• Bengali Word trial English definition [ট্রাইআল্] (noun) ১ [uncountable noun] পরীক্ষানিরীক্ষা; বিচারবিবেচনা; প্রমাণ; [countable noun] পরীক্ষা করে দেখার ঘটনা।
    on trial (ক) পরীক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত; (খ) পরীক্ষাকালে। trial and error ভুল শোধরানো পর্যন্ত পরীক্ষা চালিয়ে যাবার পদ্ধতি। (২) (attributive(ly)) পরীক্ষা করে দেখার উদ্দেশ্যে: a trial voyage. (৩) [countable noun, uncountable noun] আদালতের বিচার। be/go on trial for something (অপরাধ) আদালতের বিচারাধীন হওয়া। bring somebody to trial, bring somebody up for trial; put somebody on trial, বিচারের মুখোমুখি করানো; আদালতের বিচারাধীন হওয়া। stand (one’s) trial বিচারাধীন হওয়া। (৪) [countable noun] ধৈর্যের শেষসীমায় পৌঁছে দেওয়া জ্বালাতনকারী। trials and tribulations জ্বালাতন; ভাগ্যের ঘাতপ্রতিঘাত।