T পৃষ্ঠা ২৮
- English Word trilateral Bengali definition [ট্রাইল্যাটারাল্] (adjective) ত্রিপাক্ষিক: a trilateral agreement.
- English Word trilby Bengali definition [ট্রিল্বি] (noun) (plural trilbies) trilby (hat) (পুরুষের জন্য) পশমি কাপড়ের নরম টুপি।
- English Word trill Bengali definition [ট্রিল্] (noun) [countable noun] (১) কম্পিত আওয়াজ; মানুষের কণ্ঠ বা পাখির গানের স্পন্দিত ধ্বনি; কাঁপুনি। (২) (সংগীত) একটি পূর্ণান্তর (tone) বা একটি অর্ধান্তরের ব্যবধানে দুটি সুরের পর্যায়নুবৃত্তি; কম্পন। (৩) কম্পনজাত ব্যঞ্জনধ্বনি (যেমন বাংলা ‘র’); কম্পিত ব্যঞ্জন)। □(verb intransitive), (verb transitive) (সংগীতের সুর) কম্পনসহ গাওয়া বা বাজানো; কম্পনসহকারে উচ্চারণ করা: a nightingale trilling away in its cage.
- English Word trillion Bengali definition [ট্রিলিআন্] (noun), (adjective) (British/Britain) দশ হাজার কোটি কোটি; (১০১৮); (America(n)) এক লাখ কোটি (১০১২) দ্রষ্টব্য পরি ৪।
- English Word trilogy Bengali definition [ট্রিলাজি] (noun) [countable noun] (plural trilogies) একের পর এক মঞ্চস্থ বা পাঠ করার জন্য লিখিত তিনটি নাটক, অপেরা বা উপন্যাসের সমষ্টি; প্রত্যেকটি স্বয়ংসম্পূর্ণ হলেও এদের মধ্যে বিষয়বস্তুগত যোগসূত্র থাকে; ত্রিলজি।
- English Word trim Bengali definition [ট্রিম্] (adjective) (trimmer, trimmest) সুশৃঙ্খল; পরিচ্ছন্ন; পরিপাটি; সুবিন্যস্ত ফিটফাট; ঝকমকে তকতকে: a trim little room; a trim garden. □(noun) [uncountable noun] পারিপাট্য; পরিচ্ছন্নতা; প্রস্তুতি; উপযুক্ততা: get into (good) trim for the race. □(verb intransitive), (verb transitive) (১) ছেঁটে পরিপাটি/সুষম করা: trim one’s beard/the wick of a lamp. (২) trim something (with something) সজ্জিত/মণ্ডিত করা: trim a frock with lace. (৩) মালামাল, আরোহী ইত্যাদির অবস্থান যথাযথভাবে বিন্যস্ত করে (নৌকা, জাহাজ, বিমান ইত্যাদি) সুষম করা; বাতাসের উপযোগী করে (পাল) খাটানো। (৪) রাজনীতিতে মধ্যপন্থা অবলম্বন করা; জনসমর্থন অর্জনের প্রয়াসে নিজের মতামত, নীতি ইত্যাদি পরিবর্তন করা: As a politician he has no convictions, he is always trimming. trimmer (noun) যে ব্যক্তি বা বস্তু ছেঁটে পরিপাটি করে, মণ্ডিত করে কিংবা নিজের মতামত, নীতি ইত্যাদি পরিবর্তন করে। trimming (noun) [uncountable noun, countable noun] সজ্জা; মণ্ডন: lace trimming(s). trimly (adverb) পরিপাটিরূপে ইত্যাদি।
- English Word trimaran Bengali definition [ট্রাইমার্যান্] (noun) তিনটি সমান্তরাল খোলবিশিষ্ট নৌকা; ত্রিমারান। দ্রষ্টব্য catamaran.
- English Word trinitrotoluene Bengali definition [ট্রাইনাইট্রোটল্যিউঈন্] (noun) [uncountable noun] (সাধারণত TNT [টীএন্টী]) শক্তিশালী বিস্ফোরকবিশেষ।
- English Word trinity Bengali definition [ট্রিনাটি] (noun) তিনের সমষ্টি; ত্রিত্ব। the Trinity (খ্রিষ্টীয় ধর্মশাস্ত্রে) এক ঈশ্বরের মধ্যে পিতা, পুত্র ও পবিত্র আত্মার মিলন; ত্রয়ী। Trinity House জাহাজের চালকদের সনদ প্রদান, বাতিঘরসমূহের রক্ষণাবেক্ষণ, নিমজ্জিত ভগ্ন জাহাজের স্থান নির্দেশ প্রভৃতি দায়িত্বে নিয়োজিত ব্রিটিশ প্রতিষ্ঠান। Trinity Sunday খ্রিষ্টানদের ধর্মীয় পর্ববিশেষ; ইস্টারের পরবর্তী অষ্টম রবিবার।
- English Word trinket Bengali definition [ট্রিঙ্কিট্] (noun) তুচ্ছ অলংকার; ক্ষুদ্র মনোহারী সামগ্রী।
- English Word trio Bengali definition [টীওউ] (noun) (plural trios) তিনের বর্গ; ত্রয়ী; তিনজন গায়ক বা বাদকের দল এবং ঐরূপের দলের জন্য রচিত সংগীত।
- English Word trip Bengali definition [ট্রিপ্] (verb intransitive), (verb transitive) (tripped, tripping, trips) (১) দ্রুত; লঘু পদক্ষেপে হাঁটা, নাচা বা দৌড়ানো: go tripping down the road. (২) trip (over) (something) পা আটকে গিয়ে হোঁচট খাওয়া: trip over a boulder. trip (somebody) (up) হোঁচট খাওয়া বা খাওয়ানো; ভুল পদক্ষেপ নেওয়া বা নেওয়ানো। (৩) trip (out) (অপশব্দ) চিত্তবিভ্রমজনক মাদকদ্রব্য সেবনের অভিজ্ঞতা লাভ করা; নেশা করা। (৪) (পুরাতনী) trip measure দ্রুত; লঘু পদক্ষেপে নাচা। □(noun) [countable noun] (১) যাত্রা; প্রমোদসফর: a trip to the seaside; a honeymoon trip to Paris. (২) হোঁচট; (লাক্ষণিক) ত্রুটি; প্রমাদ; বিচ্যুতি। tripwire (noun) মাটিতে পাতা তার, যাতে বাধা পেয়ে পশু ইত্যাদি হোঁচট খেলে তারসংলগ্ন ফাঁদ বন্ধ হয়ে যায়। tripper (noun) যে ব্যক্তি আনন্দের জন্য (সাধারণত সংক্ষিপ্ত) সফরে বেরোয়; আনন্দযাত্রী। tripping (adjective) দ্রুত ও লঘু। tripingly (adverb) দ্রুত লঘু পায়ে।
- English Word tripartite Bengali definition [ট্রাইপা:টাইট্] (adjective) ত্রিপক্ষীয়: tripartite talks. (২) তিনটি অংশসংবলিত; ত্রিপাক্ষিক।
- English Word tripe Bengali definition [ট্রাইপ্] (noun) [uncountable noun] (১) গরুর পাকস্থলীর দেওয়ালের অংশবিশেষ, যা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। (২) (অপশব্দ) বাজে কথা, লেখা, ধারণা ইত্যাদি; আবোলতাবোল।
- English Word triple Bengali definition [ট্রিপ্ল্] (adjective) তিনের যোগে বা তিনটি অংশ বা দলের সমন্বয়ে গঠিত: The Triple Alliance; triple time, (সংগীত) ত্রিমাত্রিক তাল; the triple crown, পোপের (ত্রিতল) মুকুট □(verb transitive), (verb intransitive) তিনগুণ করা বা হওয়া।
- English Word triplet Bengali definition [ট্রিপ্লিট্] (noun) (১) (plural) একবারে ভূমিষ্ঠ তিনটি শিশু; ত্রেতা; ত্রৈত। (২) তিনের সমূহ; ত্রেতা।
- English Word triplex Bengali definition [ট্রিপ্লেক্স্] (adjective) তিনগুণ; ত্রিক। triple (glass) (Proprietary name) দুই প্রস্থ কাচের মাঝখানে এক প্রস্থ প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি মজবুত কাচ (যেমন মোটরগাড়ি ইত্যাদিতে ব্যবহৃত হয়); ত্রিতল/তেপাল্লা কাচ।
- English Word triplicate Bengali definition [ট্রিপ্লিকাট্] (adjective) তিনটি প্রতিলিপি প্রস্তুত করা হয়েছে এমন। □(noun) in triplicate তিন কপি বিশিষ্ট: drawn up in triplicate. □ (verb transitive) [ট্রিপলিকেইট্] তিন কপিসহ তৈরি করা।
- English Word tripod Bengali definition [ট্রাইপড্] (noun) (ক্যামেরা প্রভৃতির জন্য) তিন পাওয়ালা আলম্বন, তিন পাওয়ালা টেবিল, টুল ইত্যাদি; তেপায়া; ত্রিপদী; টিপাই।
- English Word tripper Bengali definition [ট্রিপা(র্)] (noun) দ্রষ্টব্য trip.
- English Word triptych Bengali definition [ট্রিপ্টিক্] (noun) (সাধারণত কবজাযুক্ত) পাশাপাশি তিনটি ফলকে অঙ্কিত বা উৎকীর্ণ চিত্র (যেমন গির্জায় ধর্মীয় বিষয়বস্তু ঘটিত এ ধরনের ছবি); ত্রিপট।
- English Word trisect Bengali definition [ট্রাইসেক্ট্] (noun) (রেখা, কোণ ইত্যাদি বিশেষত সমান) তিনভাগে বিভক্ত করা; ত্রিধা-বিভক্ত করা।
- English Word trite Bengali definition [ট্রাইট্] (adjective) (মন্তব্য, ভাব, অভিমত) মামুলি; নতুনত্বহীন; বাসি; গতানুগতিক। tritely (adverb) গতানুগতিকভাবে triteness (noun) মামুলিত্ব; নতুনত্বহীনতা।
- English Word triumph Bengali definition [ট্রাইআম্ফ্] (noun) (১) [countable noun, uncountable noun] বিজয়; সাফল্য; বিজয়োল্লাসে। (২) [countable noun] (প্রাচীন রোমে) বিজয়ী কোনো সেনাপতির সম্মানে শোভাযাত্রা ও উৎসব; বিজয়োৎসব। □(verb intransitive) triumph (over) (কারো উপর) বিজয় অর্জন করা; (কাউকে) পরাভূত করা। triumphal [ট্রাইআম্ফ্ল্] (adjective) বিজয়ঘটিত: a triumphal arch, বিজয়তোরণ। triumphant [ট্রাইআম্ফ্ন্ট্] (adjective) বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত। triumphantly (adverb) বিজয়দৃপ্তভাবে।
- English Word triumvir Bengali definition [ট্রাইআম্ভা(র্)] (noun) (প্রাচীন রোমে) যৌথভাবে পদাধিকারী তিনব্যক্তির যেকোনো একজন; ত্রয়োন্যতম। triumvirate [ট্রাইআম্ভিরাট্] (noun) উক্তরূপ তিনব্যক্তির সমষ্টি।
- English Word triune Bengali definition [ট্রাইইঊন্] (adjective) একের ভেতর তিন: the triune Godhead= the Trinity.
- English Word trivet Bengali definition [ট্রিভিট্] (noun) আগুনের উপর বা পাশে পাত্র বা কেতলি রাখার (সাধারণত তিনটি পায়াযুক্ত) আলম্বন বা ঠেকনা; আগুনের উপর পাতা জালির শলাকার সঙ্গে হুক দিয়ে লাগানোর জন্য লোহার নাগদন্ত বা গোঁজ। as right as a trivet সম্পূর্ণ সুস্থ; সন্তোষজনক পরিস্থিতিতে।
- English Word trivia Bengali definition [ট্রিভিআ] (noun), (plural) তুচ্ছ; গুরুত্বহীন দ্রব্যাদি; টুকিটাকি; সামান্য বস্তু।
- English Word trivial Bengali definition [ট্রিভিআল্] (adjective) (১) সামান্য; তুচ্ছ; অকিঞ্চিৎকর; নগণ্য: a trivial offence; raise trivial objections. (২) মামুলি; গতানুগতিক: the trivial round, প্রতিদিনের গতানুগতিক জীবনযাত্রা। (৩) (ব্যক্তি) লঘুচিত্ত; অসার; অপদার্থ; হালকাস্বভাব: How can you love that trivial girl? trivially [ট্রিভিআলি] (adverb) তুচ্ছরূপে। triviality [ট্রিভিঅ্যালাটি] (noun) [uncountable noun] অকিঞ্চিৎকরত্ব; তুচ্ছতা; [countable noun] (plural trivialties) তুচ্ছ চিন্তা, ঘটনা ইত্যাদি: talk/write trivialities. trivialize, trivialise [ট্রিভিআলাইজ্] (verb transitive) গতানুগতিক/অকিঞ্চিৎকর গুরুত্বহীন করে তোলা।
- English Word trod, trodden Bengali definition [ট্রড, ট্রড্ন্] tread – এর past tense, past participle