Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word steadfast Bengali definition [স্টেড্‌য়া:স্ট America(n) স্টেড্‌য়্যাস্ট্‌] (adjective) দৃঢ়; অবিচলিত; অপরিবর্তিত: steadfast in commitment. steadfastly (adverb) steadfastness (noun)
  • English Word steadily Bengali definition [স্টেডিলি] (adverb) নিয়মিতভাবে: go on steadily. steadiness (noun)
  • English Word steady Bengali definition [স্টেডি্] (adjective) (১) দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম: Make the wallpaper steady; on a steady foundation. (২) আন্দোলন, গতি ও গন্তব্যে নিয়মিত; The satellite is moving in a steady speed. steady development of the programme. (৩) ব্যবহার যা আচরণে নিয়মিত: a steady young man. (৪) অটল; অনড়: a steady love. (৫) (বিস্ময়ে); Keep her steady! (নৌযাত্রায়) জলযানকে অপরিবর্তিত গতিপথে রাখাSteady (on)! (কথ্য, সতর্কবাণী হিসেবে) নিজেকে নিয়ন্ত্রণ করো go steady (কথ্য) প্রেমে অবিচলিত আচরণ করা: Are you steady with your girl friend? Are these two going steady? □(noun) (একবচন) বিশ্বস্ত ও নিয়মিতভাবে সম্পর্কযুক্ত বন্ধু বা বান্ধবী। □ (verb transitive), (verb intransitive) কোনোকিছু দৃঢ়ভাবে স্থাপন করা বা স্থাপিত হওয়া: He steadied the small holes on the footpath, পথের ছোট গর্তগুলো দৃঢ়ভাবে মেরামত করেছিল; steadied himself on the narrow bed. steadied oneself on a car running on a rough road. Prices are steadying.
  • English Word steak Bengali definition [স্টেইক্] (noun) [uncountable noun, countable noun] ভাজার জন্য পুরু ও চওড়া ফালি করে কাটা মাংস বা মাছের অংশ: rump steak.
  • English Word steal Bengali definition [স্টীল্] (verb transitive), (verb intransitive) (past tense) stole [স্টৌল্] past participle stolen [স্টোলেন্‌]) (১) steak something (from somebody) চুরি করা; অপহরণ করা: Somebody has stolen the picture. You should never steak things. (২) অপ্রত্যাশিতভাবে, গোপনে বা অলক্ষ্যে অর্জন করা বা গ্রহণ করা; কৌশলে লাভ করা: Try to steak a kiss from her. How have you stolen her favour? steak a look in somebody’s secret treasures. steak a march on somebody কারো আগে কিছু করে তার চেয়ে এগিয়ে যাওয়া। (৩) সংগোপন পদক্ষেপে আসা-যাওয়া বা নড়াচড়া করা: The thief stole into the bed-chamber. Light stole into the dark room.
  • English Word stealth Bengali definition [স্টেল্‌ট্‌] (noun) [uncountable noun] (শুধু by এর সঙ্গে ব্যবহৃত হয়) by stealth অত্যন্ত ধীরে ধীরে ও গোপনীয়ভাবে: enter the apartment by stealth. stealthy (adjective) (stealthier, stealthiest) গোপনে ও লুকিয়ে কোনো কাজ করা: stealthy footsteps. stealthily [স্টেল্‌ট্‌ইলি্] (adverb)
  • English Word steam Bengali definition [স্টীম্] (noun) [uncountable noun] (১) বাষ্প; ধোঁয়া: This engine is run by steam. The barge could not proceed by her own steam, নিজস্ব ইনজিনের মাধ্যমে চলার শক্তি নেই। full steam ahead পূর্ণগতিতে চলার নির্দেশ। get up/raise steam আরো চাপ সৃষ্টি করে বাষ্প তৈরি করা: The stokers got up steam. (২) (লাক্ষণিক) (কথ্য) শক্তি। get up steam শক্তি সংগ্রহ করা; রাগান্বিত বা উত্তেজিত হওয়া। let off steam উত্তেজনা বা উদ্বৃত্ত তেজ বের করে দেওয়া। run out of steam বিধ্বস্ত হওয়া; নিস্তেজ হওয়া: Public propaganda about law and order situation has run out of steam, শক্তি হারিয়ে ফেলেছে। under one’s own steam নিজের চেষ্টায়; অন্যের সহায়তা ব্যতিরেকে। (৩) (যৌগশব্দ) steamboat, steamship, steamvessel (noun) বাষ্পচালিত নৌকা, জাহাজ বা বাষ্পীয় পোতsteam-boiler (noun) ইনজিন সচল করার জন্য বাষ্প উৎপাদনকারী চুল্লি। steam brake/hammer/whistle/winch বাষ্পচালিত গতিরোধক যন্ত্র/হাতুড়ি/বাঁশি/চাকা। steam-coal (noun) বাষ্প উৎপাদন করার জন্য চুল্লিতে যে কয়লা ব্যবহার করা হয়। steam-engine (noun) বাষ্পচালিত ইনজিন; বাষ্পশক্তি দ্বারা চালিত। steam-heat (noun) (ক) (noun) বাষ্প তৈরি হওয়ার ফলে সৃষ্ট তাপ। (খ) (verb transitive) বাষ্প তৈরি করার সাহায্যে কোনো কিছু তাপিত করা। steam navigation বাষ্পশক্তিবলে পোতচালনা। steam power বাষ্পশক্তি। steam radio (অপশব্দ) বেতারশব্দ প্রেরণ (টেলিভিশনের বিপরীতে)। □ (verb transitive) (ক) বাষ্প বের করে দেওয়া বা বাষ্পীভূত করা: steaming hot soup. The pan has been steaming for fifteen minutes. (খ) বাষ্পের দ্বারা আন্দোলিত হওয়া বা কাজ করা: a ship steaming up the Bay of Bengal; the vessel steamed into the port. (গ) বাষ্পের সাহায্যে পরিষ্কার করা, নরম করা বা রন্ধন করা: steam rice; steam open a sticker, বাষ্পের সাহায্যে আধা আলগা করে উন্মুক্ত করা। (ঘ) steam up বাষ্প জড়ো হওয়ার ফলে ঝাপসা হয়ে ওঠা: The window panes steamed up. be/get (all) steamed up (কথ্য) উত্তেজিত ও কিছুটা সহিংস হয়ে ওঠা: Such an issue will steam everybody up. steamer (noun) (১)= steamship, স্টিমার(২) বাষ্পে খাদ্য সিদ্ধ করার পাত্রsteamy (adjective) বাষ্পীয়; বাষ্পপূর্ণ: steamy heat of the rainy season. steamily (adverb) steaminess (noun) steam-roller রাস্তা মসৃণ করার জন্য ভীষণ ভারী বড় চাকাওয়ালা গাড়ি। □ (verb transitive) (১) এ ধরনের রোলার দ্বারা ধ্বংস করা(২) (লাক্ষণিক) দমন করা: steam-roller the opposition.
  • English Word steed Bengali definition [স্টীড্] (noun) [countable noun] (সাহিত্যিক) (হাস্যরসাত্মক) ঘোড়া; (প্রধানত তেজি; বলবান)।
  • English Word steel Bengali definition [স্টীল্] (noun) [uncountable noun] (১) ইস্পাত; তিহা; লোহার সঙ্গে অন্যান্য মিশ্রণের সাহায্যে গঠিত শক্ত ধাতুsteel band (noun) (ত্রিনিদাদ থেকে উদ্ভূত) সংগীতবাদকদল, যারা ফাঁকা তেলের পিপার সাহায্যে সংগীত পরিবেশন করে। steel-clad (adjective) ইস্পাতনির্মিত বর্মপরিহিত। steel blue (adjective) ইস্পাতের ন্যায় নীল। steel-plate ইস্পাতফলক। steel-plated (adjective) ইস্পাতফলকে আবৃত। steel wool পাতলা বা সরু ইস্পাতের ফালি বা ছাঁট (মাজাঘষার কাজে ব্যবহৃত)। steel-works যে কারখানায় ইস্পাত তৈরি হয়। (২) steel weapon তরবারি (আগ্নেয়াস্ত্রের বিপরীতে): an enemy worthy of one’s steel, (আলংকারিক অর্থ লাক্ষণিক) যোগ্য প্রতিদ্বন্দ্বী; সেয়ানে সেয়ানেcold steel, দ্রষ্টব্য cold (১). □ (verb transitive) শক্ত করে তোলা: Steel yourself against adversity. Her heart was steeled at the grave shock. steely (adjective) ইস্পাতের ন্যায় দৃঢ়; ইস্পাতসংক্রান্ত। steeliness (noun)
  • English Word steelyard Bengali definition [স্টীলইআ:ড] (noun) যান্ত্রিক দাঁড়িপাল্লা; বিশেষত তুলাদণ্ড
  • English Word steep 1 Bengali definition [স্টীপ] (adjective) (steeper, steepest) (১) ঢালু বা খাড়া হয়ে উঠেছে এমন: a steep staircase, a steep path. (২) (কথ্য) (চাহিদা) অযৌক্তিক; মাত্রাতিরিক্ত: This is quite a steep pressure on me. One hundred taka for only this bit of service, isn’t that quite steep? Your version is rather steep, বিশ্বাসযোগ্য নয়; অতিরঞ্জিত steeply (adverb) steepness (noun) steepen [স্টীপন্‌] (verb transitive), (verb intransitive) কঠিন বা শক্ত হয়ে ওঠা বা করে তোলা। steepish (adjective)
  • English Word steep 2 Bengali definition [স্টীপ] (verb transitive), (verb intransitive) steep something (in something) (১) (প্রধানত তরল পদার্থে) ডুবিয়ে সম্পূর্ণ ভেজানো: potatoes steeped in oil. (২) (লাক্ষণিক) পরিব্যাপ্ত করা; ব্যাপক জ্ঞান অর্জন করা: steep in greed. He is steeped in the sociology of Arab music.
  • English Word steeple Bengali definition [স্টীপ্‌ল্] (noun) ভূমি থেকে ঊর্ধ্বগামী হয়ে ক্রমে সরু হয়ে আসা চূড়াসহ সুউচ্চ ভবন, যথা- গির্জা; মন্দিরsteeple chase (noun) অনেকগুলি গ্রামের মধ্যে দিয়ে বেড়া, খাল, নালা ইত্যাদি বিপত্তির মধ্যদিয়ে দৌড় বা ঘোড়দৌড় প্রতিযোগিতা; কোনো গির্জার চূড়া লক্ষ করে অনুরূপ প্রতিযোগিতা। steeple jack (noun) উক্ত চূড়া যিনি আরোহণ বা মেরামত করেন।
  • English Word steer 1 Bengali definition [স্টিআ(র্‌)] (noun) কমবয়সী বলদ, যার মাংস খাদ্য হিসেবে ব্যবহৃত হয়
  • English Word steer 2 Bengali definition [স্টিআ(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) কোনো জাহাজ, নৌকা বা যানের দিকনির্দেশ করা: steer right; a ship that is steered well. (২) জাহাজ, গাড়ি প্রভৃতি চালানোsteer clear of (লাক্ষণিক) পরিহার করা; এড়িয়ে যাওয়া। steering-gear (noun) [uncountable noun] (জাহাজের) রাডার ও যে যান্ত্রিক পদ্ধতির দ্বারা তা নিয়ন্ত্রিত হয়; মোটরগাড়ি প্রভৃতির চালক অংশবিশেষ। steerer (noun) পথনির্দেশক। steering committee (noun) প্রধান নীতিনির্ধারণী পরিচালকসভা। steerage-way (noun) কুল থেকে যতখানি দূরে গেলে হাল দ্বারা পোত নিয়ন্ত্রণ করা যায়। steering-wheel (noun) (ক) যে চাকার সাহায্যে রাডার নিয়ন্ত্রণ করা হয় (জাহাজের ক্ষেত্রে)। (খ) মোটরগাড়ির গতিবিধি ও দিক ঠিক করার জন্য চালকের সামনে অবস্থিত চক্রাকার বস্তু (কথ্য steering)। steersman [স্টিআ(র্‌)জ্‌মান্‌] (noun) যানবাহনের চালক। steering (noun) হালধারণ; চালনা; পরিচালনা।
  • English Word steerage Bengali definition [স্টিআরিজ] (noun) [uncountable noun, countable noun] (কেবল 'singular' অথবা 'attributive(ly)) চালনা করার দক্ষতাশৈলী বা প্রভাব(২) জাহাজের রাডারের নিকটতম অংশsteerage-way হাল দ্বারা নিয়ন্ত্রণসাপেক্ষ কোনো নৌযানের সম্মুখযাত্রা।
  • English Word stellar Bengali definition [স্টেলা(র্)] (adjective) নক্ষত্র সম্বন্ধীয়; নাক্ষত্রিক
  • English Word stem 1 Bengali definition [স্টেম্‌] (noun) (১) বৃক্ষের কাণ্ড; বোঁটা, পাতা, ফুল বা ফলের যে অংশ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকেstemmed (suffix) (adjective- সহ): long - stem med, short- stem med. (২) মদের গ্লাসের সরু নিচের অংশ, ঠোঁটে ধরা অংশ ও তামাক রাখার আধারের মধ্যবর্তী তামাক-পাইপের অংশ(৩) কোনো বিশেষ্য বা ক্রিয়াপদের মূল অংশ, যার সূত্রে অন্য শব্দ তৈরি করা হয়(৪) জাহাজের অগ্রভাগে খাড়া প্রধান কাঠের খুঁটিfrom stem to stem জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। (৫) বংশের মূলধারা বা কখনো-কখনো শাখা: He stemmed from a noble family. stem from উদ্ভূত হওয়া; আবির্ভূত হওয়া stemless (adjective) কাণ্ডহীন।
  • English Word stem 2 Bengali definition [স্টেম্] (verb transitive) (stemmed) (১) প্রতিহত করা; থামানো; বাঁধ দেওয়া(২) প্রতিরোধের মুখে পথ করে এগিয়ে যাওয়া: stem the tide; (লাক্ষণিক) stem the tide of people wrath.
  • English Word Sten gun Bengali definition [স্টেন্‌গান্‌] (noun) ছোট আকারের স্বয়ংক্রিয় বন্দুক
  • English Word stench Bengali definition [স্টেন্‌চ্‌] (noun) [countable noun] দুর্গন্ধ; পূতিগন্ধstench trap ভূগর্ভস্থ নর্দমার গ্যাসের নির্গমন বন্ধ করার ঢাকনা।
  • English Word stencil Bengali definition [স্টেন্‌সল্] (noun) [countable noun] লেখা বা আঁকার জন্য ধাতব কার্ডবোর্ড বা মোমমিশ্রিত পাতলা পাতা; ছিদ্রময় পাত যার উপর লেখা বা আঁকা যায়cut a stencil টাইপ করার ফিতা ছাড়া মোমমিশ্রিত কাগজের উপর টাইপ করা। □ (verb transitive) অনুরূপ পাতার উপর লেখা; আঁকা।
  • English Word stenography Bengali definition [স্টেনগ্রাফি] (noun) সাঁটলিপি; দ্রুত লিপিলিখনবিদ্যাstenographer সাঁটলিপিকার (British/Britain= shorthand-typist.)
  • English Word stentorian Bengali definition [স্টেনটারিআন্‌] (adjective) (কণ্ঠস্বর) উচ্চধ্বনিযুক্ত; নিনাদময়
  • English Word step 1 Bengali definition [স্টেপ্] (verb intransitive), (verb transitive) (১) পদসঞ্চালন করা; পা ফেলা; পদক্ষেপ বা পদবিন্যাস করা: step on to the stairs; step inside the room; stepping at a low pace; step across the road; step this way কাউকে অনুসরণ করার জন্য সবিনয় আহ্বান। step on the gas, step on it (ক) (পেট্রল বা গ্যাসোলিনের ক্ষেত্রে) মোটরগাড়ির গতিমাত্রা বাড়ানোর জন্য গতিবর্ধক যন্ত্রটির উপর চাপ সৃষ্টি করা; (খ) (অপশব্দ) দ্রুততার সঙ্গে সম্পন্ন করা; তাড়াহুড়া করা। stepping-stone (noun) (ক) অগভীর কোনো স্রোতস্বিনীর উপর ফেলে রাখা পাথরফলক, যার উপর পা রেখে পার হওয়া যায়। (খ) (লাক্ষণিক) কোনোকিছু লাভ বা অর্জন করার উপায়: stepping stone to achieve in life. stepins (noun) (plural) (কথ্য) বিশেষ ধরনের অন্তর্বাস বা জুতা। (২) adverbial particle-সহ ব্যবহারstep aside (ক) কোনো একদিকে সরে যাওয়া। (খ) (লাক্ষণিক) কারো নিজস্ব আসন বা অবস্থান গ্রহণের জন্য তাকে পথ করে দেওয়া। step down (লাক্ষণিক) পদত্যাগ করা; অন্য প্রার্থীর কাঙ্ক্ষিত অবস্থানলাভে বাধা সৃষ্টি না-করা। step in (লাক্ষণিক) হস্তক্ষেপ করা (সাহায্য করা বা প্রতিরোধ করার ক্ষেত্রে): The situation might be worse if the police did not step in. Do not step into his fortunes. step something off/out পায়ে মেপে দূরত্ব ঠিক করা: step out a distance of two yards. step out (ক) দ্রুতগতিতে হাঁটা। (খ) (কথ্য) স্ফূর্তিতে সময় কাটানো; সামাজিকভাবে ব্যস্ত জীবনযাপন করা। step something up (ক) (নৌচালনবিদ্যা) মাস্তুলের নিম্নপ্রান্ত গ্রথিত করা। (খ) বৃদ্ধি করা: step up production; step up the programmes. step short পদক্ষেপের ব্যবধান কমানো।
  • English Word step 2 Bengali definition [স্টেপ] (noun) (১) পদক্ষেপণ; হেঁটে পার হওয়া দূরত্ব: the sound of steps. You should take cautious step. Go, retrace your steps; ফিরে যাওয়া: His house is only a few steps from here. watch one’s step, সতর্ক বা সাবধানী হওয়া। (২) পর্যায়: Primary step. step by step ধীরে ধীরে; ক্রমান্বয়ে; ধারাক্রমে: Arrange your programme step by step. (৩) (footstep) পদধ্বনি; হাঁটার শব্দ: I surely understood that she was coming, I know her steps. (৪) কোনো কার্যক্রমের পদক্ষেপ: Take steps to prevent health hazards. a wrong step ভুল কর্মপন্থা। future steps ভবিষ্যৎ কর্মপন্থা। (৫) be/get/in/out of step (with) (ক) (হাঁটা, কুচকাওয়াজ বা নৃত্যের সময়) অন্যদের সঙ্গে একই সময়ে মাটিতে ডান পা ঠেকানো/না-ঠেকানো। (খ) গোষ্ঠীর অন্য সদস্যদের সঙ্গে একমত হওয়া/না-হওয়া: None is allowed to be out of step at any stage. keep step (with) পদবিক্ষেপে হাঁটা বা কুচকাওয়াজে অংশ নেওয়া। break step সঠিক পদক্ষেপের ভঙ্গি অনুসরণ করতে না-পারা। (৬) এক স্তর থেকে অন্য স্তরে পৌঁছানোর সময়ে পা রাখার স্থান: Mind your steps as you board down the train. You have to cut steps as you go down the mines. Take care, the bottom step is faulty. steps/a pair of steps/a step ladder বহনযোগ্য ভাঁজ করা সিঁড়ি। (৭) স্তর; পদ; পদোন্নতি: It’s four years to get my next step, পরের স্তরে পদোন্নতি পেতে আরো চার বছর সময় লাগবে। step dance (noun) পদবিন্যাসপ্রধান বিশেষ ধরনের ইউরোপীয় নৃত্য। step dancer (noun) উক্ত নাচের নর্তক। one step two step নাচের নাম।
  • English Word step- Bengali definition [-স্টেপ্‌] (prefix) বৈরাহিক সূত্রে বৈমাতৃক বা বৈপিতৃক সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত উপসর্গstep-mother/ step-father/ step-brother/ step-sister/ step-son/ step-daughter বিমাতা/বিপিতা/সৎ ভাই/সৎ বোন/সৎ ছেলে/সৎ মেয়ে।
  • English Word stepney Bengali definition [স্টেপ্‌নি্] (noun) [countable noun] (মোটরগাড়ির) বাড়তি চাকা
  • English Word steppe Bengali definition [স্টেপ্] (noun) [countable noun] (প্রধানত দক্ষিণপূর্ব ইউরোপ) মধ্য এশিয়ার বিশুষ্ক তৃণপ্রধান বৃক্ষহীন প্রান্তর
  • English Word stereo Bengali definition [স্টেরিউ] (noun) (stereophonic শব্দের সংক্ষিপ্ত রূপ) ঘনশ্রুতি রেকর্ড বাজানোর যন্ত্র, যন্ত্রাংশ বা শব্দপ্রক্ষেপণ