• Bengali Word star 1 English definition [স্টা:(র্)] (noun) ১ তারা; তারকা; নক্ষত্র।
      fixed star (noun) গ্রহ নয় এমন তারকা। shooting star (noun) দ্রষ্টব্য shoot 2 (১). starfish তারার মতো দেখতে সামুদ্রিক প্রাণী। starlight (noun) [uncountable noun] নক্ষত্রের আলো বা দীপ্তি: Her face looked so romantic in the starlight. (attributive(ly)) a starlight night. starlit (adjective) তারার আলোয় আলোকিত: The starlit dome. (২) তারকাচিহ্ন; এমন ধরনের নকশা যার আকার তারকার মতো; a five star hotel, পাঁচতারাযুক্ত হোটেল (প্রদর্শিকায় এর দ্বারা হোটেলের মান চিহ্নিত করা হয়); বৈশিষ্ট্যসূচক, পদমর্যাদাসূচক তারকাচিহ্ন; নির্দিষ্ট স্তরজ্ঞাপক তারকাচিহ্ন, যা সামরিক বা বেসামরিক কর্মকর্তাগণ পোশাকের ঊর্ধ্বাংশে পরিধান করেন। see stars চোখে আঘাতজনিত কারণে আলোর ঝলক দেখা। the Star Spangled Banner যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। the Star and the Stripes যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। (৩) রাশিফল; জ্যোতির্মণ্ডলের যেসব বস্তুর অবস্থান মানুষের ভাগ্য প্রভাবিত করে বলে অনেকে বিশ্বাস করেন: My stars are against me this year. Only your star can help you now. star-gazer (noun) জ্যোতিষী বা জ্যোতির্বিজ্ঞানী। (৪) প্রখ্যাত ও জনপ্রিয় অভিনেতা, খেলোয়াড়, সংগীতশিল্পী বা সাহিত্যিক: film star; this football team is full of stars; a star of contemporary Bengali poetry. the star turn কোনো বিনোদন অনুষ্ঠানের প্রধান অংশ।
    • Bengali Word star 2 English definition [স্টা:(র্‌)] (verb intransitive), (verb transitive) ১ তারকাখচিত বা তারকাশোভিত করা: The entrance starred with flowers, প্রবেশপথটি ফুল দিয়ে তারকাচিহ্নিত করা হলো: Main points have been starred in the body of the essay.
      (২) star (somebody) in প্রধানত অভিনেতা বা অভিনেত্রীরূপে আবির্ভূত হওয়া বা অভিনয় করা: She stars in the TV serial. stardom (noun) তারকার মর্যাদাসূচক স্তর। starlet (noun) তারকার মর্যাদাপ্রত্যাশী তরুণী অভিনেত্রী। starless (adjective) তারকাবিহীন। starry [স্টা:রি] (adjective) নক্ষত্রময়; তারকাশোভিত। starry-eyed (adjective) কল্পনাশক্তিসস্পন্ন কিন্তু বাস্তববিবর্জিত।
    • Bengali Word starboard English definition [স্টা:বাড্] (noun) সামনের দিকে তাকিয়ে থাকা; কোনো ব্যক্তির দৃষ্টিসম্মুখে কোনো জাহাজ বা বিমানের ডানদিক: on the starboard bow.
      □ (verb transitive) উক্ত অংশের দিকে ফিরানো: starboard the helm.
    • Bengali Word starch English definition [স্টা:(র্)চ্] (noun) [uncountable noun] ১ শ্বেতসার; কার্বোহাইড্রেট; খাদ্যগ্রহণ।
      (২) মাড়; উক্ত পদার্থ সিদ্ধ করে এমন উপাদান তৈরি করা হয়, যা সুতি কাপড় কঠিন করার কাজে ব্যবহৃত হয়; (লাক্ষণিক) কাঠিন্য; অনমনীয়তা; আনুষ্ঠানিকতা। □ (verb transitive) মাড়ের সাহায্যে জামার কলার অনমনীয় করে তোলা। a starched reception (লাক্ষণিক) আন্তরিকতার অভাবযুক্ত অভ্যর্থনা। starchy (adjective) শ্বেতসারযুক্ত।
    • Bengali Word stare English definition [স্টেআ(র্‌)] (verb intransitive), (verb transitive) ১ stare (at) স্থিরদৃষ্টিতে তাকানো; চোখ বড় বড় করে তাকানো: Why do you stare at me? We all stared with wonder.
      I am not afraid of your staring eyes. make somebody stare অবাক করে দেওয়া। (২) stare somebody out (of countenance) যতক্ষণ না থতমত খায় ততক্ষণ বিস্ফারিত চোখে তাকিয়ে থাকা। stare somebody out/down একজন যতক্ষণ স্থিরপলকে তাকিয়ে থাকতে পারে তার চেয়ে বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকা। stare one in the face (ক) অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত হওয়া: His past misdeeds stared him in the face.(খ) কারো ঠিক মুখোমুখি দাঁড়ানো/স্থিত হওয়া; His death was staring us in the face, মৃত্যু অনিবার্যভাবে দ্রষ্টব্য হয়ে উঠেছিল। □ (noun) [countable noun] অপলক চোখের দৃষ্টি বা জ্বলন্ত চোখের দৃষ্টি: give somebody a fearful stare; with a stare of astonishment; with a cold stare, আনমনা/শূন্যদৃষ্টি; with a glassy stare, উদাসীন দৃষ্টি। staring (adjective) (বর্ণ প্রভৃতির ক্ষেত্রে) অত্যন্ত উজ্জ্বল বা প্রখরবর্ণ: I can’t stand stare colours. stark staring mad উন্মাদ বা বদ্ধপাগল।