• Bengali Word fit 3 English definition [ফিট্‌] (noun) ১ রোগের আকস্মিক (সাধারণত ক্ষণস্থায়ী) আক্রমণ বা প্রকোপ; দমক; আবেশ: a fit of coughing; a fainting fit, মূর্ছা।
    (২) চৈতন্যলোপ ও প্রচণ্ড আক্ষেপসহ সন্ন্যাস, মৃগী বা পক্ষাঘাত রোগের আকস্মিক আক্রমণ; মূর্ছা; উন্মাদাবেশ: fall down in a fit, মূর্ছিত/মূর্ছাপ্রাপ্ত হওয়া। give somebody a fit (কথ্য) (বিস্ময়ে, মানসিক আঘাতে) হতচেতন করা; ভিরমি লাগানো। have a fit (কথ্য) হতচেতন হওয়া; ভিরমি খাওয়া। (৩) স্বল্পস্থায়ী; আকস্মিক প্রকাশ; স্ফুরণ: a fit of energy enthusiasm/anger. by/in fits and starts থেকে থেকে; অনিয়মিতভাবে। (৪) মেজাজ; উদ্দীপনা: He will work frenziedly while the fit is on. fitful [ফিট্‌ফল্] (adjective) থেকে থেকে ঘটে বা আসে-যায় এমন; ক্ষণস্থায়ী; দমকা: a fitful breeze; fitful bursts of enthusiasm. fitfully [ফিট্‌ফালি] (adverb) থেকে থেকে; দমকে দমকে।