s পৃষ্ঠা ৫১
- English Word Sputnik Bengali definition [স্পুট্নিক্] (noun) (বিশেষত ১৯৫৭ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক) রকেটের সাহায্যে মহাশূন্যে উৎক্ষিপ্ত (প্রথম) মনুষ্যবিহীন কৃত্রিম উপগ্রহ।
- English Word sputter Bengali definition [স্পাটা(র্)] (verb intransitive), (verb transitive) (১) ক্রমান্বয়ে থুতু ছিটানোর মতো শব্দ করা: The sausages were sputtering in the frying pan. sputter out থুতু ছিটানোর শব্দ করে নিভে যাওয়া: The candle sputtered out. (২)= splutter (১, ২).
- English Word sputum Bengali definition [স্পিঊটাম্] (noun) [uncountable noun] থুতু; গলা থেকে নির্গত শ্লেষ্মা (বিশেষত কোনো ব্যাধির প্রকৃতি বোঝাতে); নিষ্ঠীবন।
- English Word spy Bengali definition [স্পাই] (noun) (plural spies) (১) গুপ্তচর; গোয়েন্দা, যে ব্যক্তি গোপন সংবাদ সংগ্রহ করে (বিশেষত অন্যদেশের সামরিক বিষয়ে)। (২) যে ব্যক্তি অন্যের গমনাগমন বিষয়ে গোপন প্রহরীর কাজ করে: police spy, পুলিশনিযুক্ত গুপ্তচর; industrial spy, শিল্প বিষয়ে গোপন তথ্যসংগ্রাহক। □ (verb transitive), (verb intransitive) (১) spy (into/on/upon something) গুপ্তচর হিসেবে কাজ করা; গোপন প্রহরা দান করা: spy into the movements of miscreants; spy on opponent’s connections. (২) পর্যবেক্ষণ করা; খুঁজে বের করা: I spy somebody coming up the garden path . spy-glass (noun) ছোটো টেলিস্কোপ। spy-hole (noun) দরজ দিয়ে উঁকি দেওয়ার জন্য ফাঁকা অংশ। spying (noun) গুপ্তচরবৃত্তি; গোয়েন্দাগিরি।
- English Word squab Bengali definition [স্কোঅব] (noun) [countable noun] ছোট পাখি, বিশেষত পায়রার পাখা এখনো গজায়নি: squab pie, এই পাখির মাংসের পাই। (২) নরম আসন বা সোফা, বিশেষত গাড়িতে বসার আসন। □ (adjective) বেঁটে বা জবুথবু।
- English Word squabble Bengali definition [স্কোঅব্ল্] (verb intransitive) অতি সাধারণ বিষয়ে তুমুল ঝগড়া করা; He was squabbing on school dress. □ (noun) [countable noun] তুচ্ছ বিষয়ে বিষম ঝগড়া।
- English Word squad Bengali definition [স্কোঅড্] (noun) কয়েক ব্যক্তি সমন্বয়ে ছোট গোষ্ঠী বা দল, যথা সৈন্য বা প্রশিক্ষণার্থীর দল: A squad of watchmen has been newly appointed. squad car (America(n) পুলিশের তদারকি গাড়ি।
- English Word squadron Bengali definition [স্কোঅড্রান্] (noun) (১) অশ্বারোহী বাহিনীর ছোট দল; সশস্ত্র বাহিনীর বা প্রকৌশল বিভাগের উপদল (১২০-২০০ ব্যক্তি)। (২) যুদ্ধজাহাজ বা সামরিক বিমানপোতের একটি ইউনিট। squadron leader (noun) বিমানবাহিনীর একটি বিশেষ স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।
- English Word squalid Bengali definition [স্কোঅলিড্] (adjective) নোংরা; বাজে; জঘন্য; অবহেলিত: inhabitants of squalid areas. squalidly (adverb) squalidity, squalidiness (noun(s))
- English Word squall Bengali definition [স্কোঅল্] (verb transitive), (verb intransitive) উচ্চকণ্ঠে বা তারস্বরে চ্যাঁচিয়ে ওঠা (বিশেষত ভয় বা যন্ত্রণায়)। □ (noun) তারস্বরে চিৎকার; ক্ষণকালীন প্রচণ্ড বাত্যা: squally winds, ঝোড়ো বাতাস। (to) look out for squalls বিপদের মোকাবিলায় পূর্বে সতর্কতার ব্যবস্থা গ্রহণ। white squall (noun) কোনো রকম পূর্বাভাস ছাড়াই গ্রীষ্মমণ্ডলীয় আকস্মিক ঝড়। squally (adverb)
- English Word squalor Bengali definition [স্কোঅলা(র্)] (noun) [uncountable noun] জঘন্য আবর্জনাবহুল অবস্থান: A good number of urban people live in the squalor of the slums.
- English Word squander Bengali definition [স্কোঅন্ডা(র্)] (verb transitive), (সময় বা অর্থ) অপব্যয় করা; বেহিসাবি খরচ করা; পয়সা উড়ানো। squanderer (noun) অপব্যয়কারী। squandermania (noun) [uncountable noun] অত্যধিক ব্যয়প্রবণতা; খরচের বাতিক।
- English Word square 1 Bengali definition [স্কআ(র্)] (adjective) (১) চতুর্ভুজাকৃতি: a square board; a square peg in a round hole. দ্রষ্টব্য peg 1. square dance/game যে খেলায় বা নাচে চারটি দিক থেকে খেলোয়াড়/নাচিয়ে মুখোমুখি হন। (২) (সঠিকভাবে/প্রায় সঠিকভাবে) এক সমকোণের আয়তন বিশিষ্ট: square corners: bin; square brackets (noun) (plural) [ ]- এই চিহ্ন। দ্রষ্টব্য bracket (২) square-built (adjective) লম্বাচওড়া দেহবিশিষ্ট (সাধারণত চওড়ার প্রাধান্য বোঝায়)। square-rigged (adjective) (জাহাজ) প্রধান পালগুলি মাস্তুলের সমকোণে খাটানো থাকে এমন। square-shouldered (adjective) ঘাড়ের (প্রায়) সমকোণে স্থাপিত কাঁধ (ঢালু চরিত্রের নয়)। square-toed (adjective) (জুতার ক্ষেত্রে) চওড়া সম্মুখ ভাগবিশিষ্ট; (লাক্ষণিক) (ব্যক্তির ক্ষেত্রে) নিয়মনিষ্ঠ; বাহুল্যবর্জিত। square-toes (noun) আনুষ্ঠানিক কেতাদুরস্ত নিয়মনিষ্ঠ ব্যক্তি। (৩) (কোনোকিছুর সঙ্গে) সমান বা সমান্তরাল; সুষম; সুনির্দিষ্ট: get one’s queries square. be (all) square (ক) (গলফ খেলার ক্ষেত্রে) সমান পয়েন্ট আছে এমন: all square at the sixth hole.(খ) পাওনাদার ও দেনাদারের মধ্যে এমন একটি বোঝাপড়া যাতে সংশ্লিষ্ট দেনাপাওনার বিষয়ে কারো কিছু দাবি থাকে না: it was a square deal. get square with somebody হিসাবপত্র চুকিয়ে ফেলা; (লাক্ষণিক) কারো উপর পূর্বকাজের জন্য প্রতিশোধ গ্রহণ করা। (৪) বর্গফল: a square foot চারদিকে একফুট আকারবিশিষ্ট; A bed cover of 4 metres square has an area of 1 6 square metres measure; বর্গফুট বর্গমিটার ইত্যাদির পরিমাপ। (৫) পুরোপুরি; আপসহীন: make a square refusal; a square meal, প্রচুর খাদ্যসামগ্রী পরিবেশিত ভোজ। (৬) সৎ; সুষম; নিখুঁত: square dealings/ game, এমন ব্যবহার যাতে কোনো বিরোধ বা আপত্তি থাকে না; ন্যায়সম্মত। (৭) square leg (ক) ক্রিকেট খেলায় মাঠের একটি নির্দিষ্ট অবস্থান (ব্যাটসম্যানদের অবস্থান থেকে সমকোণী দূরত্বে): stand/sit square, hit somebody square on the nose. (খ) fair and square ন্যায়সঙ্গত। squarely (adverb) (ক) সমকোণের মতো। (খ) ন্যায়সম্মতভাবে: to behave squarely. (৮) সরাসরি বিপরীত দিকে: I was just square across her. squareness (noun)
- English Word square 2 Bengali definition [স্কআ(র্)] (noun) [countable noun] (১) সমচতুর্ভুজ; চতুর্ভুজাকার স্থান; বর্গক্ষেত্র: back to square one. (বিশেষ ধরনের খেলায়) যে অবস্থান বা ঘর থেকে আরম্ভ সেই অবস্থান বা ঘরে পুনরায় প্রত্যাবর্তন; সূচক বিন্দুতে পুনরায় স্থিতি; (আলংকারিক অর্থ) পূর্বাবস্থায় পুনরাগমন। (২) সমচতুর্ভুজাকার বা চৌকা বস্তু। (৩) নগরমধ্যস্থ উন্মুক্ত স্থান: public square!; barrack square, সামরিক ব্যারাকে অনুরূপ উন্মুক্ত স্থান; square-bashing, সামরিক শারীরিক অনুশীলন। (৪) উপর্যুক্ত উন্মুক্ত স্থানের চারপাশের বাড়িঘর/রাস্তা প্রভৃতি: The office is situated at 2 4 Chowrangee square. (৫) চারপাশের রাস্তা দ্বারা বেষ্টিত ভবনসমষ্টি; এ ধরনের ভবনসমূহের এক পাশ (যুক্তরাষ্ট্রে এ ধরনের ভবনসমষ্টি বোঝাতে block শব্দ ব্যবহৃত হয়)। (৬) বর্গফল- একটি সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণিত হলে যে ফল পাওয়া যায়: The square of 5 is 2 5. (৭) L- আকারের বা T- আকারের মাপকাঠিবিশেষ, যা সমকোণ অঙ্কন বা পরীক্ষণের জন্য ব্যবহৃত হয়: out of square, সমকোণে অবস্থিত নয়। (৮) on the square ন্যায়সম্মতভাবে: I’ll be all the way square in my treatment. (৯) স্থলবাহিনীর একটি দল, যা সমচতুর্ভুজাকারে সংগঠিত। (১০) word square অক্ষরসমষ্টি, যা এমনভাবে সাজানো যে আড়াআড়ি বা উপর-নিচ করে পড়লে গঠিত শব্দটি অপরিবর্তিত থাকে। (১১) (অপশব্দ) যে ব্যক্তি নতুন ধারণা বা আঙ্গিকের সঙ্গে সম্পর্কশূন্য: Mr Chowdhuri is not even square, he is a cube, ভয়ানকভাবে রক্ষণশীল ও প্রাচীনপন্থি।
- English Word square 3 Bengali definition [স্কআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) সমচতুর্ভুজ অঙ্কন করা; কোনোকিছুকে সমচতুর্ভুজের আকার প্রদান করা। square the circle অসম্ভব কোনো বিষয় সম্পন্ন করার চেষ্টা করা। (২) একটি রেখাকে অন্য একটির সঙ্গে এমনভাবে স্থাপন করা যাতে একটি সমকোণ উৎপন্ন হয়: square timber, কাঠের ধারগুলিকে চতুর্ভুজাকার করা। (৩) সমান বা সরল করা। (৪) একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করা। (৫) square something off চতুর্ভুজাকৃতি খণ্ডে বিভক্ত করা বা বিনষ্ট করা। (৬) square (something) (up) (with somebody) কারো সঙ্গে দেনাপাওনা/হিসাবপত্র চুকিয়ে ফেলা: (লাক্ষণিক) প্রতিশোধ গ্রহণ করা: I’ve squared up, যাবতীয় বিষয় চুকিয়ে ফেলেছি। (৭) ঘুষ দেওয়া; অসৎ সাহায্য গ্রহণ করা: You’ve to square the officer to get your business done. (৮) square (something) with সুসঙ্গত হওয়া বা করা: One should square one’s words with his actions. (৯) square up to somebody মুখোমুখি লড়াইয়ে তৈরি হওয়া; মুষ্টিযোদ্ধার ভঙ্গি নেওয়া।
- English Word squash 1 Bengali definition [স্কোয়্শ্] (verb transitive), (verb intransitive) (১) পিষে সমান করে ফেলা; নিষ্পেষণ করা: squash so many items into a container; the paper-table was squashed. (২) পিষ্ট হওয়া; চূর্ণিত হওয়া; পিষ্ট হওয়ার ফলে বিকৃত হওয়া: Clay models can be squashed easily. (৩) গাদাগাদি করা বা ঠাসাঠাসি ভিড় করা: Don’t squash into the observatory. (৪) (কথ্য) অত্যন্ত মোক্ষম উত্তর দিয়ে কাউকে চুপ করিয়ে দেওয়া। (৫) (কথ্য) (কোনো প্রকার বিদ্রোহ বা বিক্ষোভ) দমন করা।
- English Word squash 2 Bengali definition [স্কোয়শ্] (noun) (সাধারণত একবচন) (১) জনতার চাপাচাপি বা ভিড়: uncontrollable squash at the entrance. (২) কোনোকিছু পিষ্ট বা দলিত হওয়ার শব্দ। (৩) [countable noun, uncountable noun] (সাধারণত) বিভিন্ন ফলজাত পানীয়: orange squash; lemon squash. (৪) র্যাকেট দ্বারা রাবারের বলকে আঘাত করে নির্দিষ্ট জায়গায় নিক্ষেপ করা হয় এমন এক ধরনের খেলা: squash rackets. squashy (adjective) নরম; ভিজেভিজে।
- English Word squat Bengali definition [স্কোঅট্] (verb transitive), (verb intransitive) (১) আসন করে উবু হয়ে বসা অথবা বসানো: He loves to squat on the carpet. (২) (প্রাণীর ক্ষেত্রে) মাটি ছুঁয়ে বসা। (৩) (কথ্য) বসা: Please squat yourselves. (৪) বিনা অনুমতিতে কোনো খাসজমি দখল করা/বসবাস করা; স্বত্ব ব্যতীত কোনো খালি বাড়িদখল করা। □ (adjective) খাটো এবং মোটা। squatter (noun) (১) যে ব্যক্তি বিনা অনুমতিতে জমি/বাড়ি দখল করে রাখে; যে অননুমোদিত বসতি স্থাপন করে। (২) (অস্ট্রেলিয়ায়) মেষপালক।
- English Word squaw Bengali definition [স্কো] (noun) উত্তর আমেরিকার আদিবাসী রমণী বা স্ত্রী।
- English Word squawk Bengali definition [স্কোক্] (verb intransitive) চিৎকার করা; চিৎকার করে কোনোকিছু বলা। □ (noun) (পাখির ক্ষেত্রে) আহত বা ভীত অবস্থায় চিৎকার; আর্তরব; (কথ্য) উচ্চকণ্ঠে অভিযোগ জ্ঞাপন; (নিন্দার্থে) কোনোকিছু প্রকাশ করে দেওয়া। squawker (noun)
- English Word squeak Bengali definition [স্কুঈক্] (noun) [countable noun] (১) (সাধারণত মুসিকের ক্ষেত্রে) ক্ষণস্থায়ী চিঁচি শব্দ; তীক্ষ্ণ রব; তেলহীন যন্ত্রাংশ থেকে উদ্ভূত অনুরূপ শব্দ। (২) a narrow squeak কোনো ধরনের বিপদ বা ব্যর্থতা থেকে সামান্যের জন্য রক্ষা পাওয়া। □ (verb intransitive), (verb transitive) (১) ক্যাঁচক্যাঁচ শব্দ করা। squeak something (out) তীক্ষ্ণ শব্দে কথা বলা। (২) গোপন সংবাদ সরবরাহকারীর দায়িত্ব পালন করা। squeaker (noun) (কথ্য) গোপন সংবাদ সরবরাহকারী। squeaky (adjective) ক্যাঁচক্যাঁচ শব্দ করে এমন: a squeaky staircase.
- English Word squeal Bengali definition [স্কুঈল্] (noun) [countable noun] দীর্ঘ এবং তীক্ষ্ণ চিৎকার বা আর্তধ্বনি; ভয় বা যন্ত্রণাজাত আর্তরব: the squeal of frightened animals. □ (verb intransitive), (verb transitive) (১) এ ধরনের চিৎকার করা। (২) তীব্রস্বরে অভিযোগ করা। (৩) (কথ্য) গুপ্তচর হওয়া। squealer (noun) (১) যে প্রাণী তীক্ষ্ণ চিৎকার করে। (২) গুপ্তচর।
- English Word squeamish Bengali definition [স্কীমিশ্] (adjective) (১) পেটরোগা; রোগকাতুরে। (২) অতিদ্রুত বিরক্ত ও ক্ষুব্ধ হন এমন ব্যক্তি। (৩) অত্যন্ত বিনয়ী। (৪) (ব্যক্তি) খুঁতখুঁতে; সামান্যতেই যন্ত্রণাহত হয় এমন। squeamishly (adverb) squeamishness (noun)
- English Word squeegee Bengali definition [স্কী জী 'America(n) স্কীজী] (noun) (১) রাবারের প্রান্তভাগ বা লম্বা হাতলসহ ঝাড়ুবিশেষ, যা দিয়ে মেঝে বা ডেক পরিষ্কার করা হয়। (২) অনুরূপ বস্তু, যা দিয়ে আলোকচিত্রের প্রিন্ট থেকে আর্দ্রতা নিরোধ করা হয়। □ (verb transitive) এ ধরনের ঝাড়ু ব্যবহার করা।
- English Word squeeze 1 Bengali definition [স্কুঈজ্] (verb transitive), (verb intransitive) (১) চেপে ধরা; ঠেসে ধরা; চারদিক থেকে পেষণ করা; জোরে চাপ দিয়ে কোনোকিছুর আকৃতির ক্ষতিসাধন করা: squeeze one’s fingers; squeeze a piece of cloth. (২) squeeze something (from/out of something) নিংড়ে নেওয়া: to squeeze a lemon. (৩) জোর করে জায়গা করে নেওয়া: squeeze somebody in a crowded space. (৪) বাধ্যতামূলকভাবে আদায় করা: more funds will be squeezed out of public taxes. (৫) চাপের কাছে নতি স্বীকার করা: Soft items can be squeeze easily.
- English Word squeeze 2 Bengali definition [স্কুঈজ্] (noun) [countable noun] ঠেসপ্রদান; চাপসৃষ্টি; উক্ত চাপসৃষ্টির দরুন অর্জিত বস্তু: give somebody a squeeze, ঠেসে ধরা; a squeeze bottle, প্লাস্টিকের বোতল, যার গায়ে চাপ দিলে ভিতরের বস্তু বেরিয়ে আসে; a squeeze of lemon.
- English Word squeezed middle Bengali definition [স্কুইজড্ মিড্ল্] (noun) সমাজের সেই অংশ (বিশেষত মধ্যবিত্ত) যারা অতিরিক্ত করারোপ আর মুদ্রাস্ফীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রিটেনের লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড: The so-called squeezed middle has felt the effects of the economic crisis at every turn.
- English Word squelch Bengali definition [স্কোএল্চ্] (verb intransitive) (১) কাদার ভিতর দিয়ে হাঁটলে যেমন শব্দ হয় তেমন প্যাচপ্যাচে ধ্বনি সৃষ্টি করা; The school boys squelched through the muddy road. (২) প্যাচপ্যাচে শব্দ করে হাঁটা। (৩) পায়ের আঘাতে কোনোকিছু দলিত করা।
- English Word squib Bengali definition [স্কুইব্] (noun) (১) ছোট আতশবাজি; ছুঁচোবাজি। (২) নগণ্য ক্ষুদ্রাকার ব্যঙ্গকবিতা।
- English Word squid Bengali definition [স্কুইড্] (noun) শামুকজাতীয় ছোট সামুদ্রিক প্রাণী; টোপ হিসেবে ব্যবহৃত হয় এমন ছোট প্রাণী।