T পৃষ্ঠা ৩০
- English Word truculent Bengali definition [ট্রাক্যিউলান্ট্] (adjective) যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী। truculently (adverb) যুযুৎসুভাবে। truculence [ট্রাক্যিউলান্স্] truculency [ট্রাক্যিউলান্সি] (noun(s) যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ।
- English Word trudge Bengali definition [ট্রাজ্] (verb intransitive) অবসন্নভাবে বা পা টেনে টেনে হাঁটা: trudging through the deep snow. □(noun) দীর্ঘ, ক্লান্তিকর যাত্রা।
- English Word true Bengali definition [ট্রু] (adjective) (truer, truest) (১) সত্য; যথার্থ: a true statement. come true (আসা বা স্বপ্ন) (২) true (to) বিশ্বস্ত; অনুগত; be true to one’s word/promise, কথা/প্রতিশ্রুতি রাখা। true-blue (noun), (adjective) অনড়ভাবে নীতিবান (ব্যক্তি); একান্ত বিশ্বস্ত/খাঁটি (মানুষ)। true- hearted (adjective) বিশ্বস্ত; খাঁটি; অকৃত্রিম। true-love (noun) অকৃত্রিম প্রেমিক বা প্রেমাস্পদ। (৩) খাঁটি; সত্যিকার; আসল; যথার্থ: true friendship. (৪) true to type নিজ শ্রেণি বা মানাদর্শের হুবহু অনুরূপ। (৫) যথাযথরূপে সংযোজিত/ ন্যস্ত: See if the wheel is true. (৬) যথাযথ; হুবহু; অবিকল; নির্ভুল: a true pair of scales. out of true যথার্থ স্থান থেকে বিচ্যুত। □(adverb) (কোনো কোনো verb- এর সঙ্গে) যথাযথভাবে নির্ভুলভাবে, সত্যি করে, যথাযথ মানাদর্শ অনুযায়ী: breed true, যথাযথ মান বজায় রেখে চাষ করা। □(verb transitive) true something up যথাযথভাবে লাগানো: true up a wheel.
- English Word truffle Bengali definition [ট্রাফ্ল্] (noun) রসনারোচক খাদ্যদ্রব্যের স্বাদগন্ধ বাড়াতে ব্যবহৃত এক ধরনের ছত্রাক, যা মাটির নিচে জন্মে।
- English Word truiism Bengali definition [ট্রুইজাম] (noun) [countable noun] যে উক্তি সুস্পষ্টরূপে সত্য বলে উচ্চারণ করা নিষ্প্রয়োজন; স্বতঃসিদ্ধ সত্য।
- English Word truly Bengali definition [ট্রুলি] (adverb) (১) সত্য করে: speak truly. (২) আন্তরিকভাবে: feel truly grateful. (৩) সত্যিই; সত্যিকারের; যথার্থভাবে; সত্যিকারভাবে: a truly lofty idea.
- English Word trump 1 Bengali definition [ট্রাম্প্] (noun) [countable noun, uncountable noun] (১) (ব্রিজ, হুইস্ট প্রভৃতি তাস খেলায়) তুরুপের বা রঙের তাস। দ্রষ্টব্য declare (১). play one’s trump card (আলংকারিক অর্থ) লক্ষ্য অর্জনের জন্য (বিশেষত সব চেষ্টার শেষে) নিজের সবচেয়ে মূল্যবান উপায় প্রয়োগ করা; তুরুপের তাস ছাড়া। turn up trumps (কথ্য) (ক) প্রত্যাশার চেয়ে ভালো ফল পাওয়া। (খ) আকস্মিক সৌভাগ্য লাভ করা। (২) (কথ্য) চমৎকার/খাসা লোক। □(verb transitive), (verb intransitive) (১) তুরুপ বা রং খেলা। (২) (সাধারণত passive) trump something up প্রবঞ্চনার উদ্দেশ্যে (অজুহাত, মিথ্যা গালগল্প) উদ্ভাবন করা: a trumped-up charge, মিথ্যা অভিযোগ।
- English Word trump 2 Bengali definition [ট্রাম্প্] (noun) (সাহিত্যিক) তূর্য; তূরী; তূর্যধ্বনি। the last trump; the trump of doom রোজ কেয়ামতের/শেষবিচারের শিঙাধ্বনি।
- English Word trumpery Bengali definition [ট্রাম্পারি] (adjective) সস্তা রংচঙে: trump ornaments.
- English Word trumpet Bengali definition [ট্রাম্পিট্] (noun) (১) তূর্য; তুরী। blow one’s own trumpet (লাক্ষণিক) নিজের ঢাক পেটানো। (২) তূর্যধ্বনি; তূর্যনাদ। (৩) আকার বা ব্যবহারের দিক থেকে তূর্যসদৃশ কোনো বস্তু; যেমন ড্যাফোডিলের মুকুট (corona). □(verb transitive), (verb intransitive) (১) বিঘোষিত করা; অনুকীর্তন করা: trumpet (forth) somebody’s heroic deeds. (২) (বিশেষত হাতি) উচ্চনাদ করা। trumpeter (noun) তূর্যবাদক।
- English Word truncate Bengali definition [ট্রাঙ্কেইট্ America(n) ট্রাঙ্কেইট্] (verb transitive) অগ্রভাগ বা শেষাংশ ছেঁটে খাটো করা; অবচ্ছেদন করা: a truncated cone/pyramid, অবিচ্ছিন্ন শঙ্কু/পিরামিড।
- English Word truncheon Bengali definition [ট্রান্চান্] (noun) (বিশেষত পুলিশের) খাটো মোটা লাঠিবিশেষ।
- English Word trundle Bengali definition [ট্রান্ড্ল্] (verb transitive), (verb transitive) (বিশেষত ভারী বা কিম্ভুতকিমাকার কোনো বস্তু) গড়িয়ে নেওয়া। trundlebed (America(n)= truckle bed.
- English Word trunk Bengali definition [ট্রাঙ্ক্] (noun) [countable noun] (১) (গাছের) কাণ্ড; গুঁড়ি। (২) হাত পা ও মস্তকবিহীন শরীর; দেহকাণ্ড; ধড়; মধ্যশরীর। (৩) তোড়ং। (৪) হাতির শুঁড়; শুভ্র। (৫) (plural)= shorts. (৬) (America(n))= boot (২); গাড়ির পিছনে যেখানে মাল রাখা হয়; তোড়ং। (৭) (attributive(ly)) trundle-call দূরবর্তী স্থানে টেলিফোনে কথোপকথন; ট্রাংককল। trundle-line (noun) (ক) রেলপথের প্রধান লাইন। (খ) দীর্ঘ দূরত্বে টেলিফোন লাইন। trundle-road (noun) প্রধান সড়ক, মহাসড়ক।
- English Word truss Bengali definition [ট্রাস্] (noun) [countable noun] (১) (British/Britain) (খড়, বিচালি ইত্যাদির) গোছা। (২) ছাদ, সেতু ইত্যাদি ধরে রাখার কাঠামো। (৩) অন্ত্রবৃদ্ধির রোগীর পরিধানের জন্য তুলা ভরতি নরম বন্ধনী। □ (verb transitive) truss something (up) (১) বাঁধা; গোঁছা বাঁধা: truss up a chicken, সিদ্ধ করা বা ভাজার আগে ডানা দুটি শরীরের সঙ্গে গেঁথে দেওয়া। (২) (ছাদ, সেতু ইত্যাদি) কাঠামোর উপর ধারণ করা।
- English Word trust 1 Bengali definition [ট্রাস্ট্] (noun) (১) [uncountable noun] trust (in) কোনো ব্যক্তি বা বস্তুর শক্তি, শুভত্ব, নির্ভরযোগ্যতা ইত্যাদির উপর গভীর বিশ্বাস; আস্থা; ভরসা: put one’s trust in God. on trust (ক) বিনা প্রমাণে; বিনা পরীক্ষায়; বিশ্বাসের উপর: take something on trust. (খ) ধারে বা বাকিতে। (২) [uncountable noun] দায়িত্ব: a position of great trust. (৩) (আইন সম্বন্ধীয়) অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপকারার্থে এক বা একাধিক ব্যক্তির (trustee) কাছে গচ্ছিত সম্পত্তি; [uncountable noun] ন্যাসরক্ষক ও সম্পত্তির মধ্যে আইনগত সম্পর্ক; ন্যাসরক্ষকের দায়িত্ব; ন্যাস: to hold a properly in trust. trust-money, trustfund (noun(s)) ন্যস্ত অর্থ/তহবিল। (৪) [countable noun] প্রতিযোগিতা কমানো, মূল্য স্থির রাখা প্রভৃতি বিভিন্ন উদ্দেশ্যে অর্জনের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের সংঘ; ন্যাস। (৫) brains trust, দ্রষ্টব্য brain. trustful [ট্রাস্ট্ফ্ল্] trusting (adjective) অন্যের উপর আস্থা স্থাপন করতে প্রস্তুত; আস্থাবান। trustfully [ট্রাস্ট্ফা্লি] trustingly (adverb) আস্থার সঙ্গে; ভরসা করে; আস্থাপূর্বক। trustworthy (adjective) আস্থাভাজন; নির্ভরযোগ্য। trustworthyness (noun) নির্ভরযোগ্যতা; বিশ্বস্ততা। trusty (adjective) (পুরাতনী অথবা হাস্যরসাত্মক) নির্ভরযোগ্য; ভরসাযোগ্য: a trusty motorcycle.
- English Word trust 2 Bengali definition [ট্রাস্ট্] (verb transitive), (verb intransitive) (১) আস্থা স্থাপন করা; সততা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাস করা; ভরসা করা: I cannot trust you. (২) trust in somebody কারো উপর ভরসা/আস্থা/বিশ্বাস রাখা; কাউকে বিশ্বাস করা: trust in God. (৩) trust to something নির্ভর/ভরসা করা: Don’t trust to his good intentions. trust something to somebody= entrust. (৪) নিশ্চিন্তে কারো উপর নির্ভর বা ভরসা করা; কাউকে কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকা: Children should not be trusted with fire arms. You cannot trust that boy to get the money to the bank. (৫) ধার দেওয়া; ধারে মালপত্র দেওয়া: The shopkeeper won’t trust me. (৬) একান্ত আশা বা প্রত্যাশা করা: I trust you’re in high spirits.
- English Word trustee Bengali definition [ট্রাস্টী] (noun) ন্যাসরক্ষক; ন্যাসিক; ন্যাসী। দ্রষ্টব্য trust 1 (৩). the Public trustee প্রয়োজনে ইষ্টপত্র ও ন্যাস কার্যকরকরণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা; ন্যাসপাল। trustee-ship [ট্রাস্টীশিপ] (noun) ন্যাসরক্ষকের পদ; (বিশেষত) জাতিসংঘ কর্তৃক কোনো দেশের উপর অর্পিত ভূখণ্ডের প্রশাসনের দায়িত্ব: trusteeship territories ন্যাসিত ভূখণ্ড।
- English Word truth Bengali definition [ট্র্রথ্] (noun) (plural truths [ট্রুথ্জ্]) (১) [uncountable noun] সত্যতা; যথার্থতা: the truth of a statement. moment of truth সংকট, পরীক্ষা বা আত্মোপলব্ধির মুহূর্ত; সত্যোপলব্ধির মুহূর্ত। (২) [uncountable noun] সত্য; সত্য কথা: tell the truth. to tell the truth … (স্বীকারোক্তিতে ব্যবহৃত গৎ) সত্যি বলতে: To tell the truth I do not remember your name. in truth (সাহিত্যিক) প্রকৃতপক্ষে; বস্তুত; বাস্তবিক। (৩) [countable noun] সত্য; তথ্য: the truths of religion/science. truthful [ট্র্রথ্ফ্ল্] (১) (ব্যক্তি) সত্যনিষ্ঠ; সত্যপরায়ণ; সত্যবাদী; সত্যসন্ধ। (২) (উক্তি) সত্য। truthfully [ট্র্রথ্ফালি] (adverb) সত্য করে; সত্যনিষ্ঠার সঙ্গে। truthfulness (noun) সত্যনিষ্ঠা; সত্যপরায়ণতা; সত্যবাদিতা।
- English Word try 1 Bengali definition [ট্রাই] (verb intransitive), (verb transitive) (past tense, past participle tried) (১) (উল্লেখযোগ্য যে কথ্যরীতিতে' try to infinitive- এর স্থলে প্রায়ই' try and + infinitive (বিশেষত অনুজ্ঞায়) এবং' don’t try to ও 'didn’t try to- এর স্থলে' don’t try and ও 'didn’t try and ব্যবহৃত হয়) চেষ্টা করা; : Try to/Try and improve your behaviour. (২) try for something (বিশেষত কোনো পদ) লাভের চেষ্টা করা: try for a scholarship/a position in a company. (৩) (পরীক্ষামূলকভাবে কিছু করা বা ব্যবহার করার) চেষ্টা করা: try sitting straight; try (কিনে ব্যবহার করা) a new kind of cure, - somebody for a job. পরীক্ষামূলকভাবে নিয়োগ করা। দ্রষ্টব্য trial (১). try something on (ক) (মানানসই কি না দেখার জন্য) পর দেখা: try a suit on. (খ) (কথ্য) (বরদাস্ত করা হবে কি না দেখার জন্য সাহস করে বা অগ্রপশ্চাৎ বিবেচনা না-করে) চেষ্টা করা: Don’t try one of those delaying tactics on with me. সুতরাং, try-on (noun) (কথ্য) উক্ত ধরনের প্রয়াস; পরখ। try something out পরীক্ষা করার জন্য ব্যবহার করা; পরখ করা: You can’t try out his advice. সুতরাং, try-out (noun) যোগ্যতা, সামর্থ্য (যেমন কোনো ক্রীড়াবিদের) ইত্যাদির প্রাথমিক পরীক্ষা; যাচাই; পরখ। try one’s hand at something দ্রষ্টব্য hand 1 (৫). (৪) (আদালতে) বিচার করা: He was tried for homicide. দ্রষ্টব্য trial (৩). (৫) জবরদস্তি করা; (অত্যধিক) খাটানো; চাপ দেওয়া: try somebody’s patience too much. tried (adjective) পরীক্ষিত; যাচাইকৃত: a tried friend/remedy. trier (noun) যে ব্যক্তি আপ্রাণ/যথাসাধ্য চেষ্টা করে; চেষ্টিত/প্রযত্নশীল ব্যক্তি। trying (adjective) (উপরে ৫ দ্রষ্টব্য) যন্ত্রণাদায়ক; পীড়াদায়ক; জ্বালাতনকর: a trying man to deal with.
- English Word try 2 Bengali definition [ট্রাই] (noun) (১) চেষ্টা; প্রয়াস; প্রযত্ন: have a try. (২) (রাগবি) বিপক্ষের গোললাইনের পিছনে বলস্পর্শ (এতে তিন পয়েন্ট অর্জিত হয়)।
- English Word tryst Bengali definition [ট্রিস্ট্] (noun) (পুরাতনী) (বিশেষত প্রেমিকপ্রেমিকার মিলনের) সংকেতস্থান; সংকেতসময়; অভিসার; সাক্ষাতের প্রতিশ্রুতি: keep/break tryst (with somebody).
- English Word Tsar Bengali definition [জা:(র্)] Tsarina [জা:রীনা] (noun(s)) = Czar, Czarina.
- English Word tsetse Bengali definition [সীসী] (noun) tsetse (-fly) (গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকায়) মানুষ ও পশুর রোগজীবাণু বহনকারী রক্তচোষা মাছি।
- English Word tsunami Bengali definition [সুনামি] (noun) [countable noun] (plural tsunamies) (১) সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ। (জাপানি ভাষায় সুনামি মানে পোতাশ্রয় ঢেউ): A tsunami can move hundreds of miles per hour in the open ocean. (২) অস্বাভাবিক সংখ্যা বা পরিমাণে কোনো কিছুর আগমন বা ঘটা: A tsunami of data pours into the CNBC newsroom every minute of every trading day.
- English Word tub Bengali definition [টাব্] (noun) (১) কাপড় ধোয়া, তরলধারণ, গাছ লাগানো ইত্যাদির জন্য কাঠ, দস্তার তৈরি বড় খোলা সাধারণত গোলাকার পাত্র; কেঠো; টাব: a rainwater tub. tub-thumper (noun) গলাবাজ/লোকখ্যাপানো বক্তা। (২) (অপিচ tub-full) এক টাবে যতটা ধরে: a tub of water. (৩) (কথ্য) স্নানের টাব; (British/Britain) স্নান: have a cold tub. (৪) (কথ্য) বেঢপ মন্থরগতি নৌকা।
- English Word tuba Bengali definition [ট্যিঊবা America(n) টূবা] (noun) তামার তৈরি বাদ্যযন্ত্র, যাতে নিম্ন ওজোনের (pitch) সুর উৎপন্ন হয়; টিউবা।
- English Word tubby Bengali definition [টাবি] (adjective) (tubbier, tubbiest) টবের আকৃতিবিশিষ্ট; পেটমোটা; মোটা ও গোলাকার; গোলগাল: a little man.
- English Word tube Bengali definition [টিঊব্ America(n) টূব্] (noun) (১) নল; চোঙা: the boiler tubes; the inner tube of a bicycle/car tyre. tube-well (noun) নলকূপ। (২) পেস্ট, রং ইত্যাদির জন্য নরম ধাতব আধার; টিউব: a tube of toothpaste. (৩) [uncountable noun, countable noun] (লন্ডনে) পাতালট্রেন: take the tube to Picadilly Circus. (৪) (America(n)) ইলেকট্রনিক যন্ত্রাদিতে ব্যবহৃত থার্মিনিয়নিক কপাটিকা; পরদাযুক্ত বৃহৎ নল (cathode ray tube দ্রষ্টব্য cathode) (৫) শরীরের ফাঁপা অঙ্গপ্রত্যঙ্গ; নল; নালি: the bronchial tubes, ক্লোমনালি। tubing (noun) [uncountable noun] যে বস্তুকে নলের আকার দেওয়া হয়েছে; নল: two metres of cooper tubing. tubular [ট্যিঊব্যিউলা(র্) America(n) টূ] (adjective) (১) নলাকার; চোঙাকার: a tube bridge. (২) নলযুক্ত; নলসংবলিত: a tube boiler; tube furniture, (যাতে ধাতব চোঙ ব্যবহৃত হয়); tube scaffolding. tubeless (adjective) নলহীন (ভিতরে কোনো নল নেই): tubeless tyres.
- English Word tuber Bengali definition [টিঊবা(র্) America(n) টূবা(র্)] (noun) [countable noun] ভূগর্ভস্থ কাণ্ডের বর্ধিত অংশ, যার অঙ্কুর থেকে নতুন চারা গজায়; কন্দ।