjective) নাট্যশিল্পী হওয়ার প্রবল বাসনা আছে এমন ব্যক্তি। stage-whisper (noun) যে চুপকথা অন্যদের শ্রবণের জন্য উক্ত। (৩) (লাক্ষণিক) ঘটনার দৃশ্য; যে স্থলে ঘটনা ঘটে। (৪) পর্যায়; ক্রম; অবস্থা: primary stage of infection; later stage. (৫) রকেট অভিযাত্রার দুই বা ততোধিক পর্যায়: a multi-stage rocket. (৬) যাত্রাপথে (সাধারণত সড়কপথে) বিভিন্ন থামার স্থানের মধ্যবর্তী দূরত্ব: Take care of every travel stage. stage-coach (noun) (সাধারণত ঘোড়ার গাড়ি) যে পরিবহনযান বিভিন্ন স্থানে থেমে থেমে যাত্রী পরিবহন করে। fare-stage (noun) নির্দিষ্ট ভাড়ার দূরত্ব। (৭) সোপান; তাক; মেঝে। □ (verb transitive), (verb intransitive) (১) মঞ্চে আবির্ভূত হওয়া; সাধারণ্যে পরিবেশন করা; (লাক্ষণিক) নাটকীয় ভঙ্গিতে প্রকাশের ব্যবস্থা করা। stage a come-back অবসরগ্রহণ বা প্রস্থান অবস্থা থেকে পুনরায় কাজে/মঞ্চে প্রত্যাবর্তন করা। (২) stage well/badly মঞ্চ পরিবেশনার জন্য ভালো/মন্দ হওয়া।
- English Word stager Bengali definition [স্টেইজা(র্)] (noun) (কেবল) an old stager দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বহুদর্শী ব্যক্তি।
- English Word stagflation Bengali definition [স্ট্যাজফ্লেইশ্ন্] (noun) [uncountable noun] শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ-যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।
- English Word stagger Bengali definition [স্ট্যাগা(র্)] (verb intransitive), (verb transitive) (১) টলমলভাবে বা বিশৃঙ্খলভাবে হাঁটা বা নড়াচড়া করা (দুর্বলতা, ভারবহন বা মত্ত অবস্থার জন্য): Every night we find him staggering to his house. (২) বিশৃঙ্খলভাবে বা স্খলিতচরণে হাঁটতে বাধ্য করা (আঘাত দ্বারা); হতবুদ্ধি বা বিহ্বল করা; বিভ্রান্ত বা দুশ্চিন্তিত করা: The staggering blow made him unsteady. That’s a piece of staggering news. (৩) এমনভাবে সময় বা ঘটনা বিন্যস্ত করা যাতে সবকিছু একত্রে জট পাকিয়ে না-যায়: staggering duty hours. (৪) (উদ্দেশ্য থেকে) ঘূর্ণিত হওয়া বা ঘূর্ণিত করানো; বিচলিত হওয়া বা বিচলিত করানো। □ (noun) (১) দোলন; আন্দোলন। (২) গরু বা ঘোড়ার স্নায়বিক ব্যাধি। staggerer (noun) staggeringly (adverb)
- English Word staging Bengali definition [স্টেইজি্ং] (noun) (১) [countable noun, uncountable noun] কোনো রাস্তার বা যাত্রার দুটি থামার স্থানের মধ্যবর্তী দূরত্ব; কোনো ভবনের নির্মাণকার্যে শ্রমিকদের ব্যবহারযোগ্য কাঠের বা অনুরূপ কিছুর মাচা। (২) [uncountable noun] কোনো নাটক মঞ্চায়ন করার রীতি।
- English Word stagnant Bengali definition [স্ট্যাগ্নান্ট্] (adjective) (১) (পানি) স্থির; বদ্ধ; নিশ্চল: She is a fan of stagnant waters. (লাক্ষণিক) (২) অপরিবর্তিত; নিষ্ক্রিয়; নিরুদ্যম। stagnancy (noun)
- English Word stagnate Bengali definition [স্ট্যাগনেইট্ America(n) স্ট্যাগনেইট্] (verb intransitive) স্থির বা নিশ্চল হওয়া; বদ্ধ বা স্রোত হীন হওয়া; (লাক্ষণিক) অব্যবহারের বা নিষ্ক্রিয়তার মাধ্যমে নিরুদ্যম বা নিষ্প্রয়োজনীয় হয়ে ওঠা। stagnation (noun)
- English Word stagy Bengali definition [স্টেইজি] (adjective) নাটুকে; নাটুকেপনাযুক্ত। stagily (adverb), staginess (noun)
- English Word staid Bengali definition [স্টেইড্] (adjective) (ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য বা ব্যবহারের ক্ষেত্রে) গম্ভীর, রাশভারী ও রক্ষণশীল। staidly (adverb) staidness (noun)
- English Word stain Bengali definition [স্টেইন্] (verb transitive), (verb intransitive) (১) (তরল বা অন্যান্য পদার্থের ক্ষেত্রে) রং পরিবর্তিত করা; রঞ্জিত করা; বিবর্ণ করা: a table stained with ink; Macbeth’s blood stained hands; a stainless character. (২) (কাঠ বা বস্ত্রাদি) এমন কিছু দিয়ে রং করা, যা বস্তুর কিছুটা ভিতরে প্রবেশ করে: She stained the sari scarlet. stained glass স্বচ্ছ রংমিশ্রিত কাচ: stained glass windows. (৩) বিবর্ণ হওয়া; দাগযুক্ত হওয়া। □ (noun) (১) [uncountable noun] রং করার জন্য ব্যবহৃত তরল পদার্থ। (২) [countable noun] দাগ বা রঙের ছোপ: coffee stains; finger stains on a glass; (লাক্ষণিক) a stain on his image; a career without a stain. stainless (adjective) দাগযুক্ত; কলঙ্কমুক্ত: utensils of stainless steel; a man of stainless character.
- English Word stair Bengali definition [স্টেআ(র্)] (noun) [countable noun] সিঁড়ি; সোপানশ্রেণী: I came across her in the mid stairs. The phone is fixed at the bottom stair. দ্রষ্টব্য downstairs, upstairs. below stairs কোনো ভবনের ভূগর্ভস্থ সর্বনিম্ন তলায় (সাধারণত ভৃত্যদের ব্যবহারের জন্য)। a flight of stairs ধারাবাহিক সোপানশ্রেণী; কোনো দুই তলের মধ্যবর্তী সোপানাবলি। at the foot/head of the stairs সোপানশ্রেণীর সর্বনিম্ন বা সর্বোচ্চ বিন্দুতে। stair-carpet (noun) সিঁড়িতে বিছানোর লম্বা কার্পেট। stair-rod (noun) যে দণ্ডের সাহায্যে সিঁড়ির কার্পেটের দুই প্রান্ত সুবিন্যস্ত রাখা হয়। stair case (noun) সোপানশ্রেণী। stair way (noun) = stair case.
- English Word stake 1 Bengali definition [স্টেইক্] (noun) [countable noun] (১) সূক্ষ্ম প্রান্তযুক্ত দণ্ড/লাঠি; (বেড়া বা সীমানা নির্ধারণে ব্যবহৃত)। (২) পুরাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে দগ্ধ করার আগে যে খুঁটির সঙ্গে বাঁধা হতো: condemned to the stairs. He is not far from the stairs. go to the stairs. (লাক্ষণিক) অপকর্মের জন্য শাস্তি ভোগ করা। □ (verb transitive) (১) কোনো দণ্ডের সাহায্যে (গাছপালার ক্ষেত্রে) স্থিত করা। (২) কোনো জমির সীমানা বা ভাগ চিহ্নিত করা; stair out a claim; (লাক্ষণিক) নতুন দেশে বসতি স্থাপন করা।
- English Word stake 2 Bengali definition [স্টেইক্] (verb transitive) (১) পণ রাখা; বাজি ধরা। (২) কোনো ঝুঁকি বা বিপদের সম্মুখীন হওয়া বা করানো: I staked my reputation to save him. □ (noun) (১) পণ; বাজি; অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা বিষয়ে বিশেষ অঙ্কের টাকার পণ বা ঝুঁকি: a stake for the bull-fight; ঝুঁকি; দায়; উদ্বেগ: I don’t have a stake in this business. at stake ঝুঁকির মধ্যে: The welfare of his family was at stake. stake-holder (noun) চূড়ান্ত ফলাফল জ্ঞাত না-হওয়া পর্যন্ত যে ব্যক্তির কাছে পণের টাকা জমা থাক। (২) (plural) বিভিন্ন প্রতিযোগিতার জন্য যে পণ ধরা হয় তার ধার্য টাকা: The trial stains at the club-basement.
- English Word stalactite Bengali definition [স্ট্যালাক্টাইট America(n) স্টাল্যাক্] (noun) [countable noun] বিন্দু বিন্দু জল নিঃসৃত হয়ে গুহার ছাদ থেকে ঝুলন্ত যে চুনের দণ্ড সৃষ্ট হয়।
- English Word stalagmite Bengali definition [স্ট্যালাগ্মাইট্ America(n) স্টাল্যাগ্মাইট্] (noun) [countable noun] বিন্দু বিন্দু জল পড়ার ফলে গুহার তলদেশ থেকে ক্রমোন্নত যে চুনের দণ্ড সৃষ্ট হয়।