s পৃষ্ঠা ৫৬
- English Word stereophonic Bengali definition [স্টেরিআফনিক্] (adjective) (দুটি ধ্বনিবর্ধক শব্দপ্রক্ষেপণযন্ত্রের সাহায্যে কোনো রেকর্ডকৃত অথবা সরাসরি সম্প্রচারসংক্রান্ত) স্বাভাবিক শব্দতরঙ্গের সৃষ্টি; যে যান্ত্রিক পদ্ধতিতে এ ধরনের শব্দ ধারণ বা প্রক্ষেপণ করা যায়: a programme broadcast in a stereophonic system.
- English Word stereoscope Bengali definition [স্টেরিআস্কোপ্] (noun) [countable noun] যে যন্ত্রের সাহায্যে সামান্য ব্যবধানের দুটি ভিন্ন চিত্রকে একক এবং ঘন বলে মনে হয়; ঘনছক। stereoscopic, stereo-scopical (adjective(s))
- English Word stereotype Bengali definition [স্টেরিআটাইপ্] (noun) [countable noun, uncountable noun] (১) (মুদ্রণ) কম্পোজ করা টাইপের ছাঁচ থেকে নেওয়া ছাপার ফলকবিশেষ। (২) বাঁধাধরা; গৎবাঁধা; ব্যবহারজীর্ণ; আনুষ্ঠানিকতাকীর্ণ কথা, বাক্য, ধারণা, অভিমত বা বিশ্বাস। □ (verb transitive) টাইপের ছাঁচ থেকে মুদ্রণফলক তৈরি করা; অনুরূপ মুদ্রণফলক থেকে ছাপা; গৎবাঁধা সাধারণ কথাবার্তা বলা বা পুনরুক্তি করা; কোনো রকম ভাবনাচিন্তা ছাড়া মামুলি কথা বলা: stereotyped reception. stereotyped (adjective) টাইপের ছাঁচ থেকে ছাপা হয়েছে এমন; মামুলি; বাঁধা বুলির মতো।
- English Word sterile Bengali definition [স্টেরাইল America(n) স্টেরাল্] (১) বন্ধ্যা; নিষ্ফলা; উৎপাদনে অক্ষম। (২) (জমি) পোড়ো জমি; বন্ধ্যভূমি; যে জমিতে. শস্য উৎপাদিত হয় না। (৩) (লাক্ষণিক) অফলপ্রসূ; নিষ্ফল: a sterile summit. (৪) বীজাণুমুক্ত; কোনো রকম জীবাণু নেই এমন: A sterile test tube. sterility [স্টেরিলটি] (noun) [uncountable noun] sterilize, sterilise [স্টেরলাইজ্] (verb transitive) নিষ্ফলা করে তোলা; বীজাণুমুক্ত করা। sterilization, sterilisation [স্টেরলাইজেইশ্ন] (noun)
- English Word sterling Bengali definition [স্টা:লিঙ্] (adjective) (১) (সংক্ষেপ stg) ব্রিটেনের অপরিবর্তনীয়রূপে খাঁটি এবং নির্দিষ্ট মানের মুদ্রাসংক্রান্ত বা মুদ্রামানসংক্রান্ত: Jewellery of sterling gold. (২) (লাক্ষণিক) নিখাদ; অসামান্য; অসাধারণ গুণসম্পন্ন: sterling qualities. □ (noun) ব্রিটিশ মুদ্রা: pound sterling; the sterling area, যে অঞ্চলের দেশসমূহ গ্রেট ব্রিটেনের পাউন্ড স্টার্লিং মূলধন হিসেবে সঞ্চিত রাখে এবং যে দেশসমূহের মধ্যে অবাধে এই মুদ্রার লেনদেন হয়।
- English Word stern 1 Bengali definition [স্টা:ন্] (adjective) (১) কঠোর, অনমনীয় এবং আনুগত্য প্রত্যাশী: stern decision. (২) দৃঢ়; কঠিন: a stern face; a stern behaviour. sternly (adverb) sternness (noun)
- English Word stern 2 Bengali definition [স্টা:ন্] (noun) [countable noun] জাহাজের পশ্চাদ্ভাগ। stern most (adjective) জাহাজের পশ্চাদ্ভাগের নিকটতম। stern sheet (noun) জাহাজের পশ্চাদ্ভাগ ও প্রধান নাবিকের মধ্যবর্তী স্থান। stern wheeler (noun) যে স্টিমারের চাকা উভয় পাশের পরিবর্তে পিছনে থাকে।
- English Word sternum Bengali definition [স্টা:নাম্] (noun) (শারীরবিদ্যা) বক্ষাস্থি।
- English Word steroid Bengali definition [স্টা:রইড্] (noun) (চিকিৎসাশাস্ত্র) বহু হরমোন এবং ডি ভিটামিনযুক্ত জৈবিক যৌগিক পদার্থের যেকোনো একটি।
- English Word stertorous Bengali definition [স্টা:টারাস্] (adjective) (শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত বা যিনি শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন) নাসিকাগর্জনপূর্ণ। stertorously (adverb) stertorousness (noun)
- English Word stet Bengali definition [স্টেট্] (verb intransitive) (লাতিন) মুদ্রককে কোনো পাণ্ডুলিপি বা প্রুফকপিতে প্রদত্ত সংশোধনী উপেক্ষার নির্দেশ দান করা।
- English Word stethoscope Bengali definition [স্টেটাস্কৌপ্] (noun) হৃদবীক্ষণ যন্ত্র; স্টেথিস্কোপ; রোগীর হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসক্রিয়া পরীক্ষা করার জন্য ডাক্তার যে যন্ত্র ব্যবহার করেন।
- English Word stetson Bengali definition [স্টটস্ন্] (noun) একটু উঁচু দেখতে এবং চওড়া ধারওয়ালা টুপি।
- English Word stevedore Bengali definition [স্টীভডো(র্)] (noun) জাহাজে মাল বোঝাই এবং খালাস করেন যে ব্যক্তি।
- English Word stew Bengali definition [স্টিউ America(n) স্টূ] (verb transitive), (verb intransitive) ঢাকনাওয়ালা পাত্রে জলের বা রসের মধ্যে তাপিত করে কোনোকিছু রান্না করা বা রান্না হওয়া: stewed hilsa; stewing pears, তাপে সিদ্ধ করার জন্য ঠিক আছে, কিন্তু অরন্ধনকৃত অবস্থায় খাবার যোগ্য নয়। let somebody stew in his own juice কাউকে সাহায্য করার কোনো চেষ্টা না-করা (কারণ তার ঝামেলা বা বিপদের জন্য সে নিজেই দায়ী)। stew in one’s own juice নিজকৃত অপরাধের জন্য শাস্তি ভোগ করা। let somebody stew কারো স্বীকৃত অপরাধের বা নির্বুদ্ধিতার দায়ে তার শাস্তিভোগ অব্যাহত থাকুক, তাকে কোনো প্রকার সাহায্যদান বা সমবেদনা প্রকাশের দরকার নেই। □ (noun) (১) [countable noun, uncountable noun] তাপে সিদ্ধ খাবার: a special dish of stew beef for our guest. She is expert in preparing chicken stew. (২) অত্যুতপ্ত বা অতিতাপপীড়িত বা ঘর্মাক্ত অবস্থা। (৩) মানসিক উত্তেজনা: You can’t understand the stew I am suffering from. (৪) be in/get into a stew (about something) (কথ্য) মানসিকভাবে চঞ্চল বা বিমূঢ় অবস্থা। stewed (adjective) (অপশব্দ) প্রমত্ত; মাতাল।
- English Word steward Bengali definition [স্টিউআ(র্)ড্ America(n) স্টূআ(র্)] (noun) (১) যে ব্যক্তি কোনো ক্লাব বা প্রতিষ্ঠানের খাদ্য সরবরাহ করে থাকেন; খাদ্য সরবরাহকারী। (২) যে ব্যক্তি বিমানে বা জাহাজে যাত্রীদের দেখাশোনা করেন: cabin steward; deck steward. (৩) কোনো নৃত্য, দৌড়প্রতিযোগিতার সভা, জনসভা বা প্রদর্শনীতে সংগঠনের বিস্তারিত দায়িত্ব পালন করেন এমন ব্যক্তি: steward of the turf club; an excellent steward to be thoughtful of everything. (৪) যে ব্যক্তি অন্যের সম্পত্তি বিশেষত বিরাট বাড়ি বা ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ করেন; গৃহস্থালির তত্ত্বাবধায়ক; জমিদারির দেওয়ান। (৫) shop steward, দ্রষ্টব্য shop (৩) stewardess [স্টিউআডেস্ America(n) স্টু:আডিস্] (noun) স্ত্রীলিঙ্গ (বিশেষত বিমান, জাহাজ, রেলগাড়ি প্রভৃতিতে খাদ্য পরিবেশনকারী বা যাত্রীদের তত্ত্বাবধায়ক)। stewardship (noun) উক্ত তত্ত্বাবধায়কের পদ ও দায়িত্বসমূহ; দায়িত্ব বা চাকরিকালের মেয়াদ।
- English Word stichomythia Bengali definition [স্টিকোমিটিঅ্যা] (noun) (প্রাচীন গ্রিক নাটকের সূত্রে) নাটকের সংলাপে এক-এক পঙক্তি এক- একজন অভিনেতার উক্তি (সাধারণত) দুজনের এ ধরনের সংলাপ; দ্বন্দ্বসংলাপ (অপিচ stichomyth)।
- English Word stick 1 Bengali definition [স্টিক্] (noun) (১) ঝোপঝাড় থেকে সংগ্রহ করা ছিন্ন বা কাটা সরু গাছের ডাল: Gather sticks together and put them in a particular place. (২) অনুরূপ কাঠ দিয়ে বানানো কাঠের ছড়ি বা লাঠি বা যষ্টি; ব্যবহারযোগ্য আকারে বেত দিয়ে বানানো এ ধরনের লাঠি: The one footed man needs a stick to help him. stick furniture খুব সাধারণ কাঠের এবং নিম্নমানের আসবাবপত্র। walking stick হাঁটার সময় যে লাঠি ব্যবহৃত হয়। white stick প্রথাগতভাবে অন্ধদের ব্যবহৃত লাঠি বা ছড়ি। white stick day সাদাছড়ি দিবস- অন্ধদের কল্যাণে নিবেদিত একটি বিশেষ দিন। give somebody the stick শাস্তি হিসেবে কাউকে ছড়ির সাহায্যে আঘাত করা; (লাক্ষণিক) কাউকে শাস্তি দেওয়া। get hold of the wrong end of the stick বিভ্রান্ত হওয়া; কোনো বিষয়ে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা গ্রহণ করা। the big stick (লাক্ষণিক) (বিশেষত দুটি দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে) শক্তিপ্রয়োগের হুমকি প্রদান: the US often takes the policy of the big. hockey stick দ্রষ্টব্য hockey. (৩) সরু লম্বাটে বিবিধ বস্তু: a stick of cigarette; match sticks; chalk stick. (৪) (কথ্য) গম্ভীরপ্রকৃতি বা কঠিন স্বভাবের বা নীরস ব্যক্তি: I can’t bear him, he is a cold stick. (৫) the sticks (কথ্য) পশ্চাৎপদ এলাকা; শহর থেকে দূরবর্তী গ্রামাঞ্চল: The less fortunate people living in the sticks. out in the sticks কেন্দ্রীয় অঞ্চল থেকে দূরে। □ (verb transitive) (past tense, past participle sticked) জড় করা: Have you sticked your firewood?
- English Word stick 2 Bengali definition [স্টিক্] (verb transitive) (past tense, past participle stuck) (১) stick something (in) বিদ্ধ করা: stick the pin on the board; stick the chicken. stick a pig (খেলাধুলার ক্ষেত্রে) বর্শাবিদ্ধ করা। (২) (তীক্ষ্ণাগ্র কোনোকিছু) তীক্ষ্ণভাবে বিদ্ধ হয়ে থাকা: a nail sticking to the sandal. (৩) কোনোরকমের আঠালো জিনিস দিয়ে কোনোকিছু আটকে রাখা: stick a poster on the wall; stick the stamps on the envelope. be/get stuck with somebody/something (কথ্য) কারো সঙ্গে সম্পর্কে স্থায়ীভাবে যুক্ত হয়ে পড়া; কোনো কাজ বা বিষয়ের সঙ্গে অনিবার্যভাবে জড়িয়ে পড়া; কোনো জায়গায় আটকে যাওয়া: He is stuck in a bad company. The old man is so stuck with his village home that he cannot come to stay with his son. She could not prolong the memory game. She was awfully stuck. sticking-plaster (noun) [uncountable noun] আঘাতজনিত ক্ষতস্থান বা শরীরের কেটে যাওয়া অংশ বেঁধে রাখার জন্য ব্যবহৃত আঠালো পট্রি। (৪) (কথ্য) কোনো জায়গায় বা অবস্থানে কোনোকিছু অযত্নে বা এলোমেলো করে রাখা: He stuck his wallet on the chair. She stuck her wrist watch on the toilet Shelf. (৫) (কর্মবাচ্যমূলক বাচ্যেও প্রযোজ্য) আটকেপড়া বা যাওয়া; নিশ্চল বা নিষ্ক্রিয় হয়ে থাকা: The cycle pedals just got stuck. stick in one’s throat (প্রস্তাব) গ্রহণ করা কষ্টকর; (শব্দসমষ্টি) অনিচ্ছাজনিত উচ্চারণ করা কষ্টকর; দুঃসাধ্য হওয়া। stick-in-the-mud (attributive(ly)) (adjective) রক্ষণশীল; পরিবর্তনে অনিচ্ছুক: stick-in-the-mud ideas, সেকেলে; পুরনো ধারণা। □ (noun) সেকেলে চালচলনবিশিষ্ট বুড়া: That person is a veritable stick-in-the-mud. (৬) (কথ্য) সহ্য করা; সম্পর্ক রক্ষা করা: It’s very difficult to stick that fellow. One should not stick that custom any more. Stick to it! (সাহসিকতার সঙ্গে পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য উৎসাহব্যঞ্জক উক্তি হিসেবে ব্যবহৃত হয়)। (৭) adverbial particle preps- সহ ব্যবহার: stick around (অপশব্দ) (ব্যক্তি) কোনো একটি বিশেষ জায়গায় বা তার কাছাকাছি অবস্থান করা: stick around lest we do not miss you. stick at something (ক) দ্বিধা করা; থমকে যাওয়া। (খ) নাছোড়বান্দার মতো লেগে থাকা; কোনোকিছুর সঙ্গে আঠার মতো জড়িয়ে থাকা। stick something down (ক) (কথ্য) নামিয়ে রাখা: stick the box down on the table. (খ) (কথ্য) লিখে নেওয়া: stick down the address quickly. (গ) আঠালো কোনোকিছুর দ্বারা এঁটে দেওয়া: stick down the leaflet on the board. stick on something শক্তভাবে অবস্থান করা: Can you stick on this bar? stick something on আঠা দ্বারা এঁটে দেওয়া: stick on a label. stickon (attributive(ly))(adjective) stick-on labels (tie-on ক্রিয়ার সঙ্গে ভিন্নতা লক্ষণীয়)I stick it on অত্যন্ত চড়া দাম বা মূল্য দাবি করা: The traders stick it on during the Ramadan. stick something out প্রলম্বিত বা অভিক্ষিপ্ত হওয়া: He was sticking his tongue out. Do not stick your hand out of the car window. stick it/something out (কথ্য) শেষ পর্যন্ত যাবতীয় দুঃখ-কষ্ট ভোগ করে টিকে থাকা। stick one’s neck out, দ্রষ্টব্য neck (১). stick out for something দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবিচল থাকা: They are sticking out for the resignation of the manager. stick somebody/something (ক) কোনো ব্যক্তি, বন্ধু বা বিশ্বাসের প্রতি অবিচল থাকা; দৃঢ় অবস্থান গ্রহণ করা: stick to a pronounced principle. (খ) অব্যাহত রাখা; বিরতিহীনভাবে চালিয়ে যাওয়া: stick to the work till it is dusk. stick to a time table, নির্দিষ্ট সময়সূচি পুরাপুরি মেনে চলা। stick to one’s guns, দ্রষ্টব্য gun (১). stick together (কথ্য) (ব্যক্তির ক্ষেত্রে) পারস্পরিকভাবে অনুগত ও বিশ্বস্ত থাকা: We promised to stick together. stick up সোজা হওয়া; উপরের দিকে প্রলম্বিত হওয়া: The creeper was sticking up out of the window. stick somebody/something up (অপশব্দ) ডাকাতি করার উদ্দেশ্যে কাউকে গুলি করার হুমকি দেওয়া: stick up, bring out whatever you have. stick your hands up, stickem up হাত উপরে তুলতে আদেশ দেওয়া (যাতে প্রতিরোধ করা না যায়)। stick up for somebody/oneself/something রক্ষা করা; সমর্থন করা; stick up for one’s comrades. stick with somebody/something অনুগত থাকা; সমর্থন অব্যাহত রাখা: stick with a comrade/ principle.
- English Word sticker Bengali definition [স্টিকা(র্)] (noun) (১) যে ব্যক্তি কোনো কাজে একাগ্রভাবে লেগে থাকে; নাছোড়বান্দা; অধ্যবসায়ী ব্যক্তি। (২) আঠালো টিকিটের মতো কাগজ বা পাতলা অনুরূপ বস্তু, যা কোনো কিছুর সঙ্গে সেঁটে লাগানো যায়। (৩) যে ব্যক্তি লৌহদণ্ড বা বর্শাবিদ্ধ করে শূকর হত্যা করে। (৪) বল্লম প্রভৃতি বিদ্ধ করার অস্ত্র। (৫) অত্যন্ত কঠিন প্রশ্ন বা সমস্যা। (৬) ক্রিকেট খেলায় যে খেলোয়াড় ধীরে ধীরে রান সংগ্রহ করে এবং সহজে আউট হয় না।
- English Word stickler Bengali definition [স্টিক্লা(র্)] (noun) stickler for something যে ব্যক্তি কোনো বিষয়ে একগুঁয়ে জেদ ধরে/কোনো বিষয়ের গুরুত্ব বা সত্যতা সম্পর্কে নিজস্ব অভিমতে পূর্ণ অটল থাকে: a stickler for accuracy.
- English Word sticky Bengali definition [স্টিকি্] (adjective) (stickier, stickiest) (১) যা আঠার মতো লেগে থাকে বা যার সংস্পর্শে অন্য বস্তু তার সঙ্গে এঁটে যায়: sticky gum; sticky sweets; sticky floor; a sticky wicket, নরম ভেজা উইকেট যেখানে ব্যাট করা কষ্টসাধ্য; (লাক্ষণিক) এমন পরিস্থিতি যার মুখোমুখি হওয়া বা সামলানো কষ্টকর। (২) (অপশব্দ) অপ্রীতিকর; কষ্টকর; দুঃসাধ্য: I am having a sticky time; come to a sticky end, অত্যন্ত যন্ত্রণাদায়ক অপ্রীতিপ্রদভাবে মারা যাওয়া। (৩) (কথ্য) প্রতিরোধপ্রবণ, বিরোধী প্রভৃতি: My friend was sticky about lending me the book. stickily (adverb) stickiness (noun)
- English Word stiff Bengali definition [স্টিফ্] (adjective) (১) কঠিন; শক্ত; অনমনীয়; সহজে বাঁকানো যায় না এমন: a stiff stick; a stiff board; have a stiff neck; feel stiff after the day’s journey, গ্রন্থি ও পেশি কঠিন হয়ে উঠেছে - নাড়াতে কষ্ট হয় বা কষ্ট করে নাড়াতে হয় এমন। keep a stiff upper lip নানান দুঃখ ও বিপত্তির অভিজ্ঞতা সত্ত্বেও মুখ বুজে সহ্য করে চারিত্রিক দৃঢ়তা প্রকাশ করা। stiff necked (adjective) একগুঁয়ে; ভয়ানক জেদি; একরোখা। (২) চালনা করা; সরানো বা কাজ করানো শক্ত এমন: Mix up all the ingredients properly to produce a stiff paste, কঠিন। (৩) (আচার-আচরণ) আনুষ্ঠানিকতাপূর্ণ; নিয়মনিষ্ঠভাবে; অসৌহার্দ্য মূলক; দেমাগি: His behaviour was so stiff; it was a stiff ceremony; I am always stiff to my relations. (৪) মাত্রায় প্রবল; মাত্রাতিরিক্ত a very stiff price; a stiff plate of chicken, পরিমাণে বেশি; a stiff glass of sherbat, মিষ্টির পরিমাণ অতিরিক্ত। □ (adverb) সম্পূর্ণত; প্রায় নিঃশেষ হওয়ার মতো; It hit them stiff, খুবই জোরে আঘাত করেছিল: She was scared stiff; The child was rebuked stiff, ভীষণভাবে ভীত বা ধমক খেয়ে থতমত। □ (noun) (অপশব্দ) (১) শবদেহ। (২) নির্বোধ। stiffly (adverb) stiffness (noun) stiffen [স্টিফ্ন্] (verb transitive), (verb intransitive) কঠিন বা শক্ত হওয়া বা করে তোলা। stiffening [স্টিফিনিঙ] (noun) [uncountable noun] যে বস্তু দ্বারা কোনো বস্তু বা বিষয়কে শক্ত করে তোলা হয়। stiffener [ স্টিফনা(র)] (noun) যার দ্বারা কঠিন করা হয়।
- English Word stifle Bengali definition [স্টাইফ্ল্] (verb transitive), (verb intransitive) (১) কোনো কারণে শ্বাসরুদ্ধ বোধ করা; শ্বাসপ্রশ্বাস গ্রহণ কষ্টকর বোধ করা: We were stifled in the crowded train. I feel stifled in a smoky room. (২) দমন করা; থামিয়ে দেওয়া: stifle an uprising; stifle a cry. stifler (noun) শ্বাসরোধকারী; দমনকারী; শ্বাসরোধ করে হত্যা করার মঞ্চ।
- English Word stigma Bengali definition [স্টিগমা] (noun) [countable noun] (১) plural stigmas [স্টিগমাদ্] (লাক্ষণিক) লজ্জা বা কলঙ্কের চিহ্ন; : the stigma of treachery. (২) (plural stigmata [স্টিগমাটা] আসিসির সাধু ফ্রান্সিস এবং অন্যদের শরীরের এমন দাগ যার সঙ্গে ক্রুশবিদ্ধ যিশুর ক্ষতিচিহ্নের সাদৃশ্য রয়েছে। (৩) (plural stigmas) (উদ্ভিদবিদ্যা) গর্ভকেশরের পরাগ্রাহী অংশ; গর্ভমুণ্ড। stigmatic (adjective) কলঙ্কচিহ্নিত; দাগযুক্ত।
- English Word stigmatize, stigmatise Bengali definition [স্টিগমাটাইজ্] (verb transitive) কলঙ্কচিহ্নিত করা; কলঙ্কজনকভাবে বর্ণনা করা: stigmatized as a thoroughly corrupt person.
- English Word stile Bengali definition [স্টাইল্] (noun) (১) প্রাচীর বা বেড়া বা ঘেরা সীমানা লঙ্ঘন করে যাওয়ার জন্য বিশেষভাবে তৈরি সোপান বা সিঁড়ি। (২) দরজা, জানালা প্রভৃতির বাজু। help a lame dog over a stile, দ্রষ্টব্য dog 1 (২).
- English Word stiletto Bengali definition [স্টিলেটো] (noun) সরু ফলকযুক্ত তরবারি। stiletto heel (নারীর জুতায়) উঁচু সরু গোড়ালি (সাধারণত ধাতুর তৈরি)।
- English Word still 1 Bengali definition [স্টিল্] (adjective) (stiller stillest) (১) নিশ্চল; স্থির; শান্ত: Everything is still here; a still photograph; stand still. the still small voice বিবেকের কণ্ঠস্বর। still- life (noun) [uncountable noun] চিত্রকলায় বিভিন্ন বিষয় অঙ্কন, যেমন ফলফুল প্রভৃতি [countable noun] (plural still-lifes) এ ধরনের চিত্রকলা। still-birth জন্মকালে মৃত শিশু। still-born (adjective) (শিশু) জন্মের সময়ে মৃত। (২) (মদজাতীয় পানীয়) ঝকঝকে নয়; গ্যাসবিহীন। □ (noun) [uncountable noun] (১) (কাব্যে): in the still of the endless desert. (২) [countable noun] সাধারণ আলোকচিত্র; স্থিরচিত্র (ছায়াছবি বা ভিডিও ক্যামেরায় তোলা চলমান চিত্রের সঙ্গে ভিন্নতা বোঝাতে): stills from the films of Satyajit Ray, খবরের কাগজ বা বিজ্ঞাপনে যেভাবে ব্যবহৃত হয়। stilly (adverb) (কাব্যে) প্রশান্ত; নীরব; নিস্তব্ধ। stillness (noun)
- English Word still 2 Bengali definition [স্টিল্] (verb transitive) (১) শান্ত বা নিশ্চল করে তোলা: His appearance stilled the entire room. (২) পাতন করা: Five bottles have been stilled so far.