• Bengali Word vital English definition [ভাইট্‌ল্] (adjective) ১ জীবনসম্পৃক্ত; জীবনসম্বন্ধীয়; জীবনের জন্য অপরিহার্য; জৈবনিক; জীবনীয়; জীবনসাধক: wounded in a vital part, মর্মস্থানে।
    the vital force/principle প্রাণী ও উদ্ভিদের জীবনের হেতুরূপে অনুমিত শক্তি; প্রাণশক্তি। vital statistics (ক) আয়ু; জন্ম; বিবাহ ও মৃত্যুবিষয়ক পরিসংখ্যান; অপরিহার্য পরিসংখ্যান। (খ) (কথ্য) স্ত্রীলোকের বক্ষ, কটি ও নিতম্বের মাপ। (২) অপরিহার্য; চরম; আত্যন্তিক; বিশেষ প্রয়োজনীয়: of vital importance; a vital necessity. vitals (noun) (plural) শরীরের অপরিহার্য অঙ্গসমূহ, বিশেষত ফুসফুস, হৃৎযন্ত্র ও মস্তিষ্ক; মর্মস্থান। vitaly [ভাইটালি] (adverb) অপরিহার্যভাবে। vitalism [ভাইটালিজাম্‌] (noun) [uncountable noun] জীবদেহে রাসায়নিক ও ভৌতশক্তি, আলাদা একটি নিয়ামক শক্তি আছে বলে বিশ্বাস; প্রাণবাদ (mechanism- এর বিপরীত)। vitalist [ভাইটালিস্‌ট্] (noun) প্রাণবাদী।